নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মাছ খেতে ভালোবাসেন না এমন বাঙালি বোধ হয় খুঁজেও পাওয়া যাবে না। মাছ ভাতে বাঙালি নামটা তো আর এমনি এমনি ছড়ায়নি দেশে দেশে। বাজারের ব্যাগ ভর্তি মাছ আসে বাড়িতে। প্রতিদিন মাছ কিনে কেটে ধুয়ে রান্না করা চাট্টিখানি কথা নয়। আর তাই সুপার শপের বদৌলতে কেটে ধুয়ে পরিষ্কার করে প্যাকেট করে রাখা মাছেই ভরসা অনেক মানুষের। তবে এখনো বাজারে কিংবা অনলাইন পেজে তাজা মাছ কিনতে পাওয়া যায়। এসব মাছ কেনা হয় বেশ কয়েক দিনের জন্য। যেগুলো রান্না করা হয় না সেগুলো সংরক্ষণ করা হয় ফ্রিজে। এই সংরক্ষণ প্রক্রিয়া যদি সঠিক না হয় তাহলে মাছ খেতে ভালো লাগে না।
দেখে নিন মাছ সংরক্ষণ করার ৮টি উপায়-
⦁ বড় মাছ কেটে ধুয়ে পানি ঝরিয়ে এক দিনে যতটুকু পরিমাণ রান্না করবেন সেই পরিমাণে মাছ একেকটি প্যাকেটে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিন।
⦁ বড় কোনো মাছ আস্ত ফ্রিজে রাখতে হলে মাছের গায়ের আঁশ ছাড়িয়ে, পেট কেটে নাড়িভুঁড়ি পরিষ্কার করে, মাথা কেটে, কানের ফুলকো ফেলে রাখতে হবে।
⦁ ফ্রিজে কাঁচা মাছ রাখতে হলে ডিপ ফ্রিজের নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হবে।
⦁ মাছের চর্বির ওপর নির্ভর করে মাছ কত দিন ফ্রিজে ভালো থাকবে। কম চর্বিযুক্ত মাছ দীর্ঘ সময় ভালো থাকে।
⦁ মাছ কেটে পরিষ্কার করে পানি ঝরিয়ে লবণ হলুদ এবং লেবুর রস মাখিয়ে প্যাকেট করে রাখুন। দীর্ঘদিন ভালো থাকবে এবং স্বাদ গন্ধও ঠিক থাকবে।
⦁ মাছ ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রেখে বরফ ছাড়িয়ে নিন। তারপর এক কাপ কাঁচা দুধ মাখিয়ে আরও খানিকটা সময় রেখে দিন। এতে মাছের গায়ের তীব্র গন্ধ দূর হয় এবং স্বাদ ভালো হয়।
⦁ বেশি আঁশটে গন্ধযুক্ত মাছের গায়ে ভিনেগার মাখিয়ে রাখলে গন্ধ অনেকটা কমে যায়।
⦁ মাছের গায়ে গোলমরিচের গুঁড়ো মাখিয়ে ফ্রিজে রাখলে মাছ টাটকা থাকবে।

মাছ খেতে ভালোবাসেন না এমন বাঙালি বোধ হয় খুঁজেও পাওয়া যাবে না। মাছ ভাতে বাঙালি নামটা তো আর এমনি এমনি ছড়ায়নি দেশে দেশে। বাজারের ব্যাগ ভর্তি মাছ আসে বাড়িতে। প্রতিদিন মাছ কিনে কেটে ধুয়ে রান্না করা চাট্টিখানি কথা নয়। আর তাই সুপার শপের বদৌলতে কেটে ধুয়ে পরিষ্কার করে প্যাকেট করে রাখা মাছেই ভরসা অনেক মানুষের। তবে এখনো বাজারে কিংবা অনলাইন পেজে তাজা মাছ কিনতে পাওয়া যায়। এসব মাছ কেনা হয় বেশ কয়েক দিনের জন্য। যেগুলো রান্না করা হয় না সেগুলো সংরক্ষণ করা হয় ফ্রিজে। এই সংরক্ষণ প্রক্রিয়া যদি সঠিক না হয় তাহলে মাছ খেতে ভালো লাগে না।
দেখে নিন মাছ সংরক্ষণ করার ৮টি উপায়-
⦁ বড় মাছ কেটে ধুয়ে পানি ঝরিয়ে এক দিনে যতটুকু পরিমাণ রান্না করবেন সেই পরিমাণে মাছ একেকটি প্যাকেটে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দিন।
⦁ বড় কোনো মাছ আস্ত ফ্রিজে রাখতে হলে মাছের গায়ের আঁশ ছাড়িয়ে, পেট কেটে নাড়িভুঁড়ি পরিষ্কার করে, মাথা কেটে, কানের ফুলকো ফেলে রাখতে হবে।
⦁ ফ্রিজে কাঁচা মাছ রাখতে হলে ডিপ ফ্রিজের নির্দিষ্ট তাপমাত্রায় রাখতে হবে।
⦁ মাছের চর্বির ওপর নির্ভর করে মাছ কত দিন ফ্রিজে ভালো থাকবে। কম চর্বিযুক্ত মাছ দীর্ঘ সময় ভালো থাকে।
⦁ মাছ কেটে পরিষ্কার করে পানি ঝরিয়ে লবণ হলুদ এবং লেবুর রস মাখিয়ে প্যাকেট করে রাখুন। দীর্ঘদিন ভালো থাকবে এবং স্বাদ গন্ধও ঠিক থাকবে।
⦁ মাছ ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রেখে বরফ ছাড়িয়ে নিন। তারপর এক কাপ কাঁচা দুধ মাখিয়ে আরও খানিকটা সময় রেখে দিন। এতে মাছের গায়ের তীব্র গন্ধ দূর হয় এবং স্বাদ ভালো হয়।
⦁ বেশি আঁশটে গন্ধযুক্ত মাছের গায়ে ভিনেগার মাখিয়ে রাখলে গন্ধ অনেকটা কমে যায়।
⦁ মাছের গায়ে গোলমরিচের গুঁড়ো মাখিয়ে ফ্রিজে রাখলে মাছ টাটকা থাকবে।

সম্পর্কের টানাপোড়েন মানুষের জীবনের এক অমীমাংসিত জটিলতা। কখনো ভালোবাসা থাকে, কিন্তু বোঝাপড়া হয় না। কখনো আবার অভাব থাকে শুধু স্বচ্ছতার। অনেক সময় আমরা একটি সম্পর্কে বারবার ফিরে আসি, আবার দূরে সরে যাই। একে মনস্তাত্ত্বিক ভাষায় বলা হয়, ‘সাইক্লিং রিলেশনশিপ’ বা ‘অন-অ্যান্ড-অফ’ সম্পর্ক। অনেকে একে সরাসরি...
২ ঘণ্টা আগে
২০২৬ সূর্যের বছর। সংখ্যাতত্ত্ব অনুসারে, ২০২৬ সালের সংখ্যাগুলো যোগ করলে তার যোগফল হয় ১০। আবার ১০ এর যোগফল হয় ১। অর্থাৎ ২০২৬ সালের সংখ্যাতাত্ত্বিক মান ১, জ্যোতিষশাস্ত্রে যা সূর্যের প্রতীক। ফলে এ বছরকে বলা হচ্ছে সূর্যের বছর। সূর্য আত্মবিশ্বাস, নেতৃত্ব ও নতুন সূচনার প্রতিনিধিত্ব করে। এর ফলে বছরটি...
৪ ঘণ্টা আগে
ফুলকপি দিয়ে তারকারি রান্না ছাড়াও বিকেলের স্ন্যাকস তৈরি করতে পারেন। কেবল ফুলকপির পাকোড়া নয়, বানিয়ে ফেলা যাবে কাটলেটও। আপনাদের জন্য ফুলকপি ও মাছের কাটলেটের রেসিপি ও ছবি পাঠিয়েছেন রন্ধনশিল্পী আনিসা আক্তার নূপুর...
৬ ঘণ্টা আগে
আপনি আজ এতটাই উদ্যমী যে মনে হবে একাই পুরো এভারেস্ট জয় করে ফেলবেন। বাড়ির যে আলমারিটা পাঁচ বছর ধরে পরিষ্কার করা হয়নি, আজ হঠাৎ সেটা নিয়ে পড়ে থাকবেন। কর্মক্ষেত্রে আপনার গতি দেখে সহকর্মীরা ভাববে কোনো এনার্জি ড্রিংক খেয়ে এসেছেন।
৬ ঘণ্টা আগে