প্রযুক্তি ডেস্ক

টিকটকের সঙ্গে পাল্লা দিতে ফেসবুক ও ইনস্টাগ্রামে ‘রিলস’ এর সুবিধা চালু করেছিল মেটা। এরই মধ্যে বেশ রিলস বেশ জনপ্রিয়ও হয়ে উঠেছে ব্যবহারকারীদের মাঝে। এর জনপ্রিয়তাকে কাজে লাগাতে রিলস ও স্টোরিজ বিভাগে অগমেন্টেড রিয়্যালিটি বা এআর প্রযুক্তির বিজ্ঞাপন দেখাবে মেটা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই সুবিধার ফলে বিভিন্ন প্রতিষ্ঠান রিলস ও স্টোরিজ সেকশনে নিজেদের পণ্যের অগমেন্টেড রিয়্যালিটি বিজ্ঞাপন প্রচার করতে পারবেন। ব্যবহারকারীরাও সেগুলো ভার্চ্যুয়ালি পরখের সুযোগ পাবেন। এর আগে, অগমেন্টেড রিয়্যালিটি প্রযুক্তির মাধ্যমে পণ্য কেনাবেচার সুযোগ নিয়ে আসে স্ন্যাপচ্যাট। বলা হচ্ছে স্ন্যাপচ্যাটকে পাল্লা দিতে ফেসবুক রিলস ও স্টোরিজে অগমেন্টেড রিয়্যালিটি বিজ্ঞাপন দেখাবে মেটা।
মেটা জানিয়েছে, ফেসবুক রিলসে নতুন প্রযুক্তির বিজ্ঞাপন সুবিধা চালুর জন্য কাজ করছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞাপনদাতাদের সুবিধার্থে পরীক্ষামূলকভাবে ‘কল টু অ্যাকশন’ নামের একটি বাটনও তৈরি করা হয়েছে। বাটনটিতে বিজ্ঞাপনের থাম্বনেইল, শিরোনাম, পণ্যের বিবরণ এবং ওয়েবসাইটের লিংক যুক্ত করা যাবে।
এর আগে, অগমেন্টেড রিয়্যালিটি (এআর) প্রযুক্তির মাধ্যমে পণ্য কেনাবেচার সুবিধা নিয়ে আসে স্ন্যাপচ্যাট। নতুন এই সুবিধার নাম ‘শপিং স্যুট’ লেন্স। নতুন এই সুবিধার মাধ্যমে অ্যাপটিতে বিভিন্ন প্রতিষ্ঠান অগমেন্টেড রিয়্যালিটি প্রযুক্তিনির্ভর ভার্চুয়াল দোকান খুলে পণ্য বিক্রি করতে পারছে। ক্রেতারাও বিভিন্ন ব্র্যান্ডের পণ্য কেনার আগে সেগুলো নিজের ছবিতে যুক্ত করে পরখ করে দেখার সুযোগ পারছেন।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, অগমেন্টেড রিয়্যালিটি প্রযুক্তিতে পণ্য কেনাবেচার সুবিধা চালুর ফলে ব্যবহারকারীদের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানও উপকৃত হচ্ছে। স্ন্যাপচ্যাট জানিয়েছিল, ভার্চুয়াল দোকানে পরিধান সামগ্রী পছন্দের পর নিজের ছবি পাঠালে ‘শপিং স্যুট’ লেন্স স্বয়ংক্রিয়ভাবে পোশাকটি ছবিতে যুক্ত করবে। ত্রিমাত্রিক প্রযুক্তিতে দেখা যাবে পোশাকটি পরলে কেমন দেখাবে। ফলে ব্যবহারকারী কেনাকাটার ক্ষেত্রে আরও স্বাচ্ছন্দ্যবোধ করবেন।

টিকটকের সঙ্গে পাল্লা দিতে ফেসবুক ও ইনস্টাগ্রামে ‘রিলস’ এর সুবিধা চালু করেছিল মেটা। এরই মধ্যে বেশ রিলস বেশ জনপ্রিয়ও হয়ে উঠেছে ব্যবহারকারীদের মাঝে। এর জনপ্রিয়তাকে কাজে লাগাতে রিলস ও স্টোরিজ বিভাগে অগমেন্টেড রিয়্যালিটি বা এআর প্রযুক্তির বিজ্ঞাপন দেখাবে মেটা।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চের প্রতিবেদন অনুযায়ী, নতুন এই সুবিধার ফলে বিভিন্ন প্রতিষ্ঠান রিলস ও স্টোরিজ সেকশনে নিজেদের পণ্যের অগমেন্টেড রিয়্যালিটি বিজ্ঞাপন প্রচার করতে পারবেন। ব্যবহারকারীরাও সেগুলো ভার্চ্যুয়ালি পরখের সুযোগ পাবেন। এর আগে, অগমেন্টেড রিয়্যালিটি প্রযুক্তির মাধ্যমে পণ্য কেনাবেচার সুযোগ নিয়ে আসে স্ন্যাপচ্যাট। বলা হচ্ছে স্ন্যাপচ্যাটকে পাল্লা দিতে ফেসবুক রিলস ও স্টোরিজে অগমেন্টেড রিয়্যালিটি বিজ্ঞাপন দেখাবে মেটা।
মেটা জানিয়েছে, ফেসবুক রিলসে নতুন প্রযুক্তির বিজ্ঞাপন সুবিধা চালুর জন্য কাজ করছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞাপনদাতাদের সুবিধার্থে পরীক্ষামূলকভাবে ‘কল টু অ্যাকশন’ নামের একটি বাটনও তৈরি করা হয়েছে। বাটনটিতে বিজ্ঞাপনের থাম্বনেইল, শিরোনাম, পণ্যের বিবরণ এবং ওয়েবসাইটের লিংক যুক্ত করা যাবে।
এর আগে, অগমেন্টেড রিয়্যালিটি (এআর) প্রযুক্তির মাধ্যমে পণ্য কেনাবেচার সুবিধা নিয়ে আসে স্ন্যাপচ্যাট। নতুন এই সুবিধার নাম ‘শপিং স্যুট’ লেন্স। নতুন এই সুবিধার মাধ্যমে অ্যাপটিতে বিভিন্ন প্রতিষ্ঠান অগমেন্টেড রিয়্যালিটি প্রযুক্তিনির্ভর ভার্চুয়াল দোকান খুলে পণ্য বিক্রি করতে পারছে। ক্রেতারাও বিভিন্ন ব্র্যান্ডের পণ্য কেনার আগে সেগুলো নিজের ছবিতে যুক্ত করে পরখ করে দেখার সুযোগ পারছেন।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, অগমেন্টেড রিয়্যালিটি প্রযুক্তিতে পণ্য কেনাবেচার সুবিধা চালুর ফলে ব্যবহারকারীদের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানও উপকৃত হচ্ছে। স্ন্যাপচ্যাট জানিয়েছিল, ভার্চুয়াল দোকানে পরিধান সামগ্রী পছন্দের পর নিজের ছবি পাঠালে ‘শপিং স্যুট’ লেন্স স্বয়ংক্রিয়ভাবে পোশাকটি ছবিতে যুক্ত করবে। ত্রিমাত্রিক প্রযুক্তিতে দেখা যাবে পোশাকটি পরলে কেমন দেখাবে। ফলে ব্যবহারকারী কেনাকাটার ক্ষেত্রে আরও স্বাচ্ছন্দ্যবোধ করবেন।

বাইরের পৃথিবীতে হাসিমুখে থাকা কিংবা অন্যদের হাসানো আমাদের অনেকের কাছে খুব সহজ মনে হয়। কিন্তু দিন শেষে নিজের আপনজন বা পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানো মাঝে মাঝে বেশ কঠিন কাজ হয়ে দাঁড়ায়। আমরা সাধারণত পরিবারকে এমন একটি নিরাপদ আশ্রয় ভাবি, যেখানে আমাদের সব ধরনের আবেগ, রাগ বা বিরক্তি সরাসরি প্রকাশ করে
১৩ ঘণ্টা আগে
অনেকে মনে করেন, ভাগ্য হঠাৎ আকাশ থেকে নেমে আসে। কিন্তু বাস্তবে ভাগ্য তৈরি হয় আমাদের অভ্যাস, দৃষ্টিভঙ্গি এবং চারপাশের পৃথিবীর সঙ্গে আমাদের আচরণের মাধ্যমে। ১৯৪৫ সালের ৬ আগস্ট। জাপানের হিরোশিমায় কাজ করছিলেন সুতোমু ইয়ামাগুচি। সেদিন ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরিত হয় ঠিক তাঁর সামনেই।
১৩ ঘণ্টা আগে
শীতে বাড়িতে কোনো না কোনো স্য়ুপ তো তৈরি করছেনই। খাওয়ার সময় একটা জিনিসই মিস করছেন, তা হলো অনথন। ইতস্তত না করে বাড়িতে এবার বানিয়ে ফেলুন সুস্বাদু এই খাবার।
১৫ ঘণ্টা আগে
কথাটা সবার সঙ্গে নিশ্চয় মিলে গেল! আমরা যারা ফিট থাকতে চাই, সুস্বাস্থ্যের অধিকারী হতে চাই, বছরের শেষ দিনটিতে প্রায় প্রত্যেকে একটি প্রতিজ্ঞা করি। সেই প্রতিজ্ঞায় থাকে, এই বছর আমরা কোনো অস্বাস্থ্যকর খাবার খাব না, কোনো ধরনের ভাজাপোড়া, অতিরিক্ত শর্করা, মিষ্টিজাতীয় খাবার, চিনি ইত্যাদি এড়িয়ে চলব...
১৯ ঘণ্টা আগে