নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পদত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আজ সোমবার তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগ পত্র দিয়েছেন বলে বঙ্গভবন সূত্রে জানা গেছে।
এ দিকে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘পদত্যাগপত্রটি আমাদের মাধ্যমে রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়নি। স্পিকার স্যার নিজেই রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন। তবে সেটা সরাসরি নাকি ই-মেইলে পাঠানো হয়েছে তা বলতে পারব না।’
অপর এক বিশ্বস্ত সূত্র জানায়, আজই (সোমবার) একজন বাহকের মাধ্যমে পদত্যাগের চিঠি তিনি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন শিরীন শারমিন চৌধুরী।
এ বিষয়ে জানতে শিরিন শারমিন চৌধুরীর হোয়াটসঅ্যাপ নম্বরে কল দেওয়া হলেও তিনি ধরেননি। ওই নম্বরে পাঠানো খুদে বার্তারও জবাব দেননি তিনি।
ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। ৮ আগস্ট শপথ নেন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার।
তবে সংবিধান অনুযায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার তাঁহার উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্বীয় পদে বহাল থাকতে পারেন।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতা নেওয়ার পরে তৎকালীন মন্ত্রিসভা মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পান শিরীন শারমিন চৌধুরী। এরপর ২০১৩ সালের তৎকালীন স্পিকার আবদুল হামিদ রাষ্ট্রপতি হলে ওই বছরের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন তিনি। এরপর টানা তিন মেয়াদে স্পিকার হন।
দশম জাতীয় সংসদে শেখ হাসিনার ছেড়ে দেওয়া রংপুর-৬ আসনের উপনির্বাচনে বিজয়ী হন শিরিন শারমিন চৌধুরী। একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে সরাসরি নির্বাচন করেন তিনি।

পদত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। আজ সোমবার তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগ পত্র দিয়েছেন বলে বঙ্গভবন সূত্রে জানা গেছে।
এ দিকে সংসদ সচিবালয়ের এক কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, ‘পদত্যাগপত্রটি আমাদের মাধ্যমে রাষ্ট্রপতির কার্যালয়ে পাঠানো হয়নি। স্পিকার স্যার নিজেই রাষ্ট্রপতির কাছে জমা দিয়েছেন। তবে সেটা সরাসরি নাকি ই-মেইলে পাঠানো হয়েছে তা বলতে পারব না।’
অপর এক বিশ্বস্ত সূত্র জানায়, আজই (সোমবার) একজন বাহকের মাধ্যমে পদত্যাগের চিঠি তিনি রাষ্ট্রপতির কাছে পাঠিয়েছেন শিরীন শারমিন চৌধুরী।
এ বিষয়ে জানতে শিরিন শারমিন চৌধুরীর হোয়াটসঅ্যাপ নম্বরে কল দেওয়া হলেও তিনি ধরেননি। ওই নম্বরে পাঠানো খুদে বার্তারও জবাব দেননি তিনি।
ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর সংসদ ভেঙে দেন রাষ্ট্রপতি। ৮ আগস্ট শপথ নেন ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার।
তবে সংবিধান অনুযায়ী স্পিকার বা ডেপুটি স্পিকার তাঁহার উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত স্বীয় পদে বহাল থাকতে পারেন।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতা নেওয়ার পরে তৎকালীন মন্ত্রিসভা মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর দায়িত্ব পান শিরীন শারমিন চৌধুরী। এরপর ২০১৩ সালের তৎকালীন স্পিকার আবদুল হামিদ রাষ্ট্রপতি হলে ওই বছরের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন তিনি। এরপর টানা তিন মেয়াদে স্পিকার হন।
দশম জাতীয় সংসদে শেখ হাসিনার ছেড়ে দেওয়া রংপুর-৬ আসনের উপনির্বাচনে বিজয়ী হন শিরিন শারমিন চৌধুরী। একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে সরাসরি নির্বাচন করেন তিনি।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ নিয়ে গণভোটের বিষয়ে সারা দেশে প্রচার চালানো হচ্ছে সরকারের পক্ষ থেকে। কিন্তু এই প্রচার যেন নামকাওয়াস্তে। প্রচারকাজে অংশ নেওয়া ভোটের গাড়ি সুপার ক্যারাভান শুধু শহর এলাকাতেই ঘুরছে। প্রত্যন্ত অঞ্চলে এসব গাড়ি না যাওয়ায় বেশির ভাগ ভোটার এই প্রচারণার বাইরে থেকে যাচ্ছেন।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনে নির্বাচন কমিশনে (ইসি) ১২২টি আপিল আবেদন জমা পড়েছে। মঙ্গলবার ইসির আইন শাখার সিনিয়র সহকারী সচিব মাইনুল ইসলাম এ তথ্য জানান।
৪ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় নির্বাচনে সামাজিক যোগাযোগমাধ্যম ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার বড় ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও সামাজিক বিভাজন সৃষ্টি করতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বক্তারা। তাঁদের মতে, এই ঝুঁকি মোকাবিলায় নির্বাচন কমিশন ও সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ, সক্ষমতা—এমনকি সদিচ্ছারও ঘাটতি স্পষ্ট।
৫ ঘণ্টা আগে
শুনানি শেষে সালমান এফ রহমান ও আনিসুল হককে অভিযোগ থেকে অব্যাহতি দিতে আবেদন করেন তাঁদের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। অন্যদিকে তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
৬ ঘণ্টা আগে