Ajker Patrika

অধিকারের আদিলুর ও এলানের নিঃশর্ত মুক্তি দাবি অ্যামনেস্টির

অধিকারের আদিলুর ও এলানের নিঃশর্ত মুক্তি দাবি অ্যামনেস্টির

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে মানবাধিকার সংস্থা ‘অধিকার’-এর সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এএস এম নাসির উদ্দিন এলানকে দুই বছরের কারাদণ্ড দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এই দুই মানবাধিকারকর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাটি।

অ্যামনেস্টির এক্স হ্যান্ডলে এক বিবৃতিতে বলা হয়েছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং অন্যান্য মানবাধিকার সংস্থা অধিকারের দুই নেতার নিঃশর্ত মুক্তি দাবি করেছে। কারণ শুধু মানবাধিকার নিয়ে কাজ করার কারণে তাঁদের কারান্তরীণ করা হয়েছে। কর্তৃপক্ষের উচিত তাঁদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করা এবং কোনো ধরনের ভয়ভীতি ছাড়া তাঁদের মানবাধিকার সম্পর্কিত তথ্য সংগ্রহ ও প্রকাশ অব্যাহত রাখা নিশ্চিত করা। 

বিবৃতিতে ফ্রিখান এবং ফ্রিএলান হ্যাশট্যাগ ব্যবহার করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

২০১৩ সালে মতিঝিলে হেফাজত ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে তথ্য বিকৃতির দায়ে মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও সংগঠনটির পরিচালক এএসএম নাসির উদ্দিন এলানের দুই বছরের কারাদণ্ড হয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দুজনই আদালতে হাজির ছিলেন। পরে সাজার পরোয়ানাসহ তাঁদের কারাগারে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত