প্রযুক্তি ডেস্ক

বিভিন্ন সংস্থার সঙ্গে সম্পৃক্ত ‘আসল’ অ্যাকাউন্টগুলোকে চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছে টুইটার কর্তৃপক্ষ। ভুয়া অ্যাকাউন্ট কমাতেই মূলত এই সিদ্ধান্ত নিয়েছে টুইটার। স্থানীয় সময় রোববার (১৩ নভেম্বর) ইলন মাস্ক তাঁর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করে এই সিদ্ধান্তটি জানান। পোস্ট করা টুইটে তিনি বলেন, ‘সংস্থাগুলো শিগগিরই টুইটারে নিজেদের আসল অ্যাকাউন্ট চিহ্নিত করার সুযোগ পাবে।’ তবে ঠিক কীভাবে ও কবে এই সুবিধা চালু করা হবে—এই ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি মাস্ক।
এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, টুইটার সম্প্রতি তাঁদের ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা স্থগিত করেছে। ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা চালু করার পর থেকেই ভুয়া অ্যাকাউন্টে ভরে যায় টুইটার। ভুয়া অ্যাকাউন্টগুলোর প্রোফাইলে ব্লু টিক থাকায় বিভ্রান্ত হয়ে পড়ে টুইটার ব্যবহারকারীরা। টেসলা, স্পেস এক্সসহ নেসলে, রোব্লক্সের মতো বড় বড় ব্র্যান্ডগুলোর নামে ভুয়া অ্যাকাউন্টের দেখা মেলে টুইটারে। এমনকি দেখা মেলে ইলন মাস্কের ভুয়া অ্যাকাউন্টও!
ফার্মাসিউটিক্যাল কোম্পানি ‘ইলি লিলি অ্যান্ড কো’ এর নামে ভুয়া অ্যাকাউন্ট থেকে টুইট করে এক ব্যবহারকারী। টুইটে বলা হয়, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, এখন থেকে ইনসুলিন বিনা মূল্যে পাওয়া যাবে।’ এই টুইটের প্রভাব পড়ে ‘ইলি লিলি অ্যান্ড কো’র স্টকে। কোম্পানিটির শেয়ারের দাম কমে যায় প্রায় ৪ দশমিক ৫ শতাংশ।
ইলন মাস্ক অবশ্য আগামী সপ্তাহের শেষ দিকে ব্লু টিক আবার ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন। পূর্বে টুইটারে ‘অফিশিয়াল’ লেবেল আনার ঘোষণা দেয় কোম্পানিটির নির্মীয়মাণ পণ্যবিষয়ক নির্বাহী এস্থার ক্রফোর্ড। তবে ‘অফিশিয়াল’ লেবেলটি চালু হওয়ার একদিনের মধ্যেই সেটি সরিয়ে নেয় টুইটার কর্তৃপক্ষ।

বিভিন্ন সংস্থার সঙ্গে সম্পৃক্ত ‘আসল’ অ্যাকাউন্টগুলোকে চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছে টুইটার কর্তৃপক্ষ। ভুয়া অ্যাকাউন্ট কমাতেই মূলত এই সিদ্ধান্ত নিয়েছে টুইটার। স্থানীয় সময় রোববার (১৩ নভেম্বর) ইলন মাস্ক তাঁর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করে এই সিদ্ধান্তটি জানান। পোস্ট করা টুইটে তিনি বলেন, ‘সংস্থাগুলো শিগগিরই টুইটারে নিজেদের আসল অ্যাকাউন্ট চিহ্নিত করার সুযোগ পাবে।’ তবে ঠিক কীভাবে ও কবে এই সুবিধা চালু করা হবে—এই ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি মাস্ক।
এনডিটিভির এক প্রতিবেদনে জানা যায়, টুইটার সম্প্রতি তাঁদের ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা স্থগিত করেছে। ব্লু টিক সাবস্ক্রিপশন সেবা চালু করার পর থেকেই ভুয়া অ্যাকাউন্টে ভরে যায় টুইটার। ভুয়া অ্যাকাউন্টগুলোর প্রোফাইলে ব্লু টিক থাকায় বিভ্রান্ত হয়ে পড়ে টুইটার ব্যবহারকারীরা। টেসলা, স্পেস এক্সসহ নেসলে, রোব্লক্সের মতো বড় বড় ব্র্যান্ডগুলোর নামে ভুয়া অ্যাকাউন্টের দেখা মেলে টুইটারে। এমনকি দেখা মেলে ইলন মাস্কের ভুয়া অ্যাকাউন্টও!
ফার্মাসিউটিক্যাল কোম্পানি ‘ইলি লিলি অ্যান্ড কো’ এর নামে ভুয়া অ্যাকাউন্ট থেকে টুইট করে এক ব্যবহারকারী। টুইটে বলা হয়, ‘আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, এখন থেকে ইনসুলিন বিনা মূল্যে পাওয়া যাবে।’ এই টুইটের প্রভাব পড়ে ‘ইলি লিলি অ্যান্ড কো’র স্টকে। কোম্পানিটির শেয়ারের দাম কমে যায় প্রায় ৪ দশমিক ৫ শতাংশ।
ইলন মাস্ক অবশ্য আগামী সপ্তাহের শেষ দিকে ব্লু টিক আবার ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন। পূর্বে টুইটারে ‘অফিশিয়াল’ লেবেল আনার ঘোষণা দেয় কোম্পানিটির নির্মীয়মাণ পণ্যবিষয়ক নির্বাহী এস্থার ক্রফোর্ড। তবে ‘অফিশিয়াল’ লেবেলটি চালু হওয়ার একদিনের মধ্যেই সেটি সরিয়ে নেয় টুইটার কর্তৃপক্ষ।

গত কয়েক বছরে ‘ওয়েলবিয়িং’ শব্দটি জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এর সঙ্গে যোগব্যায়ামের সম্পর্ক কতটা গভীর? প্রশিক্ষকদের মতে, যোগব্যায়াম শুধু কিছু আসন নয়, এটি শরীর ও মনের ভারসাম্য রক্ষার একটি বিজ্ঞানও।
২ ঘণ্টা আগে
পকেটে হাত দেওয়ার আগে তিনবার সঞ্চয়ের নাম জপুন। অফিসে আপনার এনার্জি দেখে বস ভয় পেয়ে যেতে পারেন। মনে হবে একাই পুরো কোম্পানি টেনে দেবেন, কিন্তু আদতে দুপুরের লাঞ্চের পর হাই তুলতে তুলতেই দিন কাবার হবে।
৩ ঘণ্টা আগে
একসময় রান্নাঘর শুধু রান্না করার সাধারণ জায়গা ছিল। কিন্তু বর্তমানে এটি বাড়ির সদস্যদের রুচি ও আভিজাত্য প্রকাশের এক অনন্য মাধ্যম হয়ে উঠেছে। রান্নাঘরের সজ্জায় বেশি দৃশ্যমান অংশ হলো ক্যাবিনেট। তাই এর সঠিক রং নির্বাচন জরুরি। সময়ের সঙ্গে রুচিতেও বদল আসে।
৩ ঘণ্টা আগে
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, এখনো বিশ্বজুড়ে এইডস একটি বড় স্বাস্থ্য সমস্যা। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবমতে, ২০২৫ সালে বাংলাদেশে প্রায় ১ হাজার ৮৯১ জন এইচআইভি ভাইরাসে আক্রান্ত। সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন জেলায় নতুন এইচআইভি ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে।
৪ ঘণ্টা আগে