শোভন সাহা
হেয়ার সেরাম সাধারণত ব্যবহার করা হয় চুলের কিউটিকল নরম করার জন্য। এটি কন্ডিশনার ব্যবহারের পরে ব্যবহার করা যায়। আবার চাইলে শুধু শ্যাম্পু করার পরই হেয়ার সেরাম ব্যবহার করতে পারেন। সে ক্ষেত্রে প্রথমে শ্যাম্পু করে চুল মুছে নিতে হবে।
এরপর যাঁরা কন্ডিশনার ব্যবহার করতে চান, তাঁরা চুলের লেন্থে কন্ডিশনার লাগিয়ে নেবেন। এর এক থেকে দুই মিনিট পরে তা ধুয়ে নেবেন। তারপর টাওয়েল দিয়ে চুল ভালো করে মুছে নিতে হবে। এরপর সেই হালকা ভেজা চুলে সেরাম লাগাতে হবে। এ ক্ষেত্রে চুলের শুষ্কতা বা কাঠিন্য বুঝে সেরামের পরিমাণ নির্ধারণ করতে হবে। এরপর চুল ভালোমতো আঁচড়ে নিয়ে বল ডাই বা অন্য উপায়ে ভালো করে শুকিয়ে নিতে হবে।
যাঁদের চুল খুব বেশি শুষ্ক বা নষ্ট, তাঁরা চুল শুকানোর পরেও ১ থেকে ২ ড্রপ সেরাম হাতের তালুতে ম্যাসাজ করে পুরো চুলে দিতে পারেন। যাঁদের বেবি হেয়ার, তাঁরা এ পদ্ধতি অবলম্বন করে বেবি হেয়ারগুলো পলিশ করে বসিয়ে রাখতে পারেন।
সেরামের ধরন
হেয়ার সেরাম নানা রকমের হয়ে থেকে। কিছু সেরাম তেলভিত্তিক। আর কিছু আছে সিলিকনভিত্তিক, যেগুলো আর্টিফিশিয়াল প্রোডাক্ট দিয়ে তৈরি হয়। চুলের ধরন বুঝে এগুলো কিনতে হবে। অয়েল ফ্রি হেয়ার সেরাম যে খুব একটা খারাপ হয়, এমন নয়। অধিকাংশ ব্যবহারকারী অয়েল ফ্রি সেরাম বেশি পছন্দ করেন। কারণ, তেলভিত্তিক সেরাম তৈলাক্ত বলে চুলে আঠালো ভাব হয়। আবার যদি ড্যামেজড হেয়ার থাকে, তাহলে আর্গান অয়েলবেজড বা অন্যান্য তেলভিত্তিক সেরাম ব্যবহার করতে হবে।
আবার কালার হেয়ারের জন্য একধরনের সেরাম পাওয়া যায়। যাঁরা চুলে আয়রন করেন, তাঁরা হিট প্রোটেকশন সেরাম ব্যবহার করতে পারেন। এ ছাড়া যাঁরা চুলে রিবন্ডিং করেন, বোটক্স করেন ও কেরাটিন করেন; তাঁদের জন্যও বিশেষ সেরাম আছে। একেক ধরনের চুলের জন্য একেক রকম সেরাম ব্যবহার করতে হয়। চাইলে বিশেষজ্ঞদের পরামর্শ মেনে হেয়ার সেরাম ব্যবহার করতে পারেন।
পরামশ দিয়েছেন: শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার
হেয়ার সেরাম সাধারণত ব্যবহার করা হয় চুলের কিউটিকল নরম করার জন্য। এটি কন্ডিশনার ব্যবহারের পরে ব্যবহার করা যায়। আবার চাইলে শুধু শ্যাম্পু করার পরই হেয়ার সেরাম ব্যবহার করতে পারেন। সে ক্ষেত্রে প্রথমে শ্যাম্পু করে চুল মুছে নিতে হবে।
এরপর যাঁরা কন্ডিশনার ব্যবহার করতে চান, তাঁরা চুলের লেন্থে কন্ডিশনার লাগিয়ে নেবেন। এর এক থেকে দুই মিনিট পরে তা ধুয়ে নেবেন। তারপর টাওয়েল দিয়ে চুল ভালো করে মুছে নিতে হবে। এরপর সেই হালকা ভেজা চুলে সেরাম লাগাতে হবে। এ ক্ষেত্রে চুলের শুষ্কতা বা কাঠিন্য বুঝে সেরামের পরিমাণ নির্ধারণ করতে হবে। এরপর চুল ভালোমতো আঁচড়ে নিয়ে বল ডাই বা অন্য উপায়ে ভালো করে শুকিয়ে নিতে হবে।
যাঁদের চুল খুব বেশি শুষ্ক বা নষ্ট, তাঁরা চুল শুকানোর পরেও ১ থেকে ২ ড্রপ সেরাম হাতের তালুতে ম্যাসাজ করে পুরো চুলে দিতে পারেন। যাঁদের বেবি হেয়ার, তাঁরা এ পদ্ধতি অবলম্বন করে বেবি হেয়ারগুলো পলিশ করে বসিয়ে রাখতে পারেন।
সেরামের ধরন
হেয়ার সেরাম নানা রকমের হয়ে থেকে। কিছু সেরাম তেলভিত্তিক। আর কিছু আছে সিলিকনভিত্তিক, যেগুলো আর্টিফিশিয়াল প্রোডাক্ট দিয়ে তৈরি হয়। চুলের ধরন বুঝে এগুলো কিনতে হবে। অয়েল ফ্রি হেয়ার সেরাম যে খুব একটা খারাপ হয়, এমন নয়। অধিকাংশ ব্যবহারকারী অয়েল ফ্রি সেরাম বেশি পছন্দ করেন। কারণ, তেলভিত্তিক সেরাম তৈলাক্ত বলে চুলে আঠালো ভাব হয়। আবার যদি ড্যামেজড হেয়ার থাকে, তাহলে আর্গান অয়েলবেজড বা অন্যান্য তেলভিত্তিক সেরাম ব্যবহার করতে হবে।
আবার কালার হেয়ারের জন্য একধরনের সেরাম পাওয়া যায়। যাঁরা চুলে আয়রন করেন, তাঁরা হিট প্রোটেকশন সেরাম ব্যবহার করতে পারেন। এ ছাড়া যাঁরা চুলে রিবন্ডিং করেন, বোটক্স করেন ও কেরাটিন করেন; তাঁদের জন্যও বিশেষ সেরাম আছে। একেক ধরনের চুলের জন্য একেক রকম সেরাম ব্যবহার করতে হয়। চাইলে বিশেষজ্ঞদের পরামর্শ মেনে হেয়ার সেরাম ব্যবহার করতে পারেন।
পরামশ দিয়েছেন: শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার
ফ্যাশনের ধারণা কখনো এক জায়গায় আটকে থাকে না। প্রায় প্রতিবছর এর ভিন্নতা চোখে পড়ে। এতে শুধু যে নতুনত্ব যোগ হয়, তা কিন্তু নয়। অনেক সময় পুরোনো হারিয়ে যাওয়া ফ্যাশনও ফিরে আসে। এসব জটিলতার মিশেলে নতুন বছরের ফ্যাশন কেমন হবে? ডিজাইনারদের সঙ্গে কথা বলে সেটাই বোঝার চেষ্টা করা হয়েছে।
২ দিন আগেবিভিন্ন কারণে চুল পড়ে যায়। এতে দুশ্চিন্তার কিছু নেই। কিছু টিপস অনুসরণ করলে চুল পড়ার পরিমাণ কমে যাবে।
২ দিন আগেকিপটেমি আর সচেতনভাবে খরচ করার মধ্যে একটা পার্থক্য আছে। অনেকে যাচাই-বাছাই করে কেনাকাটা পছন্দ করেন। এটা দেখে আশপাশের লোকজন তাঁকে কিপটে বলে তকমা দেন। সচেতনভাবে কেনাকাটা করা শুধু অর্থ সঞ্চয়ে সহায়ক নয়; বরং এটি পরিবেশ সুরক্ষিত রাখতে এবং আরও অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে...
২ দিন আগেঅনেক সময় প্রিয় অলংকারই হয়ে ওঠে শারীরিক অস্বস্তির কারণ। গয়না পরলেই ত্বক হয়ে ওঠে লালচে অথবা দেখা দেয় ছোট ছোট গুটি। কখনো আবার ফোসকাও পড়ে যায়। এসব লক্ষণ থাকলে ধরে নেওয়া যেতে পারে, আপনার গয়নায় অ্যালার্জি আছে। দীর্ঘ মেয়াদে এটি বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা তৈরি করে। অনেক সময় সমস্যা এত বেশি হয় যে...
২ দিন আগে