কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

পোশাকশিল্পই শুধু নয়, অর্থনীতির সব খাতে শ্রমিকের নিরাপত্তার বিষয়ে জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলোর কথা স্মরণ করে তিনি বলেন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে গত ১০ বছরে অর্জিত অগ্রগতি যথেষ্ট বলে মনে হয় না।
সাভারে রানা প্লাজা ধসের দশম বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ঢাকায় আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই তাগিত দেন।
সলিডারিটি সেন্টার, ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল ও দ্য ডেইলি স্টার যৌথভাবে এই আলোচনার আয়োজন করে।
২০১৩ সালের ২৪ এপ্রিল স্মরণকালের ভয়াবহ এই কারখানা ধসে কমপক্ষে ১ হাজার ১০০ শ্রমিক মারা যান। আহত হন সহস্রাধিক।
ঘটনাটির পর বাংলাদেশে শ্রমিক অধিকারের দিকগুলোয় বেশ খানিকটা উন্নতি হয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত হাস বলেন, ‘নিরাপদ কাজের পরিবেশ সৃষ্টির মাধ্যমে শ্রমিকের বৃহত্তর অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে সরকার, ব্রান্ডগুলো, পোশাক নির্মাতা, সরবরাহকারী, ভোক্তা, শ্রমিক ও ট্রেড ইউনিয়নসহ সবার জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমেই প্রয়াত শ্রমিকদের স্মৃতির প্রতি উপযুক্ত সম্মান প্রদর্শন করা যেতে পারে।’
অবিবেচক নিয়োগকর্তারা নিরাপত্তাব্যবস্থায় কাটছাঁট করে শ্রমিক হতাহত হওয়ার ঝুঁকি বাড়াতে পারেন এমন আশঙ্কা ব্যক্ত করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘রপ্তানিমুখী পোশাকশিল্পই শুধু নয়, অর্থনীতির সব খাতে শ্রমিকের নিরাপত্তার বিষয়ে জবাবদিহি নিশ্চিত করতে হবে।’
শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরির ক্ষেত্রে বাংলাদেশে অগ্রগতির উল্লেখ করে রাষ্ট্রদূত হাস বলেন, ‘চট্টগ্রামে কনটেইনার ডিপো ও অক্সিজেন প্ল্যান্ট এবং অতি সম্প্রতি বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল। কয়েক হাজার ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেল। এই অবস্থায় বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের দিক যাচ্ছে। ফলে গত ১০ বছরে অর্জিত অগ্রগতি যথেষ্ট বলে মনে হচ্ছে না। ২০২৪ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হতে হলে সব প্রতিষ্ঠানে শ্রমিকের নিরাপত্তা ও অধিকারকে বাংলাদেশের সকল পর্যায়ে আবশ্যিক বিবেচ্য বিষয়ে পরিণত করতে হবে। স্বাধীন ট্রেড ইউনিয়ন ও যৌথ দর-কষাকষির সুযোগ জোরালো করতে হবে।’

পোশাকশিল্পই শুধু নয়, অর্থনীতির সব খাতে শ্রমিকের নিরাপত্তার বিষয়ে জবাবদিহি নিশ্চিত করার তাগিদ দিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলোর কথা স্মরণ করে তিনি বলেন, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে গত ১০ বছরে অর্জিত অগ্রগতি যথেষ্ট বলে মনে হয় না।
সাভারে রানা প্লাজা ধসের দশম বার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ঢাকায় আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই তাগিত দেন।
সলিডারিটি সেন্টার, ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল ও দ্য ডেইলি স্টার যৌথভাবে এই আলোচনার আয়োজন করে।
২০১৩ সালের ২৪ এপ্রিল স্মরণকালের ভয়াবহ এই কারখানা ধসে কমপক্ষে ১ হাজার ১০০ শ্রমিক মারা যান। আহত হন সহস্রাধিক।
ঘটনাটির পর বাংলাদেশে শ্রমিক অধিকারের দিকগুলোয় বেশ খানিকটা উন্নতি হয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত হাস বলেন, ‘নিরাপদ কাজের পরিবেশ সৃষ্টির মাধ্যমে শ্রমিকের বৃহত্তর অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে সরকার, ব্রান্ডগুলো, পোশাক নির্মাতা, সরবরাহকারী, ভোক্তা, শ্রমিক ও ট্রেড ইউনিয়নসহ সবার জবাবদিহি নিশ্চিত করার মাধ্যমেই প্রয়াত শ্রমিকদের স্মৃতির প্রতি উপযুক্ত সম্মান প্রদর্শন করা যেতে পারে।’
অবিবেচক নিয়োগকর্তারা নিরাপত্তাব্যবস্থায় কাটছাঁট করে শ্রমিক হতাহত হওয়ার ঝুঁকি বাড়াতে পারেন এমন আশঙ্কা ব্যক্ত করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘রপ্তানিমুখী পোশাকশিল্পই শুধু নয়, অর্থনীতির সব খাতে শ্রমিকের নিরাপত্তার বিষয়ে জবাবদিহি নিশ্চিত করতে হবে।’
শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ তৈরির ক্ষেত্রে বাংলাদেশে অগ্রগতির উল্লেখ করে রাষ্ট্রদূত হাস বলেন, ‘চট্টগ্রামে কনটেইনার ডিপো ও অক্সিজেন প্ল্যান্ট এবং অতি সম্প্রতি বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেল। কয়েক হাজার ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেল। এই অবস্থায় বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের দিক যাচ্ছে। ফলে গত ১০ বছরে অর্জিত অগ্রগতি যথেষ্ট বলে মনে হচ্ছে না। ২০২৪ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হতে হলে সব প্রতিষ্ঠানে শ্রমিকের নিরাপত্তা ও অধিকারকে বাংলাদেশের সকল পর্যায়ে আবশ্যিক বিবেচ্য বিষয়ে পরিণত করতে হবে। স্বাধীন ট্রেড ইউনিয়ন ও যৌথ দর-কষাকষির সুযোগ জোরালো করতে হবে।’

একেএম ফজলুল হক বলেন, ‘আমার প্রতি বৈষম্য হয়েছে। বিএনপির অনেক প্রার্থীকে দ্বৈত নাগরিকত্বের কাগজপত্র জমা না করেও মনোনয়নপত্র বৈধ করেছে। রিটার্নিং অফিসারের মতো নির্বাচন কমিশনও আমার প্রার্থিতা দেয়নি। এখন আইনজীবীর সঙ্গে কথা বলে আদালতে যাওয়ার ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেব।’
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেন। সেই সঙ্গে এই মামলায় রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়।
২ ঘণ্টা আগে
প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে এসব কর্মসূচিতে বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণের আয়োজন করছে বিভাগীয় কমিশনারের কার্যালয় এবং ইমাম ও ধর্মীয় নেতাদের প্রশিক্ষণের আয়োজন করছে ইসলামিক ফাউন্ডেশন।
৩ ঘণ্টা আগে
আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এবং মুসলিম বিশ্বের ঐক্য সুসংহত করার লক্ষ্যে সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) এক বিশেষ অধিবেশনে সোমালিয়ার পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছে বাংলাদেশ।
৫ ঘণ্টা আগে