ভ্রমণ ডেস্ক

ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ কর বাড়ছে। কোনো কোনো শহর এ বছরের প্রথম দিন থেকেই তা কার্যকর করেছে। আর কোনো কোনো শহর খুব দ্রুতই ভ্রমণ কর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নিউইয়র্কভিত্তিক ভ্রমণ ম্যাগাজিন ‘ট্রাভেল+লেইজার’ এ সংবাদ জানিয়েছে।
বছরের প্রথম দিন থেকে হোটেল ও অন্যান্য আবাসনের ওপর বর্ধিত কর কার্যকর হয়েছে প্যারিসে। ফলে শহরটিতে ভ্রমণ আগের চেয়ে এখন কিছুটা ব্যয়বহুল। বর্ধিত করের কারণে হোটেলসহ অন্যান্য আবাসনে থাকার জন্য ভ্রমণকারীদের প্রায় ২০০ শতাংশ বেশি কর দিতে হবে।
প্যারিসে সবচেয়ে বেশি বেড়েছে প্যালেস তকমাধারী আবাসনের কর। সেগুলোতে থাকার জন্য পর্যটকদের প্রতি রাতে কর দিতে হবে প্রায় ১৫ ইউরো। গত বছর এই করের পরিমাণ ছিল মাত্র ৫ ইউরো। পাঁচ তারকা হোটেলে অবস্থান করতে পর্যটকদের প্রতি রাতে কর দিতে হবে প্রায় ১১ ইউরো। ২০২৩ সালে এই কর ছিল মাত্র ৪ ইউরো। গত বছরের তুলনায় এই কর বেড়েছে প্রায় ১৮৬ শতাংশ। চার তারকা মানের হোটেলে থাকার জন্য পর্যটকদের প্রতি রাতে কর দিতে হবে প্রায় সাড়ে ৮ ইউরো। গত বছরের তুলনায় এই কর বেড়েছে প্রায় ১৮২ শতাংশ। এ ছাড়া এক তারকা হোটেল, হলিডে ভিলেজ, গেস্টহাউস বা হোস্টেলে থাকতে পর্যটকদের এখন কর দিতে হবে আড়াই ইউরোর বেশি, যা গত বছর ছিল মাত্র ১ ইউরো।
গ্রীষ্মকালীন অলিম্পিক শুরুর কয়েক মাস আগে কর বাড়ানোর এ সিদ্ধান্ত নিল প্যারিস কর্তৃপক্ষ। বর্ধিত এই করের জন্য আসন্ন গ্রীষ্মে প্যারিসে স্বাভাবিকের চেয়ে গড়ে প্রায় ২০০ শতাংশ বাড়ল আবাসন ভাড়া। প্যারিস আশা করছে, ২৬ জুলাই শুরু হতে যাওয়া অলিম্পিকের বিভিন্ন ইভেন্ট দেখতে আসবে ১ কোটির বেশি দর্শক।
শুধু প্যারিস নয়, নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম তার নিয়ন্ত্রণে থাকা একটি শহরের পর্যটন কর বাড়িয়েছে এ বছরের শুরুতে। সে শহরে থাকতে হলে এখন পর্যটকদের সাড়ে ১২ শতাংশ বেশি কর দিতে হবে। এই করের আওতায় থাকবে বিলাসবহুল ক্রুজ ভ্রমণও। এ বছর ইউরোপের আরও কিছু গন্তব্যে ভ্রমণের জন্য পর্যটকদের নতুন ট্যাক্সের বর্ধিত অর্থ দিতে হবে। কার্বন নিঃসরণ কমানো এবং পরিবেশের অন্যান্য ক্ষতি পুষিয়ে নিতে আইসল্যান্ড পর্যটকদের জন্য নতুন কর বসিয়েছে। ভেনিস এই বসন্তে ডে ট্রিপারদের জন্য ইতিমধ্যে ট্যাক্স ছাড়াও একটি ফি বাড়ানোর সিদ্ধান্ত কার্যকরের পরিকল্পনা করেছে।

ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণ কর বাড়ছে। কোনো কোনো শহর এ বছরের প্রথম দিন থেকেই তা কার্যকর করেছে। আর কোনো কোনো শহর খুব দ্রুতই ভ্রমণ কর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। নিউইয়র্কভিত্তিক ভ্রমণ ম্যাগাজিন ‘ট্রাভেল+লেইজার’ এ সংবাদ জানিয়েছে।
বছরের প্রথম দিন থেকে হোটেল ও অন্যান্য আবাসনের ওপর বর্ধিত কর কার্যকর হয়েছে প্যারিসে। ফলে শহরটিতে ভ্রমণ আগের চেয়ে এখন কিছুটা ব্যয়বহুল। বর্ধিত করের কারণে হোটেলসহ অন্যান্য আবাসনে থাকার জন্য ভ্রমণকারীদের প্রায় ২০০ শতাংশ বেশি কর দিতে হবে।
প্যারিসে সবচেয়ে বেশি বেড়েছে প্যালেস তকমাধারী আবাসনের কর। সেগুলোতে থাকার জন্য পর্যটকদের প্রতি রাতে কর দিতে হবে প্রায় ১৫ ইউরো। গত বছর এই করের পরিমাণ ছিল মাত্র ৫ ইউরো। পাঁচ তারকা হোটেলে অবস্থান করতে পর্যটকদের প্রতি রাতে কর দিতে হবে প্রায় ১১ ইউরো। ২০২৩ সালে এই কর ছিল মাত্র ৪ ইউরো। গত বছরের তুলনায় এই কর বেড়েছে প্রায় ১৮৬ শতাংশ। চার তারকা মানের হোটেলে থাকার জন্য পর্যটকদের প্রতি রাতে কর দিতে হবে প্রায় সাড়ে ৮ ইউরো। গত বছরের তুলনায় এই কর বেড়েছে প্রায় ১৮২ শতাংশ। এ ছাড়া এক তারকা হোটেল, হলিডে ভিলেজ, গেস্টহাউস বা হোস্টেলে থাকতে পর্যটকদের এখন কর দিতে হবে আড়াই ইউরোর বেশি, যা গত বছর ছিল মাত্র ১ ইউরো।
গ্রীষ্মকালীন অলিম্পিক শুরুর কয়েক মাস আগে কর বাড়ানোর এ সিদ্ধান্ত নিল প্যারিস কর্তৃপক্ষ। বর্ধিত এই করের জন্য আসন্ন গ্রীষ্মে প্যারিসে স্বাভাবিকের চেয়ে গড়ে প্রায় ২০০ শতাংশ বাড়ল আবাসন ভাড়া। প্যারিস আশা করছে, ২৬ জুলাই শুরু হতে যাওয়া অলিম্পিকের বিভিন্ন ইভেন্ট দেখতে আসবে ১ কোটির বেশি দর্শক।
শুধু প্যারিস নয়, নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম তার নিয়ন্ত্রণে থাকা একটি শহরের পর্যটন কর বাড়িয়েছে এ বছরের শুরুতে। সে শহরে থাকতে হলে এখন পর্যটকদের সাড়ে ১২ শতাংশ বেশি কর দিতে হবে। এই করের আওতায় থাকবে বিলাসবহুল ক্রুজ ভ্রমণও। এ বছর ইউরোপের আরও কিছু গন্তব্যে ভ্রমণের জন্য পর্যটকদের নতুন ট্যাক্সের বর্ধিত অর্থ দিতে হবে। কার্বন নিঃসরণ কমানো এবং পরিবেশের অন্যান্য ক্ষতি পুষিয়ে নিতে আইসল্যান্ড পর্যটকদের জন্য নতুন কর বসিয়েছে। ভেনিস এই বসন্তে ডে ট্রিপারদের জন্য ইতিমধ্যে ট্যাক্স ছাড়াও একটি ফি বাড়ানোর সিদ্ধান্ত কার্যকরের পরিকল্পনা করেছে।

ভ্রমণ জগতে কত রকমের যে গন্তব্য বা ডেস্টিনেশনের তালিকা হয় বছর ভর, তার হিসাব রাখা সত্যি অসম্ভব। পৃথিবীর সেরা ১০ গন্তব্য কিংবা পৃথিবীর সেরা নিরাপদ শহর বা দেশ অথবা পৃথিবীর সেরা পরিচ্ছন্ন দেশ ইত্যাদির তালিকা হালনাগাদ হতে থাকে বছরভর। বড় বড় প্রতিষ্ঠান এবং পত্রপত্রিকা কিংবা ম্যাগাজিন এসব তালিকা করে থাকে...
৭ ঘণ্টা আগে
বারো মাসই উত্তরবঙ্গের যেকোনো জেলা ভ্রমণের উপযুক্ত সময়। তবে শীতে উত্তরবঙ্গ ভ্রমণে আলাদা অভিজ্ঞতা নেওয়া যায়। যাঁরা শীত উপভোগ করতে চান, তাঁরা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত যেতে পারেন। হিমালয়ের কাছাকাছি হওয়ায় পুরো রংপুর বিভাগ অর্থাৎ উত্তরবঙ্গে শীতের প্রকোপ বেশি থাকে।...
৯ ঘণ্টা আগে
পাখিদের কলরবে মুখরিত চারপাশ। মূল সড়ক থেকেই দেখা যাচ্ছিল পাখিদের। আমরা গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে দেখতে লাগলাম পাখিদের কর্ম তৎপরতা। বেশ ভালোই লাগছিল। পকেট থেকে স্মার্টফোন বের করে ছবি তোলার চেষ্টা করলাম। কিন্তু মনমতো ছবি তোলা হলো না। ড্রাইভার বললেন, আরেকটু সামনে গেলে হয়তো আরও পাখির দেখা পাওয়া যাবে...
১১ ঘণ্টা আগে
পৃথিবী এখন আর দুই বছর আগের মতো নেই। বিভিন্ন দেশে নানা মেরুকরণ চলছে। সেই সঙ্গে একদিকে চলছে অর্থনৈতিক সংকট, রাজনৈতিক উত্তেজনা; অন্যদিকে বিভিন্ন দেশে চলছে ভ্রমণ থেকে রাজস্ব আয় বাড়ানোর বিপুল আয়োজন। সে জন্য নতুন করে ভিসা শিথিলসহ বিভিন্ন প্রক্রিয়া চালু করেছে তারা। ফলে নতুন বছরে বিশ্বজুড়ে আন্তর্জাতিক...
১৩ ঘণ্টা আগে