Ajker Patrika

সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত ভুল ছিল: শফিকুল আলম

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­
সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত ভুল ছিল: শফিকুল আলম
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

গণ-অভ্যুত্থানে সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার সচিবালয়ে প্রবেশে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত ভুল ছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজ বৃহস্পতিবার (২৬ জুন) সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ আয়োজিত গণমাধ্যমের স্বাধীনতা: সাংবাদিকদের সুরক্ষা ও আইনি কাঠামো বিশ্লেষণ শীর্ষক সেমিনারে শফিকুল আলম এ কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘অ্যাক্রিডিটেশন কার্ডের যেটা আসছে, আমরা বলছি হ্যাঁ এটা একটা আমাদের ইয়েটা (পদক্ষেপ) ভুল ছিল। তারপরেও কোনো সাংবাদিক, কোনো প্রতিষ্ঠান কি বলতে পারবে, সচিবালয়ে সাংবাদিকের প্রবেশ আমরা বন্ধ রেখেছি?’

প্রেস সচিব বলেন, ‘আমার জানামতে প্রায় ৬০০ সাংবাদিক সচিবালয়ে প্রবেশের অ্যাকসেস পেয়েছেন। তাঁরা যাচ্ছেন, রিপোর্ট করছেন, আমরা তেমন কোনো কমপ্লেইন পাচ্ছি না। তবে এই কাজটা স্লো হয়ে গেছে। সবাইকে খুব দ্রুত অ্যাক্রিডিটেশন দেওয়া উচিত।’

সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের পর এই কার্ড দেওয়ার জন্য একটি কমিটি করে সরকার। ওই কমিটির পরামর্শ অনুযায়ী শিগগির সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়া হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

তিনি বলেন, ‘কমিটির কিছু পরামর্শ ছিল। সেগুলো বাস্তবায়ন করলে আমার মনে হয়, এই অবস্থা আরও ভালো জায়গায় যাবে। আমরা চাচ্ছি যে সাংবাদিক যেন তিন বছরের অ্যাক্রিডিটেশন পান এবং তাঁর ফ্রি অ্যাকসেস থাকে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

ক্রিকেট: সফট পাওয়ারকে বিজেপির হাতিয়ার বানাতে গিয়ে উল্টো চাপে ভারত

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

বাংলাদেশ এয়ারলাইনসে চাকরি, আবেদন শেষ ২১ জানুয়ারি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত