নিজস্ব প্রতিবেদক, ঢাকা

লক্ষ্যমাত্রার ৯৫ শতাংশ মানুষ করোনা প্রতিরোধী টিকার আওতায়। এর মধ্যে তৃতীয় বা বুস্টার ডোজ নিয়েছে ৫২ শতাংশ ৷ এমতাবস্থায় আসন্ন বিজয় দিবস উপলক্ষে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ৯০ লাখ মানুষকে বুস্টার ডোজ দেওয়ার বিশেষ ক্যাম্পেইন হাতে নিয়েছে সরকার।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই ক্যাম্পেইনের ঘোষণা দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সামনে বিজয় দিবস আসছে, ‘এ উপলক্ষে টিকার ক্যাম্পেইনের উদ্যোগ নিয়েছি। এটি ১ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে। বিশেষ এই ক্যাম্পেইনে ৯০ লাখ লোককে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এখন পর্যন্ত আমরা শুধু ৯টি ক্যাম্পেইনে ১৩ কোটি ৪৯ লক্ষ ডোজ টিকা দিয়েছি।’
জাহিদ মালেক বলেন, ‘এর আগে আমরা এক দিনে ১ কোটির বেশি মানুষকে টিকা দিয়েছি। যতগুলো ক্যাম্পেইন হয়েছে, সবগুলোই সফল হয়েছে। আশা করি এটিও সফল হবে। আমরা এ পর্যন্ত ১৩ কোটি ৯ লাখ মানুষকে প্রথম ডোজ দিয়েছি, যা লক্ষ্যমাত্রার ৯৮ শতাংশ। এ ছাড়া ১২ কোটি ৪২ লাখ ডোজ দেওয়া হয়েছে দ্বিতীয় ডোজ, যা লক্ষ্যমাত্রার ৯৫ শতাংশ। বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৫ কোটি ৮৬ লাখ, যা লক্ষ্যমাত্রার ৫২ শতাংশ।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত বছরের ২৭ জানুয়ারি থেকে কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়। আমাদের ১২ বছর ও তদূর্ধ্ব বয়সী মোট জনসংখ্যা ১৩ কোটি ৩৯ লাখ। প্রথম ও দ্বিতীয় ডোজে আমরা অনেক দূর এগিয়ে গেলেও বুস্টার ডোজের জন্য অপেক্ষমাণ জনগোষ্ঠী এখনো ৪ কোটি ৫৮ লাখ। বিশেষ এই ক্যাম্পেইনে ২৮ হাজার ৫৬৯টি কেন্দ্র থাকবে বলেও জানান মন্ত্রী।

লক্ষ্যমাত্রার ৯৫ শতাংশ মানুষ করোনা প্রতিরোধী টিকার আওতায়। এর মধ্যে তৃতীয় বা বুস্টার ডোজ নিয়েছে ৫২ শতাংশ ৷ এমতাবস্থায় আসন্ন বিজয় দিবস উপলক্ষে ডিসেম্বরের প্রথম সপ্তাহে ৯০ লাখ মানুষকে বুস্টার ডোজ দেওয়ার বিশেষ ক্যাম্পেইন হাতে নিয়েছে সরকার।
আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই ক্যাম্পেইনের ঘোষণা দেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, সামনে বিজয় দিবস আসছে, ‘এ উপলক্ষে টিকার ক্যাম্পেইনের উদ্যোগ নিয়েছি। এটি ১ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত চলবে। বিশেষ এই ক্যাম্পেইনে ৯০ লাখ লোককে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এখন পর্যন্ত আমরা শুধু ৯টি ক্যাম্পেইনে ১৩ কোটি ৪৯ লক্ষ ডোজ টিকা দিয়েছি।’
জাহিদ মালেক বলেন, ‘এর আগে আমরা এক দিনে ১ কোটির বেশি মানুষকে টিকা দিয়েছি। যতগুলো ক্যাম্পেইন হয়েছে, সবগুলোই সফল হয়েছে। আশা করি এটিও সফল হবে। আমরা এ পর্যন্ত ১৩ কোটি ৯ লাখ মানুষকে প্রথম ডোজ দিয়েছি, যা লক্ষ্যমাত্রার ৯৮ শতাংশ। এ ছাড়া ১২ কোটি ৪২ লাখ ডোজ দেওয়া হয়েছে দ্বিতীয় ডোজ, যা লক্ষ্যমাত্রার ৯৫ শতাংশ। বুস্টার ডোজ দেওয়া হয়েছে ৫ কোটি ৮৬ লাখ, যা লক্ষ্যমাত্রার ৫২ শতাংশ।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত বছরের ২৭ জানুয়ারি থেকে কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম শুরু হয়। আমাদের ১২ বছর ও তদূর্ধ্ব বয়সী মোট জনসংখ্যা ১৩ কোটি ৩৯ লাখ। প্রথম ও দ্বিতীয় ডোজে আমরা অনেক দূর এগিয়ে গেলেও বুস্টার ডোজের জন্য অপেক্ষমাণ জনগোষ্ঠী এখনো ৪ কোটি ৫৮ লাখ। বিশেষ এই ক্যাম্পেইনে ২৮ হাজার ৫৬৯টি কেন্দ্র থাকবে বলেও জানান মন্ত্রী।

‘ক্যারিয়ার রাজনীতিকদের’ অনেকটা কোণঠাসা করে জাতীয় সংসদে ব্যবসায়ীদের উপস্থিতি বেশ কিছুদিন ধরেই বেড়ে চলেছে। একাধিক চরম বিতর্কিত ভোটের পর হতে যাওয়া বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরও এ চিত্র বহাল থাকতে পারে। কারণ এবারের প্রার্থী তালিকায়ও পেশাজীবীদের মধ্যে ব্যবসায়ীদের জয়জয়কার।
১১ ঘণ্টা আগে
রোড সেফটি ফাউন্ডেশন বলছে, ২০২৫ সালে দেশে ৭ হাজার ৫৮৪টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ ছাড়া একই বছর ১৩২টি নৌ দুর্ঘটনায় ১৪৯ জন নিহত, ১২৩ জন আহত এবং ৩৪ জন নিখোঁজ হয়। রেলপথে ৫১৯টি দুর্ঘটনায় প্রাণ হারায় ৪৭৮ জন এবং আহত হয় ১৫২ জন।
১৫ ঘণ্টা আগে
ফাহমিদা খাতুন বলেন, ‘বিনিয়োগ না বাড়লে বৈষম্য ও অস্থিরতা বাড়বে। সমাজে যদি ন্যায়সংগত সুযোগ না থাকে, তাহলে একদিকে বৈষম্য তৈরি হয়, অন্যদিকে অস্থিরতা দেখা দেয়। ২০২৪ সালের জুলাইয়ে যে আন্দোলন হয়, তার পেছনেও এই বাস্তবতা কাজ করেছে। বাজারে চাকরি নেই, সরকারি চাকরিই একমাত্র ভরসা, সেখানেও কোটা-সংকট।
১৮ ঘণ্টা আগে
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে বামপন্থী দলগুলোর জোট গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। তবে শাহজাদপুরেই ব্যারিকেড দিয়ে মিছিলে বাধা দিয়েছে পুলিশ।
১৮ ঘণ্টা আগে