
কলা এমন একটি ফল, যা প্রায় সবাই পছন্দ করে। এটি শুধু সুস্বাদুই নয়, এতে রয়েছে প্রচুর পুষ্টিগুণ, যেমন—ভিটামিন, আয়রন ও ফাইবার। তাই এটি সব বয়সের মানুষের পছন্দের তালিকায় থাকে। বছরের যেকোনো সময় কলা পাওয়া যায়, তাই একসঙ্গে বেশি কিনে রাখা সহজ। তবে সমস্যা হলো কয়েক দিনের মধ্যেই কলা নরম হয়ে যায় বা কালো দাগ পড়ে যায়। ঠিকমতো সংরক্ষণ না করলে এগুলো দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। আর তাই তো আপনাদের জন্য নিয়ে এসেছি এমন কিছু টিপস, যা দীর্ঘদিন পছন্দের ফলটিকে এক সপ্তাহ পর্যন্ত রাখবে সতেজ ও দাগহীন।
জেনে নিন কলা টাটকা রাখার সহজ ৫ উপায়
১. অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কাণ্ড মুড়িয়ে রাখুন
কলা দীর্ঘদিন সতেজ রাখতে কাণ্ড অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়িয়ে নিন। কলাগুলো কাঁদি থেকে আলাদা করুন এবং প্রতিটির কাণ্ডে ফয়েল দিয়ে মুড়ে ফেলুন। তবে মনে রাখবেন, পুরো কলা ঢাকবেন না, শুধু কাণ্ড ঢাকলেই হবে। ফয়েল না থাকলে প্লাস্টিক বা কাগজের মোড়কও ব্যবহার করতে পারেন।
২. কলাগুলো কাউন্টারে রাখবেন না
কাউন্টারে রেখে দিলে কলা দ্রুত নষ্ট হতে পারে। এর বদলে কলাগুলো ঝুলিয়ে রাখুন। দড়ি বা স্ট্রিং ব্যবহার করে কলার কাণ্ডে বেঁধে রান্নাঘরের কোথাও ঝুলিয়ে রাখুন।

৩. অন্যান্য ফল ও সবজি থেকে কলা আলাদা রাখুন
কখনোই কলা অন্যান্য ফল বা সবজির সঙ্গে রাখবেন না। যেমন—আপেল ও টমেটো ইথিলিন গ্যাস ছাড়ে। যা কলাকে দ্রুত পাকাতে সাহায্য করে। আলাদা রাখলে কলা বেশি দিন ভালো থাকে।
৪. কলা ফ্রিজে রাখবেন না
ফ্রিজে রাখা কলার জন্য ভালো নয়। ঠান্ডা তাপমাত্রা কলা দ্রুত নষ্ট করে দেয়। বরং কলাগুলো ঘরের স্বাভাবিক তাপমাত্রায় শুকনো জায়গায় রাখুন।

৫. অতিরিক্ত পাকা কলা কিনবেন না
কলা কেনার সময় সবুজ ভাব ও সামান্য শক্ত কলা বেছে নিন। তবে কোনো দাগ যেন না থাকে সেদিকে খেয়াল রাখুন। অতি পাকা কলা এড়িয়ে চলুন। যতটা প্রয়োজন ততটাই কিনুন, যাতে নষ্ট হওয়ার ঝুঁকি না থাকে।
যদি কলা পেকে যায়, তাহলে তা এটি দিয়ে সুস্বাদু রেসিপি তৈরি করুন। যেমন স্মুদি, মাফিন বা কলার পাউরুটি।
সূত্র: এনডিটিভি

কলা এমন একটি ফল, যা প্রায় সবাই পছন্দ করে। এটি শুধু সুস্বাদুই নয়, এতে রয়েছে প্রচুর পুষ্টিগুণ, যেমন—ভিটামিন, আয়রন ও ফাইবার। তাই এটি সব বয়সের মানুষের পছন্দের তালিকায় থাকে। বছরের যেকোনো সময় কলা পাওয়া যায়, তাই একসঙ্গে বেশি কিনে রাখা সহজ। তবে সমস্যা হলো কয়েক দিনের মধ্যেই কলা নরম হয়ে যায় বা কালো দাগ পড়ে যায়। ঠিকমতো সংরক্ষণ না করলে এগুলো দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। আর তাই তো আপনাদের জন্য নিয়ে এসেছি এমন কিছু টিপস, যা দীর্ঘদিন পছন্দের ফলটিকে এক সপ্তাহ পর্যন্ত রাখবে সতেজ ও দাগহীন।
জেনে নিন কলা টাটকা রাখার সহজ ৫ উপায়
১. অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে কাণ্ড মুড়িয়ে রাখুন
কলা দীর্ঘদিন সতেজ রাখতে কাণ্ড অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুড়িয়ে নিন। কলাগুলো কাঁদি থেকে আলাদা করুন এবং প্রতিটির কাণ্ডে ফয়েল দিয়ে মুড়ে ফেলুন। তবে মনে রাখবেন, পুরো কলা ঢাকবেন না, শুধু কাণ্ড ঢাকলেই হবে। ফয়েল না থাকলে প্লাস্টিক বা কাগজের মোড়কও ব্যবহার করতে পারেন।
২. কলাগুলো কাউন্টারে রাখবেন না
কাউন্টারে রেখে দিলে কলা দ্রুত নষ্ট হতে পারে। এর বদলে কলাগুলো ঝুলিয়ে রাখুন। দড়ি বা স্ট্রিং ব্যবহার করে কলার কাণ্ডে বেঁধে রান্নাঘরের কোথাও ঝুলিয়ে রাখুন।

৩. অন্যান্য ফল ও সবজি থেকে কলা আলাদা রাখুন
কখনোই কলা অন্যান্য ফল বা সবজির সঙ্গে রাখবেন না। যেমন—আপেল ও টমেটো ইথিলিন গ্যাস ছাড়ে। যা কলাকে দ্রুত পাকাতে সাহায্য করে। আলাদা রাখলে কলা বেশি দিন ভালো থাকে।
৪. কলা ফ্রিজে রাখবেন না
ফ্রিজে রাখা কলার জন্য ভালো নয়। ঠান্ডা তাপমাত্রা কলা দ্রুত নষ্ট করে দেয়। বরং কলাগুলো ঘরের স্বাভাবিক তাপমাত্রায় শুকনো জায়গায় রাখুন।

৫. অতিরিক্ত পাকা কলা কিনবেন না
কলা কেনার সময় সবুজ ভাব ও সামান্য শক্ত কলা বেছে নিন। তবে কোনো দাগ যেন না থাকে সেদিকে খেয়াল রাখুন। অতি পাকা কলা এড়িয়ে চলুন। যতটা প্রয়োজন ততটাই কিনুন, যাতে নষ্ট হওয়ার ঝুঁকি না থাকে।
যদি কলা পেকে যায়, তাহলে তা এটি দিয়ে সুস্বাদু রেসিপি তৈরি করুন। যেমন স্মুদি, মাফিন বা কলার পাউরুটি।
সূত্র: এনডিটিভি

ভ্রমণপিপাসুদের জন্য দারুণ খবর। ভ্রমণে গিয়ে নিরাপত্তার কথা ভাবলে এখন সবার আগে যে নামটি আসবে, তা হলো সূর্যোদয়ের দেশ জাপান। বিশ্বখ্যাত ট্রাভেল ইনস্যুরেন্স কোম্পানি ‘বার্কশায়ার হ্যাথাওয়ে ট্রাভেল প্রোটেকশন’-এর ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, এশিয়ার সবচেয়ে নিরাপদ দেশের মর্যাদা পেয়েছে জাপান। কঠোর আইন এবং অতি
১৮ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন বহুল ব্যবহৃত। অফিস থেকে শুরু করে শ্রেণিকক্ষ—সবখানেই এর বিচরণ অবাধে। তবে এর অপব্যবহার শিক্ষার্থীদের বিকাশ ও সৃজনশীলতাকে নেতিবাচক দিকে ধাবিত করছে। এর ক্রমবর্ধমান অপব্যবহার রুখতে এবং শিক্ষার্থীরা সত্যিই বিষয়টি বুঝতে পারছে কি না, তা যাচাই করতে উত্তর আমেরিকার
২০ ঘণ্টা আগে
হয়ে গেল বিনোদন দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন গোল্ডেন গ্লোবস। তবে কেবল পুরস্কারের হিসাব-নিকাশ নয়, এই আসরটি বিশ্বজুড়ে সমাদৃত এর বর্ণিল ‘রেড কার্পেট’ ফ্যাশনের জন্য। দীর্ঘ দিনের ধারাবাহিকতায় এ বছরও তারকারা এমন সব সাজে হাজির হয়েছিলেন যা ফ্যাশন সচেতনদের মুগ্ধ করেছে। ২০২৬ সালের গোল্ডেন গ্লোবস ফ্যাশন ছি
১ দিন আগে
আজ আপনার জন্য টাকাপয়সা ফেরত পাওয়ার দিন। অনেক আগে কাউকে ধার দেওয়া টাকা বা পুরোনো প্যান্টের পকেটে রাখা নোট আজ উদ্ধার হতে পারে। পুরোনো ঋণ শোধের জন্য আজ সেরা দিন, এতে মনের ওপর থেকে বড় একটা পাথর নেমে যাবে।
১ দিন আগে