নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বিতীয় দফায় আগামী ১৯ আগস্ট বৃহস্পতিবার থেকে আরও ৩৩ জোড়া যাত্রীবাহী ট্রেন চালু করবে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার দুপুরে রেলওয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখা থেকে এমনটি জানানো হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে ১২ জোড়া আন্তনগর ও ২১ জোড়া মেইল, কমিউনিটি, ডেমু ও লোকাল মোট ৩৩ জোড়া ট্রেন চলাচল শুরু করবে।
এদিকে ১৯ দিনের কঠোর বিধিনিষেধ শিথিল করায়। গত ১১ আগস্ট থেকে সব সিটে যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছিল। প্রথম দফায় ৩৮ জোড়া আন্তনগর ও ২০ জোড়া মেইল, কমিউটারসহ মোট ৫৮ জোড়া ট্রেন চলাচল শুরু হয়েছিল। সব মিলে বৃহস্পতিবার থেকে ৯১ জোড়া যাত্রীবাহী ট্রেন সারা দেশে চলাচল করবে।
ট্রেন চালুর বিষয়ে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) শরদার শাহাদাত আলী আজকের পত্রিকাকে বলেন, ' বৃহস্পতিবার ট্রেন চালুর পরেও আরও কিছু ট্রেন চলতে বাকি থাকবে। কিছু ট্রেনের মেরামত কাজ চলমান আছে। মেরামত কাজ শেষে পর্যায়ক্রমে বাকি সবগুলো ট্রেন চালু করা হবে'।
বৃহস্পতিবার চালু হচ্ছে যেসব ট্রেন:
আন্তনগর
মহানগর এক্সপ্রেস, এগারো সিন্দুর প্রভাতী, এগারো সিন্দুর গোধূলি, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, করতোয়া এক্সপ্রেস, কপোতাক্ষ এক্সপ্রেস, সিক্ল সিটি এক্সপ্রেস, দোলনচাঁপা এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস।
লোকাল-কমিউটার
ঢাকা/নোয়াখালী এক্সপ্রেস, সমতট এক্সপ্রেস, ভাওয়াল এক্সপ্রেস, ধলেশ্বরী এক্সপ্রেস, কালিয়াকৈর কমিউটার, নারায়ণগঞ্জ কমিউটার, নাজিরহাট কমিউটার, দোহাজারী কমিউটার, লোকাল ১২৩ / ১২৪, লোকাল ৮ জোড়া, লোকাল ২৬১ / ২৬৪, লোকাল ২৭১ / ২৭৮, লোকাল ২৫৪ / ২৫৩, লোকাল ২৫৬ / ২৫৫, লোকাল, উত্তরবঙ্গ মেইল ৭ / ৮, কাঞ্চন কমিউটার, বেতনা এক্সপ্রেস, ঈশ্বরদী কমিউটার, দিনাজপুর/লালমনি কমিউটার, বুড়িমারী কমিউটার, কুড়িগ্রাম শাটল।
প্রতিটি ট্রেনের শতভাগ টিকিট বিক্রি করা হবে। যার ৫০ শতাংশ টিকিট স্টেশনের কাউন্টারে এবং বাকি ৫০ শতাংশ টিকিট রেল সেবা অ্যাপস ও রেলের ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বিক্রি করা হয়।

দ্বিতীয় দফায় আগামী ১৯ আগস্ট বৃহস্পতিবার থেকে আরও ৩৩ জোড়া যাত্রীবাহী ট্রেন চালু করবে বাংলাদেশ রেলওয়ে। মঙ্গলবার দুপুরে রেলওয়ের ট্রাফিক ট্রান্সপোর্টেশন শাখা থেকে এমনটি জানানো হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, আগামী বৃহস্পতিবার থেকে ১২ জোড়া আন্তনগর ও ২১ জোড়া মেইল, কমিউনিটি, ডেমু ও লোকাল মোট ৩৩ জোড়া ট্রেন চলাচল শুরু করবে।
এদিকে ১৯ দিনের কঠোর বিধিনিষেধ শিথিল করায়। গত ১১ আগস্ট থেকে সব সিটে যাত্রী নিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছিল। প্রথম দফায় ৩৮ জোড়া আন্তনগর ও ২০ জোড়া মেইল, কমিউটারসহ মোট ৫৮ জোড়া ট্রেন চলাচল শুরু হয়েছিল। সব মিলে বৃহস্পতিবার থেকে ৯১ জোড়া যাত্রীবাহী ট্রেন সারা দেশে চলাচল করবে।
ট্রেন চালুর বিষয়ে বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) শরদার শাহাদাত আলী আজকের পত্রিকাকে বলেন, ' বৃহস্পতিবার ট্রেন চালুর পরেও আরও কিছু ট্রেন চলতে বাকি থাকবে। কিছু ট্রেনের মেরামত কাজ চলমান আছে। মেরামত কাজ শেষে পর্যায়ক্রমে বাকি সবগুলো ট্রেন চালু করা হবে'।
বৃহস্পতিবার চালু হচ্ছে যেসব ট্রেন:
আন্তনগর
মহানগর এক্সপ্রেস, এগারো সিন্দুর প্রভাতী, এগারো সিন্দুর গোধূলি, ব্রহ্মপুত্র এক্সপ্রেস, কালনী এক্সপ্রেস, জামালপুর এক্সপ্রেস, চট্টলা এক্সপ্রেস, করতোয়া এক্সপ্রেস, কপোতাক্ষ এক্সপ্রেস, সিক্ল সিটি এক্সপ্রেস, দোলনচাঁপা এক্সপ্রেস, ধূমকেতু এক্সপ্রেস।
লোকাল-কমিউটার
ঢাকা/নোয়াখালী এক্সপ্রেস, সমতট এক্সপ্রেস, ভাওয়াল এক্সপ্রেস, ধলেশ্বরী এক্সপ্রেস, কালিয়াকৈর কমিউটার, নারায়ণগঞ্জ কমিউটার, নাজিরহাট কমিউটার, দোহাজারী কমিউটার, লোকাল ১২৩ / ১২৪, লোকাল ৮ জোড়া, লোকাল ২৬১ / ২৬৪, লোকাল ২৭১ / ২৭৮, লোকাল ২৫৪ / ২৫৩, লোকাল ২৫৬ / ২৫৫, লোকাল, উত্তরবঙ্গ মেইল ৭ / ৮, কাঞ্চন কমিউটার, বেতনা এক্সপ্রেস, ঈশ্বরদী কমিউটার, দিনাজপুর/লালমনি কমিউটার, বুড়িমারী কমিউটার, কুড়িগ্রাম শাটল।
প্রতিটি ট্রেনের শতভাগ টিকিট বিক্রি করা হবে। যার ৫০ শতাংশ টিকিট স্টেশনের কাউন্টারে এবং বাকি ৫০ শতাংশ টিকিট রেল সেবা অ্যাপস ও রেলের ওয়েবসাইটের মাধ্যমে টিকিট বিক্রি করা হয়।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন পদ্মা সেতু টোল আদায়ের ক্ষেত্রে এক নতুন উচ্চতায় পৌঁছেছে। উদ্বোধনের পর থেকে আজ ২০ জানুয়ারি পর্যন্ত সেতুটি থেকে মোট টোলের পরিমাণ তিন হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে।
২০ মিনিট আগে
সরকারি কর্মচারীদের সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) ও প্রদেয় ভবিষ্য তহবিলের (সিপিএফ) ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক মুনাফার হার নির্ধারণ করা হয়েছে। এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন গতকাল সোমবার জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
২৩ মিনিট আগে
আইনজীবী বলেন, মোয়াজ্জেম হোসেন পড়ে গিয়ে স্পাইনাল কর্ডে আঘাত পান। সেখান থেকে ফ্লুইড বের হচ্ছে। তিনি চিকিৎসার জন্য থাইল্যান্ড যেতে চান। ১৫ ফেব্রুয়ারি অ্যাপয়েন্টমেন্টের তারিখ নির্ধারণ করা হয়েছে।
১ ঘণ্টা আগে
জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে র্যাবের এক কর্মকর্তা নিহতের ঘটনায় ‘কম্বাইন্ড অপারেশন’ চালানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
২ ঘণ্টা আগে