অনন্যা দাস

আপনার ঘরের প্রতিটা জিনিসেই রয়েছে নিজস্ব রুচির পরিচয়। তাহলে ঘরের লন্ড্রি বিনটা কেন দায়সারা গোছের হবে! এখন বাজারে বিভিন্ন ধরনের লন্ড্রি বিন পাওয়া যায়, যেগুলোর প্রতিটির বৈশিষ্ট্য ও ব্যবহার ভিন্ন ভিন্ন। এর মধ্যে আপনি কোনটা বেছে নেবেন, সেটা ঠিক করার আগে বিভিন্ন রকম লন্ড্রি বিন সম্পর্কে একটু জেনে নেওয়া যাক।
প্লাস্টিকের লন্ড্রি বিন
প্লাস্টিকের লন্ড্রি বিনগুলো সস্তা, হালকা এবং পরিষ্কার করা খুব সহজ। সবখানে পাওয়াও যায়। এগুলো সাধারণত বাথরুম বা লন্ড্রি রুমের জন্য ভালো। তবে প্লাস্টিক পরিবেশবান্ধব নয়, তাই এটির ব্যবহার কমানোর চেষ্টা করাই ভালো।
ফাইবার ও ফ্যাব্রিকসের তৈরি
ফাইবার ও ফ্যাব্রিকসের লন্ড্রি বিনগুলো দেখতে বেশ আকর্ষণীয় এবং নানা রং ও ডিজাইনে পাওয়া যায়। এগুলো বেডরুম বা শিশুর ঘরের জন্য আদর্শ। কারণ, এগুলো নরম ও নিরাপদ। এ ছাড়া এগুলো ভাঁজ করে রাখা যায়, তাই জায়গাও বাঁচে।
বাঁশ ও বেতের তৈরি
বাঁশ ও বেতের লন্ড্রি বিনগুলো টেকসই এবং পরিবেশবান্ধব। এগুলো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, তাই ঘরের প্রাকৃতিক ডেকোরের সঙ্গে মানানসই। অনেকে ডাইনিং বা লিভিং রুমে ইনডোর প্ল্যান্টের টব রাখার জন্য এগুলো বাছাই করেন।
কচুরিপানার তৈরি
কচুরিপানা দিয়ে তৈরি লন্ড্রি বিনগুলো দেখতে দারুণ এবং এগুলো স্থানীয় শিল্পীদের হাতে তৈরি। এগুলো ব্যবহার করলে ঘর সাজানোর পাশাপাশি দেশীয় শিল্পীকে সহায়তা করাও হবে। পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি এগুলো টেকসই ও আকর্ষণীয়। তবে যাঁদের ডাস্ট অ্যালার্জি আছে, তাঁদের এ ধরনের লন্ড্রি বিন এড়িয়ে চলা ভালো।
ব্রিকসের তৈরি লন্ড্রি বিনও বেশ জনপ্রিয়। দাম পড়বে প্লাস্টিক বিনের কাছাকাছি বা সামান্য বেশি। বাঁশ বা বেতের তৈরি লন্ড্রি বিনের দেখা মিলবে ঢাকার গুলশান, নতুন বাজার, জিঞ্জিরা বাজার, কারওয়ান বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, মিরপুর ১ নম্বরের বিভিন্ন জায়গায় গড়ে ওঠা বাঁশ ও বেতের তৈরি পণ্যের দোকানে। অনেক সময় এসব এলাকায় ভ্যানে করেও বাঁশ ও বেতের তৈরি পণ্যে বিক্রয় হয়ে থাকে। দাম সাধারণত ৭০০ থেকে ৮০০ টাকা থেকে শুরু হয়। কচুরিপানার তৈরি বিন বিভিন্ন হস্তশিল্পের দোকানে বা মেলায় পাওয়া যায়। এ ছাড়া ফেসবুকের বা অনলাইনের ই-কমার্স শপেও বিভিন্ন ধরনের লন্ড্রি বিন পাওয়া যায়। একটি শুধু সাধারণ জিনিসপত্র রাখার জায়গা নয়, বরং এটি আপনার রুচিবোধ আর সচেতনতার প্রতিফলন।
দরদাম এবং কোথায় পাবেন
প্লাস্টিকের লন্ড্রি বিন তুলনামূলক সহজলভ্য এবং দামে সুলভ। আপনার আশপাশের যেকোনো প্লাস্টিক সামগ্রীর দোকানে দেখা মিলবে এগুলোর। দাম শুরু হয় সাধারণত ১৫০-২০০ টাকা থেকে।

আপনার ঘরের প্রতিটা জিনিসেই রয়েছে নিজস্ব রুচির পরিচয়। তাহলে ঘরের লন্ড্রি বিনটা কেন দায়সারা গোছের হবে! এখন বাজারে বিভিন্ন ধরনের লন্ড্রি বিন পাওয়া যায়, যেগুলোর প্রতিটির বৈশিষ্ট্য ও ব্যবহার ভিন্ন ভিন্ন। এর মধ্যে আপনি কোনটা বেছে নেবেন, সেটা ঠিক করার আগে বিভিন্ন রকম লন্ড্রি বিন সম্পর্কে একটু জেনে নেওয়া যাক।
প্লাস্টিকের লন্ড্রি বিন
প্লাস্টিকের লন্ড্রি বিনগুলো সস্তা, হালকা এবং পরিষ্কার করা খুব সহজ। সবখানে পাওয়াও যায়। এগুলো সাধারণত বাথরুম বা লন্ড্রি রুমের জন্য ভালো। তবে প্লাস্টিক পরিবেশবান্ধব নয়, তাই এটির ব্যবহার কমানোর চেষ্টা করাই ভালো।
ফাইবার ও ফ্যাব্রিকসের তৈরি
ফাইবার ও ফ্যাব্রিকসের লন্ড্রি বিনগুলো দেখতে বেশ আকর্ষণীয় এবং নানা রং ও ডিজাইনে পাওয়া যায়। এগুলো বেডরুম বা শিশুর ঘরের জন্য আদর্শ। কারণ, এগুলো নরম ও নিরাপদ। এ ছাড়া এগুলো ভাঁজ করে রাখা যায়, তাই জায়গাও বাঁচে।
বাঁশ ও বেতের তৈরি
বাঁশ ও বেতের লন্ড্রি বিনগুলো টেকসই এবং পরিবেশবান্ধব। এগুলো প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি, তাই ঘরের প্রাকৃতিক ডেকোরের সঙ্গে মানানসই। অনেকে ডাইনিং বা লিভিং রুমে ইনডোর প্ল্যান্টের টব রাখার জন্য এগুলো বাছাই করেন।
কচুরিপানার তৈরি
কচুরিপানা দিয়ে তৈরি লন্ড্রি বিনগুলো দেখতে দারুণ এবং এগুলো স্থানীয় শিল্পীদের হাতে তৈরি। এগুলো ব্যবহার করলে ঘর সাজানোর পাশাপাশি দেশীয় শিল্পীকে সহায়তা করাও হবে। পরিবেশবান্ধব হওয়ার পাশাপাশি এগুলো টেকসই ও আকর্ষণীয়। তবে যাঁদের ডাস্ট অ্যালার্জি আছে, তাঁদের এ ধরনের লন্ড্রি বিন এড়িয়ে চলা ভালো।
ব্রিকসের তৈরি লন্ড্রি বিনও বেশ জনপ্রিয়। দাম পড়বে প্লাস্টিক বিনের কাছাকাছি বা সামান্য বেশি। বাঁশ বা বেতের তৈরি লন্ড্রি বিনের দেখা মিলবে ঢাকার গুলশান, নতুন বাজার, জিঞ্জিরা বাজার, কারওয়ান বাজার, মোহাম্মদপুর কৃষি মার্কেট, মিরপুর ১ নম্বরের বিভিন্ন জায়গায় গড়ে ওঠা বাঁশ ও বেতের তৈরি পণ্যের দোকানে। অনেক সময় এসব এলাকায় ভ্যানে করেও বাঁশ ও বেতের তৈরি পণ্যে বিক্রয় হয়ে থাকে। দাম সাধারণত ৭০০ থেকে ৮০০ টাকা থেকে শুরু হয়। কচুরিপানার তৈরি বিন বিভিন্ন হস্তশিল্পের দোকানে বা মেলায় পাওয়া যায়। এ ছাড়া ফেসবুকের বা অনলাইনের ই-কমার্স শপেও বিভিন্ন ধরনের লন্ড্রি বিন পাওয়া যায়। একটি শুধু সাধারণ জিনিসপত্র রাখার জায়গা নয়, বরং এটি আপনার রুচিবোধ আর সচেতনতার প্রতিফলন।
দরদাম এবং কোথায় পাবেন
প্লাস্টিকের লন্ড্রি বিন তুলনামূলক সহজলভ্য এবং দামে সুলভ। আপনার আশপাশের যেকোনো প্লাস্টিক সামগ্রীর দোকানে দেখা মিলবে এগুলোর। দাম শুরু হয় সাধারণত ১৫০-২০০ টাকা থেকে।

প্রতিদিনের নানামুখী চাপ শরীরের পাশাপাশি মনের ওপরও প্রভাব ফেলে। এসব চাপ থেকে শরীর ও মনকে রেহাই দিতে আধা ঘণ্টা কুসুম গরম পানিতে গোসল করার পরামর্শ দেন অনেকে। এই গরম পানিতে আরামদায়ক গোসল সারা দিনের চাপ এবং উত্তেজনাকে একটু হলেও হালকা করে। চলতি ট্রেন্ডে কেবল কুসুম গরম পানিই নয়, সে পানিতে লবণ যোগ করার...
২ ঘণ্টা আগে
২০২৫ সালের শেষে ‘ভোগ’ জানিয়েছিল, বয়ফ্রেন্ডরা আর ট্রেন্ডি নয়। তাহলে ২০২৬ সালে ট্রেন্ড কী? অতীতের দিকে তাকালে যেমন নির্দিষ্ট কিছু ফ্যাশন বা খাবার দেখে সেই সময়কালকে চেনা যেত। ২০২৬ সালও তার ব্যতিক্রম হবে না। তবে এই বছরের মূলমন্ত্র হলো—সবকিছুকে সহজ ও স্বাচ্ছন্দ্যময় করে তোলা। বড় ইভেন্ট বা উচ্চ...
৮ ঘণ্টা আগে
১৯৯৮ সালে ইংল্যান্ডের ইস্ট ইয়র্কশায়ারের হাল শহর থেকে যাত্রা শুরু করেছিলেন বুশবি। তখন বয়স ছিল ২৯। আজ বয়স ৫৬। প্রায় ২৭ বছর তিনি হেঁটে চলেছেন। পাড়ি দিয়েছেন ২৫টি দেশের প্রায় ৫৮ হাজার কিলোমিটার পথ। এই অভিযানের নাম তিনি দিয়েছিলেন গোলিয়াথ অভিযান। যেখানে একমাত্র শর্ত ছিল, কোনো মোটরচালিত যান ব্যবহার করা...
১০ ঘণ্টা আগে
কোনো এক হিজলের বনে মুগ্ধ হয়েছিলেন জীবনানন্দ দাশ। লিখেছিলেন কবিতার এই লাইন। এমনই এক ঘুঘু-ডাকা হিজলের বন দাঁড়িয়ে আছে হাকালুকি হাওরের বুকে। ভাই-বন্ধুরা মিলে শীতের রাতে আড্ডা দিতে দিতে ঠিক হলো, সবাই মিলে হিজল বন দেখতে যাব। এর নৈসর্গিক রূপ উপভোগ করতে হলে যেতে হবে ভোরেই।
১৪ ঘণ্টা আগে