নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে ডেঙ্গুর প্রকোপ এখনো কমছে না। আগস্টের ১০ দিনেই পুরো জুলাই মাসের চেয়ে বেশি রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ২২৬ জন। তাঁদের মধ্যে ঢাকায় ২১১ জন। ঢাকার বাইরে ১৫ জন। আগেরদিন ভর্তি হয়েছিলেন ২১০ জন। তাঁদের মধ্যে ঢাকায়ই ১৮১ জন। ঢাকার বাইরে ২৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী এই চিত্র পাওয়া গেছে গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশে ১০ দিনে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ২ হাজার ৩২১ জন। গত সোমবার সকাল আটটা থেকে গতকাল মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত মোট রোগী ভর্তি হয় ২২৬ জন। গত এক সপ্তাহ ধরেই রোগী ভর্তি দৈনিক দুই শতাধিক হচ্ছে। এতে চলতি মাসের ১০ দিনে রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৩২১ জন। আর জুলাই মাসে ভর্তি হয়েছিল ২ হাজার ২৮৬ জন।
গত সোমবার সকাল আটটা থেকে গতকাল মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত রাজধানীর মিটফোর্ড হাসপাতালে নতুন রোগী ভর্তি হন ৫৬ জন, শিশু হাসপাতালে ১০ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৯ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ভর্তি হন ৪ হাজার ৯৭৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ হাজার ৪৬ জন। দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ৯১৫ জন। আর রাজধানীর ৪১টি সরকারি–বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৮৫২ জন এবং ঢাকার বাইরে ভর্তি রয়েছেন ৬৩ জন।

দেশে ডেঙ্গুর প্রকোপ এখনো কমছে না। আগস্টের ১০ দিনেই পুরো জুলাই মাসের চেয়ে বেশি রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ২২৬ জন। তাঁদের মধ্যে ঢাকায় ২১১ জন। ঢাকার বাইরে ১৫ জন। আগেরদিন ভর্তি হয়েছিলেন ২১০ জন। তাঁদের মধ্যে ঢাকায়ই ১৮১ জন। ঢাকার বাইরে ২৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী এই চিত্র পাওয়া গেছে গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, দেশে ১০ দিনে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ২ হাজার ৩২১ জন। গত সোমবার সকাল আটটা থেকে গতকাল মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত মোট রোগী ভর্তি হয় ২২৬ জন। গত এক সপ্তাহ ধরেই রোগী ভর্তি দৈনিক দুই শতাধিক হচ্ছে। এতে চলতি মাসের ১০ দিনে রোগী ভর্তি হয়েছেন ২ হাজার ৩২১ জন। আর জুলাই মাসে ভর্তি হয়েছিল ২ হাজার ২৮৬ জন।
গত সোমবার সকাল আটটা থেকে গতকাল মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত রাজধানীর মিটফোর্ড হাসপাতালে নতুন রোগী ভর্তি হন ৫৬ জন, শিশু হাসপাতালে ১০ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৯ জন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু রোগী ভর্তি হন ৪ হাজার ৯৭৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৪ হাজার ৪৬ জন। দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন ৯১৫ জন। আর রাজধানীর ৪১টি সরকারি–বেসরকারি হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৮৫২ জন এবং ঢাকার বাইরে ভর্তি রয়েছেন ৬৩ জন।

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের সমালোচনার জবাব দিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও সরকারের গণভোট প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেছেন, ‘এ সরকার রক্তের ওপর প্রতিষ্ঠিত হয়েছে। আপনি এটাকে তত্ত্বাবধায়ক সরকার মনে করেন? যে নিরপেক্ষতা বজায় রাখতে হবে।
৩ ঘণ্টা আগে
কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মনজুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র বহাল রাখা হয়েছে।
৪ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে সারা দেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করেছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশন (ইইউ ইওএম)। আজ শনিবার থেকেই তাঁরা দেশের ৬৪ জেলায় তাঁদের পর্যবেক্ষণ কার্যক্রম শুরু করছেন।
৭ ঘণ্টা আগে
সরকার স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে তারাই সবচেয়ে লাভবান হবে বলে মন্তব্য করেছেন দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহ্ফুজ আনাম। আজ শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) মিলনায়তনে গণমাধ্যম সম্মিলনে তিনি এ কথা বলেন।
৭ ঘণ্টা আগে