কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বাংলাদেশের শিক্ষার্থীরা এখন ভালো আছেন। বিদেশি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনার পর সেখানকার পরিস্থিতির উন্নতি হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এমনটি জানিয়েছেন।
এদিকে সোমবার বিকেলে দেশটিতে বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুল ইসলাম বিশকেক পৌঁছেছেন। একটি কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রদূত বাংলাদেশের শিক্ষার্থীদের খোঁজখবর নিতে ক্যাম্পাসগুলোয় যাবেন। তিনি দেশটির অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ব্যবস্থা করবেন।
ডেলিভারি সেবা নিয়ে বিরোধের কারণে ১৩ মে থেকে ১৮ মে পর্যন্ত বিশকেকে স্থানীয় কিছু নাগরিকের সঙ্গে পাকিস্তান ও মিসরসহ কয়েকটি দেশের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। বাংলাদেশের কয়েকজন শিক্ষার্থীও এতে জড়িয়ে পড়ে। এরপর থেকে বিদেশি শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন। কাজে যেতে না পারায় আয় বন্ধ হয়ে গেলে বাংলাদেশি শিক্ষার্থীদের অনেকে অর্থকষ্ট ও খাদ্যাভাবে পড়েন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রাষ্ট্রদূত প্রয়োজনে খাদ্যাভাবে থাকা শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেবেন।
বিশকেক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের শিক্ষার্থীদের কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগ দেশে ফিরতে শুরু করেছেন। তাঁদের বিমানবন্দরে যেতে নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ।
সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রায় ২০ জন গতকাল পর্যন্ত দেশে ফিরতে বিশকেক ছেড়েছেন।

কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বাংলাদেশের শিক্ষার্থীরা এখন ভালো আছেন। বিদেশি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনার পর সেখানকার পরিস্থিতির উন্নতি হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এমনটি জানিয়েছেন।
এদিকে সোমবার বিকেলে দেশটিতে বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুল ইসলাম বিশকেক পৌঁছেছেন। একটি কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রদূত বাংলাদেশের শিক্ষার্থীদের খোঁজখবর নিতে ক্যাম্পাসগুলোয় যাবেন। তিনি দেশটির অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ব্যবস্থা করবেন।
ডেলিভারি সেবা নিয়ে বিরোধের কারণে ১৩ মে থেকে ১৮ মে পর্যন্ত বিশকেকে স্থানীয় কিছু নাগরিকের সঙ্গে পাকিস্তান ও মিসরসহ কয়েকটি দেশের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। বাংলাদেশের কয়েকজন শিক্ষার্থীও এতে জড়িয়ে পড়ে। এরপর থেকে বিদেশি শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন। কাজে যেতে না পারায় আয় বন্ধ হয়ে গেলে বাংলাদেশি শিক্ষার্থীদের অনেকে অর্থকষ্ট ও খাদ্যাভাবে পড়েন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রাষ্ট্রদূত প্রয়োজনে খাদ্যাভাবে থাকা শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেবেন।
বিশকেক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের শিক্ষার্থীদের কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগ দেশে ফিরতে শুরু করেছেন। তাঁদের বিমানবন্দরে যেতে নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ।
সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রায় ২০ জন গতকাল পর্যন্ত দেশে ফিরতে বিশকেক ছেড়েছেন।

ব্যবসা বা পর্যটনের উদ্দেশ্যে বি১ ও বি২ ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি ২০২৬) থেকে বাংলাদেশের নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হবে। তবে এফ বা এম ভিসায় যুক্তরাষ্ট্রে যেতে শিক্ষার্থীদের জন্য এই বন্ড প্রযোজ্য নয়।
১২ ঘণ্টা আগে
গণভবনে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে জাদুঘরের চিত্রগুলো ঘুরে দেখেন তিনি।
১২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক কলকাতা বইমেলা থেকে এ বছরও বাংলাদেশকে বাদ দিয়েছেন আয়োজকেরা। ভারতের পশ্চিমবঙ্গের রাজধানীর এই বইমেলায় পরপর দ্বিতীয়বারের মতো বাংলাদেশের প্যাভিলিয়ন থাকছে না। তবে সেখানকার কোনো স্টলে বাংলাদেশের বই বিক্রিতে বাধা নেই। যুক্তরাষ্ট্রও এবারের বইমেলায় থাকবে না।
১৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্ধারিত সময়ের আগে মাঠে প্রচারণা চালানোয় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) চারটি দলকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)।
১৩ ঘণ্টা আগে