নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রবাসীদের মানবাধিকার রক্ষা ও তাঁদের নিরাপত্তা রক্ষার স্বার্থে ৯ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন।
আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ‘হাসিনা কর্তৃক গুম, খুন, গণহত্যার প্রতিবাদ’ শীর্ষক আলোচনায় এ দাবি উত্থাপন করা হয়।
আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি এইচ এম মনিরুজ্জামান লিখিত বক্তব্যে নয় দফা দাবি উপস্থাপন করেন।
দাবিগুলো মধ্যে রয়েছে:
১. দেশের জনসংখ্যার আনুপাতিক হারে ২ কোটি প্রবাসীদের পক্ষে সংসদে কথা বলার জন্য প্রতিনিধিত্বকারী সংসদ সদস্য রাখতে হবে, তাঁরা যেন সংসদে তাৎক্ষণিকভাবে প্রবাসীদের সমস্যাগুলো উত্থাপন এবং সমাধান করতে পারে।
২. প্রবাসে মারা যাওয়া প্রত্যেক প্রবাসীর মৃতদেহ বিনা খরচে দ্রুত দেশে আনতে হবে।
৩. প্রবাসীদের বিমানবন্দরে ভিআইপি সম্মান দিতে হবে।
৪. সিন্ডিকেট ভেঙে নতুন ভিসার দাম কমাতে হবে এবং বিমান টিকিটের দাম কমিয়ে আনতে হবে।
৫. প্রবাসীর পরিবারের নিরাপত্তা দিতে হবে এবং প্রবাসে থাকা ব্যক্তিদের জমি-জমা দখল বন্ধ করতে হবে।
৬. প্রবাসীরা ১২ বছর পর অবসরে গেলে তাঁদের অবসর ভাতা দিতে হবে।
৭. সব প্রবাসীকে প্রবাসী স্মার্ট কার্ড করে দিতে হবে।
৮. প্রবাসীদের জন্য উন্নত চিকিৎসা সেবার ব্যবস্থা করতে হবে।
৯. শর্তহীনভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদের ঋণ দিতে হবে।
আলোচনা সভায় আয়োজকেরা দুবাইতে আটকৃত প্রবাসীদের মুক্তির দাবি জানান। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের নিরাপত্তা ও সুরক্ষার নিশ্চিত করার দাবি জানানো হয়।

প্রবাসীদের মানবাধিকার রক্ষা ও তাঁদের নিরাপত্তা রক্ষার স্বার্থে ৯ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন।
আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ‘হাসিনা কর্তৃক গুম, খুন, গণহত্যার প্রতিবাদ’ শীর্ষক আলোচনায় এ দাবি উত্থাপন করা হয়।
আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি এইচ এম মনিরুজ্জামান লিখিত বক্তব্যে নয় দফা দাবি উপস্থাপন করেন।
দাবিগুলো মধ্যে রয়েছে:
১. দেশের জনসংখ্যার আনুপাতিক হারে ২ কোটি প্রবাসীদের পক্ষে সংসদে কথা বলার জন্য প্রতিনিধিত্বকারী সংসদ সদস্য রাখতে হবে, তাঁরা যেন সংসদে তাৎক্ষণিকভাবে প্রবাসীদের সমস্যাগুলো উত্থাপন এবং সমাধান করতে পারে।
২. প্রবাসে মারা যাওয়া প্রত্যেক প্রবাসীর মৃতদেহ বিনা খরচে দ্রুত দেশে আনতে হবে।
৩. প্রবাসীদের বিমানবন্দরে ভিআইপি সম্মান দিতে হবে।
৪. সিন্ডিকেট ভেঙে নতুন ভিসার দাম কমাতে হবে এবং বিমান টিকিটের দাম কমিয়ে আনতে হবে।
৫. প্রবাসীর পরিবারের নিরাপত্তা দিতে হবে এবং প্রবাসে থাকা ব্যক্তিদের জমি-জমা দখল বন্ধ করতে হবে।
৬. প্রবাসীরা ১২ বছর পর অবসরে গেলে তাঁদের অবসর ভাতা দিতে হবে।
৭. সব প্রবাসীকে প্রবাসী স্মার্ট কার্ড করে দিতে হবে।
৮. প্রবাসীদের জন্য উন্নত চিকিৎসা সেবার ব্যবস্থা করতে হবে।
৯. শর্তহীনভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদের ঋণ দিতে হবে।
আলোচনা সভায় আয়োজকেরা দুবাইতে আটকৃত প্রবাসীদের মুক্তির দাবি জানান। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের নিরাপত্তা ও সুরক্ষার নিশ্চিত করার দাবি জানানো হয়।

তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণে তাঁর জ্যেষ্ঠ পুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
১৫ ঘণ্টা আগে
পোস্টে প্রেস সচিব লিখেছেন, ‘শহীদ বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর থেকে আমার মনে হচ্ছে তিনি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) ভীষণ একা হয়ে পড়েছেন। একত্রে এই দুই নেতা আমাদের রাজনৈতিক ইতিহাসের অন্যতম এক সম্মানিত ও নির্ভরযোগ্য অংশীদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সহমর্মিতা এবং নীরবে ধৈর্য ধরার ক্ষমতার...
১৬ ঘণ্টা আগে
জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু জানান, রাজধানীতে নিজ বাসায় বর্ষীয়ান এ রাজনীতিকের মৃত্যু হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
১৮ ঘণ্টা আগে
সদ্য সমাপ্ত ২০২৫ সালে সারা দেশে অন্তত ৪২৮টি গণপিটুনির ঘটনা ঘটেছে, যা ২০২৪ সালের তুলনায় দ্বিগুণের বেশি। ২০২৪ সালে গণপিটুনির ১৬৯টি ঘটনায় নিহত হয়েছিল ১৪৬ জন এবং আহত ছিল ১২৬ জন। আর ২০২৫ সালে গণপিটুনিতে ১৬৬ জন নিহত হয়েছে, আহত হয়েছে ৪৬০ জন। ২২০ জনকে আহতাবস্থায় পুলিশে সোপর্দ করা হয়েছে। গণপিটুনির ঘটনায় আহত
১৮ ঘণ্টা আগে