নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানী কুর্মিটোলা হাসপাতালে কিছু প্রবাসী কর্মীকে টিকা দেওয়ার মাধ্যমে উদ্বোধন করা হয়েছে ফাইজারের টিকাদান কার্যক্রম। তবে টিকা নিতে আসা প্রবাসীরা টিকা নিতে না পেরে বিক্ষোভ করেন। সোমবারের মধ্যে সব ধরনের জটিলতার অবসান হবে বলে জানিয়েছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়।
ওই দিন থেকে ‘আমি প্রবাসী’ এবং ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমেই টিকার জন্য নিবন্ধন করতে পারবেন প্রবাসীরা।
বিএমইটি স্মার্টকার্ড, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও টিকা না পাওয়ায় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ করেন প্রবাসী শ্রমিকেরা। পরে টিকার উদ্বোধনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ এসে তাঁদের তোপের মুখে পড়েন। এ সময় প্রবাসীদের বুঝিয়ে শান্ত করা হয়।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নিতে আসা আটকে পড়া প্রবাসীদের অনেকের অভিযোগ, একটি নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সির নতুন কর্মীদের টিকার অনুমতি দিলেও তাঁরা টিকা পাচ্ছেন না।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, আজ প্রবাসীদের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। এখনো সব প্রবাসীর ভ্যাকসিন পাওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হয়নি।
প্রবাসীকল্যাণ সচিব আহমেদ মনিরুছ সালেহীন জানান, সোমবারের মধ্যে সব জটিলতার অবসান হবে। ওই দিন থেকে সব কর্মী ‘আমি প্রবাসী’ এবং ‘সুরক্ষা’ এ দুটি অ্যাপের মাধ্যমে ফাইজারের টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।
এদিকে বিএমইটির মহাপরিচালক শহিদুল আলম জানিয়েছেন, অভিবাসী কর্মীরা সোমবারের মধ্যে সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকার নিবন্ধন করতে পারবেন। আগামীকাল সকাল ৯টা থেকে সারা দেশে ৫৪টি কেন্দ্রে রেজিস্ট্রেশন করা যাবে। যাঁদের জাতীয় পরিচয়পত্র নেই, তাঁরা পাসপোর্ট দিয়ে নিবন্ধন করতে পারবেন। জানুয়ারি থেকে যাঁরা বিএমইটি নিবন্ধন করেছেন, তাঁদের লাগবে না।
এর আগে গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক জানান, পরিবহন প্রক্রিয়া জটিল হওয়ায় ঢাকার সাতটি কেন্দ্রে বৃহস্পতিবার থেকে ফাইজারের টিকা দেওয়া হবে। প্রবাসী শ্রমিকেরা যাঁরা এই টিকা ছাড়া বিদেশে যেতে পারছেন না, তাঁরাই শুধু এই মুহূর্তে ফাইজারের টিকা নিতে পারবেন। জনশক্তি ব্যুরো থেকে দেওয়া তালিকা অনুযায়ী দেওয়া হবে এই টিকা।
সাতটি কেন্দ্র হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা জেনারেল মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল।
গত ৩১ মে জাতিসংঘের উদ্যোগে গঠিত টিকাবিষয়ক কর্মসূচি কোভ্যাক্স থেকে ১ লাখ ৬২০ ডোজ ফাইজার–বায়োএনটেকের এই টিকা দেশে আসে। পরে ২১ জুন রাজধানীর তিনটি কেন্দ্রে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল) ২৪০ জনকে পরীক্ষামূলক দেওয়া হয় এই টিকা।
এর আগে দেশে টিকা প্রয়োগ শুরুর পর অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, ফাইজার ও জনসন অ্যান্ড জনসনের টিকা পেতে দাবি জানিয়ে আসছিলেন প্রবাসীরা। শেষ পর্যন্ত সরকার ফাইজারের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেয়।

রাজধানী কুর্মিটোলা হাসপাতালে কিছু প্রবাসী কর্মীকে টিকা দেওয়ার মাধ্যমে উদ্বোধন করা হয়েছে ফাইজারের টিকাদান কার্যক্রম। তবে টিকা নিতে আসা প্রবাসীরা টিকা নিতে না পেরে বিক্ষোভ করেন। সোমবারের মধ্যে সব ধরনের জটিলতার অবসান হবে বলে জানিয়েছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়।
ওই দিন থেকে ‘আমি প্রবাসী’ এবং ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমেই টিকার জন্য নিবন্ধন করতে পারবেন প্রবাসীরা।
বিএমইটি স্মার্টকার্ড, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও টিকা না পাওয়ায় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল প্রাঙ্গণে বিক্ষোভ করেন প্রবাসী শ্রমিকেরা। পরে টিকার উদ্বোধনে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ এসে তাঁদের তোপের মুখে পড়েন। এ সময় প্রবাসীদের বুঝিয়ে শান্ত করা হয়।
কুর্মিটোলা জেনারেল হাসপাতালে টিকা নিতে আসা আটকে পড়া প্রবাসীদের অনেকের অভিযোগ, একটি নির্দিষ্ট রিক্রুটিং এজেন্সির নতুন কর্মীদের টিকার অনুমতি দিলেও তাঁরা টিকা পাচ্ছেন না।
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, আজ প্রবাসীদের ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। এখনো সব প্রবাসীর ভ্যাকসিন পাওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হয়নি।
প্রবাসীকল্যাণ সচিব আহমেদ মনিরুছ সালেহীন জানান, সোমবারের মধ্যে সব জটিলতার অবসান হবে। ওই দিন থেকে সব কর্মী ‘আমি প্রবাসী’ এবং ‘সুরক্ষা’ এ দুটি অ্যাপের মাধ্যমে ফাইজারের টিকার জন্য নিবন্ধন করতে পারবেন।
এদিকে বিএমইটির মহাপরিচালক শহিদুল আলম জানিয়েছেন, অভিবাসী কর্মীরা সোমবারের মধ্যে সুরক্ষা অ্যাপের মাধ্যমে টিকার নিবন্ধন করতে পারবেন। আগামীকাল সকাল ৯টা থেকে সারা দেশে ৫৪টি কেন্দ্রে রেজিস্ট্রেশন করা যাবে। যাঁদের জাতীয় পরিচয়পত্র নেই, তাঁরা পাসপোর্ট দিয়ে নিবন্ধন করতে পারবেন। জানুয়ারি থেকে যাঁরা বিএমইটি নিবন্ধন করেছেন, তাঁদের লাগবে না।
এর আগে গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক জানান, পরিবহন প্রক্রিয়া জটিল হওয়ায় ঢাকার সাতটি কেন্দ্রে বৃহস্পতিবার থেকে ফাইজারের টিকা দেওয়া হবে। প্রবাসী শ্রমিকেরা যাঁরা এই টিকা ছাড়া বিদেশে যেতে পারছেন না, তাঁরাই শুধু এই মুহূর্তে ফাইজারের টিকা নিতে পারবেন। জনশক্তি ব্যুরো থেকে দেওয়া তালিকা অনুযায়ী দেওয়া হবে এই টিকা।
সাতটি কেন্দ্র হলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা জেনারেল মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল।
গত ৩১ মে জাতিসংঘের উদ্যোগে গঠিত টিকাবিষয়ক কর্মসূচি কোভ্যাক্স থেকে ১ লাখ ৬২০ ডোজ ফাইজার–বায়োএনটেকের এই টিকা দেশে আসে। পরে ২১ জুন রাজধানীর তিনটি কেন্দ্রে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল ও শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল) ২৪০ জনকে পরীক্ষামূলক দেওয়া হয় এই টিকা।
এর আগে দেশে টিকা প্রয়োগ শুরুর পর অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকা, মডার্না, ফাইজার ও জনসন অ্যান্ড জনসনের টিকা পেতে দাবি জানিয়ে আসছিলেন প্রবাসীরা। শেষ পর্যন্ত সরকার ফাইজারের টিকা দেওয়ার সিদ্ধান্ত নেয়।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আজ রোববার। পাশাপাশি এদিন দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
৫ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমান সুযোগ নষ্ট করার অভিযোগ তুলেছে রাজনৈতিক দলগুলো। দলগুলোর এই অভিযোগের কাঠগড়ায় নির্বাচন কমিশন (ইসি)। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) বিভিন্ন দল ইসির বিরুদ্ধে অভিযোগ এনেছে।
৫ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির শেষ দিন আগামীকাল রোববার। পাশাপাশি এদিন দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীরা জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সে বিষয়েও সিদ্ধান্ত জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
৯ ঘণ্টা আগে
পর্যবেক্ষকদের উদ্দেশে ইনতা লাসে বলেন, ‘আপনারাই মাঠে থাকবেন। বাস্তবতা দেখবেন। প্রতিটি জেলায় পরিস্থিতি কীভাবে এগোচ্ছে, তা ঢাকায় আমাদের জানাবেন। আপনার মাঠপর্যায়ের মূল্যায়ন ও প্রতিবেদন আমরা গুরুত্বের সঙ্গে প্রত্যাশা করছি। দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকেরা আমাদের মিশনের গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের পর্যবেক্ষণ...
৯ ঘণ্টা আগে