নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে (ডিপিই) আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত মোট তিন দিন দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। আজ বুধবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ২০ থেকে ২২ এপ্রিল সব দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সবার সহযোগিতা চেয়েছে অধিদপ্তর।
তবে বিজ্ঞপ্তি ছাড়াই গত এক সপ্তাহ ধরে অধিদপ্তরে দর্শনার্থী প্রবেশ বন্ধ ছিল। এ কারণে এ সময় নানা স্তরের মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। এমনকি আজ বুধবার বিজ্ঞপ্তি জারির আগেও গত এক সপ্তাহ ধরে ডিপিইর অভ্যন্তরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ সময় বহু দূর থেকে জরুরি কাজে অধিদপ্তরে এলেও দীর্ঘ সময় গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করে চলে যেতে হয়েছে অনেককে।
এদিকে, আগামী ২২ এপ্রিল প্রথম ধাপে যেসব জেলা ও উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়া হবে, তার একটি তালিকা এরই মধ্যে প্রকাশ করা হয়েছে। এদিন ২২টি জেলার মধ্যে ১৪ টির সব উপজেলা এবং ৮টি জেলার কয়েকটি উপজেলার পরীক্ষা হবে। মোট ১৩ লাখের বেশি প্রার্থীর মধ্যে এ দিন ৩ লাখ ৯৬ হাজার ৭৬৪ জন প্রার্থীর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বছর এক পদের বিপরীতে পরীক্ষা দেবেন ২৯ জন।
এ ছাড়া দ্বিতীয় ও তৃতীয় ধাপের পরীক্ষার সময়সূচি ও স্থান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পরে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে (ডিপিই) আজ বুধবার থেকে আগামী শুক্রবার পর্যন্ত মোট তিন দিন দর্শনার্থী প্রবেশ বন্ধ থাকবে। আজ বুধবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ২০ থেকে ২২ এপ্রিল সব দর্শনার্থীর প্রবেশ বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে এ বিষয়ে সবার সহযোগিতা চেয়েছে অধিদপ্তর।
তবে বিজ্ঞপ্তি ছাড়াই গত এক সপ্তাহ ধরে অধিদপ্তরে দর্শনার্থী প্রবেশ বন্ধ ছিল। এ কারণে এ সময় নানা স্তরের মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। এমনকি আজ বুধবার বিজ্ঞপ্তি জারির আগেও গত এক সপ্তাহ ধরে ডিপিইর অভ্যন্তরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। এ সময় বহু দূর থেকে জরুরি কাজে অধিদপ্তরে এলেও দীর্ঘ সময় গেটের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করে চলে যেতে হয়েছে অনেককে।
এদিকে, আগামী ২২ এপ্রিল প্রথম ধাপে যেসব জেলা ও উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা নেওয়া হবে, তার একটি তালিকা এরই মধ্যে প্রকাশ করা হয়েছে। এদিন ২২টি জেলার মধ্যে ১৪ টির সব উপজেলা এবং ৮টি জেলার কয়েকটি উপজেলার পরীক্ষা হবে। মোট ১৩ লাখের বেশি প্রার্থীর মধ্যে এ দিন ৩ লাখ ৯৬ হাজার ৭৬৪ জন প্রার্থীর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ বছর এক পদের বিপরীতে পরীক্ষা দেবেন ২৯ জন।
এ ছাড়া দ্বিতীয় ও তৃতীয় ধাপের পরীক্ষার সময়সূচি ও স্থান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পরে প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা রেখে অতীতের বিতর্কিত ভাবমূর্তি কাটিয়ে উঠতে চায় পুলিশ। কিন্তু ভোটের দিন স্বাধীন ও চাপমুক্তভাবে দায়িত্ব পালন করা যাবে কি না, তা নিয়ে বাহিনীর ভেতরে সৃষ্টি হয়েছে এক ধরনের ভীতি-শঙ্কা।
১০ ঘণ্টা আগে
নির্বাচন ডাকাতি যাতে আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গতকাল সোমবার জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ এবং ২০২৪) তদন্ত কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পর এমন মন্তব্য করেন তিনি।
১০ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সময়, অর্থাৎ ১২ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থিত যেকোনো পেশাজীবী সংগঠন বা অন্য কোনো সংগঠনের নির্বাচন আয়োজন না করতে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
১১ ঘণ্টা আগে
ফিলিস্তিনের গাজায় স্থিতিশীলতা রক্ষায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত আন্তর্জাতিক বাহিনীতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি কয়েকটি শর্তের ওপর নির্ভর করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সোমবার ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে