কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বাংলাদেশের শিক্ষার্থীরা এখন ভালো আছেন। বিদেশি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনার পর সেখানকার পরিস্থিতির উন্নতি হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এমনটি জানিয়েছেন।
এদিকে সোমবার বিকেলে দেশটিতে বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুল ইসলাম বিশকেক পৌঁছেছেন। একটি কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রদূত বাংলাদেশের শিক্ষার্থীদের খোঁজখবর নিতে ক্যাম্পাসগুলোয় যাবেন। তিনি দেশটির অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ব্যবস্থা করবেন।
ডেলিভারি সেবা নিয়ে বিরোধের কারণে ১৩ মে থেকে ১৮ মে পর্যন্ত বিশকেকে স্থানীয় কিছু নাগরিকের সঙ্গে পাকিস্তান ও মিসরসহ কয়েকটি দেশের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। বাংলাদেশের কয়েকজন শিক্ষার্থীও এতে জড়িয়ে পড়ে। এরপর থেকে বিদেশি শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন। কাজে যেতে না পারায় আয় বন্ধ হয়ে গেলে বাংলাদেশি শিক্ষার্থীদের অনেকে অর্থকষ্ট ও খাদ্যাভাবে পড়েন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রাষ্ট্রদূত প্রয়োজনে খাদ্যাভাবে থাকা শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেবেন।
বিশকেক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের শিক্ষার্থীদের কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগ দেশে ফিরতে শুরু করেছেন। তাঁদের বিমানবন্দরে যেতে নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ।
সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রায় ২০ জন গতকাল পর্যন্ত দেশে ফিরতে বিশকেক ছেড়েছেন।
কিরগিজস্তানের রাজধানী বিশকেকে বাংলাদেশের শিক্ষার্থীরা এখন ভালো আছেন। বিদেশি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনার পর সেখানকার পরিস্থিতির উন্নতি হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ সোমবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এমনটি জানিয়েছেন।
এদিকে সোমবার বিকেলে দেশটিতে বাংলাদেশের অনাবাসিক রাষ্ট্রদূত মোহাম্মদ মনিরুল ইসলাম বিশকেক পৌঁছেছেন। একটি কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রদূত বাংলাদেশের শিক্ষার্থীদের খোঁজখবর নিতে ক্যাম্পাসগুলোয় যাবেন। তিনি দেশটির অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার ব্যবস্থা করবেন।
ডেলিভারি সেবা নিয়ে বিরোধের কারণে ১৩ মে থেকে ১৮ মে পর্যন্ত বিশকেকে স্থানীয় কিছু নাগরিকের সঙ্গে পাকিস্তান ও মিসরসহ কয়েকটি দেশের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। বাংলাদেশের কয়েকজন শিক্ষার্থীও এতে জড়িয়ে পড়ে। এরপর থেকে বিদেশি শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগতে থাকেন। কাজে যেতে না পারায় আয় বন্ধ হয়ে গেলে বাংলাদেশি শিক্ষার্থীদের অনেকে অর্থকষ্ট ও খাদ্যাভাবে পড়েন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, রাষ্ট্রদূত প্রয়োজনে খাদ্যাভাবে থাকা শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেবেন।
বিশকেক থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের শিক্ষার্থীদের কেউ কেউ ব্যক্তিগত উদ্যোগ দেশে ফিরতে শুরু করেছেন। তাঁদের বিমানবন্দরে যেতে নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন স্থানীয় কর্তৃপক্ষ।
সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রায় ২০ জন গতকাল পর্যন্ত দেশে ফিরতে বিশকেক ছেড়েছেন।
জুলাই গণ-অভ্যুত্থানে শহিদ পরিবার ও আহতদের জন্য সরকার যে সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছে, মিথ্যা তথ্য দিয়ে প্রতারণার মাধ্যমে সেসব সুবিধা নিলে দুই বছর কারাদণ্ড এবং দুই লাখ টাকা জরিমানা করা হবে। মঙ্গলবার (১৭ জুন) রাতে সরকারের জারি করা ‘জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ...
৫ ঘণ্টা আগেকরোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) রাত সাড়ে নয়টায় সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো হালনাগাদকৃত তথ্যে বিষয়টি জানিয়েছে।
৫ ঘণ্টা আগেডেঙ্গুতে আক্রান্ত ১৩ বছরের শিশু ফারহান আহমেদ তিন দিন ধরে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি রয়েছে। ৭ দিন ধরে অসুস্থ ফারহানের বাসা মগবাজারের রেড ক্রিসেন্ট কার্যালয়সংলগ্ন এলাকায়। ওই এলাকা ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৫ নম্বর ওয়ার্ডে পড়েছে। এলাকাটিতে মশার উপদ্রব ব্যাপক...
৬ ঘণ্টা আগেদেশে ডেঙ্গু ভাইরাসের প্রকোপ দ্রুত বাড়ছে। বিশেষ করে রাজধানীর বাইরে। চলতি বছর দেশে সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হচ্ছে দক্ষিণাঞ্চলের জেলা বরগুনায়। গ্রামাঞ্চলে সাধারণভাবে বাস করা অ্যালবোপিকটাস প্রজাতির মশাও ডেঙ্গু ভাইরাসবাহী হয়ে উঠেছে। একই সঙ্গে সেখানে বিস্তার ঘটেছে শহর থেকে যাওয়া এডিস...
৬ ঘণ্টা আগে