অধ্যাপক ডা. সানজিদা শাহ্রিয়া

কর্মব্যস্ত দিন শেষে ঘরে ফিরলেও অনেকের পরিবারকে দেওয়ার মতো সময় প্রায় থাকে না। তার ওপর প্রতিদিন বিভিন্ন ডিভাইস আমাদের পরিবারকে দেওয়া সময় অনেকটাই গিলে নিয়েছে। কিন্তু সুস্থ-স্বাভাবিক জীবনের জন্য পরিবারের সঙ্গে সময় কাটানোর বিকল্প নেই। শত ব্যস্ততার ফাঁকেও পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানো উচিত। পরিবারের লোকজনের সঙ্গে আড্ডা দেওয়া, একসঙ্গে বসে খাওয়া, একসঙ্গে ঘুরতে যাওয়ার মতো কাজ শুরু হোক এ বছর থেকে। তাতে এসব সম্পর্ক তাজা থাকে, নিজেকে ফিরে পাওয়া যায়। ১ জানুয়ারি বিশ্ব পরিবার দিবস। পরিবার দিবস থেকেই পরিবারকে সময় দিন।
দাম্পত্য সম্পর্ক তাজা হোক
অপ্রিয় সত্য হলো, আমরা সবচেয়ে কম কোয়ালিটি টাইম দিই জীবনসঙ্গীকে। বিয়ের আগে প্রথম দেখা করতে যাওয়ার, সুন্দর করে নিজেকে উপস্থাপন করার জায়গাটা থেকে নারী-পুরুষ উভয়েই বিয়ের পর অনেক দূরে সরে আসি। কিন্তু যাঁর সঙ্গে পুরো জীবন কাটাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, তাঁকে হেলা করলে চলবে কেন। সম্পর্কে প্রাণ দিন এই নতুন বছরেই।
যা করবেন
যা করবেন
শিশুর সঙ্গে সহজ হোন
যখন শিশুর কথা শুনবেন, তখন মাঝে মাঝে আগের শব্দের সঙ্গে তাল মিলিয়ে প্রাসঙ্গিক ছোট ছোট প্রশ্ন করুন, যাতে শিশুটি বোঝে যে আপনি খেয়াল করছেন। রাতে ঘুমানোর সময় সব ডিভাইস দূরে সরিয়ে রেখে শিশুটিকে হয় গল্পের বই পড়ে শোনান, না হলে সারা দিন কী হলো, তা দুজন দুজনের সঙ্গে শেয়ার করুন। শিশুকে বুঝতে দিন, তার প্রতিটি কথা আপনার কাছে গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, দৈনিক ২৪ ঘণ্টা সময় দিলেও অনেক সময় শিশুরা নিজেদের পরিত্যক্ত মনে করে। তার চেয়ে আধা ঘণ্টার কোয়ালিটি টাইম অনেক বেশি গুরুত্বপূর্ণ শিশুর জন্য।
অধ্যাপক ডা. সানজিদা শাহ্রিয়া, চিকিৎসক ও সাইকোথেরাপি প্র্যাকটিশনার, ফিনিক্স ওয়েলনেস সেন্টার, ঢাকা

কর্মব্যস্ত দিন শেষে ঘরে ফিরলেও অনেকের পরিবারকে দেওয়ার মতো সময় প্রায় থাকে না। তার ওপর প্রতিদিন বিভিন্ন ডিভাইস আমাদের পরিবারকে দেওয়া সময় অনেকটাই গিলে নিয়েছে। কিন্তু সুস্থ-স্বাভাবিক জীবনের জন্য পরিবারের সঙ্গে সময় কাটানোর বিকল্প নেই। শত ব্যস্ততার ফাঁকেও পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানো উচিত। পরিবারের লোকজনের সঙ্গে আড্ডা দেওয়া, একসঙ্গে বসে খাওয়া, একসঙ্গে ঘুরতে যাওয়ার মতো কাজ শুরু হোক এ বছর থেকে। তাতে এসব সম্পর্ক তাজা থাকে, নিজেকে ফিরে পাওয়া যায়। ১ জানুয়ারি বিশ্ব পরিবার দিবস। পরিবার দিবস থেকেই পরিবারকে সময় দিন।
দাম্পত্য সম্পর্ক তাজা হোক
অপ্রিয় সত্য হলো, আমরা সবচেয়ে কম কোয়ালিটি টাইম দিই জীবনসঙ্গীকে। বিয়ের আগে প্রথম দেখা করতে যাওয়ার, সুন্দর করে নিজেকে উপস্থাপন করার জায়গাটা থেকে নারী-পুরুষ উভয়েই বিয়ের পর অনেক দূরে সরে আসি। কিন্তু যাঁর সঙ্গে পুরো জীবন কাটাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, তাঁকে হেলা করলে চলবে কেন। সম্পর্কে প্রাণ দিন এই নতুন বছরেই।
যা করবেন
যা করবেন
শিশুর সঙ্গে সহজ হোন
যখন শিশুর কথা শুনবেন, তখন মাঝে মাঝে আগের শব্দের সঙ্গে তাল মিলিয়ে প্রাসঙ্গিক ছোট ছোট প্রশ্ন করুন, যাতে শিশুটি বোঝে যে আপনি খেয়াল করছেন। রাতে ঘুমানোর সময় সব ডিভাইস দূরে সরিয়ে রেখে শিশুটিকে হয় গল্পের বই পড়ে শোনান, না হলে সারা দিন কী হলো, তা দুজন দুজনের সঙ্গে শেয়ার করুন। শিশুকে বুঝতে দিন, তার প্রতিটি কথা আপনার কাছে গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, দৈনিক ২৪ ঘণ্টা সময় দিলেও অনেক সময় শিশুরা নিজেদের পরিত্যক্ত মনে করে। তার চেয়ে আধা ঘণ্টার কোয়ালিটি টাইম অনেক বেশি গুরুত্বপূর্ণ শিশুর জন্য।
অধ্যাপক ডা. সানজিদা শাহ্রিয়া, চিকিৎসক ও সাইকোথেরাপি প্র্যাকটিশনার, ফিনিক্স ওয়েলনেস সেন্টার, ঢাকা

চীনের একটি স্কুলে সকাল শুরু হয় পরিচিত এক দৃশ্য দিয়ে। স্কুল গেটের সামনে সাদা গ্লাভস আর ট্রাফিক জ্যাকেট পরা একজন মানুষ হাতের ইশারায় গাড়ি থামাচ্ছেন এবং শিশুদের রাস্তা পার হতে বলছেন। দূর থেকে দেখলে তাঁকে ট্রাফিক পুলিশ মনে হবে। খুব কম মানুষই জানেন, তিনি আসলে স্কুলটির উপপ্রধান শিক্ষক।
৩ ঘণ্টা আগে
সকালবেলা উঠে চুলা জ্বালাতে গিয়ে দেখলেন, গ্যাস নেই! গ্যাসের দোকানে ফোন করলে মোবাইল ফোনের ওই প্রান্ত থেকে শোনা যাচ্ছে, এ মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এদিকে যাঁদের লাইনের গ্যাস, তাঁদের চুলায় সারা দিন আগুন জ্বলছে টিমটিম করে। তাতে নেই তাপ।
৪ ঘণ্টা আগে
অবসরের কথা ভাবলেই একধরনের নিশ্চিন্ত জীবনের ছবি ভেসে ওঠে। যুক্তরাষ্ট্রে এ চিত্র ক্রমেই ভিন্ন হয়ে উঠছে। সেখানে অনেক মানুষই অবসর নিতে ভয় পাচ্ছেন। কারণ তাঁদের আশঙ্কা, জীবনের শেষ প্রান্তে গিয়ে হয়তো টাকাই ফুরিয়ে যাবে।
৫ ঘণ্টা আগে
অবসরের পর জীবনটা কেমন হওয়া উচিত? কারও কাছে অবসর মানে সমুদ্রের নোনা হাওয়ায় অলস দুপুর কাটানো। কারও কাছে পাহাড়ের নির্জনতায় হারানো, আবার কারও কাছে একদম নতুন কোনো সংস্কৃতির সঙ্গে নিজেকে পরিচয় করানো। ২০২৬ সালের ‘অ্যানুয়াল গ্লোবাল রিটায়ারমেন্ট ইনডেক্স’ বলছে, আপনার সেই আজন্মলালিত স্বপ্নকে বাস্তবে রূপ...
৭ ঘণ্টা আগে