Ajker Patrika

সাম্যর স্মরণে সন্ত্রাসবিরোধী শিক্ষার্থীদের মোমবাতি প্রজ্বালন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজ শনিবার সন্ধ্যা ৭টায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে শিক্ষার্থীরা শাহরিয়ার আলম সাম্যর স্মরণে মোমবাতি প্রজ্বালন করে শ্রদ্ধাজ্ঞাপন করেন। ছবি: আজকের পত্রিকা
আজ শনিবার সন্ধ্যা ৭টায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে শিক্ষার্থীরা শাহরিয়ার আলম সাম্যর স্মরণে মোমবাতি প্রজ্বালন করে শ্রদ্ধাজ্ঞাপন করেন। ছবি: আজকের পত্রিকা

সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তদের হামলায় নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্যর স্মরণে মোমবাতি প্রজ্বালন করে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা। আজ শনিবার (১৭ মে) সন্ধ্যা ৭টায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।

এ সময় এক মিনিট নীরবতা পালন ও ‘মুক্তির মন্দির সোপান তলে’ গান গাওয়া হয়। সবশেষে সাম্যর সহপাঠী ও অন্যরা স্মৃতিচারণামূলক আলোচনা করেন। শিক্ষার্থীরা ছাড়াও সাম্যর অনুষদের শিক্ষকেরাও স্মরণসভায় যোগদান করেন।

সাম্যর বন্ধু মশিউর আমিন শুভ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে কারও ওপর সামান্যতম আঘাত করা হলেও সাম্য তার প্রতিবাদ করত। একবার মহসিন হলের ছাদের পলেস্তারা ভেঙে এক শিক্ষার্থীর ওপর পড়ার প্রতিবাদে ভিসি চত্বরে দাঁড়িয়েছিল সাম্য। আর আজ সাম্যকে নিজ ক্যাম্পাসে নৃশংসভাবে খুন হতে হলো। অথচ তেমন কোনো প্রতিবাদ লক্ষ করা যাচ্ছে না।’

তিনি আরও যোগ করেন, ‘জুলাই আন্দোলনে সাম্য একজন সম্মুখসারির যোদ্ধা ছিল। সাম্যরা আন্দোলন করেছিল বলেই আজকের ভিসি-প্রক্টর চেয়ারে বসতে পেরেছেন। অথচ তার হত্যার বিচার নিয়ে তাঁদের কোনো মাথাব্যথা নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেয়াদের মধ্যেই বিশ্ববিদ্যালয় চালুর পরিকল্পনা সরকারের

ঐকমত্য কমিশনের মঙ্গলবারের সংলাপ ‘বয়কট’ করল জামায়াত

বাংলাদেশে রাজনৈতিক দল নিষিদ্ধে আইন পরিবর্তন করায় জাতিসংঘের উদ্বেগ

ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করা সম্ভব নয়, স্বীকার করল ইসরায়েল

ইসরায়েলের ৩ স্তরের প্রতিরক্ষা ঠেলে ঢুকছে ইরানি ক্ষেপণাস্ত্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত