নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্বাস্থ্য অধিদপ্তরের ছয় পরিচালকসহ মোট ৩১টি পদে রদবদল করা হয়েছে। এমবিডিসি শাখার পরিচালক ও জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শামিউল ইসলামকে প্রশাসন শাখার পরিচালক পদে পদায়ন করা হয়েছে। আর প্রশাসন শাখার পরিচালক ডা. শেখ মোহাম্মদ হাসান ইমামকে এমবিডিসি শাখার পরিচালক করা হয়েছে। একই সঙ্গে হাসপাতাল বিভাগের লাইন ডিরেক্টর ডা. মো. খুরশীদ আলমকে টিভি লেপ্রোসি অ্যান্ড এএসপি বিভাগের প্রকল্প পরিচালক পদে আনা হয়েছে।
আজ সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পার-১ অধিশাখা) উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রদবদলের এসব আদেশ দেওয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিয়োগ বদলির ক্ষেত্রে অনিয়ম দুর্নীতির অভিযোগ ছিল। গত ২০ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল টেকনোলজিস্ট ও টেকনিশিয়ান নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পুরো নিয়োগ প্রক্রিয়াই বাতিল করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর এক সপ্তাহের মধ্যেই এই রদবদলের আদেশ এলো।
স্বাস্থ্য অধিদপ্তরে হঠাৎ কেন এই ব্যাপক রদবদল এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব সাবিনা ইয়াসমিন আজকের পত্রিকাকে বলে, ‘এর পেছনে বিশেষ কোনো কারণ আছে কিনা তা আমার জানা নেই।’
অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, নিয়োগ বদলিতে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে গত এক মাস ধরেই স্বাস্থ্য অধিদপ্তরের চিহ্নিত কিছু কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা চলছিল। এর অংশ হিসেবেই এই রদবদলের প্রজ্ঞাপন জারি হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ব্লাড ট্রান্সফিউশন বিভাগের অধ্যাপক ডা. মো. মাজহারুল হককে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল সার্ভিসেস ম্যানেজমেন্ট শাখার লাইন ডিরেক্টর হিসেবে পদায়ন করা হয়েছে। গোপালগঞ্জ ১০০ শয্যা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উপপরিচালক ডা. আলাউদ্দিন আল আজাদকে স্বাস্থ্য অধিদপ্তরের শিশু ও মাতৃস্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্প ও দেশের আটটি বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াগনস্টিক ইমেজিং ব্যবস্থার আধুনিকায়ন প্রকল্পের পরিচালক পদে আনা হয়েছে। অধিদপ্তরের ইপিআই বিভাগের সহকারী পরিচালক ডা. এস এম হাসিবুল ইসলামকে বঙ্গমাতা ন্যাশনাল সেলুলার অ্যান্ড মলিকুলার রিসার্চ সেন্টারের প্রকল্প পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। এই পদগুলো ছাড়াও নয়জন উপরিচালক ও ১৩ জন সহকারী পরিচালকের পদেও পরিবর্তন আনা হয়েছে।
রদবদলের এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি হলো এবং অবিলম্বে কার্যকর হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের ছয় পরিচালকসহ মোট ৩১টি পদে রদবদল করা হয়েছে। এমবিডিসি শাখার পরিচালক ও জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শামিউল ইসলামকে প্রশাসন শাখার পরিচালক পদে পদায়ন করা হয়েছে। আর প্রশাসন শাখার পরিচালক ডা. শেখ মোহাম্মদ হাসান ইমামকে এমবিডিসি শাখার পরিচালক করা হয়েছে। একই সঙ্গে হাসপাতাল বিভাগের লাইন ডিরেক্টর ডা. মো. খুরশীদ আলমকে টিভি লেপ্রোসি অ্যান্ড এএসপি বিভাগের প্রকল্প পরিচালক পদে আনা হয়েছে।
আজ সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পার-১ অধিশাখা) উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রদবদলের এসব আদেশ দেওয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিয়োগ বদলির ক্ষেত্রে অনিয়ম দুর্নীতির অভিযোগ ছিল। গত ২০ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল টেকনোলজিস্ট ও টেকনিশিয়ান নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে পুরো নিয়োগ প্রক্রিয়াই বাতিল করে স্বাস্থ্য মন্ত্রণালয়। এর এক সপ্তাহের মধ্যেই এই রদবদলের আদেশ এলো।
স্বাস্থ্য অধিদপ্তরে হঠাৎ কেন এই ব্যাপক রদবদল এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব সাবিনা ইয়াসমিন আজকের পত্রিকাকে বলে, ‘এর পেছনে বিশেষ কোনো কারণ আছে কিনা তা আমার জানা নেই।’
অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা জানান, নিয়োগ বদলিতে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে গত এক মাস ধরেই স্বাস্থ্য অধিদপ্তরের চিহ্নিত কিছু কর্মকর্তাকে সরিয়ে দেওয়ার চিন্তা ভাবনা চলছিল। এর অংশ হিসেবেই এই রদবদলের প্রজ্ঞাপন জারি হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ব্লাড ট্রান্সফিউশন বিভাগের অধ্যাপক ডা. মো. মাজহারুল হককে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল সার্ভিসেস ম্যানেজমেন্ট শাখার লাইন ডিরেক্টর হিসেবে পদায়ন করা হয়েছে। গোপালগঞ্জ ১০০ শয্যা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উপপরিচালক ডা. আলাউদ্দিন আল আজাদকে স্বাস্থ্য অধিদপ্তরের শিশু ও মাতৃস্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্প ও দেশের আটটি বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াগনস্টিক ইমেজিং ব্যবস্থার আধুনিকায়ন প্রকল্পের পরিচালক পদে আনা হয়েছে। অধিদপ্তরের ইপিআই বিভাগের সহকারী পরিচালক ডা. এস এম হাসিবুল ইসলামকে বঙ্গমাতা ন্যাশনাল সেলুলার অ্যান্ড মলিকুলার রিসার্চ সেন্টারের প্রকল্প পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। এই পদগুলো ছাড়াও নয়জন উপরিচালক ও ১৩ জন সহকারী পরিচালকের পদেও পরিবর্তন আনা হয়েছে।
রদবদলের এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এ আদেশ জারি হলো এবং অবিলম্বে কার্যকর হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আজ রোববার। পাশাপাশি এদিন দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ নষ্ট করার অভিযোগ তুলেছে রাজনৈতিক দলগুলো। দলগুলোর এই অভিযোগের কাঠগড়ায় নির্বাচন কমিশন (ইসি)। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন দল ইসির বিরুদ্ধে অভিযোগ এনেছে।
৫ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আগামীকাল রোববার। পাশাপাশি এদিন দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
৯ ঘণ্টা আগে
পর্যবেক্ষকদের উদ্দেশে ইনতা লাসে বলেন, ‘আপনারাই মাঠে থাকবেন। বাস্তবতা দেখবেন। প্রতিটি জেলায় পরিস্থিতি কীভাবে এগোচ্ছে, তা ঢাকায় আমাদের জানাবেন। আপনার মাঠপর্যায়ের মূল্যায়ন ও প্রতিবেদন আমরা গুরুত্বের সঙ্গে প্রত্যাশা করছি। দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকেরা আমাদের মিশনের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের পর্যবেক্ষণ...
৯ ঘণ্টা আগে