মোহাম্মদ নাদের হোসেন ভূঁইয়া

দেখতে দেখতে কেটে গেল আরও এক বছর। পুরোনো বছরের সাফল্য থেকে অনুপ্রেরণা নিয়ে এবং ব্যর্থতাকে সফলতার গল্পে পরিণত করতে নতুন বছরে কাজে ফিরুন নতুন উদ্যমে। কাজে ফিরেই যা যা করবেন—
ডেস্ক গুছিয়ে রাখুন
অফিসের ডেস্কটি যদি সাজানো ও গোছানো থাকে, তাহলে কাজে মনোযোগ বাড়বে। তাই নিজের ডেস্ক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। ডেস্কের কোথায় মনিটর সেট করবেন, কোথায় ফাইলগুলো সাজিয়ে রাখবেন, কোথায় প্রয়োজনীয় জিনিসপত্র, যেমন মোবাইল ফোন, চার্জার, পানির বোতল ইত্যাদি রাখবেন, তা ঠিক করে ফেলুন। ডেস্কে পছন্দের দু-একটা শোপিস ও ইনডোর প্ল্যান্ট রাখতে পারেন।
মাসের পরিকল্পনা করে রাখুন
পুরো মাসে কী কী কাজ করবেন, তার তালিকা করে রাখুন। এখন অনেক ধরনের ডিজিটাল সিস্টেমে এগুলো রাখা যায়, এমনকি সেটা আপনার মোবাইল ফোনেও। তাই ডিজিটাল যুগে এগুলো ডিজিটাল রাখাই ভালো। এভাবে কাজ করলে তা সহজ ও দ্রুত হয়।
সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক
অফিসে যাঁদের সঙ্গে দিনের বেশির ভাগ সময় কাটান, তাঁদের সঙ্গে সুসম্পর্ক রাখা চাই। পুরোনো বছরে কোনো সহকর্মীর সঙ্গে যদি সম্পর্কে বৈরিতা তৈরি হয়, তবে নতুন বছরে তা ঠিক করে নিন। কফি নিয়ে দুজনে আড্ডা দিতে পারেন অথবা নতুন বছরে সহকর্মীদের জন্য ছোট্ট উপহার নিয়েও হাজির হতে পারেন অফিসে।
সময়ানুবর্তিতা
অফিসে সময়মতো পৌঁছানোর চেষ্টা করুন। ঠিক সময়ে প্রবেশ করুন এবং কাজ শেষ করে ঠিক সময়ে বের হোন। এতে রেকর্ড ভালো থাকবে এবং ব্যক্তিগত কাজগুলোও সেরে নিতে পারবেন সহজে।
অফিসের উপযোগী পোশাক
অফিসে ড্রেসকোড থাকলে সেটা মেনে চলুন। আর তা না হলে এমন পোশাক বাছাই করুন, যা পরার পর দেখতে পরিপাটি লাগবে, আবার আরামদায়কও হবে। রঙের ক্ষেত্রে বাছাই করতে পারেন প্যাস্টেল শেডগুলো।
কর্ম ও ব্যক্তিগত জীবন আলাদা রাখুন
অফিস সময়ে ব্যক্তিগত কোনো কাজ করবেন না। আবার অফিসের কাজ বাড়ি বয়ে নিয়ে যাবেন না। অফিসের কাজ অফিসেই শেষ করুন। বাড়ি ফিরে পরিবারকে সময় দিন।
সূত্র: ইকোনমিক টাইমস ও আইডিয়া জেন

দেখতে দেখতে কেটে গেল আরও এক বছর। পুরোনো বছরের সাফল্য থেকে অনুপ্রেরণা নিয়ে এবং ব্যর্থতাকে সফলতার গল্পে পরিণত করতে নতুন বছরে কাজে ফিরুন নতুন উদ্যমে। কাজে ফিরেই যা যা করবেন—
ডেস্ক গুছিয়ে রাখুন
অফিসের ডেস্কটি যদি সাজানো ও গোছানো থাকে, তাহলে কাজে মনোযোগ বাড়বে। তাই নিজের ডেস্ক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন। ডেস্কের কোথায় মনিটর সেট করবেন, কোথায় ফাইলগুলো সাজিয়ে রাখবেন, কোথায় প্রয়োজনীয় জিনিসপত্র, যেমন মোবাইল ফোন, চার্জার, পানির বোতল ইত্যাদি রাখবেন, তা ঠিক করে ফেলুন। ডেস্কে পছন্দের দু-একটা শোপিস ও ইনডোর প্ল্যান্ট রাখতে পারেন।
মাসের পরিকল্পনা করে রাখুন
পুরো মাসে কী কী কাজ করবেন, তার তালিকা করে রাখুন। এখন অনেক ধরনের ডিজিটাল সিস্টেমে এগুলো রাখা যায়, এমনকি সেটা আপনার মোবাইল ফোনেও। তাই ডিজিটাল যুগে এগুলো ডিজিটাল রাখাই ভালো। এভাবে কাজ করলে তা সহজ ও দ্রুত হয়।
সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক
অফিসে যাঁদের সঙ্গে দিনের বেশির ভাগ সময় কাটান, তাঁদের সঙ্গে সুসম্পর্ক রাখা চাই। পুরোনো বছরে কোনো সহকর্মীর সঙ্গে যদি সম্পর্কে বৈরিতা তৈরি হয়, তবে নতুন বছরে তা ঠিক করে নিন। কফি নিয়ে দুজনে আড্ডা দিতে পারেন অথবা নতুন বছরে সহকর্মীদের জন্য ছোট্ট উপহার নিয়েও হাজির হতে পারেন অফিসে।
সময়ানুবর্তিতা
অফিসে সময়মতো পৌঁছানোর চেষ্টা করুন। ঠিক সময়ে প্রবেশ করুন এবং কাজ শেষ করে ঠিক সময়ে বের হোন। এতে রেকর্ড ভালো থাকবে এবং ব্যক্তিগত কাজগুলোও সেরে নিতে পারবেন সহজে।
অফিসের উপযোগী পোশাক
অফিসে ড্রেসকোড থাকলে সেটা মেনে চলুন। আর তা না হলে এমন পোশাক বাছাই করুন, যা পরার পর দেখতে পরিপাটি লাগবে, আবার আরামদায়কও হবে। রঙের ক্ষেত্রে বাছাই করতে পারেন প্যাস্টেল শেডগুলো।
কর্ম ও ব্যক্তিগত জীবন আলাদা রাখুন
অফিস সময়ে ব্যক্তিগত কোনো কাজ করবেন না। আবার অফিসের কাজ বাড়ি বয়ে নিয়ে যাবেন না। অফিসের কাজ অফিসেই শেষ করুন। বাড়ি ফিরে পরিবারকে সময় দিন।
সূত্র: ইকোনমিক টাইমস ও আইডিয়া জেন

আজ আপনার এনার্জি লেভেল একদম ঈদের ছুটিতে কমলাপুর স্টেশনের উত্তরবঙ্গগামী শেষ ট্রেনটি ধরার ভিড়ের মতো তুঙ্গে থাকবে। কেউ আপনাকে থামানোর চেষ্টা করলে সে নিজেই ছিটকে যাবে। আয়ের নতুন রাস্তা খুলবে ঠিকই, কিন্তু অপরিচিত লোকের কথায় শেয়ারবাজারে টাকা ঢাললে পকেট গড়ের মাঠ হতে সময় লাগবে না।
২৫ মিনিট আগে
২০২৫ সালে আমরা দেখেছি মানুষ কেবল ‘জায়গা ঘোরা’র চেয়ে ভ্রমণের অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দিয়েছে। কিন্তু ২০২৬ সাল হতে যাচ্ছে আরও একধাপ এগিয়ে। প্রযুক্তির ছোঁয়া, প্রিয় মুভি বা গেমের প্রতি টান আর পরিবারের সঙ্গে সময় কাটানো—সব মিলিয়ে পর্যটন খাতে আসছে বড় বড় কিছু পরিবর্তন। এ বছর ভ্রমণের মূল ট্রেন্ডগুলো আপনার ঘরো
২ ঘণ্টা আগে
জনপ্রিয় বলিউড তারকাদের কাছে নববর্ষ কখনোই শুধু ক্যালেন্ডারের পাতা উল্টে যাওয়ার মতো ঘটনা নয়। তাঁদের কাছে নতুন বছর মানে নতুন শুরুর উত্তেজনা, সংকল্প ও কৃতজ্ঞতা জানানোর নতুন কোনো কারণ। বর্তমানে বলিউডে জনপ্রিয় কয়েকজন তারকা রয়েছেন, যাঁরা ২০২৫ সালে নানাভাবে আলোচনায় ছিলেন।
১৭ ঘণ্টা আগে
নতুন বছর মানে পুরোনো জীর্ণতা পেছনে ফেলে নতুন শুরুর অঙ্গীকার। সম্পর্কের ক্ষেত্রেও এ কথাটি চিরন্তন সত্য। বছরের শুরুতে আমরা অনেকেই সম্পর্কের টানাপোড়েন নিয়ে চিন্তিত থাকি। ব্রিটিশ বিচার মন্ত্রণালয়ের তথ্যমতে, বছরের প্রথম তিন মাসে বিবাহবিচ্ছেদের আবেদন পড়ে সবচেয়ে বেশি।
১৮ ঘণ্টা আগে