আজকের পত্রিকা ডেস্ক

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জান্নাত আরা হেনরীর প্রায় ৭৯ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন। দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ সাবেক এই এমপির স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধের আবেদন করেন।
হেনরীর যেসব স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে সিরাজগঞ্জে সাততলা ভবনসহ জমি, সিরাজগঞ্জে জমিসহ ভবন, সিরাজগঞ্জে জমিসহ দোতলা ভবন, সিরাজগঞ্জ ও ঢাকার মিরপুরের দুটি ফ্ল্যাট এবং সিরাজগঞ্জ, পটুয়াখালী, নারায়ণগঞ্জ ও রূপগঞ্জের মোট ২২ দশমিক ৪৭ একর জমি। এসব স্থাবর সম্পত্তির মোট মূল্য ১৬ কোটি ৭৫ লাখ ২৩ হাজার ২২৯ টাকা।
অস্থাবর সম্পদের মধ্যে হেনরীর ১৬টি গাড়ি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে, যার মূল্য ৪ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া তাঁর ১৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ১৯টি ব্যাংক হিসাবে তাঁর ৫৬ কোটি ৬৫ লাখ ১৯ হাজার ৯২ টাকা রয়েছে।
এ ছাড়া হিন্দি অপটিক্যাল ফাইবার লিমিটেড কোম্পানির ৩৫ হাজার শেয়ার, এনআরএফ ইকো ব্রিকসের ৫৯ হাজার শেয়ার, জেসমিন কনস্টেক লিমিটেডের ৩৪ হাজার শেয়ার ও ইআরএলএ লিমিটেডের ১ হাজার ৫০০ শেয়ার অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। চারটি কোম্পানিতে থাকা এসব শেয়ারের মূল্য দেখানো হয়েছে ১ কোটি ৩৪ লাখ টাকা।
হেনরী এখন কারাগারে রয়েছেন। কারাগারে থাকা অবস্থায় ৬ জানুয়ারি দুদকের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে গত ২২ ডিসেম্বর হেনরীর বিরুদ্ধে ৭৮ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলা করে দুদক।
এর আগে গত বছর ৩০ সেপ্টেম্বর হেনরী ও তাঁর স্বামী শামীম তালুকদার লাবুকে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করা হয়।

সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জান্নাত আরা হেনরীর প্রায় ৭৯ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দেন। দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ সাবেক এই এমপির স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধের আবেদন করেন।
হেনরীর যেসব স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে সিরাজগঞ্জে সাততলা ভবনসহ জমি, সিরাজগঞ্জে জমিসহ ভবন, সিরাজগঞ্জে জমিসহ দোতলা ভবন, সিরাজগঞ্জ ও ঢাকার মিরপুরের দুটি ফ্ল্যাট এবং সিরাজগঞ্জ, পটুয়াখালী, নারায়ণগঞ্জ ও রূপগঞ্জের মোট ২২ দশমিক ৪৭ একর জমি। এসব স্থাবর সম্পত্তির মোট মূল্য ১৬ কোটি ৭৫ লাখ ২৩ হাজার ২২৯ টাকা।
অস্থাবর সম্পদের মধ্যে হেনরীর ১৬টি গাড়ি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে, যার মূল্য ৪ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া তাঁর ১৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ১৯টি ব্যাংক হিসাবে তাঁর ৫৬ কোটি ৬৫ লাখ ১৯ হাজার ৯২ টাকা রয়েছে।
এ ছাড়া হিন্দি অপটিক্যাল ফাইবার লিমিটেড কোম্পানির ৩৫ হাজার শেয়ার, এনআরএফ ইকো ব্রিকসের ৫৯ হাজার শেয়ার, জেসমিন কনস্টেক লিমিটেডের ৩৪ হাজার শেয়ার ও ইআরএলএ লিমিটেডের ১ হাজার ৫০০ শেয়ার অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। চারটি কোম্পানিতে থাকা এসব শেয়ারের মূল্য দেখানো হয়েছে ১ কোটি ৩৪ লাখ টাকা।
হেনরী এখন কারাগারে রয়েছেন। কারাগারে থাকা অবস্থায় ৬ জানুয়ারি দুদকের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। এর আগে গত ২২ ডিসেম্বর হেনরীর বিরুদ্ধে ৭৮ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলা করে দুদক।
এর আগে গত বছর ৩০ সেপ্টেম্বর হেনরী ও তাঁর স্বামী শামীম তালুকদার লাবুকে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করা হয়।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের বিষয়ে সারা দেশে প্রচার চালানো হচ্ছে সরকারের পক্ষ থেকে। কিন্তু এই প্রচার যেন নামকাওয়াস্তে। প্রচারকাজে অংশ নেওয়া ভোটের গাড়ি সুপার ক্যারাভান শুধু শহর এলাকাতেই ঘুরছে। প্রত্যন্ত অঞ্চলে এসব গাড়ি না যাওয়ায় বেশির ভাগ ভোটার এই প্রচারণার বাইরে থেকে যাচ্ছেন।
৯ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনে নির্বাচন কমিশনে (ইসি) ১২২টি আপিল আবেদন জমা পড়েছে। মঙ্গলবার ইসির আইন শাখার সিনিয়র সহকারী সচিব মাইনুল ইসলাম এ তথ্য জানান।
১২ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার বড় ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও সামাজিক বিভাজন সৃষ্টি করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বক্তারা। তাঁদের মতে, এই ঝুঁকি মোকাবিলায় নির্বাচন কমিশন ও সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ, সক্ষমতা—এমনকি সদিচ্ছারও ঘাটতি স্পষ্ট।
১৩ ঘণ্টা আগে
শুনানি শেষে সালমান এফ রহমান ও আনিসুল হককে অভিযোগ থেকে অব্যাহতি দিতে আবেদন করেন তাঁদের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। অন্যদিকে তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
১৪ ঘণ্টা আগে