কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

এক বছরে (২০২৩ সালে) বাংলাদেশের ৩৯৭ জন অভিবাসীকে ফেরত পাঠিয়েছে রোমানিয়া। দেশটির জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশনের (আইজিআই) বরাত দিয়ে ইনফোমাইগ্রেন্টস গতকাল মঙ্গলবার এ তথ্য প্রকাশ করে।
এই ৩৯৭ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ১ হাজার ২২২ নাগরিককে রোমানিয়া নিজস্ব পুলিশি পাহারায় তাঁদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। এর মধ্য দিয়ে ২০২৩ সালে অভিবাসীদের জোর করে ফেরত পাঠানোর ক্ষেত্রে শীর্ষে পৌঁছেছে নতুন শেনজেন জোটভুক্ত হওয়া এই দেশ। ফেরত পাঠানোর এই ব্যক্তিরা আগামী পাঁচ বছর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো দেশে প্রবেশ করতে পারবেন না।
২০০৭ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য রোমানিয়া ও বুলগেরিয়া। ২০২৩ সালের ডিসেম্বরে রোমানিয়া সরকার জানায়, আকাশ ও সমুদ্রসীমান্ত দিয়ে ইউরোপের পাসপোর্টমুক্ত অবাধ চলাচলের শেনজেন অঞ্চলে প্রবেশ করবে দেশ দুটি। ২০২৪ সালের মার্চ মাস থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
৩৯৭ জন নাগরিককে ফেরত পাঠানোর তথ্যটি যাচাইয়ের জন্য বাংলাদেশের একজন কূটনীতিকের সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকা। তিনি জানান, সংখ্যাটি সম্ভবত ঠিকই আছে। শুধু ডিসেম্বরে বড়দিনের ছুটির দিনগুলোয় রোমানিয়া ছেড়ে ইউরোপের অন্য দেশে যেতে উদ্যত ১০৩ জন বাংলাদেশি সীমান্তে ধরা পড়েছেন। তাঁদের মধ্যে ২০ জনকে এরই মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে।
ওই কূটনীতিক বলেন, যাঁদের ফেরত পাঠাতে হয়, তাঁদের পাসপোর্ট থাকলে রোমানিয়া সরকার যোগাযোগ করে না। কিন্তু গত বছর দেশটির সরকারের অনুরোধে বুখারেস্টে বাংলাদেশ দূতাবাস থেকে অসংখ্য ট্রাভেল পাস (টিপি) দিতে হয়েছে।
ফেরত পাঠানো ব্যক্তিদের একটি বড় অংশ কাজের বৈধ ভিসা নিয়ে রোমানিয়ায় গিয়েছিলেন বলে তিনি জানান।
এদিকে বৈধভাবে রোমানিয়ায় যাওয়া বাংলাদেশিদের ইউরোপের অন্য দেশে পালিয়ে যাওয়া বাড়তে থাকায় দেশটি ভিসা দেওয়া কমিয়ে দিয়েছে বলে জানান ওই কূটনীতিক।
২০২২ সালের ফেব্রুয়ারিতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, বাংলাদেশকে ৮ হাজার ৪০০ ভিসা দেবে রোমানিয়া। এর মধ্যে নতুন ভিসা ৫ হাজার এবং বাকি ৩ হাজার ৪০০ ভিসা প্রক্রিয়াধীন।
২০২৩ সালের এপ্রিলে রোমানিয়ার সীমান্ত পুলিশ বিভিন্ন আফ্রো-এশীয় দেশ থেকে আসা ১১৫ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করে। তাঁরা বিভিন্ন উপায়ে লুকিয়ে অবৈধভাবে হাঙ্গেরি সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছিলেন। তাঁদের মধ্যে অধিকাংশই ছিলেন বাংলাদেশি।
ইনফোমাইগ্রেন্টসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে রোমানিয়া থেকে ফেরত যাওয়া লোকদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের অভিবাসীরা। দেশটির মোট ১৫৪ নাগরিককে ফেরত পাঠানো হয়েছে।
এ ছাড়া নেপালের ১২৩ জন, শ্রীলঙ্কার ১০৪ জন, ভারতের ৮৮ জন, মলডোভার ৫৮ জন, মিসরের ৫২ জন, মরক্কোর ৩৯ জন, ভিয়েতনামের ৩২ জন ও সিরিয়ার ৩ জন নাগরিককে বছরের বিভিন্ন সময় ফেরত পাঠিয়েছে রোমানিয়া সরকার।
যাঁদের ফেরত পাঠানো হয়েছে, তাঁদের সবার আগামী পাঁচ বছর ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্যরাষ্ট্র, ইউরোপীয় অর্থনৈতিক এলাকা (ইউরো জোন) ও সুইজারল্যান্ডে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

এক বছরে (২০২৩ সালে) বাংলাদেশের ৩৯৭ জন অভিবাসীকে ফেরত পাঠিয়েছে রোমানিয়া। দেশটির জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশনের (আইজিআই) বরাত দিয়ে ইনফোমাইগ্রেন্টস গতকাল মঙ্গলবার এ তথ্য প্রকাশ করে।
এই ৩৯৭ বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ১ হাজার ২২২ নাগরিককে রোমানিয়া নিজস্ব পুলিশি পাহারায় তাঁদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে। এর মধ্য দিয়ে ২০২৩ সালে অভিবাসীদের জোর করে ফেরত পাঠানোর ক্ষেত্রে শীর্ষে পৌঁছেছে নতুন শেনজেন জোটভুক্ত হওয়া এই দেশ। ফেরত পাঠানোর এই ব্যক্তিরা আগামী পাঁচ বছর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো দেশে প্রবেশ করতে পারবেন না।
২০০৭ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য রোমানিয়া ও বুলগেরিয়া। ২০২৩ সালের ডিসেম্বরে রোমানিয়া সরকার জানায়, আকাশ ও সমুদ্রসীমান্ত দিয়ে ইউরোপের পাসপোর্টমুক্ত অবাধ চলাচলের শেনজেন অঞ্চলে প্রবেশ করবে দেশ দুটি। ২০২৪ সালের মার্চ মাস থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
৩৯৭ জন নাগরিককে ফেরত পাঠানোর তথ্যটি যাচাইয়ের জন্য বাংলাদেশের একজন কূটনীতিকের সঙ্গে যোগাযোগ করে আজকের পত্রিকা। তিনি জানান, সংখ্যাটি সম্ভবত ঠিকই আছে। শুধু ডিসেম্বরে বড়দিনের ছুটির দিনগুলোয় রোমানিয়া ছেড়ে ইউরোপের অন্য দেশে যেতে উদ্যত ১০৩ জন বাংলাদেশি সীমান্তে ধরা পড়েছেন। তাঁদের মধ্যে ২০ জনকে এরই মধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে।
ওই কূটনীতিক বলেন, যাঁদের ফেরত পাঠাতে হয়, তাঁদের পাসপোর্ট থাকলে রোমানিয়া সরকার যোগাযোগ করে না। কিন্তু গত বছর দেশটির সরকারের অনুরোধে বুখারেস্টে বাংলাদেশ দূতাবাস থেকে অসংখ্য ট্রাভেল পাস (টিপি) দিতে হয়েছে।
ফেরত পাঠানো ব্যক্তিদের একটি বড় অংশ কাজের বৈধ ভিসা নিয়ে রোমানিয়ায় গিয়েছিলেন বলে তিনি জানান।
এদিকে বৈধভাবে রোমানিয়ায় যাওয়া বাংলাদেশিদের ইউরোপের অন্য দেশে পালিয়ে যাওয়া বাড়তে থাকায় দেশটি ভিসা দেওয়া কমিয়ে দিয়েছে বলে জানান ওই কূটনীতিক।
২০২২ সালের ফেব্রুয়ারিতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছিল, বাংলাদেশকে ৮ হাজার ৪০০ ভিসা দেবে রোমানিয়া। এর মধ্যে নতুন ভিসা ৫ হাজার এবং বাকি ৩ হাজার ৪০০ ভিসা প্রক্রিয়াধীন।
২০২৩ সালের এপ্রিলে রোমানিয়ার সীমান্ত পুলিশ বিভিন্ন আফ্রো-এশীয় দেশ থেকে আসা ১১৫ জন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করে। তাঁরা বিভিন্ন উপায়ে লুকিয়ে অবৈধভাবে হাঙ্গেরি সীমান্ত অতিক্রম করার চেষ্টা করেছিলেন। তাঁদের মধ্যে অধিকাংশই ছিলেন বাংলাদেশি।
ইনফোমাইগ্রেন্টসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে রোমানিয়া থেকে ফেরত যাওয়া লোকদের মধ্যে দ্বিতীয় স্থানে আছেন পাকিস্তানের অভিবাসীরা। দেশটির মোট ১৫৪ নাগরিককে ফেরত পাঠানো হয়েছে।
এ ছাড়া নেপালের ১২৩ জন, শ্রীলঙ্কার ১০৪ জন, ভারতের ৮৮ জন, মলডোভার ৫৮ জন, মিসরের ৫২ জন, মরক্কোর ৩৯ জন, ভিয়েতনামের ৩২ জন ও সিরিয়ার ৩ জন নাগরিককে বছরের বিভিন্ন সময় ফেরত পাঠিয়েছে রোমানিয়া সরকার।
যাঁদের ফেরত পাঠানো হয়েছে, তাঁদের সবার আগামী পাঁচ বছর ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্যরাষ্ট্র, ইউরোপীয় অর্থনৈতিক এলাকা (ইউরো জোন) ও সুইজারল্যান্ডে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পরিকল্পনায় গোয়েন্দা সংস্থার নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এবং বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) প্রতিষ্ঠা করা হয়েছিল। বিরোধী রাজনৈতিক দল বিএনপি থেকে লোক এনে বিএনএম গঠনের চিন্তা করা হয়েছিল।
৫ ঘণ্টা আগে
এবারের জাতীয় সংসদ নির্বাচনে বড় সংযোজন প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটে ভোট। কিন্তু এই ব্যালটের মাধ্যমে ভোট দেওয়া শুরু আগেই এ নিয়ে বিতর্ক উঠে গেছে। দেশের বাইরে পোস্টাল ব্যালটের ভিডিও ছড়িয়ে পড়ায় জোর আপত্তি তুলেছে বিএনপি। একই সঙ্গে ব্যালটে প্রতীকের বিন্যাস নিয়েও বিএনপির আপত্তি আছে।
৬ ঘণ্টা আগে
জুলাই স্মৃতি ফাউন্ডেশন এ পর্যন্ত মোট ১১৬ কোটি ২১ লক্ষ টাকা আর্থিক সহায়তা দিয়েছে। এর মধ্যে ৮২৯টি জুলাই শহীদ পরিবার পেয়েছে ৪১ কোটি ২৭ লাখ টাকা এবং ৬ হাজার ৪৭১ জন আহত জুলাই যোদ্ধা পেয়েছেন ৭৪ কোটি ২১ লাখ টাকা। আজ বৃহস্পতিবার জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সদস্যরা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
৯ ঘণ্টা আগে
রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করে আরও ৬০ জন প্রার্থিতা ফেরত পেয়েছেন। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ষষ্ঠ দিনের আপিল শুনানিতে তাঁরা প্রার্থিতা ফিরে পান।
১০ ঘণ্টা আগে