ফিচার ডেস্ক

বাড়ির শোবার ঘর থেকে শুরু করে রান্নাঘরে সারা বছর এমন কিছু জিনিস ব্যবহৃত হয়, যা নিয়মিত রক্ষণাবেক্ষণ না করলে সমস্যা দেখা দিতে পারে। হতে পারে স্বাস্থ্যহানিও।
কৌটা ও বোতল
বাড়িতে রান্নাঘরের সামগ্রী থেকে শুরু করে খাবার রাখার জন্য প্লাস্টিকের কৌটা ব্যবহার করেন অনেকে। পানিও রাখা হয় প্লাস্টিকের বোতলে। স্বাস্থ্যঝুঁকি কমাতে প্লাস্টিকের পণ্য যতটা এড়িয়ে চলা যায়, ততই ভালো। প্লাস্টিকের কৌটায় দীর্ঘদিন খাবার রাখেন অনেকে। এ ছাড়া প্লাস্টিকের পানির বোতল ব্যবহার করেন কেউ কেউ। কিন্তু চিকিৎসকদের মতে, একই কৌটা বেশি দিন ব্যবহার করলে তাতে জীবাণু সৃষ্টি হতে পারে। পাশাপাশি একসময়ে প্লাস্টিক থেকে ক্ষতিকারক উপাদানও নির্গত হয়ে খাবারে ও পানিতে মিশে যেতে পারে। তাই প্রতিবছর একবার বাড়ির সব প্লাস্টিকের বয়াম, কৌটা এবং বোতল বদলে নেওয়া উচিত। সবচেয়ে ভালো হয় প্লাস্টিকের বিকল্প কিছু খুঁজে নিলে।
এসির ফিল্টার
বাড়িতে ইলেকট্রিক ওয়াটার পিউরিফায়ারের ফিল্টার নিয়ম করে বদলানো উচিত। পাশাপাশি এসির ফিল্টারও সপ্তাহে এক দিন পরিষ্কার করা দরকার। এসির ফিল্টার বাইরের জীবাণু ঘরে ঢুকতে দেয় না। তাই এটি পরিষ্কার না করলে এসিতে চাপ পড়ে। এতে বাড়ে বিদ্যুৎ খরচ।
মোছার কাপড়
ঘর ও আসবাব মোছার জন্য যে ধরনের কাপড় কিংবা তোয়ালে ব্যবহার করা হয়, সেগুলো তিন থেকে চার মাস পরপর বদলে ফেলা উচিত। কারণ, সময়ের সঙ্গে সঙ্গে এসব কাপড়ে জীবাণু বাসা বাঁধে। এর ফলে সময়মতো বদলে না নিলে সেই জীবাণু ঘরময় ছড়িয়ে পড়ে।
বাসন মাজার স্ক্র্যাবার ও স্পঞ্জ
রান্নাঘরে বাসন মাজার স্ক্র্যাবার ও স্পঞ্জ নিয়মিত বদলে নিতে হবে। না হলে এসবের মধ্য়ে খাদ্যকণা থেকে যেসব জীবাণু সৃষ্টি হয়, সেগুলো হাতের ত্বক এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
সূত্র: হাউস বিউটিফুল ও অন্যান্য

বাড়ির শোবার ঘর থেকে শুরু করে রান্নাঘরে সারা বছর এমন কিছু জিনিস ব্যবহৃত হয়, যা নিয়মিত রক্ষণাবেক্ষণ না করলে সমস্যা দেখা দিতে পারে। হতে পারে স্বাস্থ্যহানিও।
কৌটা ও বোতল
বাড়িতে রান্নাঘরের সামগ্রী থেকে শুরু করে খাবার রাখার জন্য প্লাস্টিকের কৌটা ব্যবহার করেন অনেকে। পানিও রাখা হয় প্লাস্টিকের বোতলে। স্বাস্থ্যঝুঁকি কমাতে প্লাস্টিকের পণ্য যতটা এড়িয়ে চলা যায়, ততই ভালো। প্লাস্টিকের কৌটায় দীর্ঘদিন খাবার রাখেন অনেকে। এ ছাড়া প্লাস্টিকের পানির বোতল ব্যবহার করেন কেউ কেউ। কিন্তু চিকিৎসকদের মতে, একই কৌটা বেশি দিন ব্যবহার করলে তাতে জীবাণু সৃষ্টি হতে পারে। পাশাপাশি একসময়ে প্লাস্টিক থেকে ক্ষতিকারক উপাদানও নির্গত হয়ে খাবারে ও পানিতে মিশে যেতে পারে। তাই প্রতিবছর একবার বাড়ির সব প্লাস্টিকের বয়াম, কৌটা এবং বোতল বদলে নেওয়া উচিত। সবচেয়ে ভালো হয় প্লাস্টিকের বিকল্প কিছু খুঁজে নিলে।
এসির ফিল্টার
বাড়িতে ইলেকট্রিক ওয়াটার পিউরিফায়ারের ফিল্টার নিয়ম করে বদলানো উচিত। পাশাপাশি এসির ফিল্টারও সপ্তাহে এক দিন পরিষ্কার করা দরকার। এসির ফিল্টার বাইরের জীবাণু ঘরে ঢুকতে দেয় না। তাই এটি পরিষ্কার না করলে এসিতে চাপ পড়ে। এতে বাড়ে বিদ্যুৎ খরচ।
মোছার কাপড়
ঘর ও আসবাব মোছার জন্য যে ধরনের কাপড় কিংবা তোয়ালে ব্যবহার করা হয়, সেগুলো তিন থেকে চার মাস পরপর বদলে ফেলা উচিত। কারণ, সময়ের সঙ্গে সঙ্গে এসব কাপড়ে জীবাণু বাসা বাঁধে। এর ফলে সময়মতো বদলে না নিলে সেই জীবাণু ঘরময় ছড়িয়ে পড়ে।
বাসন মাজার স্ক্র্যাবার ও স্পঞ্জ
রান্নাঘরে বাসন মাজার স্ক্র্যাবার ও স্পঞ্জ নিয়মিত বদলে নিতে হবে। না হলে এসবের মধ্য়ে খাদ্যকণা থেকে যেসব জীবাণু সৃষ্টি হয়, সেগুলো হাতের ত্বক এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে।
সূত্র: হাউস বিউটিফুল ও অন্যান্য

আপনি কি প্রায়ই অন্য়ের সঙ্গে নিজের তুলনা করেন? বন্ধু, সহকর্মী বা অন্য কারও সঙ্গে হরহামেশা নিজের হাল মেলান? তাহলে দিনটি আপনার জন্যই। আজ আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা দিবস। তুলনা বা প্রতিযোগিতা করার পরিবর্তে, নিজের প্রতি ভালোবাসা দেখানো এবং নিজের বিশেষ গুণাবলিকে গ্রহণ করার মাধ্য়মে সুন্দর জীবন গড়ে তোলার...
৫ ঘণ্টা আগে
ঠিকভাবে ঘরের লাইটিং করা শুধু বিদ্যুতের বিল কমানোর জন্য নয়; বরং এটি ঘরের সৌন্দর্য বাড়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু অনেক সময় ছোট ছোট ভুলে ঘরের আলোর কারণে চোখে চাপ পড়ে, ছায়া তৈরি হয় বা পুরো রুমই অন্ধকার মনে হয়। এসব দূরে রাখতে যে ১০টি কাজ করবেন, সেগুলো হলো...
৭ ঘণ্টা আগে
বৈবাহিক সম্পর্ক সাধারণত হঠাৎ খারাপ হয়ে যায় না। দায়িত্ব, যোগাযোগ ও ব্যক্তিগত ছোট ছোট অমিল ধীরে ধীরে জমে বড় ফাটল তৈরি করে। এমনটাই মনে করেন চীনের ঝেজিয়াং ইউনিভার্সিটি হাসপাতালের মনোবিজ্ঞানী লুয়ো মিংজিন। তিনি ‘লাইফ নেভার এন্ডস’ বইয়ে লিখেছেন, ‘অনেক আধুনিক দম্পতি একই ছাদের নিচে থেকেও গভীর একাকিত্বে...
৯ ঘণ্টা আগে
সম্পর্কের টানাপোড়েন মানুষের জীবনের এক অমীমাংসিত জটিলতা। কখনো ভালোবাসা থাকে, কিন্তু বোঝাপড়া হয় না। কখনো আবার অভাব থাকে শুধু স্বচ্ছতার। অনেক সময় আমরা একটি সম্পর্কে বারবার ফিরে আসি, আবার দূরে সরে যাই। একে মনস্তাত্ত্বিক ভাষায় বলা হয়, ‘সাইক্লিং রিলেশনশিপ’ বা ‘অন-অ্যান্ড-অফ’ সম্পর্ক। অনেকে একে সরাসরি...
১১ ঘণ্টা আগে