মুহাম্মদ শফিকুর রহমান

বছরের এ সময়টায় অর্কিড রোপণ করতে পারেন। এর জন্য সঠিক মিডিয়া নির্বাচন করা জরুরি। শৌখিন বাগানিরা এ কাজেই ভুল করেন। ভুল মিডিয়ার কারণে অর্কিড খুব দ্রুত পচে যায়। অর্কিড টপ সেটিং করতে কয়লা ও ক্লে বল মিডিয়া হিসেবে ব্যবহার করুন। কাঠে মাউন্ট করলে পুরোনো গাছের কাঠ ব্যবহার করা যায়। তবে সেগুন কাঠ হলে ভালো হয়।
বাতাস, বৃষ্টি আর আর্দ্রতা থেকে অর্কিড পুষ্টি নিয়ে থাকে। এগুলো সরাসরি সূর্যের আলোয় না রেখে আলো-ছায়ায় রাখলে ভালো হবে। এসি ঘরে কোনোভাবেই অর্কিডগাছ রাখা যাবে না।
স্যাঁতসেঁতে জায়গায় অন্য অনেক গাছের চেয়ে অর্কিড ভালো হয় এবং সেগুলোর বৃদ্ধিও ঘটে।
অর্কিডে দিনে একবার পানি দেওয়াই যথেষ্ট। সকালে পানি দেওয়া ভালো। তবে বৃষ্টি হলে দরকার নেই।
১৫ দিন পরপর অর্কিডগাছে ছত্রাকনাশক ব্যবহার করা ভালো। অর্কিডের প্রধান রোগ হলো পচন। এ জন্য ১৫ দিন পরপর একবার তো বটেই; তবে বৃষ্টি হলে, বৃষ্টি শেষে একবার ছত্রাকনাশক স্প্রে করতে হবে।
ভালো লাগলেই সব অর্কিড আপনার থাকতে হবে—এমন মনোভাব পোষণ বাদ দিন। সামান্য কিছু দেশি অর্কিড সংগ্রহ করে সেগুলোর যত্ন নিন। যদি বাঁচাতে পারেন, তবেই এর পরিমাণ বাড়াবেন।
বর্ষাকাল শেষ হলে অর্কিডে খাবার দিন। কারণ, প্রজাতির অর্কিড বাতাস থেকে খাদ্য সংগ্রহ করতে পারে না। তাই বর্ষাকালে এগুলোকে প্রতি সপ্তাহে একবার সার প্রয়োগ করতে হবে। সে ক্ষেত্রে রাসায়নিক সার এনপিকে -২০ ২০ ২০, ১২ ৬১ ০০, -১৯ ১৯ ১৯, -০০ ০০ ৫০ ব্যবহার করতে পারেন। রাসায়নিক সার ব্যবহারের পরদিন অবশ্যই গাছ ভালো করে ধুয়ে দেবেন, যাতে সারের কোনো অবশিষ্ট গাছে লেগে না থাকে।
তরল সার পানিতে মিশিয়ে সপ্তাহে এক দিন দিতে পারেন। নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়ামযুক্ত সার নির্দিষ্ট পরিমাণে পানিতে গুলিয়ে দিলে অর্কিডের বৃদ্ধি ভালো হবে। চারা বা বাড়ন্ত অবস্থার মাঝামাঝি সময়ে এবং ফুল আসার আগে গাছে সার স্প্রে করতে হয়।
অর্কিডের প্রধান শত্রু প্রয়োজনের অতিরিক্ত পানি। এতে অর্কিড মারা যাওয়ার আশঙ্কা থাকে। এটি রাখার পাত্রে পানিনিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে।
বর্ষাকাল শেষ হলে অর্কিডে খাবার দিন। কারণ, প্রজাতির অর্কিড বাতাস থেকে খাদ্য সংগ্রহ করতে পারে না। তাই বর্ষাকালে এগুলোকে প্রতি সপ্তাহে একবার সার প্রয়োগ করতে হবে। সে ক্ষেত্রে আপনি রাসায়নিক সার নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম বা এনপিকে ২০–২০–২০, ১২–৬১–০০, ১৯–১৯–১৯, ০০–০০–৫০ ব্যবহার করতে পারেন। রাসায়নিক সার ব্যবহারের পরদিন অবশ্যই গাছ ভালো করে ধুয়ে দেবেন, যাতে সারের কোনো অবশিষ্ট লেগে না থাকে।

বছরের এ সময়টায় অর্কিড রোপণ করতে পারেন। এর জন্য সঠিক মিডিয়া নির্বাচন করা জরুরি। শৌখিন বাগানিরা এ কাজেই ভুল করেন। ভুল মিডিয়ার কারণে অর্কিড খুব দ্রুত পচে যায়। অর্কিড টপ সেটিং করতে কয়লা ও ক্লে বল মিডিয়া হিসেবে ব্যবহার করুন। কাঠে মাউন্ট করলে পুরোনো গাছের কাঠ ব্যবহার করা যায়। তবে সেগুন কাঠ হলে ভালো হয়।
বাতাস, বৃষ্টি আর আর্দ্রতা থেকে অর্কিড পুষ্টি নিয়ে থাকে। এগুলো সরাসরি সূর্যের আলোয় না রেখে আলো-ছায়ায় রাখলে ভালো হবে। এসি ঘরে কোনোভাবেই অর্কিডগাছ রাখা যাবে না।
স্যাঁতসেঁতে জায়গায় অন্য অনেক গাছের চেয়ে অর্কিড ভালো হয় এবং সেগুলোর বৃদ্ধিও ঘটে।
অর্কিডে দিনে একবার পানি দেওয়াই যথেষ্ট। সকালে পানি দেওয়া ভালো। তবে বৃষ্টি হলে দরকার নেই।
১৫ দিন পরপর অর্কিডগাছে ছত্রাকনাশক ব্যবহার করা ভালো। অর্কিডের প্রধান রোগ হলো পচন। এ জন্য ১৫ দিন পরপর একবার তো বটেই; তবে বৃষ্টি হলে, বৃষ্টি শেষে একবার ছত্রাকনাশক স্প্রে করতে হবে।
ভালো লাগলেই সব অর্কিড আপনার থাকতে হবে—এমন মনোভাব পোষণ বাদ দিন। সামান্য কিছু দেশি অর্কিড সংগ্রহ করে সেগুলোর যত্ন নিন। যদি বাঁচাতে পারেন, তবেই এর পরিমাণ বাড়াবেন।
বর্ষাকাল শেষ হলে অর্কিডে খাবার দিন। কারণ, প্রজাতির অর্কিড বাতাস থেকে খাদ্য সংগ্রহ করতে পারে না। তাই বর্ষাকালে এগুলোকে প্রতি সপ্তাহে একবার সার প্রয়োগ করতে হবে। সে ক্ষেত্রে রাসায়নিক সার এনপিকে -২০ ২০ ২০, ১২ ৬১ ০০, -১৯ ১৯ ১৯, -০০ ০০ ৫০ ব্যবহার করতে পারেন। রাসায়নিক সার ব্যবহারের পরদিন অবশ্যই গাছ ভালো করে ধুয়ে দেবেন, যাতে সারের কোনো অবশিষ্ট গাছে লেগে না থাকে।
তরল সার পানিতে মিশিয়ে সপ্তাহে এক দিন দিতে পারেন। নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়ামযুক্ত সার নির্দিষ্ট পরিমাণে পানিতে গুলিয়ে দিলে অর্কিডের বৃদ্ধি ভালো হবে। চারা বা বাড়ন্ত অবস্থার মাঝামাঝি সময়ে এবং ফুল আসার আগে গাছে সার স্প্রে করতে হয়।
অর্কিডের প্রধান শত্রু প্রয়োজনের অতিরিক্ত পানি। এতে অর্কিড মারা যাওয়ার আশঙ্কা থাকে। এটি রাখার পাত্রে পানিনিষ্কাশনের ব্যবস্থা রাখতে হবে।
বর্ষাকাল শেষ হলে অর্কিডে খাবার দিন। কারণ, প্রজাতির অর্কিড বাতাস থেকে খাদ্য সংগ্রহ করতে পারে না। তাই বর্ষাকালে এগুলোকে প্রতি সপ্তাহে একবার সার প্রয়োগ করতে হবে। সে ক্ষেত্রে আপনি রাসায়নিক সার নাইট্রোজেন, ফসফরাস ও পটাশিয়াম বা এনপিকে ২০–২০–২০, ১২–৬১–০০, ১৯–১৯–১৯, ০০–০০–৫০ ব্যবহার করতে পারেন। রাসায়নিক সার ব্যবহারের পরদিন অবশ্যই গাছ ভালো করে ধুয়ে দেবেন, যাতে সারের কোনো অবশিষ্ট লেগে না থাকে।

নারী ও পুরুষের প্রেমের প্রাথমিক পর্যায়গুলো আনন্দদায়ক হলেও, একটি সুস্থ দাম্পত্যজীবন বজায় রাখার জন্য ক্রমাগত পরিশ্রম এবং নিষ্ঠার প্রয়োজন হয়। ব্যস্ত সময়সূচি ও নানাবিধ দায়িত্বের মধ্যে দম্পতিরা নিজস্ব সময় কাটানো যেমন চ্যালেঞ্জিং বলে মনে করেন, তেমনি এই সম্পর্ককে দীর্ঘমেয়াদি রূপ দেওয়াকেও জটিল বলে...
১০ ঘণ্টা আগে
হাতের আঙুলের ডগায় নিখুঁত রঙের ছোঁয়া কিংবা নখের সূক্ষ্ম কারুকাজ কেবল সাজগোজ নয়। বরং তা একজন নারীর আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বের এক শৈল্পিক বহিঃপ্রকাশ। নখের এই ক্ষুদ্র ক্যানভাসে যাঁরা জাদুর ছোঁয়া দেন, তাঁদেরই একজন বেকি হলিস। মাত্র ২৯ বছর বয়সে তিনি প্রমাণ করেছেন, সদিচ্ছা আর কঠোর পরিশ্রম থাকলে সাধারণ...
১২ ঘণ্টা আগে
বয়স বেড়ে যাওয়া প্রকৃতির এক অপরিবর্তনীয় নিয়ম। কিন্তু সেই বার্ধক্য যেন অকালে আমাদের লাবণ্য কেড়ে নিতে না পারে, তার চাবিকাঠি লুকিয়ে আছে প্রতিদিনের খাদ্যতালিকায়। বিভিন্ন গবেষণা জানাচ্ছে, সঠিক পুষ্টি শুধু আমাদের ফিটনেস বা শারীরিক সক্ষমতাই বাড়ায় না, বরং ত্বক সতেজ রেখে দীর্ঘকাল তারুণ্য...
১৭ ঘণ্টা আগে
আজ আপনার শরীরে এনার্জি থাকবে অলিম্পিক অ্যাথলেটের মতো। অফিসে আপনার কঠোর পরিশ্রম দেখে বস এতটাই খুশি হবেন যে আপনাকে ‘পুরস্কার’ হিসেবে আরও তিনটি প্রজেক্টের দায়িত্ব গছিয়ে দিতে পারেন। মনে রাখবেন, গাধার খাটুনি আর ঘোড়ার চালের মধ্যে পার্থক্য বজায় রাখাটাই আসল চ্যালেঞ্জ।
১৮ ঘণ্টা আগে