Ajker Patrika

গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার

আজকের পত্রিকা ডেস্ক­
গণ-অভ্যুত্থানে আহতদের চিকিৎসার খরচ দেবে সরকার

জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত ব্যক্তিদের চিকিৎসার খরচ দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। গত বুধবার (৫ ফেব্রুয়ারি) মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে গণ-অভ্যুত্থানসংক্রান্ত বিশেষ সেলের যুগ্ম সচিব মো. মশিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ইতিপূর্বে বেসরকারি হাসপাতালে যাঁরা চিকিৎসা গ্রহণ করেছেন, তাঁদের আবেদন ও বিল গণ-অভ্যুত্থানসংক্রান্ত বিশেষ সেলে অথবা সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের কার্যালয়ে দাখিল করতে হবে। সেলে প্রাপ্ত বিলসমূহ স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজনীয় যাচাই-বাছাই করে পুনরায় গণ-অভ্যুত্থানসংক্রান্ত বিশেষ সেলে প্রেরণ করবে এবং সিভিল সার্জন অফিসে প্রাপ্ত বিল সিভিল সার্জন যাচাই-বাছাই শেষে প্রেরণ করবেন। সেল মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে দাবিকৃত অর্থ পরিশোধের ব্যবস্থা গ্রহণ করবে।’

এ ছাড়া ইতিমধ্যে যাঁরা আহত হয়ে চিকিৎসা নিয়েছেন, তাঁদের আবেদন ও বিল গণ-অভ্যুথানসংক্রান্ত বিশেষ সেলে অথবা সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জনের কার্যালয়ে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়। আবেদন ফরম গণ-অভ্যুত্থানসংক্রান্ত বিশেষ সেলের ওয়েবসাইটে পাওয়া যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১৬ মাসের শিশুকে সেতু থেকে নদীতে ছুড়ে ফেলে থানায় গেলেন মা

ইরানকে আরেকটি সুযোগ দিতে ট্রাম্পকে শেষ মুহূর্তে রাজি করায় সৌদি, কাতার ও ওমান

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

জামায়াত লড়বে ১৭৯ আসনে, জোটের সমঝোতা ২৫৩টিতে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত