আনিকা জীনাত, ঢাকা

গানের সঙ্গে সঙ্গে আমরা নাকি পেছনে ফিরি। মানে আপনি যদি ১৯৯০-এর দশকের গান শোনেন, তবে সেই ছোটবেলায় এ গান কখন, কোথায় শুনেছিলেন সেটাই মনে পড়ে। আবার চলতি বাসের জানালার কাছে বসে প্রকৃতিতে চোখ রেখে, গানের কথায় জীবনের মিল খুঁজে কল্পনায় ডুব দিলেও জগৎ-সংসার ভুলে থাকা যায়।
তবে আপনার জন্ম আজ থেকে ১৩০ বছর আগে হলে এই সুবিধা পেতেন না। তখন হেডফোনের ওজন ছিল ১০ পাউন্ড। এত ভারী একটা যন্ত্র মাথায় ও কানে লাগিয়ে আর যাই হোক, নস্টালজিয়ায় ডুব দেওয়া যায় না।
গানের তালে অনুভূতির নাড়াচাড়ার সুবিধা পেতে কম পথ পেরোতে হয়নি! হেডফোনের ব্যবহার প্রথম শুরু হয় ১৮৯০ সালের দিকে। টেলিফোন অপারেটররা এটা ব্যবহার করতেন। এর ওপরের অংশ দেখতে ছিল স্টেথেস্কোপের মতো। এর কয়েক বছরের মধ্যেই ইলেকট্রোফোন বাজারে আসে। সাবস্ক্রিপশন সেবার আওতায় গ্রাহকদের টেলিফোন অপারেটরদের কাছে ডায়াল করতে হতো। বছরে ৫ পাউন্ড দিয়ে লন্ডনের থিয়েটারগুলোর বিভিন্ন লাইভ অনুষ্ঠান শোনা যেত এর মাধ্যমে। এরপর ১৯১০ সালে এল হাতে তৈরি হেডফোন। দেখতে ছিল এখনকার হেডফোনের মতোই।
১৯৫০-এর দশকে স্টেরিও হেডফোনের আকার ছিল কিছুটা ছোট। রেডিও ও গান দুটোই চলত এতে। এরপর ১৯৭৯ সালে ওয়াকম্যান বাজারে এলে সৃষ্টি হলো নতুন ইতিহাস। সনির তৈরি ওয়াকম্যানের ৪০ কোটি ইউনিট বিক্রি হলো। হাতে নিয়ে হাঁটা যেত বলেই ওয়াকম্যানের জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছিল। ব্যাটারিচালিত হালকা ওজনের এই ক্যাসেট প্লেয়ারের শব্দ ছিল উন্নত মানের। মাইকেল জ্যাকসনের ‘অফ দ্য ওয়াল’ অ্যালবামটিও সে বছরই মুক্তি পায়। মাইকেল জ্যাকসনের জনপ্রিয়তা বৃদ্ধিতে ওয়াকম্যানেরও ভূমিকা ছিল বললে খুব বেশি ভুল হবে কি?
এক দশকের মধ্যেই কয়েকটি অ্যালবাম স্টোর করার সুবিধা এল এমপি থ্রি প্লেয়ারের মাধ্যমে। নব্বইয়ের দশকে রাজত্ব করা এমপি থ্রি প্লেয়ারের জৌলুশ শেষ করে দেয় অ্যাপলের আইপড। ২০০১ সালে বাজারে আসা আইপড খুব সহজেই পকেটে এঁটে যেত। প্লে লিস্টের গানগুলো সিলেক্ট করে ভিডিও গেমসও খেলা যেত।
২০১৬ সালে শুরু হলো ওয়্যারলেস ইয়ারবাডসের যুগ। ছোট্ট হেডফোনই পরিচিতি পেল ইয়ারবাডস নামে। কানে চেপে বসা ফোমে মোড়ানো ঢাউস আকারের হেডফোন থেকে মুক্তি মিলল সংগীতপ্রেমীদের। ডিজিটাল মিউজিকের যুগ শুরু হওয়ার পর থেকে তারা যখন-তখন যেকোনো গান শোনার সুবিধাও পেল।
২০১৬ সালের সেপ্টেম্বরে অ্যাপলের ইয়ারবাডস এল ইয়ারপডস নামে। ২০১৭ সালে ইয়ারপডসের ১ কোটি ৬০ লাখ ইউনিট বিক্রি হয়। হেডফোনের এই ক্ষুদ্র সংস্করণ খুব দ্রুতই পকেটে জায়গা করে নিল। ফোনের সঙ্গে ব্লুটুথ ফিচারের মাধ্যমে ইয়ারবাডস কানেক্ট করলেই গান শোনা যায়। চার্জিং কেসে রাখলেই চার্জ হয়ে যায়। তবে চার্জিং কেস চার্জে দেওয়ার প্রয়োজন পড়ে। কেব্লে যুক্ত করে চার্জে দিতে হয় বলে ইয়ারবাডসকে আংশিক ওয়্যারলেসও বলা যেতে পারে।
ইয়ারবাডসের নয়েজ ক্যানসেলিং ফিচারের কারণে আশপাশের শব্দগুলো বাধা পায়। ভেতরে ঢুকতে পারে না। ফলে ভলিউম বাড়ানোরও প্রয়োজন হয় না। ফোন এলেও ইয়ারবাডস খোলার প্রয়োজন পড়ে না। ইয়ারবাডসে স্পর্শ করলে ফোন কল রিসিভ হয়ে যায়। ফোন কানে দেওয়ারও প্রয়োজন হয় না।
তার নেই, তাই পেঁচিয়ে যাওয়ার ভয় নেই। কয়েক বছর আগেও তারের জট খুলতে খুলতে রেডিওতে চলা পছন্দের গান শেষ হয়ে যেত। ইয়ারবাডসের সে ঝামেলা নেই। ফোন কোম্পানিগুলোও ইয়ারবাডসের কারণে হেডফোন লাগানোর পোর্টই বাদ দিচ্ছে। তাই ৩ দশমিক ৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এখন অনেক ফোনেই আর দেখা যায় না।
কেনার আগে
ব্যবহারে সতর্কতা
ইয়ারবাডসের দাম
সনি, বস বা অ্যাপলের তৈরি ইয়ারবাডস কিনতে চাইলে খরচ করতে হবে ২৫০-৩০০ ডলার। নয়েজ ক্যানসেলেশন সুবিধাসংবলিত ইয়ারবাডসের দাম তুলনামূলকভাবে বেশি। সাধারণ ব্র্যান্ডেরগুলো ১৫০ ডলারের মধ্যেই পাওয়া যায়।
সূত্র: কুল ম্যাটেরিয়াল ও পিসিমাগ

গানের সঙ্গে সঙ্গে আমরা নাকি পেছনে ফিরি। মানে আপনি যদি ১৯৯০-এর দশকের গান শোনেন, তবে সেই ছোটবেলায় এ গান কখন, কোথায় শুনেছিলেন সেটাই মনে পড়ে। আবার চলতি বাসের জানালার কাছে বসে প্রকৃতিতে চোখ রেখে, গানের কথায় জীবনের মিল খুঁজে কল্পনায় ডুব দিলেও জগৎ-সংসার ভুলে থাকা যায়।
তবে আপনার জন্ম আজ থেকে ১৩০ বছর আগে হলে এই সুবিধা পেতেন না। তখন হেডফোনের ওজন ছিল ১০ পাউন্ড। এত ভারী একটা যন্ত্র মাথায় ও কানে লাগিয়ে আর যাই হোক, নস্টালজিয়ায় ডুব দেওয়া যায় না।
গানের তালে অনুভূতির নাড়াচাড়ার সুবিধা পেতে কম পথ পেরোতে হয়নি! হেডফোনের ব্যবহার প্রথম শুরু হয় ১৮৯০ সালের দিকে। টেলিফোন অপারেটররা এটা ব্যবহার করতেন। এর ওপরের অংশ দেখতে ছিল স্টেথেস্কোপের মতো। এর কয়েক বছরের মধ্যেই ইলেকট্রোফোন বাজারে আসে। সাবস্ক্রিপশন সেবার আওতায় গ্রাহকদের টেলিফোন অপারেটরদের কাছে ডায়াল করতে হতো। বছরে ৫ পাউন্ড দিয়ে লন্ডনের থিয়েটারগুলোর বিভিন্ন লাইভ অনুষ্ঠান শোনা যেত এর মাধ্যমে। এরপর ১৯১০ সালে এল হাতে তৈরি হেডফোন। দেখতে ছিল এখনকার হেডফোনের মতোই।
১৯৫০-এর দশকে স্টেরিও হেডফোনের আকার ছিল কিছুটা ছোট। রেডিও ও গান দুটোই চলত এতে। এরপর ১৯৭৯ সালে ওয়াকম্যান বাজারে এলে সৃষ্টি হলো নতুন ইতিহাস। সনির তৈরি ওয়াকম্যানের ৪০ কোটি ইউনিট বিক্রি হলো। হাতে নিয়ে হাঁটা যেত বলেই ওয়াকম্যানের জনপ্রিয়তা আকাশ ছুঁয়েছিল। ব্যাটারিচালিত হালকা ওজনের এই ক্যাসেট প্লেয়ারের শব্দ ছিল উন্নত মানের। মাইকেল জ্যাকসনের ‘অফ দ্য ওয়াল’ অ্যালবামটিও সে বছরই মুক্তি পায়। মাইকেল জ্যাকসনের জনপ্রিয়তা বৃদ্ধিতে ওয়াকম্যানেরও ভূমিকা ছিল বললে খুব বেশি ভুল হবে কি?
এক দশকের মধ্যেই কয়েকটি অ্যালবাম স্টোর করার সুবিধা এল এমপি থ্রি প্লেয়ারের মাধ্যমে। নব্বইয়ের দশকে রাজত্ব করা এমপি থ্রি প্লেয়ারের জৌলুশ শেষ করে দেয় অ্যাপলের আইপড। ২০০১ সালে বাজারে আসা আইপড খুব সহজেই পকেটে এঁটে যেত। প্লে লিস্টের গানগুলো সিলেক্ট করে ভিডিও গেমসও খেলা যেত।
২০১৬ সালে শুরু হলো ওয়্যারলেস ইয়ারবাডসের যুগ। ছোট্ট হেডফোনই পরিচিতি পেল ইয়ারবাডস নামে। কানে চেপে বসা ফোমে মোড়ানো ঢাউস আকারের হেডফোন থেকে মুক্তি মিলল সংগীতপ্রেমীদের। ডিজিটাল মিউজিকের যুগ শুরু হওয়ার পর থেকে তারা যখন-তখন যেকোনো গান শোনার সুবিধাও পেল।
২০১৬ সালের সেপ্টেম্বরে অ্যাপলের ইয়ারবাডস এল ইয়ারপডস নামে। ২০১৭ সালে ইয়ারপডসের ১ কোটি ৬০ লাখ ইউনিট বিক্রি হয়। হেডফোনের এই ক্ষুদ্র সংস্করণ খুব দ্রুতই পকেটে জায়গা করে নিল। ফোনের সঙ্গে ব্লুটুথ ফিচারের মাধ্যমে ইয়ারবাডস কানেক্ট করলেই গান শোনা যায়। চার্জিং কেসে রাখলেই চার্জ হয়ে যায়। তবে চার্জিং কেস চার্জে দেওয়ার প্রয়োজন পড়ে। কেব্লে যুক্ত করে চার্জে দিতে হয় বলে ইয়ারবাডসকে আংশিক ওয়্যারলেসও বলা যেতে পারে।
ইয়ারবাডসের নয়েজ ক্যানসেলিং ফিচারের কারণে আশপাশের শব্দগুলো বাধা পায়। ভেতরে ঢুকতে পারে না। ফলে ভলিউম বাড়ানোরও প্রয়োজন হয় না। ফোন এলেও ইয়ারবাডস খোলার প্রয়োজন পড়ে না। ইয়ারবাডসে স্পর্শ করলে ফোন কল রিসিভ হয়ে যায়। ফোন কানে দেওয়ারও প্রয়োজন হয় না।
তার নেই, তাই পেঁচিয়ে যাওয়ার ভয় নেই। কয়েক বছর আগেও তারের জট খুলতে খুলতে রেডিওতে চলা পছন্দের গান শেষ হয়ে যেত। ইয়ারবাডসের সে ঝামেলা নেই। ফোন কোম্পানিগুলোও ইয়ারবাডসের কারণে হেডফোন লাগানোর পোর্টই বাদ দিচ্ছে। তাই ৩ দশমিক ৫ মিলিমিটারের হেডফোন জ্যাক এখন অনেক ফোনেই আর দেখা যায় না।
কেনার আগে
ব্যবহারে সতর্কতা
ইয়ারবাডসের দাম
সনি, বস বা অ্যাপলের তৈরি ইয়ারবাডস কিনতে চাইলে খরচ করতে হবে ২৫০-৩০০ ডলার। নয়েজ ক্যানসেলেশন সুবিধাসংবলিত ইয়ারবাডসের দাম তুলনামূলকভাবে বেশি। সাধারণ ব্র্যান্ডেরগুলো ১৫০ ডলারের মধ্যেই পাওয়া যায়।
সূত্র: কুল ম্যাটেরিয়াল ও পিসিমাগ

হয়ে গেল বিনোদন দুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন গোল্ডেন গ্লোবস। তবে কেবল পুরস্কারের হিসাব-নিকাশ নয়, এই আসরটি বিশ্বজুড়ে সমাদৃত এর বর্ণিল ‘রেড কার্পেট’ ফ্যাশনের জন্য। দীর্ঘ দিনের ধারাবাহিকতায় এ বছরও তারকারা এমন সব সাজে হাজির হয়েছিলেন যা ফ্যাশন সচেতনদের মুগ্ধ করেছে। ২০২৬ সালের গোল্ডেন গ্লোবস ফ্যাশন ছি
১ ঘণ্টা আগে
আজ আপনার জন্য টাকাপয়সা ফেরত পাওয়ার দিন। অনেক আগে কাউকে ধার দেওয়া টাকা বা পুরোনো প্যান্টের পকেটে রাখা নোট আজ উদ্ধার হতে পারে। পুরোনো ঋণ শোধের জন্য আজ সেরা দিন, এতে মনের ওপর থেকে বড় একটা পাথর নেমে যাবে।
২ ঘণ্টা আগে
ঘরের কোনো ড্রয়ারে বা আলমারিতে পড়ে থাকা পুরোনো কোনো স্মার্টফোন কি আছে? যেগুলো আর ব্যবহার করেন না, কিন্তু ফেলতেও মন চায় না। সেই পুরোনো মোবাইলটাই এবার কাজে লাগতে পারে আপনার ঘরের নিরাপত্তায়।
৩ ঘণ্টা আগে
পৌষের শেষ প্রহরে শীতের নরম রোদ যখন গ্রামবাংলার উঠানে আলতো করে ছড়িয়ে পড়ে, তখনই প্রকৃতি জানান দেয় মাঘের আগমনের। ধোঁয়া ওঠা চুলা, খেজুর গুড়ের মিষ্টি সুবাস আর মানুষের প্রাণখোলা হাসিতে মুখর হয়ে ওঠে জনপদ। এমনই এক আবহে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় আয়োজন করা হয় চাষিদের পিঠা উৎসব—যেখানে মিলেমিশে একাকার হয়ে যায়
১৫ ঘণ্টা আগে