Ajker Patrika

অনলাইন থেকে কেনাকাটা হোক সচেতনভাবে

ফিচার ডেস্ক
ছবি: আজকের পত্রিকা
ছবি: আজকের পত্রিকা

কিপটেমি আর সচেতনভাবে খরচ করার মধ্যে একটা পার্থক্য আছে। অনেকে যাচাই-বাছাই করে কেনাকাটা পছন্দ করেন। এটা দেখে আশপাশের লোকজন তাঁকে কিপটে বলে তকমা দেন। সচেতনভাবে কেনাকাটা করা শুধু অর্থ সঞ্চয়ে সহায়ক নয়; বরং এটি পরিবেশ সুরক্ষিত রাখতে এবং আরও অর্থনৈতিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে। আর এ যুগে তো কেনাকাটা চলে এসেছে হাতের মুঠোয়। তাই বেড়ে গেছে অনলাইন শপিং। আকর্ষণীয় অফার আর বিজ্ঞাপনের চমক দেখে অনেক কিছু অর্ডার করে ফেলেন। সেগুলোর বেশির ভাগই পরে আর ব্যবহার করা হয় না।

এই প্রবণতা শুধু অর্থনৈতিক ক্ষতি নয়, বরং পরিবেশের ওপরও প্রভাব ফেলতে পারে। তাই সচেতনভাবে কেনাকাটা করা গুরুত্বপূর্ণ। অনলাইন কেনাকাটায় যে বিষয়গুলো বিবেচনায় রাখতে হবে—

পণ্যের প্রয়োজনীয়তা যাচাই

অনলাইন কেনাকাটা করার আগে প্রয়োজনীয় আইটেমগুলোর তালিকা তৈরি করে সেটা অনুসরণ করা উচিত। কেনাকাটা করার আগে ঠিক করে নিতে হবে, পণ্যটির প্রয়োজনীয়তা আসলে কতটুকু। অনেক সময় প্রলোভিত হয়ে অনেকে অর্ডার দিয়ে ফেলেন। তার আগে বরং পণ্যটি নিয়ে ভাবুন। তাহলেই পরিষ্কার হবে এর প্রয়োজনীয়তা ও অপ্রয়োজনীয়তা। পণ্যটি যদি বর্তমান বা ভবিষ্যৎ প্রয়োজনের সঙ্গে সম্পর্কিত না হয়, তবে সেটি কেনা থেকে বিরত থাকুন।

বাজেট নির্ধারণ

অনলাইন কেনাকাটা করতে গিয়ে অনেকে বাজেটের বাইরে চলে যান। তাই কেনাকাটা শুরুর আগে একটি বাজেট তৈরি করে ফেলুন। সেই বাজেটের মধ্যে সীমাবদ্ধ থাকার চেষ্টা করুন। বিষয়টি অপ্রয়োজনীয় পণ্য কেনার ভুল থেকে রক্ষা করবে।

অল্প অল্প করে জিনিস কেনা

অনলাইন কেনাকাটা করতে গিয়ে একসঙ্গে অনেক পণ্য কিনে ফেললে তা কার্যকর পদক্ষেপ না-ও হতে পারে। তাই প্রয়োজনীয় সামগ্রীগুলো অল্প অল্প করে কিনতে হবে। এতে বোঝা যায়, পণ্যটি ব্যবহারিক কি না।

সাশ্রয়ী ও দীর্ঘস্থায়ী পণ্য নির্বাচন

যতটা সম্ভব পারা যায় এমন পণ্য বেছে নিতে হবে, যা দীর্ঘস্থায়ী ও টেকসই। একবার কিনে দীর্ঘদিন ব্যবহার করা যাবে এমন জিনিস কিনলে ভবিষ্যতে আর কিনতে হবে না। এ ব্যাপারে অর্থ সঞ্চয়ে সহায়ক ভূমিকা পালন করে।

পণ্যের রিভিউ পড়ুন

যেকোনো পণ্য কেনার আগে সেটির রিভিউ ও রেটিং দেখে নিন। এতে পণ্য সম্পর্কে কিছুটা ধারণা পাওয়া যায়। অন্য গ্রাহকদের অভিজ্ঞতা পণ্যের গুণমান সম্পর্কে ধারণা দেয়। এটি ভুল পণ্য কেনার ঝুঁকি কমায়।

ডিসকাউন্ট বা অফার যাচাই

অনলাইন শপিং সাইটগুলো প্রায়ই আকর্ষণীয় ডিসকাউন্ট বা অফারের প্রলোভন দেখায়। কিন্তু সব সময় এই অফারগুলো পণ্যের গুণগত মান নিশ্চিত করতে পারে না। একটি অফার চেক করার আগে পণ্যের মান যাচাই করতে হবে। এর উপকার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই কিনতে হবে।

রিটার্ন পলিসি চেক করুন

অনলাইন কেনাকাটা করার সময় রিটার্ন পলিসি বা ফেরত নীতিটি যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি পণ্যটি পছন্দ না হয় কিংবা এটি প্রয়োজনের সঙ্গে না মেলে, তাহলে ফেরত বা পরিবর্তনের সুযোগ রয়েছে কি না, আগে থেকে তা জেনে নিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত