বিশেষ প্রতিনিধি, ঢাকা

মানবতাবিরোধী ও গণহত্যার সঙ্গে জড়িতরা যে সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন, সেটি প্রতিষ্ঠা করতে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
আজ শনিবার বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫’-এর দ্বিতীয় খসড়ার ওপর মতবিনিময় সভায় তিনি এই তথ্য জানান।
আইন উপদেষ্টা বলেন, ফরহাদ ভাই (ফরহাদ মজহার) বারবার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের কথা বলেছেন। ট্রুথ জাস্টিস কমিশন অথবা ট্রুথ রিকনসিলিয়েশন কমিশনের খুব দরকার আছে। এটা সম্ভবত আমাদের দেশে ১৯৭২ সাল থেকে থাকলেই ভালো হতো।
‘আমরা সবকিছুই খুব কনফরমেশনালভাবে (ঐকমত্যের ভিত্তিতে) নিষ্পত্তি করতে চাই। আমি ফরহাদ ভাইয়ের জ্ঞাতার্থে জানাতে চাই, আমরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করব।’
আসিফ নজরুল বলেন, যারা গণহত্যার মতো, মানবতাবিরোধী অপরাধের মতো ঘৃণ্য অপরাধ করেছে তারা খুব বেশিসংখ্যক না। তাদের উপযুক্ত, যথেষ্ট পরিমাণ শাস্তির ব্যবস্থা অবশ্যই আমাদের করতে হবে। তারা যে এই জাতির মূলধারা থেকে বিচ্ছিন্ন, সেটাকে এস্টাবলিস্ট (প্রতিষ্ঠিত) করার জন্য হলেও আমাদের ট্রুথ রিকনসিলিয়েশন কমিশন করতে হবে।
গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দিতে যা যা করা দরকার, সরকার তার সবকিছুই করবে বলে জানান আইন উপদেষ্টা।
আসিফ নজরুল বলেন, ‘একই সঙ্গে আমরা এ ধরনের আইন করে যাব; যাতে এই অপরাধগুলো ভবিষ্যতে না হয়। একই সঙ্গে আমরা ট্রুথ রিকনসিলিয়েশন কমিশন করে যাব; যাতে বড় বড় গণহত্যাকারী, মানবতাবিরোধী অপরাধকারী যে এই সমাজে বিচ্ছিন্ন, সেটিও এই প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে।’

মানবতাবিরোধী ও গণহত্যার সঙ্গে জড়িতরা যে সমাজের মূলধারা থেকে বিচ্ছিন্ন, সেটি প্রতিষ্ঠা করতে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।
আজ শনিবার বিকেলে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ, ২০২৫’-এর দ্বিতীয় খসড়ার ওপর মতবিনিময় সভায় তিনি এই তথ্য জানান।
আইন উপদেষ্টা বলেন, ফরহাদ ভাই (ফরহাদ মজহার) বারবার ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের কথা বলেছেন। ট্রুথ জাস্টিস কমিশন অথবা ট্রুথ রিকনসিলিয়েশন কমিশনের খুব দরকার আছে। এটা সম্ভবত আমাদের দেশে ১৯৭২ সাল থেকে থাকলেই ভালো হতো।
‘আমরা সবকিছুই খুব কনফরমেশনালভাবে (ঐকমত্যের ভিত্তিতে) নিষ্পত্তি করতে চাই। আমি ফরহাদ ভাইয়ের জ্ঞাতার্থে জানাতে চাই, আমরা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠন করব।’
আসিফ নজরুল বলেন, যারা গণহত্যার মতো, মানবতাবিরোধী অপরাধের মতো ঘৃণ্য অপরাধ করেছে তারা খুব বেশিসংখ্যক না। তাদের উপযুক্ত, যথেষ্ট পরিমাণ শাস্তির ব্যবস্থা অবশ্যই আমাদের করতে হবে। তারা যে এই জাতির মূলধারা থেকে বিচ্ছিন্ন, সেটাকে এস্টাবলিস্ট (প্রতিষ্ঠিত) করার জন্য হলেও আমাদের ট্রুথ রিকনসিলিয়েশন কমিশন করতে হবে।
গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে জড়িতদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দিতে যা যা করা দরকার, সরকার তার সবকিছুই করবে বলে জানান আইন উপদেষ্টা।
আসিফ নজরুল বলেন, ‘একই সঙ্গে আমরা এ ধরনের আইন করে যাব; যাতে এই অপরাধগুলো ভবিষ্যতে না হয়। একই সঙ্গে আমরা ট্রুথ রিকনসিলিয়েশন কমিশন করে যাব; যাতে বড় বড় গণহত্যাকারী, মানবতাবিরোধী অপরাধকারী যে এই সমাজে বিচ্ছিন্ন, সেটিও এই প্রক্রিয়ার মাধ্যমে প্রতিষ্ঠিত হবে।’

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের সমালোচনার জবাব দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সরকারের গণভোট প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, ‘এ সরকার রক্তের ওপর প্রতিষ্ঠিত হয়েছে। আপনি এটাকে তত্ত্বাবধায়ক সরকার মনে করেন? যে নিরপেক্ষতা বজায় রাখতে হবে।
৩ ঘণ্টা আগে
কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মনজুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র বহাল রাখা হয়েছে।
৪ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে সারা দেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করেছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশন (ইইউ ইওএম)। আজ শনিবার থেকেই তাঁরা দেশের ৬৪ জেলায় তাঁদের পর্যবেক্ষণ কার্যক্রম শুরু করছেন।
৭ ঘণ্টা আগে
সরকার স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে তারাই সবচেয়ে লাভবান হবে বলে মন্তব্য করেছেন দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহ্ফুজ আনাম। আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) মিলনায়তনে গণমাধ্যম সম্মিলনে তিনি এ কথা বলেন।
৭ ঘণ্টা আগে