নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জান্নাত আরা হেনরীর প্রায় ৭৯ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন। দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ সাবেক এই এমপির স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধের আবেদন করেন।
হেনরীর যেসব স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে সিরাজগঞ্জে সাততলা ভবনসহ জমি, সিরাজগঞ্জে জমিসহ ভবন, সিরাজগঞ্জে জমিসহ দোতলা ভবন, সিরাজগঞ্জ ও ঢাকার মিরপুরের দুটি ফ্ল্যাট এবং সিরাজগঞ্জ, পটুয়াখালী, নারায়ণগঞ্জ ও রূপগঞ্জের মোট ২২ দশমিক ৪৭ একর জমি। এসব স্থাবর সম্পত্তির মোট মূল্য ১৬ কোটি ৭৫ লাখ ২৩ হাজার ২২৯ টাকা।
অস্থাবর সম্পদের মধ্যে হেনরীর ১৬টি গাড়ি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে, যার মূল্য ৪ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া তাঁর ১৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ১৯টি ব্যাংক হিসাবে তাঁর ৫৬ কোটি ৬৫ লাখ ১৯ হাজার ৯২ টাকা রয়েছে।
এ ছাড়া হিন্দি অপটিক্যাল ফাইবার লিমিটেড কোম্পানির ৩৫ হাজার শেয়ার, এনআরএফ ইকো ব্রিকসের ৫৯ হাজার শেয়ার, জেসমিন কনস্টেক লিমিটেডের ৩৪ হাজার শেয়ার ও ইআরএলএ লিমিটেডের ১ হাজার ৫০০ শেয়ার অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। চারটি কোম্পানিতে থাকা এসব শেয়ারের মূল্য দেখানো হয়েছে ১ কোটি ৩৪ লাখ টাকা।
হেনরী এখন কারাগারে রয়েছেন। কারাগারে থাকা অবস্থায় ৬ জানুয়ারি দুদকের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে গত ২২ ডিসেম্বর হেনরীর বিরুদ্ধে ৭৮ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলা করে দুদক।
এর আগে গত বছর ৩০ সেপ্টেম্বর হেনরী ও তাঁর স্বামী শামীম তালুকদার লাবুকে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করা হয়।
সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জান্নাত আরা হেনরীর প্রায় ৭৯ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন। দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ সাবেক এই এমপির স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধের আবেদন করেন।
হেনরীর যেসব স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে সিরাজগঞ্জে সাততলা ভবনসহ জমি, সিরাজগঞ্জে জমিসহ ভবন, সিরাজগঞ্জে জমিসহ দোতলা ভবন, সিরাজগঞ্জ ও ঢাকার মিরপুরের দুটি ফ্ল্যাট এবং সিরাজগঞ্জ, পটুয়াখালী, নারায়ণগঞ্জ ও রূপগঞ্জের মোট ২২ দশমিক ৪৭ একর জমি। এসব স্থাবর সম্পত্তির মোট মূল্য ১৬ কোটি ৭৫ লাখ ২৩ হাজার ২২৯ টাকা।
অস্থাবর সম্পদের মধ্যে হেনরীর ১৬টি গাড়ি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে, যার মূল্য ৪ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া তাঁর ১৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ১৯টি ব্যাংক হিসাবে তাঁর ৫৬ কোটি ৬৫ লাখ ১৯ হাজার ৯২ টাকা রয়েছে।
এ ছাড়া হিন্দি অপটিক্যাল ফাইবার লিমিটেড কোম্পানির ৩৫ হাজার শেয়ার, এনআরএফ ইকো ব্রিকসের ৫৯ হাজার শেয়ার, জেসমিন কনস্টেক লিমিটেডের ৩৪ হাজার শেয়ার ও ইআরএলএ লিমিটেডের ১ হাজার ৫০০ শেয়ার অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। চারটি কোম্পানিতে থাকা এসব শেয়ারের মূল্য দেখানো হয়েছে ১ কোটি ৩৪ লাখ টাকা।
হেনরী এখন কারাগারে রয়েছেন। কারাগারে থাকা অবস্থায় ৬ জানুয়ারি দুদকের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে গত ২২ ডিসেম্বর হেনরীর বিরুদ্ধে ৭৮ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলা করে দুদক।
এর আগে গত বছর ৩০ সেপ্টেম্বর হেনরী ও তাঁর স্বামী শামীম তালুকদার লাবুকে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করা হয়।
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া বিভিন্ন প্রকল্প ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মধ্যে যেগুলো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, অসমাপ্ত এমন ভালো প্রকল্পগুলো বাস্তবায়ন করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশনা দিয়েছে অন্তর্বর্তী সরকার। এসব প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনে নতুন করে তাঁদের পরিকল্পনা পাঠাতে বলা হয়েছে।
৮ ঘণ্টা আগেযৌক্তিক কারণ ছাড়াও সরকারি কর্মকর্তাদের বিদেশভ্রমণের প্রবণতা নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। সাম্প্রতিককালে বৈদেশিক মুদ্রার সংকটের মধ্যে বিদেশভ্রমণকে সরকার নিরুৎসাহিত করেছে। এমন প্রেক্ষাপটে সংশ্লিষ্ট বিষয়ের সঙ্গে প্রত্যক্ষ সম্পর্ক বা অভিজ্ঞতা না থাকা কয়েকজন কর্মকর্তার বিদেশ সফরের প্রক্রিয়া চলছে।
৮ ঘণ্টা আগেভারতে যা গঙ্গা নদী তা পদ্মা নামে বয়ে চলেছে বাংলাদেশে। শুষ্ক মৌসুমে অভিন্ন এই নদীর পানি ভাগাভাগির বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি আছে। ত্রিশ বছরের জন্য করা চুক্তির মেয়াদ আগামী বছর (২০২৬) ১১ ডিসেম্বর শেষ হবে। চুক্তিটি নবায়নের বিষয়ে আলোচনা শুরুর জন্য ভারতকে তাগিদ দিয়েছে বাংলাদেশ
১২ ঘণ্টা আগেদেশি ও বিদেশি দুই ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৫ এর জন্য মনোনীত করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৩ ঘণ্টা আগে