নাহিন আশরাফ

চলছে অমর একুশে বইমেলা। বইমেলা মানেই ঘরে নতুন বইয়ের আমদানি। এ সময়টায় কমবেশি বই কেনা হয় অনেকের। নতুন ও পুরোনো বই গুছিয়ে তুলতে হিমশিম খেতে হয়। বই সঠিকভাবে গুছিয়ে না রাখায় সেগুলোর কিছু নষ্ট হয়ে যায়। তা ছাড়া গুছিয়ে না রাখলে প্রয়োজনের সময় সঠিক বইটি খুঁজে পেতে কষ্ট হয়। তাই বই সংরক্ষণ বিষয়টি জেনে রাখা জরুরি।
পুরোনো বই পেছনে, নতুন বই
সামনের সারিতে রাখুন
খুব স্বাভাবিকভাবে পড়া হয়নি এমন নতুন বইয়ের প্রতি মানুষের আকর্ষণ বেশি। নতুন ও পুরোনো বই একসঙ্গে মিলিয়ে রাখলে পড়ার সময় খুঁজে পেতে হিমশিম খেতে হয়। তাই মেলা থেকে বই কিনে আনার পর পুরোনো বই পেছনের সারিতে এবং নতুনগুলো সামনে রাখুন। বইগুলো এমন করে সারিবদ্ধ করে রাখুন, যাতে সহজে বইয়ের নাম চোখে পড়ে।
নতুন বুকশেলফ কিনুন
অনেকে বুকশেলফে বই না রেখে যেখানে-সেখানে বই ফেলে রাখেন। এতে ঘর যেমন অগোছালো থাকে, তেমনি বইও ক্ষতিগ্রস্ত হয়। বইমেলার এই সময় যেহেতু বইপ্রেমীদের অনেক বই কেনা হয়, তাই এই উপলক্ষে ঘরে একটি নতুন বুকশেলফ কিনতে পারেন। মূল্যবান আসবাব হিসেবে বুকশেলফ ভর্তি বইয়ের তুলনা হয় না।
দেয়ালে বইয়ের তাক
বই সাজিয়ে রাখার জন্য দেয়ালে বইয়ের তাক তৈরি করে নেওয়া যায়। এতে ঘরের জায়গা যেমন অপচয় হয় না, তেমনি ঘরের সৌন্দর্যও বাড়ে। বইয়ের তাকের ক্ষেত্রে গতানুগতিক নকশা থেকে বেরিয়ে আসুন। তাতে ঘরে বৈচিত্র্য আসবে।
বসার ঘর সাজান বই দিয়ে
আপনার বসার ঘরটি সাজিয়ে তুলতে পারেন বই দিয়ে। এতে যেমন ঘরের সৌন্দর্য বাড়বে, তেমন পরিচয় পাবে আপনার রুচির। বসার ঘরে কেবিনেট করে নানা রকম বইয়ে সাজিয়ে রাখতে পারেন। যে বইগুলো পড়া হয়ে গেছে কিন্তু মলাট নতুন, সেসব বই বসার ঘরে রাখতে পারেন। আপনার বসার ঘরের এক কোণে বাঁশের কিংবা বেতের ঝুড়িতেও বই রাখতে পারেন। সে ক্ষেত্রে বইয়ের ওপরে অবশ্যই কোনো কভার দিয়ে ঢেকে দিতে হবে। নইলে ধুলো পড়ার আশঙ্কা থাকে।
শোয়ার ঘরে কোন ধরনের বই রাখবেন
একটু হালকা ধাঁচের গল্পের বই শোয়ার ঘরের বেডসাইট টেবিল বা পড়ার টেবিলে রাখতে পারেন। শোয়ার ঘরে এমন বই রাখা উচিত, যা শিগগির পড়ার পরিকল্পনা রয়েছে কিংবা পছন্দের লেখকের বই। যেন পড়তে ইচ্ছা করলে হুট করে হাতে নিয়ে কয়েক পাতা পড়ে নেওয়া যায়। শোয়ার ঘরে বই রাখার জন্য বুকশেলফ কিংবা বইয়ের ঝুড়ির ব্যবস্থাও রাখতে পারেন।
পুরোনো বই দান করুন
অনেকবার পড়ে ফেলা বই কিংবা পুরোনো বই আমাদের ঘরের কোণে পড়ে থেকে ধুলো জমতে থাকে। এতে জায়গা অপচয় ও নতুন বইয়ের জন্য জায়গা করা কঠিন হয়ে যায়। সে ক্ষেত্রে বই দান করতে পারেন। এতে আপনারও উপকার হবে, আবার বইটি আরেকজনও পড়তে পারবে।
বইয়ের যত্ন
দিনের পর দিন বই রেখে দিলে তা নষ্ট হওয়ার শঙ্কা থাকে। তাই মাঝেমধ্যে সেগুলো বের করে রোদে দেওয়ার ব্যবস্থা করতে হবে। অনেকের খাওয়ার সময় বই পড়ার অভ্যাস থাকে। সে ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যাতে বইয়ে তেল-ঝোল না লাগে। এতে বই পিঁপড়ায় ধরতে পারে। ধুলো পড়ে যাওয়া বই সপ্তাহে এক দিন সুতির শুকনো কাপড় দিয়ে মুছে দিতে হবে। সঠিকভাবে যত্ন নিলে আপনার শখের বইটি ভালো থাকবে অনেক দিন।

চলছে অমর একুশে বইমেলা। বইমেলা মানেই ঘরে নতুন বইয়ের আমদানি। এ সময়টায় কমবেশি বই কেনা হয় অনেকের। নতুন ও পুরোনো বই গুছিয়ে তুলতে হিমশিম খেতে হয়। বই সঠিকভাবে গুছিয়ে না রাখায় সেগুলোর কিছু নষ্ট হয়ে যায়। তা ছাড়া গুছিয়ে না রাখলে প্রয়োজনের সময় সঠিক বইটি খুঁজে পেতে কষ্ট হয়। তাই বই সংরক্ষণ বিষয়টি জেনে রাখা জরুরি।
পুরোনো বই পেছনে, নতুন বই
সামনের সারিতে রাখুন
খুব স্বাভাবিকভাবে পড়া হয়নি এমন নতুন বইয়ের প্রতি মানুষের আকর্ষণ বেশি। নতুন ও পুরোনো বই একসঙ্গে মিলিয়ে রাখলে পড়ার সময় খুঁজে পেতে হিমশিম খেতে হয়। তাই মেলা থেকে বই কিনে আনার পর পুরোনো বই পেছনের সারিতে এবং নতুনগুলো সামনে রাখুন। বইগুলো এমন করে সারিবদ্ধ করে রাখুন, যাতে সহজে বইয়ের নাম চোখে পড়ে।
নতুন বুকশেলফ কিনুন
অনেকে বুকশেলফে বই না রেখে যেখানে-সেখানে বই ফেলে রাখেন। এতে ঘর যেমন অগোছালো থাকে, তেমনি বইও ক্ষতিগ্রস্ত হয়। বইমেলার এই সময় যেহেতু বইপ্রেমীদের অনেক বই কেনা হয়, তাই এই উপলক্ষে ঘরে একটি নতুন বুকশেলফ কিনতে পারেন। মূল্যবান আসবাব হিসেবে বুকশেলফ ভর্তি বইয়ের তুলনা হয় না।
দেয়ালে বইয়ের তাক
বই সাজিয়ে রাখার জন্য দেয়ালে বইয়ের তাক তৈরি করে নেওয়া যায়। এতে ঘরের জায়গা যেমন অপচয় হয় না, তেমনি ঘরের সৌন্দর্যও বাড়ে। বইয়ের তাকের ক্ষেত্রে গতানুগতিক নকশা থেকে বেরিয়ে আসুন। তাতে ঘরে বৈচিত্র্য আসবে।
বসার ঘর সাজান বই দিয়ে
আপনার বসার ঘরটি সাজিয়ে তুলতে পারেন বই দিয়ে। এতে যেমন ঘরের সৌন্দর্য বাড়বে, তেমন পরিচয় পাবে আপনার রুচির। বসার ঘরে কেবিনেট করে নানা রকম বইয়ে সাজিয়ে রাখতে পারেন। যে বইগুলো পড়া হয়ে গেছে কিন্তু মলাট নতুন, সেসব বই বসার ঘরে রাখতে পারেন। আপনার বসার ঘরের এক কোণে বাঁশের কিংবা বেতের ঝুড়িতেও বই রাখতে পারেন। সে ক্ষেত্রে বইয়ের ওপরে অবশ্যই কোনো কভার দিয়ে ঢেকে দিতে হবে। নইলে ধুলো পড়ার আশঙ্কা থাকে।
শোয়ার ঘরে কোন ধরনের বই রাখবেন
একটু হালকা ধাঁচের গল্পের বই শোয়ার ঘরের বেডসাইট টেবিল বা পড়ার টেবিলে রাখতে পারেন। শোয়ার ঘরে এমন বই রাখা উচিত, যা শিগগির পড়ার পরিকল্পনা রয়েছে কিংবা পছন্দের লেখকের বই। যেন পড়তে ইচ্ছা করলে হুট করে হাতে নিয়ে কয়েক পাতা পড়ে নেওয়া যায়। শোয়ার ঘরে বই রাখার জন্য বুকশেলফ কিংবা বইয়ের ঝুড়ির ব্যবস্থাও রাখতে পারেন।
পুরোনো বই দান করুন
অনেকবার পড়ে ফেলা বই কিংবা পুরোনো বই আমাদের ঘরের কোণে পড়ে থেকে ধুলো জমতে থাকে। এতে জায়গা অপচয় ও নতুন বইয়ের জন্য জায়গা করা কঠিন হয়ে যায়। সে ক্ষেত্রে বই দান করতে পারেন। এতে আপনারও উপকার হবে, আবার বইটি আরেকজনও পড়তে পারবে।
বইয়ের যত্ন
দিনের পর দিন বই রেখে দিলে তা নষ্ট হওয়ার শঙ্কা থাকে। তাই মাঝেমধ্যে সেগুলো বের করে রোদে দেওয়ার ব্যবস্থা করতে হবে। অনেকের খাওয়ার সময় বই পড়ার অভ্যাস থাকে। সে ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, যাতে বইয়ে তেল-ঝোল না লাগে। এতে বই পিঁপড়ায় ধরতে পারে। ধুলো পড়ে যাওয়া বই সপ্তাহে এক দিন সুতির শুকনো কাপড় দিয়ে মুছে দিতে হবে। সঠিকভাবে যত্ন নিলে আপনার শখের বইটি ভালো থাকবে অনেক দিন।

আপনি কি প্রায়ই অন্য়ের সঙ্গে নিজের তুলনা করেন? বন্ধু, সহকর্মী বা অন্য কারও সঙ্গে হরহামেশা নিজের হাল মেলান? তাহলে দিনটি আপনার জন্যই। আজ আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা দিবস। তুলনা বা প্রতিযোগিতা করার পরিবর্তে, নিজের প্রতি ভালোবাসা দেখানো এবং নিজের বিশেষ গুণাবলিকে গ্রহণ করার মাধ্য়মে সুন্দর জীবন গড়ে তোলার...
৫ ঘণ্টা আগে
ঠিকভাবে ঘরের লাইটিং করা শুধু বিদ্যুতের বিল কমানোর জন্য নয়; বরং এটি ঘরের সৌন্দর্য বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু অনেক সময় ছোট ছোট ভুলে ঘরের আলোর কারণে চোখে চাপ পড়ে, ছায়া তৈরি হয় বা পুরো রুমই অন্ধকার মনে হয়। এসব দূরে রাখতে যে ১০টি কাজ করবেন, সেগুলো হলো...
৭ ঘণ্টা আগে
বৈবাহিক সম্পর্ক সাধারণত হঠাৎ খারাপ হয়ে যায় না। দায়িত্ব, যোগাযোগ ও ব্যক্তিগত ছোট ছোট অমিল ধীরে ধীরে জমে বড় ফাটল তৈরি করে। এমনটাই মনে করেন চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটি হাসপাতালের মনোবিজ্ঞানী লুয়ো মিংজিন। তিনি ‘লাইফ নেভার এন্ডস’ বইয়ে লিখেছেন, ‘অনেক আধুনিক দম্পতি একই ছাদের নিচে থেকেও গভীর একাকিত্বে...
৯ ঘণ্টা আগে
সম্পর্কের টানাপোড়েন মানুষের জীবনের এক অমীমাংসিত জটিলতা। কখনো ভালোবাসা থাকে, কিন্তু বোঝাপড়া হয় না। কখনো আবার অভাব থাকে শুধু স্বচ্ছতার। অনেক সময় আমরা একটি সম্পর্কে বারবার ফিরে আসি, আবার দূরে সরে যাই। একে মনস্তাত্ত্বিক ভাষায় বলা হয়, ‘সাইক্লিং রিলেশনশিপ’ বা ‘অন-অ্যান্ড-অফ’ সম্পর্ক। অনেকে একে সরাসরি...
১১ ঘণ্টা আগে