বিশেষ প্রতিনিধি, ঢাকা

বাংলাদেশ বিমানবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিককে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। প্রেষণে এই পদে নিয়োগ দিয়ে তাঁর চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
আজ বুধবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়াকে গত ২৬ জুন বেবিচক চেয়ারম্যানের পদ থেকে প্রত্যাহার করে বিমানবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।
বর্তমানে মোস্তফা মাহমুদ সিদ্দিক বাংলাদেশ বিমান বাহিনীর জিডি (পি) শাখায় কর্মরত আছেন। তিনি বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি ও এসিএসসি কোর্স সম্পন্ন করেছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, এ নিয়োগের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ, বেবিচক, প্রধান উপদেষ্টার কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভিন্ন শাখা ও সংশ্লিষ্ট অফিসগুলোতে পাঠানো হয়েছে। একই সঙ্গে সরকারি গেজেটে প্রকাশ এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
অন্যদিকে মেজর জেনারেল (অব.) মো. নজরুল ইসলামকে এক বছরের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী সদস্য পদে চুক্তিতে নিয়োগ দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে নজরুল ইসলামকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।

বাংলাদেশ বিমানবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিককে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। প্রেষণে এই পদে নিয়োগ দিয়ে তাঁর চাকরি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
আজ বুধবার (২ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়াকে গত ২৬ জুন বেবিচক চেয়ারম্যানের পদ থেকে প্রত্যাহার করে বিমানবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।
বর্তমানে মোস্তফা মাহমুদ সিদ্দিক বাংলাদেশ বিমান বাহিনীর জিডি (পি) শাখায় কর্মরত আছেন। তিনি বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি ও এসিএসসি কোর্স সম্পন্ন করেছেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, এ নিয়োগের অনুলিপি মন্ত্রিপরিষদ বিভাগ, সশস্ত্র বাহিনী বিভাগ, বেবিচক, প্রধান উপদেষ্টার কার্যালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভিন্ন শাখা ও সংশ্লিষ্ট অফিসগুলোতে পাঠানো হয়েছে। একই সঙ্গে সরকারি গেজেটে প্রকাশ এবং মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
অন্যদিকে মেজর জেনারেল (অব.) মো. নজরুল ইসলামকে এক বছরের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী সদস্য পদে চুক্তিতে নিয়োগ দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে নজরুল ইসলামকে ওই পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে।

দুদক সূত্রে জানা গেছে, ২০১৪ থেকে ২০১৭ সালের মধ্যে বিভিন্ন সময়ে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ১২টি ভুয়া ও কাগুজে প্রতিষ্ঠানের নামে ঋণ অনুমোদন করিয়ে ৪৩৩ কোটি ৯৬ লাখ ১৮ হাজার ৯ টাকা আত্মসাৎ করা হয়।
১ ঘণ্টা আগে
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আজ বুধবার বিকেলে রাজধানীর বঙ্গভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগে
বিদেশে পালিয়ে থাকা ব্যক্তিদের দেওয়া হুমকির কোনো মূল্য নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, যাদের সাহস আছে, তারা দেশে এসে আইনের আশ্রয় নিক। অন্য দেশে পালিয়ে থেকে কথা বললে তার কোনো ভ্যালু নেই।
১ ঘণ্টা আগে
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ঢাকা-১৩ আসনের প্রার্থী মামুনুল হককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। ভোটগ্রহণের তিন সপ্তাহ আগেই নির্বাচনী প্রচার শুরু করার অভিযোগে তাঁকে এই নোটিশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে