মুনতাসির সিয়াম

অনেক দিন ধরেই অল্প সময়ে প্রাঞ্জল ভাষায় অনুবাদ করতে পারে এমন একটি অ্যাপ খুঁজছিলাম। সত্যি বলতে, মনমতো তেমন কোনো অনুবাদকের খোঁজ মেলা ভার এই অনলাইন দুনিয়ায়। কোনোটায় হয়তো কেবল বাংলা ও ইংরেজি ভাষায় অনুবাদ করা সম্ভব। কোনো অ্যাপ জটিলতা সৃষ্টি করে ভুলভাল অনুবাদ করে ফেলে।
কিছুদিন আগে প্লে-স্টোরে চোখে পড়ে ট্রান্সলেটর স্টুডিও অ্যাপটি। খোঁজ করে দেখি, এটি তৈরি করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র! ফেসবুকে ইতিবাচক পর্যালোচনা চোখে পড়ল। অনলাইনে কয়েক সেকেন্ডের মধ্যে যেকোনো ভাষার মূলপাঠ পছন্দসই ভাষায় নির্ভুলভাবে বদল করা যায় এতে। স্ক্যানার অপশনের সুবিধা থাকায় ইমেজ ও ভয়েস ব্যবহারেও পাহাড়সম মূলপাঠ অনুবাদ করা যায়। দেরি না করে ডাউনলোড করে ফেললাম ট্রান্সলেটর স্টুডিও।
‘অনুবাদের কাজ হয়ে উঠেছে এখন বাঁ হাতের খেলা’, অ্যাপসটি ব্যবহার করে জানালেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তিলক বড়ুয়া। মোট ১২০টি ভাষার ছবিযুক্ত ইমেজকে টেক্সটে কনভার্ট করতে পারে অ্যাপসটি। সঙ্গে অনুবাদে পোক্ত ৫৬টি ভাষায়। সব ধরনের শব্দের সঠিক উচ্চারণ বলতেও বেশ পটু। চিন্তা নেই, অনুবাদ করা কোনো পাঠ আঙুলের ভুল চাপে মুছে কিংবা হারিয়ে গেলেও উদ্ধার সম্ভব স্বয়ংক্রিয়ভাবে জমে থাকা হিস্ট্রি সেকশনে গিয়ে।
ঝোঁক চেপেছে লকডাউনে
করোনাকালে হরেক রকমের অ্যাপ ব্যবহার করেই সময় কাটছিল আশরাফুলের। সেই অ্যাপগুলো কেউ না কেউ তো তৈরি করছে—হুট করেই একদিন এ ভাবনা জাগে মাথায়। তারপর টুকটাক তথ্য জানতে শুরু করেন। এরপর নিজেই অ্যাপ তৈরির চেষ্টা করতে থাকেন। পরে ২০২১ সালের মাঝামাঝি সময় থেকে আনুষ্ঠানিকভাবে অ্যাপ তৈরির কাজ শুরু তাঁর।
অনুবাদ অ্যাপের ভাবনা
ট্রান্সলেটর স্টুডিওর আগেও একটি অ্যাপ তৈরি করেছেন আশরাফুল। নাম বাংলা অক্সফোর্ড ৩০০০ ভোকাবুলারি। সেটি রিলিজ করেন ২০২১ সালের ১০ জুন। তৈরির পর একজনকে অ্যাপটি ডাউনলোডের জন্য অনুরোধ জানান আশরাফুল। উত্তরে সেই লোক বলেন, এর মাধ্যমে অনুবাদ করা যায়? সেই প্রশ্ন থেকে আশরাফুলের স্বপ্ন জাগে ভালো মানের একটি অনুবাদ অ্যাপ তৈরির। সেই স্বপ্ন পূরণ হয় ২০২২ সালের অক্টোবর মাসের ১৩ তারিখ ট্রান্সলেটর স্টুডিও অ্যাপটি রিলিজ করার মাধ্যমে।
অভাব ছিল নির্দেশিকায়
চাইলেই কি আর যে কারও পক্ষে অ্যাপস তৈরি সম্ভব! থাকা চাই সঠিক জ্ঞান ও প্রশিক্ষণ। সেই প্রশিক্ষণ নেওয়াই একরকম দায় হয়ে উঠেছিল আশরাফুলের। একে তো কাজটি সম্পর্কে তেমন কোনো ধারণা নেই, তার ওপর অভাব সঠিক দিকনির্দেশনার। বিশ্ববিদ্যালয়ের এক সিনিয়রের কাছে অবশ্য এ বিষয়ে জাভার একটি ফ্রি কোর্সের লিংক পেয়েছিলেন তিনি। তবে অর্ধেক পার করার পর বাধে বিপত্তি, ফুরিয়ে যায় ফ্রি কোর্স সুযোগ। এবার তিনি কোর্স খুঁজতে শুরু করেন ইউটিউবে। অপেক্ষার অবসান ঘটিয়ে একসময় পেয়েও যান বঙ্গ একাডেমি নামে অনলাইন অ্যাপস তৈরি শেখার একটি কোর্স। সব মিলিয়ে কাজটি শিখতে ছয় মাসের বেশি সময় লেগেছে আশরাফুলের।
অফলাইন কারিশমা
ট্রান্সলেটর স্টুডিও অ্যাপে অফলাইনেও অনুবাদের কাজ করা যায়। উদ্দেশ্য যখন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তা, অফলাইনে অনুবাদ কাজে বিশেষ দক্ষতাসমেত একটি অ্যাপস তৈরির বিকল্পও ছিল না আশরাফুলের কাছে। এ ক্ষেত্রে মডেলটি ডাউনলোড করে নিতে হবে আগে। পরে সব সময়ই এটি ব্যবহার করা যাবে। অনলাইনের মতো সব ধরনের সুযোগ রয়েছে অফলাইন অনুবাদেও। এসব সুবিধার কারণেই হয়তো প্লে-স্টোরে রিলিজের দুই মাসের ভেতর সেবা নিশ্চিত করেছে ৫০ হাজারের বেশি মানুষ!
লিখেছেন বইও
আশরাফুলের ভাবনা কেবল অ্যাপ তৈরিতেই সীমাবদ্ধ নেই। তিনি ‘ফোর ডক্টর বুক’ নামে একখানি বইও লিখেছেন। ব্যাকরণ থেকে শুরু করে ইংরেজি অনুশীলনের সব বিষয়ই উপস্থাপন করা হয়েছে এতে। এ বই বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সহায়ক হবে বলে ধারণা আশরাফুলের।
আশরাফুল জানিয়েছেন, সময়ের সঙ্গে সঙ্গে ট্রান্সলেটর স্টুডিও অ্যাপটি আপডেটের মাধ্যমে সেবা বাড়ানো ও নতুন ফিচার যোগ করাই তাঁর লক্ষ্য।

অনেক দিন ধরেই অল্প সময়ে প্রাঞ্জল ভাষায় অনুবাদ করতে পারে এমন একটি অ্যাপ খুঁজছিলাম। সত্যি বলতে, মনমতো তেমন কোনো অনুবাদকের খোঁজ মেলা ভার এই অনলাইন দুনিয়ায়। কোনোটায় হয়তো কেবল বাংলা ও ইংরেজি ভাষায় অনুবাদ করা সম্ভব। কোনো অ্যাপ জটিলতা সৃষ্টি করে ভুলভাল অনুবাদ করে ফেলে।
কিছুদিন আগে প্লে-স্টোরে চোখে পড়ে ট্রান্সলেটর স্টুডিও অ্যাপটি। খোঁজ করে দেখি, এটি তৈরি করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র! ফেসবুকে ইতিবাচক পর্যালোচনা চোখে পড়ল। অনলাইনে কয়েক সেকেন্ডের মধ্যে যেকোনো ভাষার মূলপাঠ পছন্দসই ভাষায় নির্ভুলভাবে বদল করা যায় এতে। স্ক্যানার অপশনের সুবিধা থাকায় ইমেজ ও ভয়েস ব্যবহারেও পাহাড়সম মূলপাঠ অনুবাদ করা যায়। দেরি না করে ডাউনলোড করে ফেললাম ট্রান্সলেটর স্টুডিও।
‘অনুবাদের কাজ হয়ে উঠেছে এখন বাঁ হাতের খেলা’, অ্যাপসটি ব্যবহার করে জানালেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তিলক বড়ুয়া। মোট ১২০টি ভাষার ছবিযুক্ত ইমেজকে টেক্সটে কনভার্ট করতে পারে অ্যাপসটি। সঙ্গে অনুবাদে পোক্ত ৫৬টি ভাষায়। সব ধরনের শব্দের সঠিক উচ্চারণ বলতেও বেশ পটু। চিন্তা নেই, অনুবাদ করা কোনো পাঠ আঙুলের ভুল চাপে মুছে কিংবা হারিয়ে গেলেও উদ্ধার সম্ভব স্বয়ংক্রিয়ভাবে জমে থাকা হিস্ট্রি সেকশনে গিয়ে।
ঝোঁক চেপেছে লকডাউনে
করোনাকালে হরেক রকমের অ্যাপ ব্যবহার করেই সময় কাটছিল আশরাফুলের। সেই অ্যাপগুলো কেউ না কেউ তো তৈরি করছে—হুট করেই একদিন এ ভাবনা জাগে মাথায়। তারপর টুকটাক তথ্য জানতে শুরু করেন। এরপর নিজেই অ্যাপ তৈরির চেষ্টা করতে থাকেন। পরে ২০২১ সালের মাঝামাঝি সময় থেকে আনুষ্ঠানিকভাবে অ্যাপ তৈরির কাজ শুরু তাঁর।
অনুবাদ অ্যাপের ভাবনা
ট্রান্সলেটর স্টুডিওর আগেও একটি অ্যাপ তৈরি করেছেন আশরাফুল। নাম বাংলা অক্সফোর্ড ৩০০০ ভোকাবুলারি। সেটি রিলিজ করেন ২০২১ সালের ১০ জুন। তৈরির পর একজনকে অ্যাপটি ডাউনলোডের জন্য অনুরোধ জানান আশরাফুল। উত্তরে সেই লোক বলেন, এর মাধ্যমে অনুবাদ করা যায়? সেই প্রশ্ন থেকে আশরাফুলের স্বপ্ন জাগে ভালো মানের একটি অনুবাদ অ্যাপ তৈরির। সেই স্বপ্ন পূরণ হয় ২০২২ সালের অক্টোবর মাসের ১৩ তারিখ ট্রান্সলেটর স্টুডিও অ্যাপটি রিলিজ করার মাধ্যমে।
অভাব ছিল নির্দেশিকায়
চাইলেই কি আর যে কারও পক্ষে অ্যাপস তৈরি সম্ভব! থাকা চাই সঠিক জ্ঞান ও প্রশিক্ষণ। সেই প্রশিক্ষণ নেওয়াই একরকম দায় হয়ে উঠেছিল আশরাফুলের। একে তো কাজটি সম্পর্কে তেমন কোনো ধারণা নেই, তার ওপর অভাব সঠিক দিকনির্দেশনার। বিশ্ববিদ্যালয়ের এক সিনিয়রের কাছে অবশ্য এ বিষয়ে জাভার একটি ফ্রি কোর্সের লিংক পেয়েছিলেন তিনি। তবে অর্ধেক পার করার পর বাধে বিপত্তি, ফুরিয়ে যায় ফ্রি কোর্স সুযোগ। এবার তিনি কোর্স খুঁজতে শুরু করেন ইউটিউবে। অপেক্ষার অবসান ঘটিয়ে একসময় পেয়েও যান বঙ্গ একাডেমি নামে অনলাইন অ্যাপস তৈরি শেখার একটি কোর্স। সব মিলিয়ে কাজটি শিখতে ছয় মাসের বেশি সময় লেগেছে আশরাফুলের।
অফলাইন কারিশমা
ট্রান্সলেটর স্টুডিও অ্যাপে অফলাইনেও অনুবাদের কাজ করা যায়। উদ্দেশ্য যখন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সহায়তা, অফলাইনে অনুবাদ কাজে বিশেষ দক্ষতাসমেত একটি অ্যাপস তৈরির বিকল্পও ছিল না আশরাফুলের কাছে। এ ক্ষেত্রে মডেলটি ডাউনলোড করে নিতে হবে আগে। পরে সব সময়ই এটি ব্যবহার করা যাবে। অনলাইনের মতো সব ধরনের সুযোগ রয়েছে অফলাইন অনুবাদেও। এসব সুবিধার কারণেই হয়তো প্লে-স্টোরে রিলিজের দুই মাসের ভেতর সেবা নিশ্চিত করেছে ৫০ হাজারের বেশি মানুষ!
লিখেছেন বইও
আশরাফুলের ভাবনা কেবল অ্যাপ তৈরিতেই সীমাবদ্ধ নেই। তিনি ‘ফোর ডক্টর বুক’ নামে একখানি বইও লিখেছেন। ব্যাকরণ থেকে শুরু করে ইংরেজি অনুশীলনের সব বিষয়ই উপস্থাপন করা হয়েছে এতে। এ বই বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সহায়ক হবে বলে ধারণা আশরাফুলের।
আশরাফুল জানিয়েছেন, সময়ের সঙ্গে সঙ্গে ট্রান্সলেটর স্টুডিও অ্যাপটি আপডেটের মাধ্যমে সেবা বাড়ানো ও নতুন ফিচার যোগ করাই তাঁর লক্ষ্য।

নারী ও পুরুষের প্রেমের প্রাথমিক পর্যায়গুলো আনন্দদায়ক হলেও, একটি সুস্থ দাম্পত্যজীবন বজায় রাখার জন্য ক্রমাগত পরিশ্রম এবং নিষ্ঠার প্রয়োজন হয়। ব্যস্ত সময়সূচি ও নানাবিধ দায়িত্বের মধ্যে দম্পতিরা নিজস্ব সময় কাটানো যেমন চ্যালেঞ্জিং বলে মনে করেন, তেমনি এই সম্পর্ককে দীর্ঘমেয়াদি রূপ দেওয়াকেও জটিল বলে...
৫ ঘণ্টা আগে
হাতের আঙুলের ডগায় নিখুঁত রঙের ছোঁয়া কিংবা নখের সূক্ষ্ম কারুকাজ কেবল সাজগোজ নয়। বরং তা একজন নারীর আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বের এক শৈল্পিক বহিঃপ্রকাশ। নখের এই ক্ষুদ্র ক্যানভাসে যাঁরা জাদুর ছোঁয়া দেন, তাঁদেরই একজন বেকি হলিস। মাত্র ২৯ বছর বয়সে তিনি প্রমাণ করেছেন, সদিচ্ছা আর কঠোর পরিশ্রম থাকলে সাধারণ...
৭ ঘণ্টা আগে
বয়স বেড়ে যাওয়া প্রকৃতির এক অপরিবর্তনীয় নিয়ম। কিন্তু সেই বার্ধক্য যেন অকালে আমাদের লাবণ্য কেড়ে নিতে না পারে, তার চাবিকাঠি লুকিয়ে আছে প্রতিদিনের খাদ্যতালিকায়। বিভিন্ন গবেষণা জানাচ্ছে, সঠিক পুষ্টি শুধু আমাদের ফিটনেস বা শারীরিক সক্ষমতাই বাড়ায় না, বরং ত্বক সতেজ রেখে দীর্ঘকাল তারুণ্য...
১২ ঘণ্টা আগে
আজ আপনার শরীরে এনার্জি থাকবে অলিম্পিক অ্যাথলেটের মতো। অফিসে আপনার কঠোর পরিশ্রম দেখে বস এতটাই খুশি হবেন যে আপনাকে ‘পুরস্কার’ হিসেবে আরও তিনটি প্রজেক্টের দায়িত্ব গছিয়ে দিতে পারেন। মনে রাখবেন, গাধার খাটুনি আর ঘোড়ার চালের মধ্যে পার্থক্য বজায় রাখাটাই আসল চ্যালেঞ্জ।
১৩ ঘণ্টা আগে