প্রযুক্তি ডেস্ক

এবার ছাঁটাইয়ের পথে হাঁটছে পেশাজীবীদের সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকডইন। মোট ৭১৬ কর্মী ছাঁটাই করছে প্রতিষ্ঠানটি। লিংকডইনে এখন মোট কর্মী সংখ্যা ২০ হাজার। কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি চীনের স্থানীয় খাতে নিজেদের কার্যক্রম বন্ধ করছে প্রতিষ্ঠানটি।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, লিংকডইনের প্রধান নির্বাহী রায়ান রোসলানস্কির একটি চিঠিতে বলেন, ‘এই পদক্ষেপটি প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও সুবিন্যস্ত করার লক্ষ্যে নেওয়া হয়েছে।’ গত ছয় মাসে আমাজন, লিঙ্কডইনের মূল প্রতিষ্ঠান মাইক্রোসফট ও অ্যালফাবেটসহ অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই করেছে।
রোসলানস্কি আরও বলেন, ‘বাজার এবং গ্রাহকের চাহিদা আরও ওঠানামা করছে। এই উদীয়মান এবং বৃদ্ধির বাজারগুলোকে আরও কার্যকরভাবে পরিবেশন করার জন্য আমরা বিক্রেতাদের ব্যবহার প্রসারিত করছি।’
লিঙ্কডইনের একজন মুখপাত্র বলেন, ‘চীন কাজ করা প্রতিষ্ঠানগুলোকে দেশের বাইরে কর্মচারী নিয়োগ এবং প্রশিক্ষণ দিতে সহায়তা করতে দেশটিতে উপস্থিতি বজায় রাখবে প্ল্যাটফর্মটি।’ তবে চীনকেন্দ্রিক কার্যক্রম বন্ধ রাখবে প্রতিষ্ঠানটি।
এদিকে, এআইকে চাকরিপ্রার্থীদের কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট মালিকানাধীন পেশাজীবীদের সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকডইন। প্ল্যাটফর্মটিতে প্রার্থীদের চাকরি খুঁজে পেতে সাহায্য করবে এআই।
সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, লিংকডইনে চাকরিপ্রার্থীদের জন্য সঠিক সুযোগ খুঁজে বের করবে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। চাকরিপ্রার্থী কোন চাকরির জন্য যোগ্য এবং কোন চাকরি তার জন্য উপযুক্ত— তার সন্ধান দেবে এআই। সম্প্রতি এমনই এআইভিত্তিক একটি ফিচার নিয়ে কাজ করছে প্ল্যাটফর্মটি।
লিংকডইনের নতুন এই ফিচারটি প্রার্থীদের নিজের বিষয়ে সঠিক বিবরণ লিখতে সাহায্য করবে যা তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলবে।
লিংকডইনের হেড অব কোর গ্রোথ ও সিনিয়র ডিরেক্টর ওরা লেভিট বলেন, ‘একটি জেনারেটিভ এআই-কে কাজে লাগিয়ে প্রার্থীর প্রোফাইল, নিয়োগকারীর প্রোফাইল, কাজের বিবরণ এবং কোম্পানির তথ্য থেকে একটি পারসোনালাইজড ড্রাফট মেসেজ তৈরি করেছি। যা প্রার্থীদের নিয়োগকর্তাদের সঙ্গে কথোপকথন শুরু করতে সাহায্য করবে।’

এবার ছাঁটাইয়ের পথে হাঁটছে পেশাজীবীদের সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকডইন। মোট ৭১৬ কর্মী ছাঁটাই করছে প্রতিষ্ঠানটি। লিংকডইনে এখন মোট কর্মী সংখ্যা ২০ হাজার। কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি চীনের স্থানীয় খাতে নিজেদের কার্যক্রম বন্ধ করছে প্রতিষ্ঠানটি।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, লিংকডইনের প্রধান নির্বাহী রায়ান রোসলানস্কির একটি চিঠিতে বলেন, ‘এই পদক্ষেপটি প্রতিষ্ঠানের কার্যক্রমকে আরও সুবিন্যস্ত করার লক্ষ্যে নেওয়া হয়েছে।’ গত ছয় মাসে আমাজন, লিঙ্কডইনের মূল প্রতিষ্ঠান মাইক্রোসফট ও অ্যালফাবেটসহ অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই করেছে।
রোসলানস্কি আরও বলেন, ‘বাজার এবং গ্রাহকের চাহিদা আরও ওঠানামা করছে। এই উদীয়মান এবং বৃদ্ধির বাজারগুলোকে আরও কার্যকরভাবে পরিবেশন করার জন্য আমরা বিক্রেতাদের ব্যবহার প্রসারিত করছি।’
লিঙ্কডইনের একজন মুখপাত্র বলেন, ‘চীন কাজ করা প্রতিষ্ঠানগুলোকে দেশের বাইরে কর্মচারী নিয়োগ এবং প্রশিক্ষণ দিতে সহায়তা করতে দেশটিতে উপস্থিতি বজায় রাখবে প্ল্যাটফর্মটি।’ তবে চীনকেন্দ্রিক কার্যক্রম বন্ধ রাখবে প্রতিষ্ঠানটি।
এদিকে, এআইকে চাকরিপ্রার্থীদের কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট মালিকানাধীন পেশাজীবীদের সামাজিক যোগাযোগ মাধ্যম লিংকডইন। প্ল্যাটফর্মটিতে প্রার্থীদের চাকরি খুঁজে পেতে সাহায্য করবে এআই।
সি-নেটের প্রতিবেদন অনুযায়ী, লিংকডইনে চাকরিপ্রার্থীদের জন্য সঠিক সুযোগ খুঁজে বের করবে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা। চাকরিপ্রার্থী কোন চাকরির জন্য যোগ্য এবং কোন চাকরি তার জন্য উপযুক্ত— তার সন্ধান দেবে এআই। সম্প্রতি এমনই এআইভিত্তিক একটি ফিচার নিয়ে কাজ করছে প্ল্যাটফর্মটি।
লিংকডইনের নতুন এই ফিচারটি প্রার্থীদের নিজের বিষয়ে সঠিক বিবরণ লিখতে সাহায্য করবে যা তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়িয়ে তুলবে।
লিংকডইনের হেড অব কোর গ্রোথ ও সিনিয়র ডিরেক্টর ওরা লেভিট বলেন, ‘একটি জেনারেটিভ এআই-কে কাজে লাগিয়ে প্রার্থীর প্রোফাইল, নিয়োগকারীর প্রোফাইল, কাজের বিবরণ এবং কোম্পানির তথ্য থেকে একটি পারসোনালাইজড ড্রাফট মেসেজ তৈরি করেছি। যা প্রার্থীদের নিয়োগকর্তাদের সঙ্গে কথোপকথন শুরু করতে সাহায্য করবে।’

২০২৫ সালের শেষে ‘ভোগ’ জানিয়েছিল, বয়ফ্রেন্ডরা আর ট্রেন্ডি নয়। তাহলে ২০২৬ সালে ট্রেন্ড কী? অতীতের দিকে তাকালে যেমন নির্দিষ্ট কিছু ফ্যাশন বা খাবার দেখে সেই সময়কালকে চেনা যেত। ২০২৬ সালও তার ব্যতিক্রম হবে না। তবে এই বছরের মূলমন্ত্র হলো—সবকিছুকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলা। বড় ইভেন্ট বা উচ্চ...
২ ঘণ্টা আগে
১৯৯৮ সালে ইংল্যান্ডের ইস্ট ইয়র্কশায়ারের হাল শহর থেকে যাত্রা শুরু করেছিলেন বুশবি। তখন বয়স ছিল ২৯। আজ বয়স ৫৬। প্রায় ২৭ বছর তিনি হেঁটে চলেছেন। পাড়ি দিয়েছেন ২৫টি দেশের প্রায় ৫৮ হাজার কিলোমিটার পথ। এই অভিযানের নাম তিনি দিয়েছিলেন গোলিয়াথ অভিযান। যেখানে একমাত্র শর্ত ছিল, কোনো মোটরচালিত যান ব্যবহার করা...
৪ ঘণ্টা আগে
কোনো এক হিজলের বনে মুগ্ধ হয়েছিলেন জীবনানন্দ দাশ। লিখেছিলেন কবিতার এই লাইন। এমনই এক ঘুঘু-ডাকা হিজলের বন দাঁড়িয়ে আছে হাকালুকি হাওরের বুকে। ভাই-বন্ধুরা মিলে শীতের রাতে আড্ডা দিতে দিতে ঠিক হলো, সবাই মিলে হিজল বন দেখতে যাব। এর নৈসর্গিক রূপ উপভোগ করতে হলে যেতে হবে ভোরেই।
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের রূপ দেখে মুগ্ধ হলেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি অনুষদের ২১ ব্যাচের সি সেকশনের নেপালি শিক্ষার্থীরা। অনুষদ আয়োজিত এই দেশ ভ্রমণের সুযোগ পেয়ে তাঁরা অনেক খুশি। শিক্ষার্থীরা জানিয়েছেন, বাংলাদেশ নৈসর্গিক সৌন্দর্যে ভরপুর!
৯ ঘণ্টা আগে