কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ভারতে যা গঙ্গা নদী তা পদ্মা নামে বয়ে চলেছে বাংলাদেশে। শুষ্ক মৌসুমে অভিন্ন এই নদীর পানি ভাগাভাগির বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি আছে। ত্রিশ বছরের জন্য করা চুক্তির মেয়াদ আগামী বছর (২০২৬) ১১ ডিসেম্বর শেষ হবে। চুক্তিটি নবায়নের বিষয়ে আলোচনা শুরুর জন্য ভারতকে তাগিদ দিয়েছে বাংলাদেশ।
আজ রোববার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে এ তাগিদ দেন। ওমানের রাজধানী মাসকটে ভারত মহাসাগরীয় অষ্টম সম্মেলনের পাশাপাশি তাঁরা এ বৈঠকটি করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বৈঠকের কথা জানানো হয়েছে। এতে বলা হয়, আলোচনায় গঙ্গা পানি চুক্তি নবায়নের আলোচনা শুরুর গুরুত্বের ওপর পররাষ্ট্র উপদেষ্টা জোর দেন।
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া গঙ্গা পানি চুক্তি সই করেন। ভারতের পশ্চিমবঙ্গে তদানীন্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু চুক্তিটি সইয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
কূটনৈতিক একটি সূত্র জানায়, বিশ মিনিট স্থায়ী এ বৈঠকে তৌহিদ হোসেন ও জয়শঙ্কর দুই প্রতিবেশী দেশ যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করছে তা নিয়ে কথা বলেন। তাঁরা পরস্পরের উদ্বেগ ও স্বার্থের বিভিন্ন দিক বিবেচনায় রেখে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে একসঙ্গে কাজ করতে সম্মত হন।
উপদেষ্টা দক্ষিণ এশিয়া সহযোগিতা সংস্থার (সার্ক) স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠানের বিষয়টি বিবেচনার জন্যও ভারতকে অনুরোধ করেন। আট জাতির আঞ্চলিক সংস্থা সার্কের পররাষ্ট্রসচিবেরা এ কমিটির সদস্য।
তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের ছবি যুক্ত করে করা এক এক্স–পোস্টে জয়শঙ্কর বলেন, তাঁদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক সংস্থা বিমসটেক বিষয়ে কথা হয়েছে।
আগামী মঙ্গলবার থেকে দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি ও বিএসএফ–এর মহাপরিচালক পর্যায়ে ভারতে তিন দিন ব্যাপী যে বৈঠক শুরু হচ্ছে, সে বিষয়েও তাঁরা কথা বলেন। তাঁরা আশা প্রকাশ করেন, সীমান্তের বিভিন্ন বিষয় দুই কর্মকর্তা আলোচনার মাধ্যমে সমাধানে সক্ষম হবেন।
ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী হিসেবে ‘পদত্যাগ করে’ শেখ হাসিনা দিল্লি চলে যাওয়ার পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এ নিয়ে দ্বিতীয়বার কথা হলো। এর আগে গত সেপ্টেম্বরে তাঁরা নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি সংক্ষিপ্ত বৈঠক করেন।
পররাষ্ট্র উপদেষ্টা আজ ভারত মহাসাগরীয় অষ্টম সম্মেলনেও বক্তৃতা করেন। ব্রুনাইয়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ভিয়েতনাম ও তানজানিয়ার পররাষ্ট্র উপমন্ত্রীগণ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

ভারতে যা গঙ্গা নদী তা পদ্মা নামে বয়ে চলেছে বাংলাদেশে। শুষ্ক মৌসুমে অভিন্ন এই নদীর পানি ভাগাভাগির বিষয়ে দুই দেশের মধ্যে একটি চুক্তি আছে। ত্রিশ বছরের জন্য করা চুক্তির মেয়াদ আগামী বছর (২০২৬) ১১ ডিসেম্বর শেষ হবে। চুক্তিটি নবায়নের বিষয়ে আলোচনা শুরুর জন্য ভারতকে তাগিদ দিয়েছে বাংলাদেশ।
আজ রোববার অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে এক বৈঠকে এ তাগিদ দেন। ওমানের রাজধানী মাসকটে ভারত মহাসাগরীয় অষ্টম সম্মেলনের পাশাপাশি তাঁরা এ বৈঠকটি করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বৈঠকের কথা জানানো হয়েছে। এতে বলা হয়, আলোচনায় গঙ্গা পানি চুক্তি নবায়নের আলোচনা শুরুর গুরুত্বের ওপর পররাষ্ট্র উপদেষ্টা জোর দেন।
১৯৯৬ সালের ১২ ডিসেম্বর তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া গঙ্গা পানি চুক্তি সই করেন। ভারতের পশ্চিমবঙ্গে তদানীন্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু চুক্তিটি সইয়ের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
কূটনৈতিক একটি সূত্র জানায়, বিশ মিনিট স্থায়ী এ বৈঠকে তৌহিদ হোসেন ও জয়শঙ্কর দুই প্রতিবেশী দেশ যেসব চ্যালেঞ্জ মোকাবিলা করছে তা নিয়ে কথা বলেন। তাঁরা পরস্পরের উদ্বেগ ও স্বার্থের বিভিন্ন দিক বিবেচনায় রেখে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে একসঙ্গে কাজ করতে সম্মত হন।
উপদেষ্টা দক্ষিণ এশিয়া সহযোগিতা সংস্থার (সার্ক) স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠানের বিষয়টি বিবেচনার জন্যও ভারতকে অনুরোধ করেন। আট জাতির আঞ্চলিক সংস্থা সার্কের পররাষ্ট্রসচিবেরা এ কমিটির সদস্য।
তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের ছবি যুক্ত করে করা এক এক্স–পোস্টে জয়শঙ্কর বলেন, তাঁদের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ও আঞ্চলিক সংস্থা বিমসটেক বিষয়ে কথা হয়েছে।
আগামী মঙ্গলবার থেকে দুই দেশের সীমান্ত রক্ষা বাহিনী বিজিবি ও বিএসএফ–এর মহাপরিচালক পর্যায়ে ভারতে তিন দিন ব্যাপী যে বৈঠক শুরু হচ্ছে, সে বিষয়েও তাঁরা কথা বলেন। তাঁরা আশা প্রকাশ করেন, সীমান্তের বিভিন্ন বিষয় দুই কর্মকর্তা আলোচনার মাধ্যমে সমাধানে সক্ষম হবেন।
ছাত্র–জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রী হিসেবে ‘পদত্যাগ করে’ শেখ হাসিনা দিল্লি চলে যাওয়ার পর দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এ নিয়ে দ্বিতীয়বার কথা হলো। এর আগে গত সেপ্টেম্বরে তাঁরা নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পাশাপাশি সংক্ষিপ্ত বৈঠক করেন।
পররাষ্ট্র উপদেষ্টা আজ ভারত মহাসাগরীয় অষ্টম সম্মেলনেও বক্তৃতা করেন। ব্রুনাইয়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ভিয়েতনাম ও তানজানিয়ার পররাষ্ট্র উপমন্ত্রীগণ পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটকেন্দ্র ও কক্ষ আগেই মোটামুটি চূড়ান্ত করেছিল নির্বাচন কমিশন (ইসি)। পরে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সিদ্ধান্ত হওয়ায় ইসিও এ বিষয়ে উদ্যোগ নেয়।
১০ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। তাতে যশোর-২ আসনে জামায়াত ইসলামী মনোনীত একজন প্রার্থী এবং নরসিংদী-২, রংপুর-১ ও কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টি (জাপা)...
১ ঘণ্টা আগে
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নগদ ও ব্যাংকে জমা আছে ৩১ লাখ ৫৮ হাজার ৪২৮ টাকা। আয়কর রিটার্নে ১ কোটি ৯৬ লাখ ৮০ হাজার ১৮৫ টাকার সম্পদের হিসাব দিয়েছেন তিনি। পেশায় রাজনীতিবিদ তারেক রহমানের নিজের কোনো বাড়ি, অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্থাপনা নেই।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ফেসবুকসহ সব সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচনী প্রচারে সাতটি বিধি অবশ্যই মেনে চলতে হবে। এসব বিধি লঙ্ঘন করা দণ্ডনীয় অপরাধ। এই অপরাধে দোষী সাব্যস্ত হলে অর্থদণ্ড ও কারাদণ্ডের পাশাপাশি প্রার্থিতাও বাতিল হতে পারে।
৫ ঘণ্টা আগে