Ajker Patrika

সাংবাদিক মুন্নী সাহাসহ পরিবারের ৩৩ ব্যাংক হিসাবের ১৮ কোটি টাকা অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাংবাদিক মুন্নী সাহা। ফাইল ছবি
সাংবাদিক মুন্নী সাহা। ফাইল ছবি

সাংবাদিক মুন্নী সাহা, তাঁর স্বামী কবীর হোসেন, আপেল রানী সাহা ও ভাই তপন কুমার সাহার ৩৩টি ব্যাংক হিসাবে ১৮ কোটি ১৬ লাখ টাকা অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দিন বলে জানান দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।

দুদকের উপ-পরিচালক ইয়াসির আরাফাত তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, মুন্নী সাহা ও তাঁর স্বামী কবির হোসেন সাংবাদিকতা পেশাকে ব্যবহার করে বিধিবহির্ভূতভাবে প্রভাব খাটিয়ে প্রতারণা ও চাঁদাবাজির মাধ্যমে অর্থ উপার্জন করেন। অবৈধভাবে উপার্জিত অর্থ নিজ এবং স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাবের মাধ্যমে লেনদেন করে আসছেন বলে অভিযোগের অনুসন্ধান করছে দুদক। অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মনীষা এবং তার পরিবারের সদস্যরা যেকোনো সময় উক্ত স্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর করতে পারেন। এমতাবস্থায় অনুসন্ধানের স্বার্থে তাদের ৩৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা প্রয়োজন।

উল্লেখ্য এর আগে মুন্নী সাহা এবং তার পরিবারের সদস্যদের গত ৩ জুন দেশটাকে নিষেধাজ্ঞা জারি করেন এই আদালত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর উত্তরায় সাততলা ভবনে আগুন: একই পরিবারের ৩ জনসহ নিহত বেড়ে ৬

আজকের রাশিফল: ইগোটা আলমারিতে রাখুন, তেল দিতে গেলে পিছলে পড়বেন

মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে বৈঠক, সরকারের আলোচনায় সমর্থন তারেক রহমানের

প্রশ্নটা কেন তামিমকে করেন না, মিঠুনের জিজ্ঞাসা

শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত