নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘ইভিএমের গ্রহণযোগ্যতা আগেও ছিল না, এখনো নেই। এর গ্যারান্টি কি যে একটাতে ভোট দিলে আরেকটাতে যাবে না! সমস্ত ভোট ইভিএমে করবেন, ওই ধান্দা ছেড়ে দেন।’ আজ বুধবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এক প্রতিবাদ সভায় এ কথা বলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
বুধবার বেলা ১১টায় ডিআরইউ মিলনায়তনে ‘গুম হওয়া পরিবারের ওপর সরকারি নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ান’ শীর্ষক প্রতিবাদ সভার আয়োজন করে নাগরিক ঐক্য।
সভায় মাহমুদুর রহমান মান্না বলেন, ‘ভোট তো হবেই। কিন্তু ওদের নেতৃত্বে ওরা ক্ষমতায় থাকা অবস্থায় ভোট হবে না। সকল বিরোধী দলকে বলছি, এই কায়দায় যদি ভোট করতে চায়, তাহলে তাদের রোধ করতে হবে। সকল বিরোধী দল এই ভোটকে অস্বীকার করছে—এই মর্মে তখন ভোট হবে না।’
গুম হওয়া ব্যক্তিরা হারিয়ে যায়নি বা কোনো কারণে দূরে সরে যায়নি; সরকারের রোষানলে পড়ে তাদের হারিয়ে যেতে হয়েছে বলে দাবি করেন মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘আমরা জানতেও পারি না মানুষটা বেঁচে আছে, নাকি মরে গেছে। এ দেশে প্রশাসন নেই, বিচার নেই, শাসন নেই। আইন-শৃঙ্খলা বাহিনীও এসবের দায়ভার নিতে চায় না। ওরা ক্ষমতায় থাকা অবস্থায় যদি গুমের সঠিক তদন্ত না করে, তাদের খুঁজে বের না করতে পারে, তাহলে আমরা যেদিন ক্ষমতায় যাব, সেদিন প্রত্যেককে খুঁজে বের করব।’
রাষ্ট্রপতির সার্চ কমিটিকে ‘রক্ষীবাহিনী’ উল্লেখ করে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এখন আবার নতুন করে আইন পাস করা হচ্ছে। তা মন্ত্রিসভায়ও পাস হয়ে গেছে। এটা সম্পর্কে না সাধারণ মানুষ জানে, না সংসদ সদস্যরা জানেন!’
গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, ‘র্যাব-পুলিশ এই গুমের সঙ্গে যুক্ত। এ দেশে তাদের বিচার করা যাবে না। আমাদের কোনো বিচারকও এসব ব্যাপারে কোনো হস্তক্ষেপ করে না। হত্যাকাণ্ড নিয়ে কথা বলে না। গত ১৩ বছর ধরে এই মাফিয়া সরকার যে অপশাসন ও দুঃশাসন চালিয়ে আসছে, তার অবসান করতে হবে।’
গুম হওয়ার পর জিডি করতে গেলে পুলিশ জিডি নেয় না দাবি করেন ‘মায়ের ডাক’ সংগঠনের প্রধান আফরোজা আক্তার। তিনি বলেন, ‘জিডি নিলেও সেখানে লিখতে হয় নির্দিষ্ট ব্যক্তি হারিয়ে গেছে বা তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনী যে ওই ব্যক্তিকে তুলে নিয়ে গেছে, এটা কখনোই লেখা হয় না বা পুলিশ লেখে না। লিখতে বললে তারা বলে—এমন জিডি করা যাবে না।’

‘ইভিএমের গ্রহণযোগ্যতা আগেও ছিল না, এখনো নেই। এর গ্যারান্টি কি যে একটাতে ভোট দিলে আরেকটাতে যাবে না! সমস্ত ভোট ইভিএমে করবেন, ওই ধান্দা ছেড়ে দেন।’ আজ বুধবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত এক প্রতিবাদ সভায় এ কথা বলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
বুধবার বেলা ১১টায় ডিআরইউ মিলনায়তনে ‘গুম হওয়া পরিবারের ওপর সরকারি নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ান’ শীর্ষক প্রতিবাদ সভার আয়োজন করে নাগরিক ঐক্য।
সভায় মাহমুদুর রহমান মান্না বলেন, ‘ভোট তো হবেই। কিন্তু ওদের নেতৃত্বে ওরা ক্ষমতায় থাকা অবস্থায় ভোট হবে না। সকল বিরোধী দলকে বলছি, এই কায়দায় যদি ভোট করতে চায়, তাহলে তাদের রোধ করতে হবে। সকল বিরোধী দল এই ভোটকে অস্বীকার করছে—এই মর্মে তখন ভোট হবে না।’
গুম হওয়া ব্যক্তিরা হারিয়ে যায়নি বা কোনো কারণে দূরে সরে যায়নি; সরকারের রোষানলে পড়ে তাদের হারিয়ে যেতে হয়েছে বলে দাবি করেন মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘আমরা জানতেও পারি না মানুষটা বেঁচে আছে, নাকি মরে গেছে। এ দেশে প্রশাসন নেই, বিচার নেই, শাসন নেই। আইন-শৃঙ্খলা বাহিনীও এসবের দায়ভার নিতে চায় না। ওরা ক্ষমতায় থাকা অবস্থায় যদি গুমের সঠিক তদন্ত না করে, তাদের খুঁজে বের না করতে পারে, তাহলে আমরা যেদিন ক্ষমতায় যাব, সেদিন প্রত্যেককে খুঁজে বের করব।’
রাষ্ট্রপতির সার্চ কমিটিকে ‘রক্ষীবাহিনী’ উল্লেখ করে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এখন আবার নতুন করে আইন পাস করা হচ্ছে। তা মন্ত্রিসভায়ও পাস হয়ে গেছে। এটা সম্পর্কে না সাধারণ মানুষ জানে, না সংসদ সদস্যরা জানেন!’
গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, ‘র্যাব-পুলিশ এই গুমের সঙ্গে যুক্ত। এ দেশে তাদের বিচার করা যাবে না। আমাদের কোনো বিচারকও এসব ব্যাপারে কোনো হস্তক্ষেপ করে না। হত্যাকাণ্ড নিয়ে কথা বলে না। গত ১৩ বছর ধরে এই মাফিয়া সরকার যে অপশাসন ও দুঃশাসন চালিয়ে আসছে, তার অবসান করতে হবে।’
গুম হওয়ার পর জিডি করতে গেলে পুলিশ জিডি নেয় না দাবি করেন ‘মায়ের ডাক’ সংগঠনের প্রধান আফরোজা আক্তার। তিনি বলেন, ‘জিডি নিলেও সেখানে লিখতে হয় নির্দিষ্ট ব্যক্তি হারিয়ে গেছে বা তাঁকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনী যে ওই ব্যক্তিকে তুলে নিয়ে গেছে, এটা কখনোই লেখা হয় না বা পুলিশ লেখে না। লিখতে বললে তারা বলে—এমন জিডি করা যাবে না।’

নিরাপত্তার বিবেচনায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অধিকাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৭৬১টি।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে কর্মপরিকল্পনা তৈরি করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর আগে গত জুলাইয়ে কর্মপরিকল্পনা ঘোষণা করেছিল কমিশন। আগের ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী অনেক কাজ যথাসময়ে শেষ করতে পারেনি ইসি। এর মধ্যে রাজনৈতিক দল নিবন্ধন ও সংসদীয় আসনের সীমানা বিন্যাস ছিল অন্যতম।
৫ ঘণ্টা আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। সে সঙ্গে তাঁরা পলাতক থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
৫ ঘণ্টা আগে
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠিত হতে যাচ্ছে জুলাই জাতীয় সনদের প্রশ্নে গণভোট। সেখানে দেশবাসীকে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন...
৬ ঘণ্টা আগে