নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘গৃহস্থালিতে ব্যবহৃত এলপিজি সিলিন্ডার গ্যাস সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।’ আজ রোববার টিসিবি ভবনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আয়োজিত এক কর্মশালায় প্রতিমন্ত্রী বেশি দামে বিক্রির কথা স্বীকার করেন মন্ত্রী।
নসরুল হামিদ বলেন, ‘বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে প্রতি সিলিন্ডার বোতলে ১০০-২০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। এই যে বেশি দামে বিক্রি করছে, সেটা বিশাল একটা পরিমাণ। গ্রাহককে আমরা কীভাবে সাশ্রয়ী দামে এলপিজি সিলিন্ডার দিতে পারি সেটা নিয়ে কাজ করতে হবে। প্রয়োজনে ডিলারদের লাইসেন্স বাতিল করা হবে।’
এলপিজিকে সর্বাত্মকভাবে জনপ্রিয় করতে হবে উল্লেখ করে নসরুল হামিদ আরও বলেন, ‘বিইআরসি মাঠপর্যায়ে এলপিজির দাম তদারকি করে। তবে সরকার নির্ধারিত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করার দায়িত্ব ডিলারদের। ডিলারদের নজরদারিতে আনার জন্য বিইআরসিতে একটা উপায় খুঁজে বের করতে হবে।’
২০০৯ সালে ৬৬ হাজার টন এলপিজি চাহিদা থেকে বর্তমানে ১৪ লাখ টনে উপনীত হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘অনেকে গ্যাস লাইনের জন্য আসেন, এখন এর প্রয়োজন নেই। আমাদের এলপিজির ব্যবহার আরও জনপ্রিয় করতে হবে।’
তিতাস গ্যাসের বেশির ভাগ পাইপলাইনের বয়স ৫০-৬০ বছরের পুরোনো উল্লেখ করে নসরুল হামিদ বলেন, ‘তিতাস একটি পরিকল্পনা হাতে নিয়েছে পুরোনো গ্যাস লাইনগুলো পরিবর্তন করতে। এই জন্য পাঁচ-ছয় বছর সময় লাগবে।’
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভোক্তা পর্যায়ে গেল আগস্টের তুলনায় সেপ্টেম্বরে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ২৮৪ টাকা নির্ধারণ করে। কিন্তু অভিযোগ আছে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডার গ্যাস ১ হাজার ৬০০ টাকার কমে পাওয়া যায় না।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘গৃহস্থালিতে ব্যবহৃত এলপিজি সিলিন্ডার গ্যাস সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।’ আজ রোববার টিসিবি ভবনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আয়োজিত এক কর্মশালায় প্রতিমন্ত্রী বেশি দামে বিক্রির কথা স্বীকার করেন মন্ত্রী।
নসরুল হামিদ বলেন, ‘বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে প্রতি সিলিন্ডার বোতলে ১০০-২০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। এই যে বেশি দামে বিক্রি করছে, সেটা বিশাল একটা পরিমাণ। গ্রাহককে আমরা কীভাবে সাশ্রয়ী দামে এলপিজি সিলিন্ডার দিতে পারি সেটা নিয়ে কাজ করতে হবে। প্রয়োজনে ডিলারদের লাইসেন্স বাতিল করা হবে।’
এলপিজিকে সর্বাত্মকভাবে জনপ্রিয় করতে হবে উল্লেখ করে নসরুল হামিদ আরও বলেন, ‘বিইআরসি মাঠপর্যায়ে এলপিজির দাম তদারকি করে। তবে সরকার নির্ধারিত দামে এলপিজি সিলিন্ডার বিক্রি করার দায়িত্ব ডিলারদের। ডিলারদের নজরদারিতে আনার জন্য বিইআরসিতে একটা উপায় খুঁজে বের করতে হবে।’
২০০৯ সালে ৬৬ হাজার টন এলপিজি চাহিদা থেকে বর্তমানে ১৪ লাখ টনে উপনীত হয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘অনেকে গ্যাস লাইনের জন্য আসেন, এখন এর প্রয়োজন নেই। আমাদের এলপিজির ব্যবহার আরও জনপ্রিয় করতে হবে।’
তিতাস গ্যাসের বেশির ভাগ পাইপলাইনের বয়স ৫০-৬০ বছরের পুরোনো উল্লেখ করে নসরুল হামিদ বলেন, ‘তিতাস একটি পরিকল্পনা হাতে নিয়েছে পুরোনো গ্যাস লাইনগুলো পরিবর্তন করতে। এই জন্য পাঁচ-ছয় বছর সময় লাগবে।’
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভোক্তা পর্যায়ে গেল আগস্টের তুলনায় সেপ্টেম্বরে ১২ কেজি সিলিন্ডারের দাম ১৪৪ টাকা বাড়িয়ে ১ হাজার ২৮৪ টাকা নির্ধারণ করে। কিন্তু অভিযোগ আছে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডার গ্যাস ১ হাজার ৬০০ টাকার কমে পাওয়া যায় না।

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ডা. তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ শনিবার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এই ঘোষণা দেন। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানিয়েছেন তাসনিম জারা।
১ ঘণ্টা আগে
সাধারণ মানুষের কাছে কার্যত অজানা থাকলেও সড়ক দুর্ঘটনায় হতাহত হলে সড়ক পরিবহন আইনে ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে। আইনে দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের জন্য ৫ লাখ টাকা এবং আহত ব্যক্তির জন্য ৩ লাখ টাকা দেওয়ার বিধান রয়েছে।
১০ ঘণ্টা আগে
‘বিটিআরসির এনইআইআর সিস্টেমে আমার এনআইডির বিপরীতে ৫২টা ফোন নিবন্ধিত দেখাচ্ছে। এতগুলো ফোন কীভাবে আমার নামে নিবন্ধিত হয়! আমার ও পরিবারের সদস্যদের ধরলে মোট ৫-৭টা হতে পারে। তাই বলে ৫২টা?
১০ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৪টি আসনে ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তাঁদের মধ্যে জামায়াতের এইচ এম হামিদুর রহমান আযাদ ও নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার মতো নেতারাও রয়েছেন।
১১ ঘণ্টা আগে