ফিচার ডেস্ক

ছুটির পরিকল্পনা করার সময় প্রায়ই সঠিক স্যুটকেস নির্বাচন করা প্রধান কাজ হয়ে দাঁড়ায়। স্যুটকেসের আকার, টেকসই ও স্টাইল সাধারণত গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় ভ্রমণকারীদের কাছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, স্যুটকেসের রংও একটি বিবেচনার বিষয়।
মার্কিন সামার ক্যাম্প ওয়াইল্ড প্যাকসের ট্রাভেল এক্সপার্ট জেমি ফ্রেজার বলেন, ‘কালো হার্ড-সাইডেড স্যুটকেস বিশ্বব্যাপী সাধারণ লাগেজগুলোর অন্যতম। এ কারণে এগুলো চিনে নেওয়া কঠিন হয়।’ লাগেজ ব্র্যান্ড এমিনেন্টের তথ্যমতে, ৪০ শতাংশের বেশি যাত্রী কালো হার্ড-সাইডেড স্যুটকেস পছন্দ করেন।
এই রং তার স্টাইলিশ লুক এবং বহুমুখিতার জন্য জনপ্রিয় হলেও এর একটি বড় সমস্যা রয়েছে। তাই যাঁরা লাগেজ হারানো কিংবা ভুল হওয়ার ঝামেলা থেকে দূরে থাকতে চান, তাঁরা ফ্রেজার পরামর্শ বেছে নিন। লাগেজ কেনার সময় উজ্জ্বল রঙের বা বিশেষ চিহ্নযুক্ত স্যুটকেস বেছে নিন। কারণ, উজ্জ্বল রঙের স্যুটকেস অনেক সহজে চোখে পড়ে।
এরপরও যদি কেউ কালো স্যুটকেস ব্যবহার করতে চান, তাহলে রঙিন লাগেজ ট্যাগ, স্টিকার কিংবা প্যাটার্নযুক্ত স্ট্র্যাপ যোগ করুন। আর যদি আপনার স্যুটকেসটি কালো হার্ড-সাইডেড হয়েই থাকে, তাহলে সময়ের আগেই বিমানবন্দরে পৌঁছার চেষ্টা করুন; যাতে আগেই লাগেজ চেক ইন করতে পারেন। এতে বিমান সংস্থার কর্মীরা আপনার লাগেজ সঠিকভাবে ট্যাগ করতে পারবেন।
সূত্র: দ্য ইকোনমিক টাইমস

ছুটির পরিকল্পনা করার সময় প্রায়ই সঠিক স্যুটকেস নির্বাচন করা প্রধান কাজ হয়ে দাঁড়ায়। স্যুটকেসের আকার, টেকসই ও স্টাইল সাধারণত গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় ভ্রমণকারীদের কাছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, স্যুটকেসের রংও একটি বিবেচনার বিষয়।
মার্কিন সামার ক্যাম্প ওয়াইল্ড প্যাকসের ট্রাভেল এক্সপার্ট জেমি ফ্রেজার বলেন, ‘কালো হার্ড-সাইডেড স্যুটকেস বিশ্বব্যাপী সাধারণ লাগেজগুলোর অন্যতম। এ কারণে এগুলো চিনে নেওয়া কঠিন হয়।’ লাগেজ ব্র্যান্ড এমিনেন্টের তথ্যমতে, ৪০ শতাংশের বেশি যাত্রী কালো হার্ড-সাইডেড স্যুটকেস পছন্দ করেন।
এই রং তার স্টাইলিশ লুক এবং বহুমুখিতার জন্য জনপ্রিয় হলেও এর একটি বড় সমস্যা রয়েছে। তাই যাঁরা লাগেজ হারানো কিংবা ভুল হওয়ার ঝামেলা থেকে দূরে থাকতে চান, তাঁরা ফ্রেজার পরামর্শ বেছে নিন। লাগেজ কেনার সময় উজ্জ্বল রঙের বা বিশেষ চিহ্নযুক্ত স্যুটকেস বেছে নিন। কারণ, উজ্জ্বল রঙের স্যুটকেস অনেক সহজে চোখে পড়ে।
এরপরও যদি কেউ কালো স্যুটকেস ব্যবহার করতে চান, তাহলে রঙিন লাগেজ ট্যাগ, স্টিকার কিংবা প্যাটার্নযুক্ত স্ট্র্যাপ যোগ করুন। আর যদি আপনার স্যুটকেসটি কালো হার্ড-সাইডেড হয়েই থাকে, তাহলে সময়ের আগেই বিমানবন্দরে পৌঁছার চেষ্টা করুন; যাতে আগেই লাগেজ চেক ইন করতে পারেন। এতে বিমান সংস্থার কর্মীরা আপনার লাগেজ সঠিকভাবে ট্যাগ করতে পারবেন।
সূত্র: দ্য ইকোনমিক টাইমস

ভ্রমণপিপাসুদের জন্য দারুণ খবর। ভ্রমণে গিয়ে নিরাপত্তার কথা ভাবলে এখন সবার আগে যে নামটি আসবে, তা হলো সূর্যোদয়ের দেশ জাপান। বিশ্বখ্যাত ট্রাভেল ইনস্যুরেন্স কোম্পানি ‘বার্কশায়ার হ্যাথাওয়ে ট্রাভেল প্রোটেকশন’-এর ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, এশিয়ার সবচেয়ে নিরাপদ দেশের মর্যাদা পেয়েছে জাপান। কঠোর আইন এবং অতি
৬ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন বহুল ব্যবহৃত। অফিস থেকে শুরু করে শ্রেণিকক্ষ—সবখানেই এর বিচরণ অবাধে। তবে এর অপব্যবহার শিক্ষার্থীদের বিকাশ ও সৃজনশীলতাকে নেতিবাচক দিকে ধাবিত করছে। এর ক্রমবর্ধমান অপব্যবহার রুখতে এবং শিক্ষার্থীরা সত্যিই বিষয়টি বুঝতে পারছে কি না, তা যাচাই করতে উত্তর আমেরিকার
৮ ঘণ্টা আগে
হয়ে গেল বিনোদন দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন গোল্ডেন গ্লোবস। তবে কেবল পুরস্কারের হিসাব-নিকাশ নয়, এই আসরটি বিশ্বজুড়ে সমাদৃত এর বর্ণিল ‘রেড কার্পেট’ ফ্যাশনের জন্য। দীর্ঘ দিনের ধারাবাহিকতায় এ বছরও তারকারা এমন সব সাজে হাজির হয়েছিলেন যা ফ্যাশন সচেতনদের মুগ্ধ করেছে। ২০২৬ সালের গোল্ডেন গ্লোবস ফ্যাশন ছি
১০ ঘণ্টা আগে
আজ আপনার জন্য টাকাপয়সা ফেরত পাওয়ার দিন। অনেক আগে কাউকে ধার দেওয়া টাকা বা পুরোনো প্যান্টের পকেটে রাখা নোট আজ উদ্ধার হতে পারে। পুরোনো ঋণ শোধের জন্য আজ সেরা দিন, এতে মনের ওপর থেকে বড় একটা পাথর নেমে যাবে।
১১ ঘণ্টা আগে