নাহিন আশরাফ

বাঙালি সাজের অনুষঙ্গ হিসেবে টিপের কথা না বললেই নয়। সাজসজ্জা খুব বেশি না হলেও শুধু চোখভরে কাজল ও কপালে টিপ পরে নিলেই যেন মুখে একটা তরতাজা ভাব ফুটে ওঠে। দশমীর সকালের তাড়াহুড়োয় সেভাবে মেকআপ করার সুযোগ হয়ে ওঠে না। স্নান সেরে এক প্যাঁচ করে শাড়ি গায়ে জড়িয়ে নিন। আর কপালে পরে নিন জমকালো নকশার টিপ। শুধু শাড়ি নয়, সালোয়ার. কামিজ, কুর্তি, ফতুয়া, টপস, এমনকি টি-শার্টের সঙ্গেও এখন অনেকে এ ধরনের টিপ পরেন।
টিপের ধরন
চিরাচরিত গোলাকার টিপ ছাড়াও ত্রিকোণাকার, চার কোনা ও লম্বাটে টিপের ওপর এখন করা হচ্ছে নানা ধরনের কারুকার্য। এ ছাড়া ফুল, লতা-পাতা, মাছ, ময়ূর ইত্যাদি আকৃতির টিপও পাওয়া যাচ্ছে বিভিন্ন ফ্যাশনবিষয়ক পেজে। এখন অনেকের পছন্দের টিপের তালিকায় রয়েছে কাঠের টিপ। এর ওপর পুঁতি বসানো হয় কিংবা রংতুলি দিয়ে বিভিন্ন কারুকাজ করা হয়। এসব টিপের আকার সাধারণত বড় হয়ে থাকে। আরও রয়েছে ধাতব টিপ। এগুলো রুপালি বা সোনালি রঙের হয়ে থাকে। আবার গোল সাধারণ টিপের ওপর অনেকে অক্সিডাইজ রঙের পাতা, ফুল কিংবা ফেল্ট ফেব্রিকস বসিয়ে থাকেন। আবার সাধারণ টিপ কেটে সেটিকে নানা নকশায় তৈরি করা হচ্ছে। ফিউশন ঘরানার এসব টিপের বেশ চাহিদা রয়েছে। খুব বেশি সাজসজ্জা না করেও বাহারি এসব টিপ পরে সাজের মধ্যে নান্দনিকতা ফুটিয়ে তোলা যায়। বাজারে কিছু টিপ একবার কিংবা দুবার ব্যবহার করেই আর ব্যবহারের উপযুক্ত থাকে না। কিন্তু এখন টিপকে কয়েকবার ব্যবহারযোগ্য হিসেবে তৈরি করা হচ্ছে।
মুখের গড়ন বুঝে টিপ বাছাই
টিপ বেছে নেওয়ার ক্ষেত্রে পোশাক, মুখের গড়ন ও কোথায় পরে যাওয়া হবে—এসব বিষয় খেয়াল রাখতে হবে। কারণ একটি ছোট টিপ যেমন সাজে পরিপূর্ণতা আনতে পারে, তেমনই ভুল টিপ বাছাই সাজ নষ্ট করতে পারে। টিপের রং বাছাই করার ক্ষেত্রে পোশাকের রঙের সঙ্গে মিল রেখে করতে হবে। তবে হাতের কাছে যদি সব রং না থাকে, তাহলে কালো রং বেছে নিতে হবে। এ ছাড়া অনেকে পোশাকের রং যা-ই হোক না কেন কালো রঙের টিপ পরতেই পছন্দ করেন। ভিন্নধর্মী লুক পেতে পোশাকের যে রং, তার বিপরীত রঙের টিপ পরা যেতে পারে। শাড়ির সঙ্গে বড় টিপ মানানসই হলেও কুর্তি কিংবা সালোয়ার-কামিজের সঙ্গে ছোট টিপ বেশি ভালো লাগে। অনেকে আজকাল ওয়েস্টার্ন পোশাকের সঙ্গেও টিপ পরছেন, সে ক্ষেত্রে লম্বা টিপ বেশি মানানসই।
কোথায় পাবেন
চিরাচরিত গোল টিপ পেয়ে যাবেন আপনার হাতের কাছে যেকোনো মার্কেটে। ঢাকার যেকোনো মার্কেটসহ দেশের প্রায় সব মার্কেটেই পাওয়া যায় সব ধরনের টিপ। তবে ফিউশন টিপ পাওয়া যায় অনলাইনভিত্তিক ফেসবুক পেজগুলোতে। সারানা, আরটোপলিস, ক্রাফটোমাইজ ইত্যাদি পেজে ২৫ থেকে শুরু করে ২০০ টাকার মধ্যে বাহারি টিপ পেয়ে যাবেন।

বাঙালি সাজের অনুষঙ্গ হিসেবে টিপের কথা না বললেই নয়। সাজসজ্জা খুব বেশি না হলেও শুধু চোখভরে কাজল ও কপালে টিপ পরে নিলেই যেন মুখে একটা তরতাজা ভাব ফুটে ওঠে। দশমীর সকালের তাড়াহুড়োয় সেভাবে মেকআপ করার সুযোগ হয়ে ওঠে না। স্নান সেরে এক প্যাঁচ করে শাড়ি গায়ে জড়িয়ে নিন। আর কপালে পরে নিন জমকালো নকশার টিপ। শুধু শাড়ি নয়, সালোয়ার. কামিজ, কুর্তি, ফতুয়া, টপস, এমনকি টি-শার্টের সঙ্গেও এখন অনেকে এ ধরনের টিপ পরেন।
টিপের ধরন
চিরাচরিত গোলাকার টিপ ছাড়াও ত্রিকোণাকার, চার কোনা ও লম্বাটে টিপের ওপর এখন করা হচ্ছে নানা ধরনের কারুকার্য। এ ছাড়া ফুল, লতা-পাতা, মাছ, ময়ূর ইত্যাদি আকৃতির টিপও পাওয়া যাচ্ছে বিভিন্ন ফ্যাশনবিষয়ক পেজে। এখন অনেকের পছন্দের টিপের তালিকায় রয়েছে কাঠের টিপ। এর ওপর পুঁতি বসানো হয় কিংবা রংতুলি দিয়ে বিভিন্ন কারুকাজ করা হয়। এসব টিপের আকার সাধারণত বড় হয়ে থাকে। আরও রয়েছে ধাতব টিপ। এগুলো রুপালি বা সোনালি রঙের হয়ে থাকে। আবার গোল সাধারণ টিপের ওপর অনেকে অক্সিডাইজ রঙের পাতা, ফুল কিংবা ফেল্ট ফেব্রিকস বসিয়ে থাকেন। আবার সাধারণ টিপ কেটে সেটিকে নানা নকশায় তৈরি করা হচ্ছে। ফিউশন ঘরানার এসব টিপের বেশ চাহিদা রয়েছে। খুব বেশি সাজসজ্জা না করেও বাহারি এসব টিপ পরে সাজের মধ্যে নান্দনিকতা ফুটিয়ে তোলা যায়। বাজারে কিছু টিপ একবার কিংবা দুবার ব্যবহার করেই আর ব্যবহারের উপযুক্ত থাকে না। কিন্তু এখন টিপকে কয়েকবার ব্যবহারযোগ্য হিসেবে তৈরি করা হচ্ছে।
মুখের গড়ন বুঝে টিপ বাছাই
টিপ বেছে নেওয়ার ক্ষেত্রে পোশাক, মুখের গড়ন ও কোথায় পরে যাওয়া হবে—এসব বিষয় খেয়াল রাখতে হবে। কারণ একটি ছোট টিপ যেমন সাজে পরিপূর্ণতা আনতে পারে, তেমনই ভুল টিপ বাছাই সাজ নষ্ট করতে পারে। টিপের রং বাছাই করার ক্ষেত্রে পোশাকের রঙের সঙ্গে মিল রেখে করতে হবে। তবে হাতের কাছে যদি সব রং না থাকে, তাহলে কালো রং বেছে নিতে হবে। এ ছাড়া অনেকে পোশাকের রং যা-ই হোক না কেন কালো রঙের টিপ পরতেই পছন্দ করেন। ভিন্নধর্মী লুক পেতে পোশাকের যে রং, তার বিপরীত রঙের টিপ পরা যেতে পারে। শাড়ির সঙ্গে বড় টিপ মানানসই হলেও কুর্তি কিংবা সালোয়ার-কামিজের সঙ্গে ছোট টিপ বেশি ভালো লাগে। অনেকে আজকাল ওয়েস্টার্ন পোশাকের সঙ্গেও টিপ পরছেন, সে ক্ষেত্রে লম্বা টিপ বেশি মানানসই।
কোথায় পাবেন
চিরাচরিত গোল টিপ পেয়ে যাবেন আপনার হাতের কাছে যেকোনো মার্কেটে। ঢাকার যেকোনো মার্কেটসহ দেশের প্রায় সব মার্কেটেই পাওয়া যায় সব ধরনের টিপ। তবে ফিউশন টিপ পাওয়া যায় অনলাইনভিত্তিক ফেসবুক পেজগুলোতে। সারানা, আরটোপলিস, ক্রাফটোমাইজ ইত্যাদি পেজে ২৫ থেকে শুরু করে ২০০ টাকার মধ্যে বাহারি টিপ পেয়ে যাবেন।

জনপ্রিয় বলিউড তারকাদের কাছে নববর্ষ কখনোই শুধু ক্যালেন্ডারের পাতা উল্টে যাওয়ার মতো ঘটনা নয়। তাঁদের কাছে নতুন বছর মানে নতুন শুরুর উত্তেজনা, সংকল্প ও কৃতজ্ঞতা জানানোর নতুন কোনো কারণ। বর্তমানে বলিউডে জনপ্রিয় কয়েকজন তারকা রয়েছেন, যাঁরা ২০২৫ সালে নানাভাবে আলোচনায় ছিলেন।
১৫ ঘণ্টা আগে
নতুন বছর মানে পুরোনো জীর্ণতা পেছনে ফেলে নতুন শুরুর অঙ্গীকার। সম্পর্কের ক্ষেত্রেও এ কথাটি চিরন্তন সত্য। বছরের শুরুতে আমরা অনেকেই সম্পর্কের টানাপোড়েন নিয়ে চিন্তিত থাকি। ব্রিটিশ বিচার মন্ত্রণালয়ের তথ্যমতে, বছরের প্রথম তিন মাসে বিবাহবিচ্ছেদের আবেদন পড়ে সবচেয়ে বেশি।
১৬ ঘণ্টা আগে
শীতে একবার হলেও হাঁসের মাংস খাওয়া হবে না, তা কি হয়? এত দিনেও যাঁরা হাঁসের মাংস রান্না করি করি করে রাঁধতে পারেননি, তাঁরা নতুন বছরের শুরুতে না হয় রেঁধে ফেলুন। শীতের রাতে পোলাও বা খিচুড়ির সঙ্গে অথবা রুমালি রুটি বা চালের আটার রুটি দিয়ে হাঁসের ঝাল ভুনা খেতে নিশ্চয়ই মন্দ লাগবে না! আপনাদের জন্য...
১৮ ঘণ্টা আগে
নিজ গ্রামের বাইরে বিয়ে করলে গুনতে হবে জরিমানা! এমন আইনের কথা কি শুনেছেন? কিংবা ধরুন বিয়ে নিবন্ধন না করে একসঙ্গে বসবাস করলেও গুনতে হবে অর্থ। আবার বিয়ের আগে গর্ভবতী হলে কিংবা বিয়ের পর ১০ মাসের কম সময়ের মধ্যে সন্তান জন্ম দিলেও গুনতে হবে জরিমানার অর্থ! ২০২৬ সালে এসে এমন আইনের কথা শুনলে...
২০ ঘণ্টা আগে