ফিচার ডেস্ক

কিপটেমি আর সচেতনভাবে খরচ করার মধ্যে একটা পার্থক্য আছে। অনেকে যাচাই-বাছাই করে কেনাকাটা পছন্দ করেন। এটা দেখে আশপাশের লোকজন তাঁকে কিপটে বলে তকমা দেন। সচেতনভাবে কেনাকাটা করা শুধু অর্থ সঞ্চয়ে সহায়ক নয়; বরং এটি পরিবেশ সুরক্ষিত রাখতে এবং আরও অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। আর এ যুগে তো কেনাকাটা চলে এসেছে হাতের মুঠোয়। তাই বেড়ে গেছে অনলাইন শপিং। আকর্ষণীয় অফার আর বিজ্ঞাপনের চমক দেখে অনেক কিছু অর্ডার করে ফেলেন। সেগুলোর বেশির ভাগই পরে আর ব্যবহার করা হয় না।
এই প্রবণতা শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, বরং পরিবেশের ওপরও প্রভাব ফেলতে পারে। তাই সচেতনভাবে কেনাকাটা করা গুরুত্বপূর্ণ। অনলাইন কেনাকাটায় যে বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে—
পণ্যের প্রয়োজনীয়তা যাচাই
অনলাইন কেনাকাটা করার আগে প্রয়োজনীয় আইটেমগুলোর তালিকা তৈরি করে সেটা অনুসরণ করা উচিত। কেনাকাটা করার আগে ঠিক করে নিতে হবে, পণ্যটির প্রয়োজনীয়তা আসলে কতটুকু। অনেক সময় প্রলোভিত হয়ে অনেকে অর্ডার দিয়ে ফেলেন। তার আগে বরং পণ্যটি নিয়ে ভাবুন। তাহলেই পরিষ্কার হবে এর প্রয়োজনীয়তা ও অপ্রয়োজনীয়তা। পণ্যটি যদি বর্তমান বা ভবিষ্যৎ প্রয়োজনের সঙ্গে সম্পর্কিত না হয়, তবে সেটি কেনা থেকে বিরত থাকুন।
বাজেট নির্ধারণ
অনলাইন কেনাকাটা করতে গিয়ে অনেকে বাজেটের বাইরে চলে যান। তাই কেনাকাটা শুরুর আগে একটি বাজেট তৈরি করে ফেলুন। সেই বাজেটের মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করুন। বিষয়টি অপ্রয়োজনীয় পণ্য কেনার ভুল থেকে রক্ষা করবে।
অল্প অল্প করে জিনিস কেনা
অনলাইন কেনাকাটা করতে গিয়ে একসঙ্গে অনেক পণ্য কিনে ফেললে তা কার্যকর পদক্ষেপ না-ও হতে পারে। তাই প্রয়োজনীয় সামগ্রীগুলো অল্প অল্প করে কিনতে হবে। এতে বোঝা যায়, পণ্যটি ব্যবহারিক কি না।
সাশ্রয়ী ও দীর্ঘস্থায়ী পণ্য নির্বাচন
যতটা সম্ভব পারা যায় এমন পণ্য বেছে নিতে হবে, যা দীর্ঘস্থায়ী ও টেকসই। একবার কিনে দীর্ঘদিন ব্যবহার করা যাবে এমন জিনিস কিনলে ভবিষ্যতে আর কিনতে হবে না। এ ব্যাপারে অর্থ সঞ্চয়ে সহায়ক ভূমিকা পালন করে।
পণ্যের রিভিউ পড়ুন
যেকোনো পণ্য কেনার আগে সেটির রিভিউ ও রেটিং দেখে নিন। এতে পণ্য সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। অন্য গ্রাহকদের অভিজ্ঞতা পণ্যের গুণমান সম্পর্কে ধারণা দেয়। এটি ভুল পণ্য কেনার ঝুঁকি কমায়।
ডিসকাউন্ট বা অফার যাচাই
অনলাইন শপিং সাইটগুলো প্রায়ই আকর্ষণীয় ডিসকাউন্ট বা অফারের প্রলোভন দেখায়। কিন্তু সব সময় এই অফারগুলো পণ্যের গুণগত মান নিশ্চিত করতে পারে না। একটি অফার চেক করার আগে পণ্যের মান যাচাই করতে হবে। এর উপকার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই কিনতে হবে।
রিটার্ন পলিসি চেক করুন
অনলাইন কেনাকাটা করার সময় রিটার্ন পলিসি বা ফেরত নীতিটি যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি পণ্যটি পছন্দ না হয় কিংবা এটি প্রয়োজনের সঙ্গে না মেলে, তাহলে ফেরত বা পরিবর্তনের সুযোগ রয়েছে কি না, আগে থেকে তা জেনে নিতে হবে।

কিপটেমি আর সচেতনভাবে খরচ করার মধ্যে একটা পার্থক্য আছে। অনেকে যাচাই-বাছাই করে কেনাকাটা পছন্দ করেন। এটা দেখে আশপাশের লোকজন তাঁকে কিপটে বলে তকমা দেন। সচেতনভাবে কেনাকাটা করা শুধু অর্থ সঞ্চয়ে সহায়ক নয়; বরং এটি পরিবেশ সুরক্ষিত রাখতে এবং আরও অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। আর এ যুগে তো কেনাকাটা চলে এসেছে হাতের মুঠোয়। তাই বেড়ে গেছে অনলাইন শপিং। আকর্ষণীয় অফার আর বিজ্ঞাপনের চমক দেখে অনেক কিছু অর্ডার করে ফেলেন। সেগুলোর বেশির ভাগই পরে আর ব্যবহার করা হয় না।
এই প্রবণতা শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, বরং পরিবেশের ওপরও প্রভাব ফেলতে পারে। তাই সচেতনভাবে কেনাকাটা করা গুরুত্বপূর্ণ। অনলাইন কেনাকাটায় যে বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে—
পণ্যের প্রয়োজনীয়তা যাচাই
অনলাইন কেনাকাটা করার আগে প্রয়োজনীয় আইটেমগুলোর তালিকা তৈরি করে সেটা অনুসরণ করা উচিত। কেনাকাটা করার আগে ঠিক করে নিতে হবে, পণ্যটির প্রয়োজনীয়তা আসলে কতটুকু। অনেক সময় প্রলোভিত হয়ে অনেকে অর্ডার দিয়ে ফেলেন। তার আগে বরং পণ্যটি নিয়ে ভাবুন। তাহলেই পরিষ্কার হবে এর প্রয়োজনীয়তা ও অপ্রয়োজনীয়তা। পণ্যটি যদি বর্তমান বা ভবিষ্যৎ প্রয়োজনের সঙ্গে সম্পর্কিত না হয়, তবে সেটি কেনা থেকে বিরত থাকুন।
বাজেট নির্ধারণ
অনলাইন কেনাকাটা করতে গিয়ে অনেকে বাজেটের বাইরে চলে যান। তাই কেনাকাটা শুরুর আগে একটি বাজেট তৈরি করে ফেলুন। সেই বাজেটের মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করুন। বিষয়টি অপ্রয়োজনীয় পণ্য কেনার ভুল থেকে রক্ষা করবে।
অল্প অল্প করে জিনিস কেনা
অনলাইন কেনাকাটা করতে গিয়ে একসঙ্গে অনেক পণ্য কিনে ফেললে তা কার্যকর পদক্ষেপ না-ও হতে পারে। তাই প্রয়োজনীয় সামগ্রীগুলো অল্প অল্প করে কিনতে হবে। এতে বোঝা যায়, পণ্যটি ব্যবহারিক কি না।
সাশ্রয়ী ও দীর্ঘস্থায়ী পণ্য নির্বাচন
যতটা সম্ভব পারা যায় এমন পণ্য বেছে নিতে হবে, যা দীর্ঘস্থায়ী ও টেকসই। একবার কিনে দীর্ঘদিন ব্যবহার করা যাবে এমন জিনিস কিনলে ভবিষ্যতে আর কিনতে হবে না। এ ব্যাপারে অর্থ সঞ্চয়ে সহায়ক ভূমিকা পালন করে।
পণ্যের রিভিউ পড়ুন
যেকোনো পণ্য কেনার আগে সেটির রিভিউ ও রেটিং দেখে নিন। এতে পণ্য সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। অন্য গ্রাহকদের অভিজ্ঞতা পণ্যের গুণমান সম্পর্কে ধারণা দেয়। এটি ভুল পণ্য কেনার ঝুঁকি কমায়।
ডিসকাউন্ট বা অফার যাচাই
অনলাইন শপিং সাইটগুলো প্রায়ই আকর্ষণীয় ডিসকাউন্ট বা অফারের প্রলোভন দেখায়। কিন্তু সব সময় এই অফারগুলো পণ্যের গুণগত মান নিশ্চিত করতে পারে না। একটি অফার চেক করার আগে পণ্যের মান যাচাই করতে হবে। এর উপকার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই কিনতে হবে।
রিটার্ন পলিসি চেক করুন
অনলাইন কেনাকাটা করার সময় রিটার্ন পলিসি বা ফেরত নীতিটি যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি পণ্যটি পছন্দ না হয় কিংবা এটি প্রয়োজনের সঙ্গে না মেলে, তাহলে ফেরত বা পরিবর্তনের সুযোগ রয়েছে কি না, আগে থেকে তা জেনে নিতে হবে।

চীনের একটি স্কুলে সকাল শুরু হয় পরিচিত এক দৃশ্য দিয়ে। স্কুল গেটের সামনে সাদা গ্লাভস আর ট্রাফিক জ্যাকেট পরা একজন মানুষ হাতের ইশারায় গাড়ি থামাচ্ছেন এবং শিশুদের রাস্তা পার হতে বলছেন। দূর থেকে দেখলে তাঁকে ট্রাফিক পুলিশ মনে হবে। খুব কম মানুষই জানেন, তিনি আসলে স্কুলটির উপপ্রধান শিক্ষক।
১ ঘণ্টা আগে
সকালবেলা উঠে চুলা জ্বালাতে গিয়ে দেখলেন, গ্যাস নেই! গ্যাসের দোকানে ফোন করলে মোবাইল ফোনের ওই প্রান্ত থেকে শোনা যাচ্ছে, এ মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এদিকে যাঁদের লাইনের গ্যাস, তাঁদের চুলায় সারা দিন আগুন জ্বলছে টিমটিম করে। তাতে নেই তাপ।
২ ঘণ্টা আগে
অবসরের কথা ভাবলেই একধরনের নিশ্চিন্ত জীবনের ছবি ভেসে ওঠে। যুক্তরাষ্ট্রে এ চিত্র ক্রমেই ভিন্ন হয়ে উঠছে। সেখানে অনেক মানুষই অবসর নিতে ভয় পাচ্ছেন। কারণ তাঁদের আশঙ্কা, জীবনের শেষ প্রান্তে গিয়ে হয়তো টাকাই ফুরিয়ে যাবে।
৩ ঘণ্টা আগে
অবসরের পর জীবনটা কেমন হওয়া উচিত? কারও কাছে অবসর মানে সমুদ্রের নোনা হাওয়ায় অলস দুপুর কাটানো। কারও কাছে পাহাড়ের নির্জনতায় হারানো, আবার কারও কাছে একদম নতুন কোনো সংস্কৃতির সঙ্গে নিজেকে পরিচয় করানো। ২০২৬ সালের ‘অ্যানুয়াল গ্লোবাল রিটায়ারমেন্ট ইনডেক্স’ বলছে, আপনার সেই আজন্মলালিত স্বপ্নকে বাস্তবে রূপ...
৫ ঘণ্টা আগে