
ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ডিলিট না করেই থ্রেডসের আইডি ডিলিট করা যাবে। এটি বহুল প্রতীক্ষিত ফিচার। কারণ এর আগে থ্রেডস অ্যাকাউন্ট ডিলিট করলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ডিলিট হয়ে যেত। কারণ ইনস্টাগ্রামের প্রোফাইল, প্রোফাইল আইকন ও ফলোয়ারদের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিল থ্রেডসের সঙ্গে।
ফিচারটি ব্যবহারের জন্য থ্রেডসের সর্বশেষ ভার্সনটি ডাউনলোড করতে হবে ও সক্রিয় থ্রেড অ্যাকাউন্ট থাকতে হবে।
ইনস্টাগ্রাম ছাড়াই থ্রেডস অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভ বা ডিলট করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে–
১. প্রথমেই গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে থ্রেডসের সর্বশেষ ভার্সনটি ডাউনলোড করতে হবে।
২. এরপর থ্রেডসের সেটিংসে যেতে হবে।
৩. ‘ডিলিট বা ডিঅ্যাক্টিভেট প্রোফাইল’ নামের অপশন খুঁজে বের করুন।
নতুন ডিলিট বা ডিঅ্যাক্টিভ পেজে থ্রেডস অ্যাকাউন্ট ডিলিট করার যাবতীয় তথ্য থাকবে। এই পেজে ডিলিট ও ডিঅ্যাক্টিভ- দুটি অপশন থাকবে। এর মধ্য থেকে পছন্দমত যেকোনো একটি বাছাই করা যাবে।
কিছু সংখ্যক গ্রাহকের অ্যাকাউন্টে এই ফিচার পাওয়া যাচ্ছে। থ্রেডসের নতুন ফিচার ধীরে ধীরে সব গ্রাহকের কাছে পৌঁছাবে। এজন্য কিছুদিন অপেক্ষা করতে হবে।
এই বছরের জুলাইতে টুইটারের আদলে থ্রেডস নিয়ে আসে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান মেটা। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ইউজার নেইম দিয়ে ব্যবহারকারীদের থ্রেডস অ্যাপে লগইন করার সুযোগ দেয়া হয়েছিল।
গত অক্টোবরে এডিট বাটন আনা হয় থ্রেডস প্ল্যাটফর্মে। এই বাটনের মাধ্যমে পোস্ট শেয়ার করার পাঁচ মিনিটের মধ্যে বিনামূল্যে পোস্ট এডিট করা যায়। ফিচারটি আসার আগে কোনো পরিবর্তন করতে চাইলে পুরো পোস্টটি ডিলিট করে পুনরায় পোস্ট (রিপোস্ট) করতে হতো। তবে পোস্ট এডিট করার হিস্ট্রি থ্রেডস দেখাবে না।

ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট ডিলিট না করেই থ্রেডসের আইডি ডিলিট করা যাবে। এটি বহুল প্রতীক্ষিত ফিচার। কারণ এর আগে থ্রেডস অ্যাকাউন্ট ডিলিট করলে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও ডিলিট হয়ে যেত। কারণ ইনস্টাগ্রামের প্রোফাইল, প্রোফাইল আইকন ও ফলোয়ারদের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ছিল থ্রেডসের সঙ্গে।
ফিচারটি ব্যবহারের জন্য থ্রেডসের সর্বশেষ ভার্সনটি ডাউনলোড করতে হবে ও সক্রিয় থ্রেড অ্যাকাউন্ট থাকতে হবে।
ইনস্টাগ্রাম ছাড়াই থ্রেডস অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভ বা ডিলট করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে–
১. প্রথমেই গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে থ্রেডসের সর্বশেষ ভার্সনটি ডাউনলোড করতে হবে।
২. এরপর থ্রেডসের সেটিংসে যেতে হবে।
৩. ‘ডিলিট বা ডিঅ্যাক্টিভেট প্রোফাইল’ নামের অপশন খুঁজে বের করুন।
নতুন ডিলিট বা ডিঅ্যাক্টিভ পেজে থ্রেডস অ্যাকাউন্ট ডিলিট করার যাবতীয় তথ্য থাকবে। এই পেজে ডিলিট ও ডিঅ্যাক্টিভ- দুটি অপশন থাকবে। এর মধ্য থেকে পছন্দমত যেকোনো একটি বাছাই করা যাবে।
কিছু সংখ্যক গ্রাহকের অ্যাকাউন্টে এই ফিচার পাওয়া যাচ্ছে। থ্রেডসের নতুন ফিচার ধীরে ধীরে সব গ্রাহকের কাছে পৌঁছাবে। এজন্য কিছুদিন অপেক্ষা করতে হবে।
এই বছরের জুলাইতে টুইটারের আদলে থ্রেডস নিয়ে আসে মার্ক জাকারবার্গের প্রতিষ্ঠান মেটা। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ইউজার নেইম দিয়ে ব্যবহারকারীদের থ্রেডস অ্যাপে লগইন করার সুযোগ দেয়া হয়েছিল।
গত অক্টোবরে এডিট বাটন আনা হয় থ্রেডস প্ল্যাটফর্মে। এই বাটনের মাধ্যমে পোস্ট শেয়ার করার পাঁচ মিনিটের মধ্যে বিনামূল্যে পোস্ট এডিট করা যায়। ফিচারটি আসার আগে কোনো পরিবর্তন করতে চাইলে পুরো পোস্টটি ডিলিট করে পুনরায় পোস্ট (রিপোস্ট) করতে হতো। তবে পোস্ট এডিট করার হিস্ট্রি থ্রেডস দেখাবে না।

বেশির ভাগ বিমানের আসন নীল রঙের হয়। কখনো মনে প্রশ্ন জেগেছে, কেন নীল রঙের আসনই বানানো হলো? এদিকে আমরা জানি, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিমানে ধূমপান নিষিদ্ধ। কিন্তু কিছু অত্যাধুনিক মডেলের বিমানে এখন অ্যাশট্রে বা ছাইদানি রাখা হয়। এর কারণ কী?...
৩ ঘণ্টা আগে
শীতের সন্ধ্যায় চায়ের সঙ্গে মুচমুচে কোনো ভাজা খেতে কার না ইচ্ছা হয়? আলু তো সব সময় রান্নাঘরে থাকে। সঙ্গে সহজলভ্য আরও কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন আলুর ঝাল ঝাল মচমচে পাকোড়া। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আফরোজা খানম মুক্তা।
৫ ঘণ্টা আগে
সফলদের সাফল্যের রহস্যের অনেকটাই লুকিয়ে রয়েছে তাঁদের দিন শুরু করার অভ্যাসে। সকালে পুরো পৃথিবী জেগে ওঠার আগে যদি আপনি নিজের জন্য কিছুটা সময় বের করতে পারেন, তাহলেই বাজিমাত! সকালের একটি পরিকল্পিত রুটিন শুধু যে কাজের গতি বাড়ায় তা-ই নয়, এটি দিনভর আসা নানা ঝামেলার মাঝেও আপনাকে স্থির থাকতে সাহায্য করে।
৭ ঘণ্টা আগে
আজ আপনার এনার্জি লেভেল ১১০ পারসেন্ট থাকবে। অফিসের সব কাজ একাই শেষ করার সংকল্প নেবেন, কিন্তু সাবধান—বেশি বীরত্ব দেখাতে গিয়ে বসের সব পেন্ডিং ফাইল যেন আপনার ডেস্কে না চলে আসে। পুরোনো বন্ধুর সঙ্গে হঠাৎ দেখা হয়ে যেতে পারে।
৭ ঘণ্টা আগে