নিজস্ব প্রতিবেদক

ঢাকা: সোমবার থেকে সারা দেশে লকডাউনে বাড়বে কঠোরতা। এ সময় বাইরে বের হতে হলে অনলাইন থেকে পুলিশের মুভমেন্ট পাস সংগ্রহ করতে হবে। বর্তমানে ঢাকার পাশের চারটি জেলায় হাইওয়ে পুলিশের ১০টি চেকপোস্ট রয়েছে। সোমবার থেকে ঢাকা ও ঢাকার বাইরে চেকপোস্টের সঙ্গে কঠোরতাও বাড়বে। কোনো যৌক্তিক কারণ ছাড়া বাইরে চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) মাসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, লকডাউনে চলাচলে সোমবার থেকে মুভমেন্ট পাস সংগ্রহ করতে হবে। জরুরি ও যৌক্তিক কারণ ছাড়া বাইরে বের হওয়া নিয়ন্ত্রণ করবে পুলিশ।
হাইওয়ে পুলিশের গাজীপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) আলী আহমদ খান আজকের পত্রিকাকে বলেন, রাজধানীর আশপাশের চারটি জেলায় লকডাউন বাস্তবায়ন করতে হাইওয়ে পুলিশের ১০টি চেকপোস্ট বসানো হয়েছে। অনুমোদন ছাড়া রাজধানীতে কোনো গাড়ি ঢুকতে ও বের হতে দেওয়া হচ্ছে না। সিসি ক্যামেরার মাধ্যমে কন্ট্রোল রুম থেকে মনিটরিং করে তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছেন। সারা দেশে লকডাউনের সময় সোমবার থেকে কঠোরতার পাশাপাশি এই চেকপোস্ট আরও কয়েকটি বাড়বে।
লকডাউনে কিছু অসাধু মানুষ মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ বিভিন্ন পরিবহনে যাত্রী পরিবহন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, মাইক্রোবাসসহ রোগীর বদলে অ্যাম্বুলেন্সেও যাত্রী পরিবহন করা হচ্ছে। যারা অনুমোদন ছাড়া অসাধু উপায় যাত্রী পরিবহন করছে তাদের জরিমানা করা হচ্ছে। আইন ভাঙার অভিযোগে প্রতিদিন ২৫ থেকে ৩০টি গাড়িতে মামলা দায়ের হয়।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা আরিচা মহাসড়কের কালামপুর, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাজার, খাড়াজোড়া, জিরানী বাজার, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর বাজার, জৈনা বাজার, ঢাকা-আরিচা সড়কের কালামপুর মোড়, ঢাকা-মাওয়া মহাসড়কের ধলেশ্বরী টোল প্লাজা, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, পাখির মোড় এবং ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা বাজার চেকপোস্ট বসানো হয়েছে।
ডিএমপি দারুসসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, রাজধানীতে গাবতলীর প্রবেশপথ দিয়ে শুধু জরুরি পণ্য এবং জরুরি সেবার যানবাহন চলাচল করছে। গত মঙ্গলবার ভোর ছয়টায় গাবতলী থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। সরকারের নির্দেশ বাস্তবায়ন করছি। তারপরও কেউ সরকারি আদেশ অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

ঢাকা: সোমবার থেকে সারা দেশে লকডাউনে বাড়বে কঠোরতা। এ সময় বাইরে বের হতে হলে অনলাইন থেকে পুলিশের মুভমেন্ট পাস সংগ্রহ করতে হবে। বর্তমানে ঢাকার পাশের চারটি জেলায় হাইওয়ে পুলিশের ১০টি চেকপোস্ট রয়েছে। সোমবার থেকে ঢাকা ও ঢাকার বাইরে চেকপোস্টের সঙ্গে কঠোরতাও বাড়বে। কোনো যৌক্তিক কারণ ছাড়া বাইরে চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) মাসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, লকডাউনে চলাচলে সোমবার থেকে মুভমেন্ট পাস সংগ্রহ করতে হবে। জরুরি ও যৌক্তিক কারণ ছাড়া বাইরে বের হওয়া নিয়ন্ত্রণ করবে পুলিশ।
হাইওয়ে পুলিশের গাজীপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) আলী আহমদ খান আজকের পত্রিকাকে বলেন, রাজধানীর আশপাশের চারটি জেলায় লকডাউন বাস্তবায়ন করতে হাইওয়ে পুলিশের ১০টি চেকপোস্ট বসানো হয়েছে। অনুমোদন ছাড়া রাজধানীতে কোনো গাড়ি ঢুকতে ও বের হতে দেওয়া হচ্ছে না। সিসি ক্যামেরার মাধ্যমে কন্ট্রোল রুম থেকে মনিটরিং করে তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছেন। সারা দেশে লকডাউনের সময় সোমবার থেকে কঠোরতার পাশাপাশি এই চেকপোস্ট আরও কয়েকটি বাড়বে।
লকডাউনে কিছু অসাধু মানুষ মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ বিভিন্ন পরিবহনে যাত্রী পরিবহন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, মাইক্রোবাসসহ রোগীর বদলে অ্যাম্বুলেন্সেও যাত্রী পরিবহন করা হচ্ছে। যারা অনুমোদন ছাড়া অসাধু উপায় যাত্রী পরিবহন করছে তাদের জরিমানা করা হচ্ছে। আইন ভাঙার অভিযোগে প্রতিদিন ২৫ থেকে ৩০টি গাড়িতে মামলা দায়ের হয়।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা আরিচা মহাসড়কের কালামপুর, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাজার, খাড়াজোড়া, জিরানী বাজার, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর বাজার, জৈনা বাজার, ঢাকা-আরিচা সড়কের কালামপুর মোড়, ঢাকা-মাওয়া মহাসড়কের ধলেশ্বরী টোল প্লাজা, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, পাখির মোড় এবং ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা বাজার চেকপোস্ট বসানো হয়েছে।
ডিএমপি দারুসসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, রাজধানীতে গাবতলীর প্রবেশপথ দিয়ে শুধু জরুরি পণ্য এবং জরুরি সেবার যানবাহন চলাচল করছে। গত মঙ্গলবার ভোর ছয়টায় গাবতলী থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। সরকারের নির্দেশ বাস্তবায়ন করছি। তারপরও কেউ সরকারি আদেশ অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ আজ বৃহস্পতিবার এ নির্দেশ দেন বলে নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।
১ ঘণ্টা আগে
খাগড়াছড়ির রামগড় স্থলবন্দরের জমি ভরাটে পরিবেশ ধ্বংস করে নির্বিচারে পাহাড় কাটার অভিযোগে তদন্তের নির্দেশ দিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম. সাখাওয়াত হোসেন।
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের ১০৪টি দেশে ৭ লাখ ২৮ হাজার ২৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। নিবন্ধিত অন্য প্রবাসীদের কাছেও দ্রুততম সময়ে পোস্টাল ব্যালট পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসী ভোটার নিবন্ধনবিষয়ক ‘আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম...
৩ ঘণ্টা আগে
সাবেক ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য ১৪ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।
৩ ঘণ্টা আগে