নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশের মানুষের গড় আয়ু আগের তুলনায় প্রায় ৬ মাস কমেছে। বর্তমানে প্রত্যাশিত গড় আয়ু কমে ৭২ দশমিক ৩ বছর হয়েছে, যা আগের জরিপ অনুযায়ী ছিল ৭২ দশমিক ৮ বছর।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস-২০২১’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ভবনে প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। বিবিএস মহাপরিচালক মতিয়ার রহমান এতে সভাপতিত্ব করেন।
জরিপ প্রকল্পের পরিচালক মো. আলমগীর হোসেন জানান, করোনার সময় মৃত্যু বেড়েছে আড়াই গুণ হয়েছিল। এ কারণে গড় আয়ু কিছুটা কমে থাকতে পারে। ৪০ বছরের বেশি বয়সী মানুষের মৃত্যুর হার বেশি ছিল। করোনায় সরকারি হিসাবে মারা গেছেন ২৯ হাজার ৪৪৬ মানুষ।
জরিপের তথ্য বলছে, পুরুষের তুলনায় নারীর গড় আয়ু বেশি। দেশে পুরুষ বাঁচে গড়ে ৭০ দশমিক ৬ বছর, নারীর গড় আয়ু ৭৪ দশমিক ১ বছর।
যেখানে ২০২০ সালে পুরুষের গড় আয়ু ছিল ৭১ দশমিক ২ বছর। আর নারীর ছিল ৭৪ দশমিক ৫ বছর। সে হিসাবে এক বছরে গড় আয়ু বেশি কমেছে পুরুষের। পুরুষের গড় আয়ু কমেছে ০ দশমিক ৬ বছর, আর নারীর কমেছে ০ দশমিক ৪ বছর।
এক বছরের ব্যবধানে বেড়েছে মানুষের মৃত্যুহারও। মৃত্যুহার প্রতি হাজারে ৫ দশমিক ৭ জন। ২০২০ সালে যা ছিল ৫ দশমিক ১ জন। মৃত্যুহার শহরের তুলনায় গ্রামে বেশি। ২০২১ সালে গড় মৃত্যুহার ছিল হাজারে ৬ জন, এর মধ্যে শহরে ৪ দশমিক ৮ জন। এক বছরের নিচের বয়সী শিশুর মৃত্যুহার প্রতি হাজারে ২২, যা ২০২০ সালে ছিল ২১।
অবশ্য দেশে জন্মহারও বেড়েছে। জরিপ প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে প্রতি হাজারে জন্মহার ১৮ দশমিক ৮, যা ২০২০ সালে ছিল ১৮ দশমিক ১। জন্মহার শহরের তুলনায় গ্রামে বেশি। গ্রামে ১৯ দশমিক ৫, আর শহরে এই হার ১৬ দশমিক ৪।
পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ জরিপ। এ প্রতিবেদনের মাধ্যমে দেশের হাঁড়ির খবর উঠে এসেছে। আগামীতে বিবিএসের রাজস্ব খাত থেকে নিয়মিতভাবে এ জরিপ পরিচালিত করা হবে।’
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘এ জরিপের মাধ্যমে এসডিজির ২৬টি ইন্ডিকেটরের তথ্য পাওয়া যাবে। এটি একটি গুরুত্বপূর্ণ জরিপ। এখানে দেখা গেছে জনসংখ্যা বৃদ্ধিরও হার বেশি। যেটি উদ্বেগজনক। এ ক্ষেত্রে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’
রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস জরিপের ফল উপস্থাপন করেন প্রকল্প পরিচালক আলমগীর হোসেন। দেশে প্রথমবারের মতো গড় আয়ু কমে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘গড় আয়ু কমে যাওয়ার চিত্রটি অত্যন্ত নগণ্য। এটি কোভিডের কারণে কমতে পারে।’
এদিকে ২০২১ সালের হিসাব অনুযায়ী, দেশের জনসংখ্যা ১৭ কোটি ২ লাখ ৬০ হাজার। এর মধ্যে পুরুষ ৮ কোটি ৪৩ লাখ ৩০ হাজার এবং নারী ৮ কোটি ৫৯ লাখ ৩০ হাজার। প্রতিবছর জনসংখ্যা বৃদ্ধির হার আগের মতোই ১ দশমিক ৩৭ শতাংশ।

দেশের মানুষের গড় আয়ু আগের তুলনায় প্রায় ৬ মাস কমেছে। বর্তমানে প্রত্যাশিত গড় আয়ু কমে ৭২ দশমিক ৩ বছর হয়েছে, যা আগের জরিপ অনুযায়ী ছিল ৭২ দশমিক ৮ বছর।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস-২০২১’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ভবনে প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। বিবিএস মহাপরিচালক মতিয়ার রহমান এতে সভাপতিত্ব করেন।
জরিপ প্রকল্পের পরিচালক মো. আলমগীর হোসেন জানান, করোনার সময় মৃত্যু বেড়েছে আড়াই গুণ হয়েছিল। এ কারণে গড় আয়ু কিছুটা কমে থাকতে পারে। ৪০ বছরের বেশি বয়সী মানুষের মৃত্যুর হার বেশি ছিল। করোনায় সরকারি হিসাবে মারা গেছেন ২৯ হাজার ৪৪৬ মানুষ।
জরিপের তথ্য বলছে, পুরুষের তুলনায় নারীর গড় আয়ু বেশি। দেশে পুরুষ বাঁচে গড়ে ৭০ দশমিক ৬ বছর, নারীর গড় আয়ু ৭৪ দশমিক ১ বছর।
যেখানে ২০২০ সালে পুরুষের গড় আয়ু ছিল ৭১ দশমিক ২ বছর। আর নারীর ছিল ৭৪ দশমিক ৫ বছর। সে হিসাবে এক বছরে গড় আয়ু বেশি কমেছে পুরুষের। পুরুষের গড় আয়ু কমেছে ০ দশমিক ৬ বছর, আর নারীর কমেছে ০ দশমিক ৪ বছর।
এক বছরের ব্যবধানে বেড়েছে মানুষের মৃত্যুহারও। মৃত্যুহার প্রতি হাজারে ৫ দশমিক ৭ জন। ২০২০ সালে যা ছিল ৫ দশমিক ১ জন। মৃত্যুহার শহরের তুলনায় গ্রামে বেশি। ২০২১ সালে গড় মৃত্যুহার ছিল হাজারে ৬ জন, এর মধ্যে শহরে ৪ দশমিক ৮ জন। এক বছরের নিচের বয়সী শিশুর মৃত্যুহার প্রতি হাজারে ২২, যা ২০২০ সালে ছিল ২১।
অবশ্য দেশে জন্মহারও বেড়েছে। জরিপ প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে প্রতি হাজারে জন্মহার ১৮ দশমিক ৮, যা ২০২০ সালে ছিল ১৮ দশমিক ১। জন্মহার শহরের তুলনায় গ্রামে বেশি। গ্রামে ১৯ দশমিক ৫, আর শহরে এই হার ১৬ দশমিক ৪।
পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান বলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ জরিপ। এ প্রতিবেদনের মাধ্যমে দেশের হাঁড়ির খবর উঠে এসেছে। আগামীতে বিবিএসের রাজস্ব খাত থেকে নিয়মিতভাবে এ জরিপ পরিচালিত করা হবে।’
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘এ জরিপের মাধ্যমে এসডিজির ২৬টি ইন্ডিকেটরের তথ্য পাওয়া যাবে। এটি একটি গুরুত্বপূর্ণ জরিপ। এখানে দেখা গেছে জনসংখ্যা বৃদ্ধিরও হার বেশি। যেটি উদ্বেগজনক। এ ক্ষেত্রে সরকারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।’
রিপোর্ট অন বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস জরিপের ফল উপস্থাপন করেন প্রকল্প পরিচালক আলমগীর হোসেন। দেশে প্রথমবারের মতো গড় আয়ু কমে যাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘গড় আয়ু কমে যাওয়ার চিত্রটি অত্যন্ত নগণ্য। এটি কোভিডের কারণে কমতে পারে।’
এদিকে ২০২১ সালের হিসাব অনুযায়ী, দেশের জনসংখ্যা ১৭ কোটি ২ লাখ ৬০ হাজার। এর মধ্যে পুরুষ ৮ কোটি ৪৩ লাখ ৩০ হাজার এবং নারী ৮ কোটি ৫৯ লাখ ৩০ হাজার। প্রতিবছর জনসংখ্যা বৃদ্ধির হার আগের মতোই ১ দশমিক ৩৭ শতাংশ।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ফারাহ মাহবুবকে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের (বিজেএসসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
২১ মিনিট আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৫ জানুয়ারির মধ্যে পোস্টাল ব্যালটে ভোটদান কার্যক্রম সম্পন্ন করে নিকটস্থ পোস্ট অফিসে পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশি ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছে নির্বাচন কমিশন। প্রবাসী ভোটারদের প্রদত্ত ভোট সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে যথাসময়ে পৌঁছানোর লক্ষ্যে কমিশন এই আহ্বান জানিয়েছে।
১ ঘণ্টা আগে
কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী মনোনয়ন ফিরে পেতে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছিলেন। সেই রিট খারিজ করে দিয়েছেন আদালত।
১ ঘণ্টা আগে
সারাদেশের মসজিদগুলোর জনবল কাঠামো শক্তিশালী করতে এবং ইমাম-মুয়াজ্জিনদের দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর করতে পদক্ষেপ নিয়েছে সরকার। সম্প্রতি প্রকাশিত সরকারি গেজেটে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের জাতীয় বেতন স্কেল ২০১৫-এর আওতায় বিভিন্ন গ্রেডে অন্তর্ভুক্ত করে একটি সুনির্দিষ্ট নীতিমালা চূড়ান্ত করা হয়েছে।
১ ঘণ্টা আগে