প্রশ্ন: আমার বয়স ২৭ বছর। পাঁচ বছর হলো, আমি একজনকে পছন্দ করি এবং সে-ও আমাকে পছন্দ করে। স্নাতক শেষ করে চাকরিতে যোগদান করে সে আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমি অনেক ভেবেচিন্তে হ্যাঁ বলে দিই। কিন্তু আমার বাসা থেকে বিয়ে দিচ্ছে না। কারণ, আমার বড় বোন আছেন, যাঁর এখনো বিয়ে হয়নি। কিন্তু আমি যাকে পছন্দ করি, সে এ বছরের মধ্যেই বিয়ে করতে চায়। আমি এখন বুঝছি না, আসলে আমার কী করা উচিত!
রুশমি তালুকদার, খুলনা
আমাদের সবার জীবনেই এমন একটি সময় আসে, যখন আমরা সিদ্ধান্তহীনতায় ভুগি। আপনি এখন এই পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন।
আপনার বড় বোন এখন বিয়ে করতে চাইছেন না; এটি আপনার বোনের সঙ্গে আপনার সম্পর্কের বিষয়। আপনার পরিবারের সঙ্গে আপনার ২৭ বছরের সম্পর্ক। এই সম্পর্ক কিন্তু অনেক গভীর। অনেক ভাবনাচিন্তা করে হ্যাঁ বললেও আপনার পরিবার, বিশেষ করে আপনার বড় বোনের সঙ্গে কথা বলা জরুরি।
বিয়ে একটি পারিবারিক ও সামাজিক সিদ্ধান্ত। এ বিষয়ে পারিবারিক মতামত আমলে নেওয়া প্রয়োজন। আপনি ছেলেটিকে অপেক্ষা করতে বলতে পারেন। এর মাধ্যমে বোঝা যাবে আপনার সম্পর্কের ক্ষেত্রে তিনি কতটা আন্তরিক।
এখানে পাঁচ বছরের পছন্দের মানুষটিকে ভুলে তাঁকে ছেড়ে যাওয়ার প্রসঙ্গ আসছে না। তাঁকে অপেক্ষা করতে বলুন। আপনি অপেক্ষা করুন, একটু ধৈর্য ধরুন। আপনার পছন্দের মানুষটা মানবিক হলে তিনি বুঝবেন এবং সঠিক সিদ্ধান্ত নিতে আপনাকে সাহায্য করবেন।
পরামর্শ দিয়েছেন, ডা. ফারজানা রহমান, সহযোগী অধ্যাপক, মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট

আগামীকাল বসন্ত পঞ্চমী। শীতের জড়তা কাটিয়ে প্রকৃতিতে যখন নতুনের আবাহন, ঠিক তখনই মর্ত্যে আগমন ঘটে বিদ্যার দেবী সরস্বতীর। সব প্রস্তুতি সম্পন্ন করে অবশেষে যখন শপিং করার সুযোগ পেয়েছেন, তখন শিশুর পোশাকটাই তো সবার আগে কেনা চাই।
১০ ঘণ্টা আগে
বসন্ত পঞ্চমী বা সরস্বতী পূজার খাওয়া–দাওয়ায় হলুদাভ খিচুড়ি বা বাসন্তী পোলাও তো থাকবেই। তার সঙ্গে লাবড়া, তরকারি, আলুর দম, বেগুন ভাজা, কুলের চাটনি না থাকলেই নয়। কিন্তু শেষপাতে হলদে বা সোনালি আভার মিষ্টি পদ না হলে চলে? ঘরেই তৈরি করে নিন এসব হলদে মিষ্টি খাবার। আপনাদের জন্য রেসিপি ও ছবি পাঠিয়েছেন...
১২ ঘণ্টা আগে
অনেক সময় বাড়িতে মাছি, মশা, কেঁচো, পিঁপড়া এবং অন্যান্য ছোট পোকা বাসা বাঁধে। দিন বা রাতের শান্তি নষ্ট করে। এগুলো শুধু বিরক্তি সৃষ্টি করে না, অনেক সময় বাড়ির আসবাব ক্ষতিগ্রস্ত করতে পারে এবং পরিবারের মানুষদের স্বাস্থ্যের জন্যও ঝুঁকি তৈরি করে। বিশেষ করে গ্রীষ্মকালে এই সমস্যার মাত্রা অনেক বাড়ে।
১৪ ঘণ্টা আগে
বিদায়ী বছরকে স্মরণীয় রাখতে আমাদের যাত্রা ছিল বগা লেক ও কেওক্রাডং। পাহাড়, মেঘ ও নীল পানির সেই দিনগুলো পেছনে ফেলে বান্দরবানে ফেরার পথে হঠাৎ থমকে গেল মন। হাতে তখনো পুরো দিন, শনিবার সাপ্তাহিক ছুটিও রয়েছে। আজই ঢাকায় ফিরতে মন চাইছে না। ইট-পাথরের শহরে ফেরার চেয়ে গহিন অরণ্যের কোলে আরেকটি...
১৯ ঘণ্টা আগে