মুহাম্মদ শফিকুর রহমান

বছরের এ সময়টায় অর্কিড রোপণ করতে পারেন। এর জন্য সঠিক মিডিয়া নির্বাচন করা জরুরি। শৌখিন বাগানিরা এ কাজেই ভুল করেন। ভুল মিডিয়ার কারণে অর্কিড খুব দ্রুত পচে যায়। অর্কিড টপ সেটিং করতে কয়লা ও ক্লে বল মিডিয়া হিসেবে ব্যবহার করুন। কাঠে মাউন্ট করলে পুরোনো গাছের কাঠ ব্যবহার করা যায়। তবে সেগুন কাঠ হলে ভালো হয়।
বাতাস, বৃষ্টি আর আর্দ্রতা থেকে অর্কিড পুষ্টি নিয়ে থাকে। এগুলো সরাসরি সূর্যের আলোয় না রেখে আলো-ছায়ায় রাখলে ভালো হবে। এসি ঘরে কোনোভাবেই অর্কিডগাছ রাখা যাবে না।
স্যাঁতসেঁতে জায়গায় অন্য অনেক গাছের চেয়ে অর্কিড ভালো হয় এবং সেগুলোর বৃদ্ধিও ঘটে।
অর্কিডে দিনে একবার পানি দেওয়াই যথেষ্ট। সকালে পানি দেওয়া ভালো। তবে বৃষ্টি হলে দরকার নেই।
১৫ দিন পরপর অর্কিডগাছে ছত্রাকনাশক ব্যবহার করা ভালো। অর্কিডের প্রধান রোগ হলো পচন। এ জন্য ১৫ দিন পরপর একবার তো বটেই; তবে বৃষ্টি হলে, বৃষ্টি শেষে একবার ছত্রাকনাশক স্প্রে করতে হবে।
ভালো লাগলেই সব অর্কিড আপনার থাকতে হবে—এমন মনোভাব পোষণ বাদ দিন। সামান্য কিছু দেশি অর্কিড সংগ্রহ করে সেগুলোর যত্ন নিন। যদি বাঁচাতে পারেন, তবেই এর পরিমাণ বাড়াবেন।
বর্ষাকাল শেষ হলে অর্কিডে খাবার দিন। কারণ, প্রজাতির অর্কিড বাতাস থেকে খাদ্য সংগ্রহ করতে পারে না। তাই বর্ষাকালে এগুলোকে প্রতি সপ্তাহে একবার সার প্রয়োগ করতে হবে। সে ক্ষেত্রে রাসায়নিক সার এনপিকে -২০ ২০ ২০, ১২ ৬১ ০০, -১৯ ১৯ ১৯, -০০ ০০ ৫০ ব্যবহার করতে পারেন। রাসায়নিক সার ব্যবহারের পরদিন অবশ্যই গাছ ভালো করে ধুয়ে দেবেন, যাতে সারের কোনো অবশিষ্ট গাছে লেগে না থাকে।
তরল সার পানিতে মিশিয়ে সপ্তাহে এক দিন দিতে পারেন। নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়ামযুক্ত সার নির্দিষ্ট পরিমাণে পানিতে গুলিয়ে দিলে অর্কিডের বৃদ্ধি ভালো হবে। চারা বা বাড়ন্ত অবস্থার মাঝামাঝি সময়ে এবং ফুল আসার আগে গাছে সার স্প্রে করতে হয়।
অর্কিডের প্রধান শত্রু প্রয়োজনের অতিরিক্ত পানি। এতে অর্কিড মারা যাওয়ার আশঙ্কা থাকে। এটি রাখার পাত্রে পানিনিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে।
বর্ষাকাল শেষ হলে অর্কিডে খাবার দিন। কারণ, প্রজাতির অর্কিড বাতাস থেকে খাদ্য সংগ্রহ করতে পারে না। তাই বর্ষাকালে এগুলোকে প্রতি সপ্তাহে একবার সার প্রয়োগ করতে হবে। সে ক্ষেত্রে আপনি রাসায়নিক সার নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম বা এনপিকে ২০–২০–২০, ১২–৬১–০০, ১৯–১৯–১৯, ০০–০০–৫০ ব্যবহার করতে পারেন। রাসায়নিক সার ব্যবহারের পরদিন অবশ্যই গাছ ভালো করে ধুয়ে দেবেন, যাতে সারের কোনো অবশিষ্ট লেগে না থাকে।

বছরের এ সময়টায় অর্কিড রোপণ করতে পারেন। এর জন্য সঠিক মিডিয়া নির্বাচন করা জরুরি। শৌখিন বাগানিরা এ কাজেই ভুল করেন। ভুল মিডিয়ার কারণে অর্কিড খুব দ্রুত পচে যায়। অর্কিড টপ সেটিং করতে কয়লা ও ক্লে বল মিডিয়া হিসেবে ব্যবহার করুন। কাঠে মাউন্ট করলে পুরোনো গাছের কাঠ ব্যবহার করা যায়। তবে সেগুন কাঠ হলে ভালো হয়।
বাতাস, বৃষ্টি আর আর্দ্রতা থেকে অর্কিড পুষ্টি নিয়ে থাকে। এগুলো সরাসরি সূর্যের আলোয় না রেখে আলো-ছায়ায় রাখলে ভালো হবে। এসি ঘরে কোনোভাবেই অর্কিডগাছ রাখা যাবে না।
স্যাঁতসেঁতে জায়গায় অন্য অনেক গাছের চেয়ে অর্কিড ভালো হয় এবং সেগুলোর বৃদ্ধিও ঘটে।
অর্কিডে দিনে একবার পানি দেওয়াই যথেষ্ট। সকালে পানি দেওয়া ভালো। তবে বৃষ্টি হলে দরকার নেই।
১৫ দিন পরপর অর্কিডগাছে ছত্রাকনাশক ব্যবহার করা ভালো। অর্কিডের প্রধান রোগ হলো পচন। এ জন্য ১৫ দিন পরপর একবার তো বটেই; তবে বৃষ্টি হলে, বৃষ্টি শেষে একবার ছত্রাকনাশক স্প্রে করতে হবে।
ভালো লাগলেই সব অর্কিড আপনার থাকতে হবে—এমন মনোভাব পোষণ বাদ দিন। সামান্য কিছু দেশি অর্কিড সংগ্রহ করে সেগুলোর যত্ন নিন। যদি বাঁচাতে পারেন, তবেই এর পরিমাণ বাড়াবেন।
বর্ষাকাল শেষ হলে অর্কিডে খাবার দিন। কারণ, প্রজাতির অর্কিড বাতাস থেকে খাদ্য সংগ্রহ করতে পারে না। তাই বর্ষাকালে এগুলোকে প্রতি সপ্তাহে একবার সার প্রয়োগ করতে হবে। সে ক্ষেত্রে রাসায়নিক সার এনপিকে -২০ ২০ ২০, ১২ ৬১ ০০, -১৯ ১৯ ১৯, -০০ ০০ ৫০ ব্যবহার করতে পারেন। রাসায়নিক সার ব্যবহারের পরদিন অবশ্যই গাছ ভালো করে ধুয়ে দেবেন, যাতে সারের কোনো অবশিষ্ট গাছে লেগে না থাকে।
তরল সার পানিতে মিশিয়ে সপ্তাহে এক দিন দিতে পারেন। নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়ামযুক্ত সার নির্দিষ্ট পরিমাণে পানিতে গুলিয়ে দিলে অর্কিডের বৃদ্ধি ভালো হবে। চারা বা বাড়ন্ত অবস্থার মাঝামাঝি সময়ে এবং ফুল আসার আগে গাছে সার স্প্রে করতে হয়।
অর্কিডের প্রধান শত্রু প্রয়োজনের অতিরিক্ত পানি। এতে অর্কিড মারা যাওয়ার আশঙ্কা থাকে। এটি রাখার পাত্রে পানিনিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে।
বর্ষাকাল শেষ হলে অর্কিডে খাবার দিন। কারণ, প্রজাতির অর্কিড বাতাস থেকে খাদ্য সংগ্রহ করতে পারে না। তাই বর্ষাকালে এগুলোকে প্রতি সপ্তাহে একবার সার প্রয়োগ করতে হবে। সে ক্ষেত্রে আপনি রাসায়নিক সার নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম বা এনপিকে ২০–২০–২০, ১২–৬১–০০, ১৯–১৯–১৯, ০০–০০–৫০ ব্যবহার করতে পারেন। রাসায়নিক সার ব্যবহারের পরদিন অবশ্যই গাছ ভালো করে ধুয়ে দেবেন, যাতে সারের কোনো অবশিষ্ট লেগে না থাকে।

বাইরের পৃথিবীতে হাসিমুখে থাকা কিংবা অন্যদের হাসানো আমাদের অনেকের কাছে খুব সহজ মনে হয়। কিন্তু দিন শেষে নিজের আপনজন বা পরিবারের সদস্যদের মুখে হাসি ফোটানো মাঝে মাঝে বেশ কঠিন কাজ হয়ে দাঁড়ায়। আমরা সাধারণত পরিবারকে এমন একটি নিরাপদ আশ্রয় ভাবি, যেখানে আমাদের সব ধরনের আবেগ, রাগ বা বিরক্তি সরাসরি প্রকাশ করে
৫ ঘণ্টা আগে
অনেকে মনে করেন, ভাগ্য হঠাৎ আকাশ থেকে নেমে আসে। কিন্তু বাস্তবে ভাগ্য তৈরি হয় আমাদের অভ্যাস, দৃষ্টিভঙ্গি এবং চারপাশের পৃথিবীর সঙ্গে আমাদের আচরণের মাধ্যমে। ১৯৪৫ সালের ৬ আগস্ট। জাপানের হিরোশিমায় কাজ করছিলেন সুতোমু ইয়ামাগুচি। সেদিন ইতিহাসের প্রথম পারমাণবিক বোমা বিস্ফোরিত হয় ঠিক তাঁর সামনেই।
৬ ঘণ্টা আগে
শীতে বাড়িতে কোনো না কোনো স্য়ুপ তো তৈরি করছেনই। খাওয়ার সময় একটা জিনিসই মিস করছেন, তা হলো অনথন। ইতস্তত না করে বাড়িতে এবার বানিয়ে ফেলুন সুস্বাদু এই খাবার।
৮ ঘণ্টা আগে
কথাটা সবার সঙ্গে নিশ্চয় মিলে গেল! আমরা যারা ফিট থাকতে চাই, সুস্বাস্থ্যের অধিকারী হতে চাই, বছরের শেষ দিনটিতে প্রায় প্রত্যেকে একটি প্রতিজ্ঞা করি। সেই প্রতিজ্ঞায় থাকে, এই বছর আমরা কোনো অস্বাস্থ্যকর খাবার খাব না, কোনো ধরনের ভাজাপোড়া, অতিরিক্ত শর্করা, মিষ্টিজাতীয় খাবার, চিনি ইত্যাদি এড়িয়ে চলব...
১২ ঘণ্টা আগে