নিজস্ব প্রতিবেদক

ঢাকা: সোমবার থেকে সারা দেশে লকডাউনে বাড়বে কঠোরতা। এ সময় বাইরে বের হতে হলে অনলাইন থেকে পুলিশের মুভমেন্ট পাস সংগ্রহ করতে হবে। বর্তমানে ঢাকার পাশের চারটি জেলায় হাইওয়ে পুলিশের ১০টি চেকপোস্ট রয়েছে। সোমবার থেকে ঢাকা ও ঢাকার বাইরে চেকপোস্টের সঙ্গে কঠোরতাও বাড়বে। কোনো যৌক্তিক কারণ ছাড়া বাইরে চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) মাসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, লকডাউনে চলাচলে সোমবার থেকে মুভমেন্ট পাস সংগ্রহ করতে হবে। জরুরি ও যৌক্তিক কারণ ছাড়া বাইরে বের হওয়া নিয়ন্ত্রণ করবে পুলিশ।
হাইওয়ে পুলিশের গাজীপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) আলী আহমদ খান আজকের পত্রিকাকে বলেন, রাজধানীর আশপাশের চারটি জেলায় লকডাউন বাস্তবায়ন করতে হাইওয়ে পুলিশের ১০টি চেকপোস্ট বসানো হয়েছে। অনুমোদন ছাড়া রাজধানীতে কোনো গাড়ি ঢুকতে ও বের হতে দেওয়া হচ্ছে না। সিসি ক্যামেরার মাধ্যমে কন্ট্রোল রুম থেকে মনিটরিং করে তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছেন। সারা দেশে লকডাউনের সময় সোমবার থেকে কঠোরতার পাশাপাশি এই চেকপোস্ট আরও কয়েকটি বাড়বে।
লকডাউনে কিছু অসাধু মানুষ মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ বিভিন্ন পরিবহনে যাত্রী পরিবহন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, মাইক্রোবাসসহ রোগীর বদলে অ্যাম্বুলেন্সেও যাত্রী পরিবহন করা হচ্ছে। যারা অনুমোদন ছাড়া অসাধু উপায় যাত্রী পরিবহন করছে তাদের জরিমানা করা হচ্ছে। আইন ভাঙার অভিযোগে প্রতিদিন ২৫ থেকে ৩০টি গাড়িতে মামলা দায়ের হয়।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা আরিচা মহাসড়কের কালামপুর, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাজার, খাড়াজোড়া, জিরানী বাজার, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর বাজার, জৈনা বাজার, ঢাকা-আরিচা সড়কের কালামপুর মোড়, ঢাকা-মাওয়া মহাসড়কের ধলেশ্বরী টোল প্লাজা, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, পাখির মোড় এবং ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা বাজার চেকপোস্ট বসানো হয়েছে।
ডিএমপি দারুসসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, রাজধানীতে গাবতলীর প্রবেশপথ দিয়ে শুধু জরুরি পণ্য এবং জরুরি সেবার যানবাহন চলাচল করছে। গত মঙ্গলবার ভোর ছয়টায় গাবতলী থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। সরকারের নির্দেশ বাস্তবায়ন করছি। তারপরও কেউ সরকারি আদেশ অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

ঢাকা: সোমবার থেকে সারা দেশে লকডাউনে বাড়বে কঠোরতা। এ সময় বাইরে বের হতে হলে অনলাইন থেকে পুলিশের মুভমেন্ট পাস সংগ্রহ করতে হবে। বর্তমানে ঢাকার পাশের চারটি জেলায় হাইওয়ে পুলিশের ১০টি চেকপোস্ট রয়েছে। সোমবার থেকে ঢাকা ও ঢাকার বাইরে চেকপোস্টের সঙ্গে কঠোরতাও বাড়বে। কোনো যৌক্তিক কারণ ছাড়া বাইরে চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) মাসুদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, লকডাউনে চলাচলে সোমবার থেকে মুভমেন্ট পাস সংগ্রহ করতে হবে। জরুরি ও যৌক্তিক কারণ ছাড়া বাইরে বের হওয়া নিয়ন্ত্রণ করবে পুলিশ।
হাইওয়ে পুলিশের গাজীপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) আলী আহমদ খান আজকের পত্রিকাকে বলেন, রাজধানীর আশপাশের চারটি জেলায় লকডাউন বাস্তবায়ন করতে হাইওয়ে পুলিশের ১০টি চেকপোস্ট বসানো হয়েছে। অনুমোদন ছাড়া রাজধানীতে কোনো গাড়ি ঢুকতে ও বের হতে দেওয়া হচ্ছে না। সিসি ক্যামেরার মাধ্যমে কন্ট্রোল রুম থেকে মনিটরিং করে তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছেন। সারা দেশে লকডাউনের সময় সোমবার থেকে কঠোরতার পাশাপাশি এই চেকপোস্ট আরও কয়েকটি বাড়বে।
লকডাউনে কিছু অসাধু মানুষ মাইক্রোবাস ও মোটরসাইকেলসহ বিভিন্ন পরিবহনে যাত্রী পরিবহন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, মাইক্রোবাসসহ রোগীর বদলে অ্যাম্বুলেন্সেও যাত্রী পরিবহন করা হচ্ছে। যারা অনুমোদন ছাড়া অসাধু উপায় যাত্রী পরিবহন করছে তাদের জরিমানা করা হচ্ছে। আইন ভাঙার অভিযোগে প্রতিদিন ২৫ থেকে ৩০টি গাড়িতে মামলা দায়ের হয়।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকা আরিচা মহাসড়কের কালামপুর, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর বাজার, খাড়াজোড়া, জিরানী বাজার, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভবানীপুর বাজার, জৈনা বাজার, ঢাকা-আরিচা সড়কের কালামপুর মোড়, ঢাকা-মাওয়া মহাসড়কের ধলেশ্বরী টোল প্লাজা, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড, পাখির মোড় এবং ঢাকা-সিলেট মহাসড়কের পুরিন্দা বাজার চেকপোস্ট বসানো হয়েছে।
ডিএমপি দারুসসালাম জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, রাজধানীতে গাবতলীর প্রবেশপথ দিয়ে শুধু জরুরি পণ্য এবং জরুরি সেবার যানবাহন চলাচল করছে। গত মঙ্গলবার ভোর ছয়টায় গাবতলী থেকে কোনো দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। সরকারের নির্দেশ বাস্তবায়ন করছি। তারপরও কেউ সরকারি আদেশ অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

দুদকের সহকারী পরিচালক রাসেল রনির করা আবেদনে বলা হয়, বিপ্লব কুমার সরকার সরকারি চাকরিজীবী হয়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে নিজের ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে অবৈধভাবে সম্পদ অর্জন করেছেন এবং অর্থ পাচার করেছেন বলে অভিযোগ আছে, যা অনুসন্ধান করছে দুদক।
১৪ মিনিট আগে
রাজধানীর ফার্মগেট এলাকায় গত বছরের ২৬ অক্টোবর মেট্রোরেলের পিলার থেকে একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে একজন পথচারী নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক অনুসন্ধানে বিয়ারিং প্যাডের মানসংক্রান্ত গুরুতর ত্রুটি উঠে এসেছে। একই সঙ্গে নকশাগত ত্রুটির কথাও বলা হয়েছে। তবে তদন্ত কমিটি এ ঘটনায় কোনো ধরনের নাশকতামূলক
১ ঘণ্টা আগে
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনে ইটপাটকেল ছুড়ে ভাঙচুর করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যকরের প্রতিবাদে আজ বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে এই হামলা শুরু হয়।
১ ঘণ্টা আগে
পদত্যাগপত্র গৃহীত হওয়ার দুদিন পর অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমানকে আবারও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। তাঁকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে