নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত ঢাকা ও এর আশপাশে কারফিউ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তবে কারফিউ শিথিলের সময় কিছুটা বাড়ানো হয়েছে।
আজ শনিবার (৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান মন্ত্রী। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কারফিউ চলমান থাকবে। আগামীকাল রোববার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এসব শহরে কারফিউ শিথিল থাকবে। কারফিউ শিথিলের সময় সকাল ৭টা থেকে ৬টা করা হলো, আর রাত ৮টা থেকে ৯টা করা হলো। এই সময় শিথিল থাকবে।
অন্যান্য জেলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্যান্য জেলায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী সমন্বয় করে স্ব স্ব জেলায় কারফিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন আর শিক্ষার্থীদের আন্দোলনে সীমাবদ্ধ নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, ‘জামায়াতে ইসলাম ও বিএনপি সব সময় ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল। শুরু থেকেই তারা দেশকে অকার্যকর করতে চেয়েছিল। যে কারণে ছাত্রদের কাছে আহ্বান, তারা যাতে লেখাপড়ায় ফিরে যান। কারণ তাদের সব দাবি পূরণ করা হয়েছে। এরপরেও যদি তাদের কোনো দাবি থাকে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরজা সব সময় খোলা আছে।’
মন্ত্রী বলেন, ‘আমি স্পষ্ট করে বলে দিই, আমাদের শোকের মাস চলছে। ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস। মাসটিকে শোকের মাস হিসেবে পালন করি। বঙ্গবন্ধু শাহাদত বরণ করার পর থেকে এটা চলছে।’

পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত ঢাকা ও এর আশপাশে কারফিউ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তবে কারফিউ শিথিলের সময় কিছুটা বাড়ানো হয়েছে।
আজ শনিবার (৩ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান মন্ত্রী। এর আগে আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরবর্তী সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কারফিউ চলমান থাকবে। আগামীকাল রোববার সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত এসব শহরে কারফিউ শিথিল থাকবে। কারফিউ শিথিলের সময় সকাল ৭টা থেকে ৬টা করা হলো, আর রাত ৮টা থেকে ৯টা করা হলো। এই সময় শিথিল থাকবে।
অন্যান্য জেলার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্যান্য জেলায় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী সমন্বয় করে স্ব স্ব জেলায় কারফিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে।
কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন আর শিক্ষার্থীদের আন্দোলনে সীমাবদ্ধ নেই বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, ‘জামায়াতে ইসলাম ও বিএনপি সব সময় ধ্বংসাত্মক কাজে লিপ্ত ছিল। শুরু থেকেই তারা দেশকে অকার্যকর করতে চেয়েছিল। যে কারণে ছাত্রদের কাছে আহ্বান, তারা যাতে লেখাপড়ায় ফিরে যান। কারণ তাদের সব দাবি পূরণ করা হয়েছে। এরপরেও যদি তাদের কোনো দাবি থাকে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দরজা সব সময় খোলা আছে।’
মন্ত্রী বলেন, ‘আমি স্পষ্ট করে বলে দিই, আমাদের শোকের মাস চলছে। ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস। মাসটিকে শোকের মাস হিসেবে পালন করি। বঙ্গবন্ধু শাহাদত বরণ করার পর থেকে এটা চলছে।’

বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পরিকল্পনায় গোয়েন্দা সংস্থার নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) প্রতিষ্ঠা করা হয়েছিল। বিরোধী রাজনৈতিক দল বিএনপি থেকে লোক এনে বিএনএম গঠনের চিন্তা করা হয়েছিল।
৫ ঘণ্টা আগে
এবারের জাতীয় সংসদ নির্বাচনে বড় সংযোজন প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট। কিন্তু এই ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া শুরু আগেই এ নিয়ে বিতর্ক উঠে গেছে। দেশের বাইরে পোস্টাল ব্যালটের ভিডিও ছড়িয়ে পড়ায় জোর আপত্তি তুলেছে বিএনপি। একই সঙ্গে ব্যালটে প্রতীকের বিন্যাস নিয়েও বিএনপির আপত্তি আছে।
৬ ঘণ্টা আগে
জুলাই স্মৃতি ফাউন্ডেশন এ পর্যন্ত মোট ১১৬ কোটি ২১ লক্ষ টাকা আর্থিক সহায়তা দিয়েছে। এর মধ্যে ৮২৯টি জুলাই শহীদ পরিবার পেয়েছে ৪১ কোটি ২৭ লাখ টাকা এবং ৬ হাজার ৪৭১ জন আহত জুলাই যোদ্ধা পেয়েছেন ৭৪ কোটি ২১ লাখ টাকা। আজ বৃহস্পতিবার জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সদস্যরা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
৯ ঘণ্টা আগে
রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে আরও ৬০ জন প্রার্থিতা ফেরত পেয়েছেন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ষষ্ঠ দিনের আপিল শুনানিতে তাঁরা প্রার্থিতা ফিরে পান।
১০ ঘণ্টা আগে