নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেঙ্গুর দাপট কমছেই না। প্রতিদিনই দুই শতাধিক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগী ১০ হাজার ছাড়িয়ে গেছে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যে এই চিত্র দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৩ জন। এদের মধ্যে ঢাকায় ২১৩ জন এবং বাইরে ২০ জন। আগের দিন রোগী ভর্তি হয়েছিলেন ২৫২ জন। তাঁদের মধ্যে ঢাকায় ২০২ জন এবং বাইরে ৫০ জন।
এছাড়া চলতি মাসের ৩০ দিনে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৭ হাজার ৪৩২ জন। ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৯০ জন রোগী। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৮ হাজার ৮৯৫ জন। চলতি বছরের জুলাইতে ১২ জন এবং আগস্টের ৩০ দিনে ৩০ রোগীর মৃত্যু হয়েছে। অর্থাৎ দুই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত রাজধানীর মিটফোর্ডে ভর্তি হয়েছেন ৪৭ জন, ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৫ জনসহ মোট ৫২ জন। তাঁরা সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি হয়েছেন। আর বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬১ জন।
ডেঙ্গুর প্রকোপ নিয়ে উদ্বিগ্ন নগরবাসী। গত শনিবার শাহবাগে ১৭টি পরিবেশবাদী সংগঠন ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করে। আর গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সামনে এডিসের লার্ভা নিয়ে উপস্থিত হন নগরবাসী।

ডেঙ্গুর দাপট কমছেই না। প্রতিদিনই দুই শতাধিক রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত রোগী ১০ হাজার ছাড়িয়ে গেছে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যে এই চিত্র দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৩৩ জন। এদের মধ্যে ঢাকায় ২১৩ জন এবং বাইরে ২০ জন। আগের দিন রোগী ভর্তি হয়েছিলেন ২৫২ জন। তাঁদের মধ্যে ঢাকায় ২০২ জন এবং বাইরে ৫০ জন।
এছাড়া চলতি মাসের ৩০ দিনে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৭ হাজার ৪৩২ জন। ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৯০ জন রোগী। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৮ হাজার ৮৯৫ জন। চলতি বছরের জুলাইতে ১২ জন এবং আগস্টের ৩০ দিনে ৩০ রোগীর মৃত্যু হয়েছে। অর্থাৎ দুই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত রাজধানীর মিটফোর্ডে ভর্তি হয়েছেন ৪৭ জন, ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ৫ জনসহ মোট ৫২ জন। তাঁরা সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি হয়েছেন। আর বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬১ জন।
ডেঙ্গুর প্রকোপ নিয়ে উদ্বিগ্ন নগরবাসী। গত শনিবার শাহবাগে ১৭টি পরিবেশবাদী সংগঠন ডেঙ্গুর প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করে। আর গতকাল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সামনে এডিসের লার্ভা নিয়ে উপস্থিত হন নগরবাসী।

সাধারণ মানুষের কাছে কার্যত অজানা থাকলেও সড়ক দুর্ঘটনায় হতাহত হলে সড়ক পরিবহন আইনে ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে। আইনে দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিবারের জন্য ৫ লাখ টাকা এবং আহত ব্যক্তির জন্য ৩ লাখ টাকা দেওয়ার বিধান রয়েছে।
১ ঘণ্টা আগে
‘বিটিআরসির এনইআইআর সিস্টেমে আমার এনআইডির বিপরীতে ৫২টা ফোন নিবন্ধিত দেখাচ্ছে। এতগুলো ফোন কীভাবে আমার নামে নিবন্ধিত হয়! আমার ও পরিবারের সদস্যদের ধরলে মোট ৫-৭টা হতে পারে। তাই বলে ৫২টা?
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৪টি আসনে ৮৭ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তাঁদের মধ্যে জামায়াতের এইচ এম হামিদুর রহমান আযাদ ও নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্নার মতো নেতারাও রয়েছেন।
২ ঘণ্টা আগে
এনইআইআর চালুর পরে ‘ক্লোন ফোন’ নিয়ে ভয়াবহ তথ্য বেরিয়ে এসেছে। শুধু একটি আইএমইআই নম্বরেই পাওয়া গেছে ৩ কোটি ৯১ লাখ ২২ হাজার ৫৩৪টি স্মার্টফোন।আজ শুক্রবার এক ফেসবুক স্ট্যাটাসে অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ফয়েজ আহমদ তৈয়্যব এ তথ্য জানিয়েছেন।
৬ ঘণ্টা আগে