
প্রশ্ন: আমার মুখে অনেক লোম। ঘরোয়া উপায়ে এই লোম অপসারণ করার কার্যকরী উপায় আছে কি?
নাম প্রকাশে অনিচ্ছুক, বরিশাল
চিনি আর লেবুর রস একসঙ্গে মিশিয়ে হোম মেইড ওয়াক্স বানিয়ে ব্যবহার করতে পারেন। তবে ওয়াক্স করার পদ্ধতি না জানলে ভালো পারলারে গিয়ে করানো উত্তম।
প্রশ্ন: আমি প্রায় ১৫ বছর ধরে হাত ও পা শেভ করি। শেভিংয়ের আগে চিনি ও মধু দিয়ে স্ক্র্যাব করে নিই, যাতে কমনীয়তা থাকে এবং শেভিংয়ে সুবিধা হয়। এখন পর্যন্ত ত্বকে কোনো ক্ষতিকর প্রভাব পড়েনি। কিন্তু পায়ের লোমকূপগুলো এখন একটু বড় দেখায়। পাশাপাশি শেভিংয়ের দু-এক দিন পর পায়ে খুব চুলকায়। হাতে এমনটা হয় না। কী করতে পারি?
ফ্লোরা নাজিয়া, চট্টগ্রাম
শেভ না করে ওয়াক্স করালে ত্বকের এই সমস্যা কমে যাবে। শেভ শেষে ফিটকিরি পানিতে ভিজিয়ে লাগিয়ে নিতে হবে। এরপর আফটার শেভ বাম ব্যবহার করতে হবে।
প্রশ্ন: সামনে আমার বিয়ে। হাতে ও পায়ে ভারী লোম আছে। পারলার থেকে বলেছে, হাতের হেয়ার রিমুভ করিয়ে নিতে। নয়তো মেকআপ বসানো যাবে না। প্রশ্ন হলো, একবার রিমোট করলে পরে আরও ভারী হয়ে উঠবে না লোমগুলো?
পিউ কুহকী, ভৈরব
ওয়াক্স নিরাপদ মাধ্যম। তবে অবশ্যই ভালো ব্র্যান্ড এবং দক্ষ হাতে করাতে হবে। কিছু ওয়াক্স আছে ব্যবহার করলে লোমকূপগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে লোম ওঠা কমিয়ে দেয়।
প্রশ্ন: শরীরের লোম কমতে পারে এমন কোনো কার্যকরী প্যাক আছে কি, যা ব্যবহারে ভালো ফল পেতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
সায়েন্টিফিক কোনো পদ্ধতি নেই। কিন্তু বাড়িতে ওয়াক্স করতে পারেন।
পরামর্শ দিয়েছেন:শোভন সাহা,কসমেটোলজিস্ট শোভন মেকওভার

প্রশ্ন: আমার মুখে অনেক লোম। ঘরোয়া উপায়ে এই লোম অপসারণ করার কার্যকরী উপায় আছে কি?
নাম প্রকাশে অনিচ্ছুক, বরিশাল
চিনি আর লেবুর রস একসঙ্গে মিশিয়ে হোম মেইড ওয়াক্স বানিয়ে ব্যবহার করতে পারেন। তবে ওয়াক্স করার পদ্ধতি না জানলে ভালো পারলারে গিয়ে করানো উত্তম।
প্রশ্ন: আমি প্রায় ১৫ বছর ধরে হাত ও পা শেভ করি। শেভিংয়ের আগে চিনি ও মধু দিয়ে স্ক্র্যাব করে নিই, যাতে কমনীয়তা থাকে এবং শেভিংয়ে সুবিধা হয়। এখন পর্যন্ত ত্বকে কোনো ক্ষতিকর প্রভাব পড়েনি। কিন্তু পায়ের লোমকূপগুলো এখন একটু বড় দেখায়। পাশাপাশি শেভিংয়ের দু-এক দিন পর পায়ে খুব চুলকায়। হাতে এমনটা হয় না। কী করতে পারি?
ফ্লোরা নাজিয়া, চট্টগ্রাম
শেভ না করে ওয়াক্স করালে ত্বকের এই সমস্যা কমে যাবে। শেভ শেষে ফিটকিরি পানিতে ভিজিয়ে লাগিয়ে নিতে হবে। এরপর আফটার শেভ বাম ব্যবহার করতে হবে।
প্রশ্ন: সামনে আমার বিয়ে। হাতে ও পায়ে ভারী লোম আছে। পারলার থেকে বলেছে, হাতের হেয়ার রিমুভ করিয়ে নিতে। নয়তো মেকআপ বসানো যাবে না। প্রশ্ন হলো, একবার রিমোট করলে পরে আরও ভারী হয়ে উঠবে না লোমগুলো?
পিউ কুহকী, ভৈরব
ওয়াক্স নিরাপদ মাধ্যম। তবে অবশ্যই ভালো ব্র্যান্ড এবং দক্ষ হাতে করাতে হবে। কিছু ওয়াক্স আছে ব্যবহার করলে লোমকূপগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে লোম ওঠা কমিয়ে দেয়।
প্রশ্ন: শরীরের লোম কমতে পারে এমন কোনো কার্যকরী প্যাক আছে কি, যা ব্যবহারে ভালো ফল পেতে পারি?
নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা
সায়েন্টিফিক কোনো পদ্ধতি নেই। কিন্তু বাড়িতে ওয়াক্স করতে পারেন।
পরামর্শ দিয়েছেন:শোভন সাহা,কসমেটোলজিস্ট শোভন মেকওভার

ভ্রমণপিপাসুদের জন্য দারুণ খবর। ভ্রমণে গিয়ে নিরাপত্তার কথা ভাবলে এখন সবার আগে যে নামটি আসবে, তা হলো সূর্যোদয়ের দেশ জাপান। বিশ্বখ্যাত ট্রাভেল ইনস্যুরেন্স কোম্পানি ‘বার্কশায়ার হ্যাথাওয়ে ট্রাভেল প্রোটেকশন’-এর ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, এশিয়ার সবচেয়ে নিরাপদ দেশের মর্যাদা পেয়েছে জাপান। কঠোর আইন এবং অতি
৮ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন বহুল ব্যবহৃত। অফিস থেকে শুরু করে শ্রেণিকক্ষ—সবখানেই এর বিচরণ অবাধে। তবে এর অপব্যবহার শিক্ষার্থীদের বিকাশ ও সৃজনশীলতাকে নেতিবাচক দিকে ধাবিত করছে। এর ক্রমবর্ধমান অপব্যবহার রুখতে এবং শিক্ষার্থীরা সত্যিই বিষয়টি বুঝতে পারছে কি না, তা যাচাই করতে উত্তর আমেরিকার
১০ ঘণ্টা আগে
হয়ে গেল বিনোদন দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন গোল্ডেন গ্লোবস। তবে কেবল পুরস্কারের হিসাব-নিকাশ নয়, এই আসরটি বিশ্বজুড়ে সমাদৃত এর বর্ণিল ‘রেড কার্পেট’ ফ্যাশনের জন্য। দীর্ঘ দিনের ধারাবাহিকতায় এ বছরও তারকারা এমন সব সাজে হাজির হয়েছিলেন যা ফ্যাশন সচেতনদের মুগ্ধ করেছে। ২০২৬ সালের গোল্ডেন গ্লোবস ফ্যাশন ছি
১২ ঘণ্টা আগে
আজ আপনার জন্য টাকাপয়সা ফেরত পাওয়ার দিন। অনেক আগে কাউকে ধার দেওয়া টাকা বা পুরোনো প্যান্টের পকেটে রাখা নোট আজ উদ্ধার হতে পারে। পুরোনো ঋণ শোধের জন্য আজ সেরা দিন, এতে মনের ওপর থেকে বড় একটা পাথর নেমে যাবে।
১৩ ঘণ্টা আগে