নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাইক বিভ্রাটের কারণে জাতীয় সংসদের ২৪তম অধিবেশনের আজ রোববার কার্যক্রম এক ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ আছে। পূর্ব নির্ধারিত সময় সূচি অনুযায়ী বিকেল পৌনে ৫টায় অধিবেশন শুরু হওয়ার পর এ গোলযোগ দেখা দিলে সোয়া পাঁচটার দিকে অধিবেশন স্থগিত রাখার ঘোষণা দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
দিনের কার্যসূচি অনুযায়ী অনুমতি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আবদুস শহীদ দ্বিতীয় রিপোর্ট উপস্থাপন করেন। এরপর সমাজকল্যাণ মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন বিল-২০২৩ এর রিপোর্ট উপস্থাপনের সময় অধিবেশনের মাইক বন্ধ হয়ে যায়। পরে হাতের বিকল্প মাইক দিয়ে রিপোর্ট উপস্থাপন শেষ করেন।
এরপর আইন মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি শহিদুজ্জামান সরকার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) বিল ২০২৩ ও জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন (সংশোধন) বিলের রিপোর্ট উপস্থাপন করেন। এরপর রেজওয়ান আহাম্মদ তৌফিক সাইবার নিরাপত্তা বিলের রিপোর্ট উপস্থাপন শুরু করলে তখন বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙা স্পিকারের মনযোগ আকর্ষণ করে বলেন, মাননীয় স্পিকার কানে কিছু শোনা যাচ্ছে না। এ সময় আরও কয়েকজন বিরোধী দলের বাকি সদস্যরাও একই কথা বলেন। রেজওয়ান আহাম্মদ তৌফিক এর রিপোর্ট উপস্থাপন শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ দাঁড়ান।
এ সময় তাকে উদ্দেশ্য করে স্পিকার বলেন, ‘যেহেতু কিছু শোনা যাচ্ছে না তাই আমরা কিছুক্ষণ কার্যক্রম বন্ধ রাখছি। পাঁচ মিনিট বন্ধ রাখছি।’ পরে আবার স্পিকার বলেন, ‘মাইক ঠিক করার চেষ্টা চলছে। ১০ মিনিট অধিবেশন স্থগিত করছি।’
সোয়া ছয়টা পর্যন্ত এ রিপোর্ট লেখা পর্যন্ত অধিবেশন শুরু হয়নি। কারিগরি ত্রুটি ঠিক করার চেষ্টা করতে দেখা গেছে টেকনিশিয়ানদের। এ সময় সংসদ টেলিভিশনের স্ক্রলে জানানো হয় সাড়ে ছয়টা পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি রাখা হয়েছে।

মাইক বিভ্রাটের কারণে জাতীয় সংসদের ২৪তম অধিবেশনের আজ রোববার কার্যক্রম এক ঘণ্টার বেশি সময় ধরে বন্ধ আছে। পূর্ব নির্ধারিত সময় সূচি অনুযায়ী বিকেল পৌনে ৫টায় অধিবেশন শুরু হওয়ার পর এ গোলযোগ দেখা দিলে সোয়া পাঁচটার দিকে অধিবেশন স্থগিত রাখার ঘোষণা দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
দিনের কার্যসূচি অনুযায়ী অনুমতি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আবদুস শহীদ দ্বিতীয় রিপোর্ট উপস্থাপন করেন। এরপর সমাজকল্যাণ মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন বিল-২০২৩ এর রিপোর্ট উপস্থাপনের সময় অধিবেশনের মাইক বন্ধ হয়ে যায়। পরে হাতের বিকল্প মাইক দিয়ে রিপোর্ট উপস্থাপন শেষ করেন।
এরপর আইন মন্ত্রণালয় স্থায়ী কমিটির সভাপতি শহিদুজ্জামান সরকার বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) বিল ২০২৩ ও জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন (সংশোধন) বিলের রিপোর্ট উপস্থাপন করেন। এরপর রেজওয়ান আহাম্মদ তৌফিক সাইবার নিরাপত্তা বিলের রিপোর্ট উপস্থাপন শুরু করলে তখন বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙা স্পিকারের মনযোগ আকর্ষণ করে বলেন, মাননীয় স্পিকার কানে কিছু শোনা যাচ্ছে না। এ সময় আরও কয়েকজন বিরোধী দলের বাকি সদস্যরাও একই কথা বলেন। রেজওয়ান আহাম্মদ তৌফিক এর রিপোর্ট উপস্থাপন শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমেদ দাঁড়ান।
এ সময় তাকে উদ্দেশ্য করে স্পিকার বলেন, ‘যেহেতু কিছু শোনা যাচ্ছে না তাই আমরা কিছুক্ষণ কার্যক্রম বন্ধ রাখছি। পাঁচ মিনিট বন্ধ রাখছি।’ পরে আবার স্পিকার বলেন, ‘মাইক ঠিক করার চেষ্টা চলছে। ১০ মিনিট অধিবেশন স্থগিত করছি।’
সোয়া ছয়টা পর্যন্ত এ রিপোর্ট লেখা পর্যন্ত অধিবেশন শুরু হয়নি। কারিগরি ত্রুটি ঠিক করার চেষ্টা করতে দেখা গেছে টেকনিশিয়ানদের। এ সময় সংসদ টেলিভিশনের স্ক্রলে জানানো হয় সাড়ে ছয়টা পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি রাখা হয়েছে।

সস্ত্রীক বাংলাদেশে ফিরে আসতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ঢাকায় নবনিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। আজ সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় তিনি স্ত্রী ডিয়ান ডাওকে সঙ্গে নিয়ে ঢাকায় পৌঁছেন।
১০ মিনিট আগে
২০১৪ সালে ১৫৩টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন ছিল ‘সম্পূর্ণ সাজানো ও সুপরিকল্পিত’। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে এ বন্দোবস্ত করা হয়েছিল বলে জাতীয় নির্বাচন (২০১৪, ২০১৮ ও ২০২৪) তদন্ত কমিশনের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
১ ঘণ্টা আগে
নির্বাচন ডাকাতি যেন আর কখনো না হয়, সেই ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক সংশ্লিষ্টতার বিষয়ে তদন্ত কমিশনের প্রতিবেদন হাতে পাওয়ার পর এমন মন্তব্য করেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের
২ ঘণ্টা আগে
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছিল, অন্তর্বর্তী সরকারের জারি করা সাম্প্রতিক অধ্যাদেশগুলোতে তার প্রতিফলন নেই বলে অভিযোগ করেছে টিআইবি। দুর্নীতি–অনিয়মের বিরুদ্ধে নজরদারি করা আন্তর্জাতিক সংস্থাটির বাংলাদেশ শাখার পর্যবেক্ষণ হচ্ছে, সংস্কারের আলোকে একের পর এক
৩ ঘণ্টা আগে