মিনহাজ তুহিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

বর্ণিল ও বর্ণাঢ্য আয়োজনে বাংলা নতুন বছর বরণ করে নিল দেশবাসী। বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানেও ছিল রঙিন আয়োজন। এগুলোর মধ্যে ব্যতিক্রম ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। সেখান থেকেও বের হয়েছিল মঙ্গল শোভাযাত্রা। তবে সেই শোভাযাত্রা বর্ণাঢ্য তো ছিলই না, বর্ণিলও ছিল না। ছিল সাদা-কালো।
সংস্কারকাজের জন্য বন্ধ থাকায় এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে বর্ষবরণের কোনো আয়োজন রাখেনি কর্তৃপক্ষ। এ সিদ্ধান্তের প্রতিবাদে ভিন্নধর্মী এই আয়োজন করেছেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পাশাপাশি ইনস্টিটিউটের দেয়ালে তাঁরা এঁকে দিয়েছেন প্রতিবাদী সাদা-কালো দেয়ালচিত্র।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, চারুকলা ইনস্টিটিউটের ভেতরে সংস্কারকাজ চলমান থাকায় সেখানে আলাদা করে বর্ষবরণের কোনো আয়োজন রাখা হয়নি।বর্ষবরণের সব আয়োজন এবার মূল ক্যাম্পাসে কেন্দ্রীয়ভাবে করা হয়েছে। বরাবরের মতো এবারও মূল ক্যাম্পাসে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, বিভিন্ন দেশীয় খেলার আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, চারুকলা বন্ধ রাখা ও বর্ষবরণের কোনো আয়োজন না রাখার প্রতিবাদে নিজেদের উদ্যোগেই বর্ষবরণ করেছেন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সংস্কারকাজের জন্য ভেতরে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় ইনস্টিটিউটের বাইরেই পয়লা বৈশাখ উদ্যাপন করেন তাঁরা। শিক্ষার্থীরা জানান, তাঁদের এবারের আয়োজন ছিল প্রতিবাদের অংশ। গত শুক্রবার সকাল সাড়ে ৯টায় চারুকলা ইনস্টিটিউটের মূল ফটক থেকে সাদা-কালো মঙ্গল শোভাযাত্রা শুরু করে। সেটি চট্টেশ্বরী মোড় হয়ে কাজীর দেউড়ি গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বাঁশ ও কাগজ দিয়ে তৈরি মাছ, ট্যাপা পুতুলের কাঠামো ছিল। পাশাপাশি বাঘ, প্যাঁচা ও কাকতাড়ুয়ার মুখোশও ছিল। অন্যদিকে ইনস্টিটিউটের বাইরের দেয়ালে ‘বৈশাখ গুম হয়ে গেছে’, ‘আমাদের বৈশাখ কই’, ‘চারুকলা সংস্কার নয়, স্থানান্তর চাই’ ইত্যাদি স্লোগান লিখেছেন শিক্ষার্থীরা।
চারুকলা স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী জহির রায়হান অভি। তিনি জানান, চারুকলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অর্থায়নে পয়লা বৈশাখ উদ্যাপিত হয়েছে। তাঁরা এবার ম্যুরাল বা দেয়ালচিত্র তৈরি করেছেন সাদা-কালো রঙের। অভি বলেন, ‘কালো রঙের মাধ্যমে আমরা শোক প্রকাশ করছি। কারণ, আমাদের চারুকলায় বৈশাখকে মেরে ফেলা হচ্ছে। আমাদের শোভাযাত্রাজুড়েও সাদা-কালো রং ছিল।’
২০১০ সালের পর এবারই চারুকলা ইনস্টিটিউটে কর্তৃপক্ষের কোনো আয়োজন ছিল না।

বর্ণিল ও বর্ণাঢ্য আয়োজনে বাংলা নতুন বছর বরণ করে নিল দেশবাসী। বড় বড় শিক্ষাপ্রতিষ্ঠানেও ছিল রঙিন আয়োজন। এগুলোর মধ্যে ব্যতিক্রম ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। সেখান থেকেও বের হয়েছিল মঙ্গল শোভাযাত্রা। তবে সেই শোভাযাত্রা বর্ণাঢ্য তো ছিলই না, বর্ণিলও ছিল না। ছিল সাদা-কালো।
সংস্কারকাজের জন্য বন্ধ থাকায় এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে বর্ষবরণের কোনো আয়োজন রাখেনি কর্তৃপক্ষ। এ সিদ্ধান্তের প্রতিবাদে ভিন্নধর্মী এই আয়োজন করেছেন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। পাশাপাশি ইনস্টিটিউটের দেয়ালে তাঁরা এঁকে দিয়েছেন প্রতিবাদী সাদা-কালো দেয়ালচিত্র।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, চারুকলা ইনস্টিটিউটের ভেতরে সংস্কারকাজ চলমান থাকায় সেখানে আলাদা করে বর্ষবরণের কোনো আয়োজন রাখা হয়নি।বর্ষবরণের সব আয়োজন এবার মূল ক্যাম্পাসে কেন্দ্রীয়ভাবে করা হয়েছে। বরাবরের মতো এবারও মূল ক্যাম্পাসে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা, বিভিন্ন দেশীয় খেলার আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, চারুকলা বন্ধ রাখা ও বর্ষবরণের কোনো আয়োজন না রাখার প্রতিবাদে নিজেদের উদ্যোগেই বর্ষবরণ করেছেন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সংস্কারকাজের জন্য ভেতরে প্রবেশে নিষেধাজ্ঞা থাকায় ইনস্টিটিউটের বাইরেই পয়লা বৈশাখ উদ্যাপন করেন তাঁরা। শিক্ষার্থীরা জানান, তাঁদের এবারের আয়োজন ছিল প্রতিবাদের অংশ। গত শুক্রবার সকাল সাড়ে ৯টায় চারুকলা ইনস্টিটিউটের মূল ফটক থেকে সাদা-কালো মঙ্গল শোভাযাত্রা শুরু করে। সেটি চট্টেশ্বরী মোড় হয়ে কাজীর দেউড়ি গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বাঁশ ও কাগজ দিয়ে তৈরি মাছ, ট্যাপা পুতুলের কাঠামো ছিল। পাশাপাশি বাঘ, প্যাঁচা ও কাকতাড়ুয়ার মুখোশও ছিল। অন্যদিকে ইনস্টিটিউটের বাইরের দেয়ালে ‘বৈশাখ গুম হয়ে গেছে’, ‘আমাদের বৈশাখ কই’, ‘চারুকলা সংস্কার নয়, স্থানান্তর চাই’ ইত্যাদি স্লোগান লিখেছেন শিক্ষার্থীরা।
চারুকলা স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী জহির রায়হান অভি। তিনি জানান, চারুকলার সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অর্থায়নে পয়লা বৈশাখ উদ্যাপিত হয়েছে। তাঁরা এবার ম্যুরাল বা দেয়ালচিত্র তৈরি করেছেন সাদা-কালো রঙের। অভি বলেন, ‘কালো রঙের মাধ্যমে আমরা শোক প্রকাশ করছি। কারণ, আমাদের চারুকলায় বৈশাখকে মেরে ফেলা হচ্ছে। আমাদের শোভাযাত্রাজুড়েও সাদা-কালো রং ছিল।’
২০১০ সালের পর এবারই চারুকলা ইনস্টিটিউটে কর্তৃপক্ষের কোনো আয়োজন ছিল না।

বাইরের পৃথিবীতে হাসিমুখে থাকা কিংবা অন্যদের হাসানো আমাদের অনেকের কাছে খুব সহজ মনে হয়। কিন্তু দিন শেষে নিজের আপনজন বা পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানো মাঝে মাঝে বেশ কঠিন কাজ হয়ে দাঁড়ায়। আমরা সাধারণত পরিবারকে এমন একটি নিরাপদ আশ্রয় ভাবি, যেখানে আমাদের সব ধরনের আবেগ, রাগ বা বিরক্তি সরাসরি প্রকাশ করে
১৪ ঘণ্টা আগে
অনেকে মনে করেন, ভাগ্য হঠাৎ আকাশ থেকে নেমে আসে। কিন্তু বাস্তবে ভাগ্য তৈরি হয় আমাদের অভ্যাস, দৃষ্টিভঙ্গি এবং চারপাশের পৃথিবীর সঙ্গে আমাদের আচরণের মাধ্যমে। ১৯৪৫ সালের ৬ আগস্ট। জাপানের হিরোশিমায় কাজ করছিলেন সুতোমু ইয়ামাগুচি। সেদিন ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরিত হয় ঠিক তাঁর সামনেই।
১৫ ঘণ্টা আগে
শীতে বাড়িতে কোনো না কোনো স্য়ুপ তো তৈরি করছেনই। খাওয়ার সময় একটা জিনিসই মিস করছেন, তা হলো অনথন। ইতস্তত না করে বাড়িতে এবার বানিয়ে ফেলুন সুস্বাদু এই খাবার।
১৭ ঘণ্টা আগে
কথাটা সবার সঙ্গে নিশ্চয় মিলে গেল! আমরা যারা ফিট থাকতে চাই, সুস্বাস্থ্যের অধিকারী হতে চাই, বছরের শেষ দিনটিতে প্রায় প্রত্যেকে একটি প্রতিজ্ঞা করি। সেই প্রতিজ্ঞায় থাকে, এই বছর আমরা কোনো অস্বাস্থ্যকর খাবার খাব না, কোনো ধরনের ভাজাপোড়া, অতিরিক্ত শর্করা, মিষ্টিজাতীয় খাবার, চিনি ইত্যাদি এড়িয়ে চলব...
২১ ঘণ্টা আগে