
৩০ বছর বয়সী পোলিশ নারী ক্যারোলিনাকে অনেকেই রূপকথার রুপাঞ্জেল বলে ডাকেন। কারণ নিজের উচ্চতার চেয়েও দীর্ঘ তার মাথার চুলগুলো। এত দীর্ঘ চুল হওয়ার পেছনে কারণও আছে।
ক্যারোলিনা চেকোভস্কার তখন ১৯ বছর বয়স। সেই বয়সেই একটি পারলারে গিয়ে মাথার বাড়ন্ত চুলগুলোকে মাত্র ৩০ সেন্টিমিটার ছোট করেছিলেন তিনি। এতেই খেপে আগুন তার মা আর নানি। আর কখনোই চুল কাটা যাবে না-বলে দেন তারা।
এর পর থেকে আর কখনোই চুল কাটেননি ক্যারোলিনা। চুলের স্বাস্থ্য ধরে রাখতে মাঝে মাঝে চুলের মাথাগুলো একটু ছেঁটে দেন শুধু। এ কাজে তার মা, নানি, বোন এমনকি প্রেমিকও সহযোগিতা করেন।
বর্তমানে ক্যারোলিনার চুলের দৈর্ঘ্য অন্তত ৫ ফুট ৯ ইঞ্চি। যদিও তার দেহের উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। এ জন্য তাকে অনেক সমস্যায়ও পড়তে হয়। প্রায়ই চুলের ওপর পা পড়ে যায় তার। এক অনুষ্ঠানে তো একবার তার চুলের ওপর চেয়ারের পায়া পড়ে গিয়েছিল। আর বন্ধুরা মাঝে মধ্যেই পাশে বসতে গিয়ে তার চুলের ওপর বসে পড়ে। দুর্ঘটনায় আঘাত এড়াতে তাই চুলগুলোকে বেশির ভাগ সময় খোঁপা করেই রাখেন। আর ঘুমানোর সময় এগুলোকে বেণি করেন। স্বাস্থ্য ধরে রাখতে ব্যবহার করেন তেল।
অনলাইনে কেউ কেউ চুলগুলো নিয়ে বাজে মন্তব্য করেন। এমনকি কুৎসিত বলতেও ছাড়েননি দু-একজন। তবে এমন চুলের জন্য ক্যারোলিন প্রশংসাই পান বেশি। চুলের বৈশিষ্ট্যের কারণে ইনস্টাগ্রামে তার ফলোয়ারও বাড়ছে ধীরে ধীরে।
চুলের দৈর্ঘ্য নিয়ে তিনি বলেন, ‘আমার চুল সব সময় যে দীর্ঘ ছিল এমন নয়। শিশুকালে এই চুলগুলো আমার কাঁধ অবধি ছিল। কৈশোরে এগুলো আমার কোমর ছুঁয়ে ফেলে। তখন থেকেই এগুলোকে আরও বাড়তে দিতে শুরু করি।’
তিনি জানান, হাইস্কুল শেষে চুলগুলো যখন ঊরু ছুঁতো, সেময়ই কিছুটা ছেঁটে ফেলেছিলেন। এরপরই চুল কাটায় বাগড়া দেন মা আর নানি।
ক্যারোলিনা আরও জানান, তার পরিবারের অন্য নারীদের চুলও স্বাভাবিকের চেয়ে একটু বেশি লম্বা। তাই নিজের দীর্ঘ চুলের জন্য উত্তরাধিকার সূত্রে পাওয়া জিনকেও কিছুটা কৃতিত্ব দেন তিনি।
আজকাল যারা চুল লম্বা করতে চান তাদের প্রায়ই নানা পরামর্শ ও উপদেশ দেন ক্যারোলিনা। তিনি বলেন, ‘আমার চুলগুলো অনেক সুন্দর, সিল্কি এবং স্বাস্থ্যবান।’
চুল ধোয়ার পর কন্ডিশনার ব্যবহার করেন জানিয়ে তিনি আরও বলেন, ‘সম্ভব হলে এগুলোকে আমি নিজে নিজেই শুকোতে দেই। আর যদি বেশি তাড়া থাকে তাহলে শীতল কিংবা হালকা উষ্ণ বাতাসে শুকাই।’
যারা চুল লম্বা করতে চান তাদের প্রতি সর্বশেষ পরামর্শ হিসেবে তিনি বলেন, ‘আপনাদের চুলগুলোকে আলতো করে আঁচড়াবেন মাঝে মাঝে, কখনোই টানাটানি করবেন না।’

৩০ বছর বয়সী পোলিশ নারী ক্যারোলিনাকে অনেকেই রূপকথার রুপাঞ্জেল বলে ডাকেন। কারণ নিজের উচ্চতার চেয়েও দীর্ঘ তার মাথার চুলগুলো। এত দীর্ঘ চুল হওয়ার পেছনে কারণও আছে।
ক্যারোলিনা চেকোভস্কার তখন ১৯ বছর বয়স। সেই বয়সেই একটি পারলারে গিয়ে মাথার বাড়ন্ত চুলগুলোকে মাত্র ৩০ সেন্টিমিটার ছোট করেছিলেন তিনি। এতেই খেপে আগুন তার মা আর নানি। আর কখনোই চুল কাটা যাবে না-বলে দেন তারা।
এর পর থেকে আর কখনোই চুল কাটেননি ক্যারোলিনা। চুলের স্বাস্থ্য ধরে রাখতে মাঝে মাঝে চুলের মাথাগুলো একটু ছেঁটে দেন শুধু। এ কাজে তার মা, নানি, বোন এমনকি প্রেমিকও সহযোগিতা করেন।
বর্তমানে ক্যারোলিনার চুলের দৈর্ঘ্য অন্তত ৫ ফুট ৯ ইঞ্চি। যদিও তার দেহের উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি। এ জন্য তাকে অনেক সমস্যায়ও পড়তে হয়। প্রায়ই চুলের ওপর পা পড়ে যায় তার। এক অনুষ্ঠানে তো একবার তার চুলের ওপর চেয়ারের পায়া পড়ে গিয়েছিল। আর বন্ধুরা মাঝে মধ্যেই পাশে বসতে গিয়ে তার চুলের ওপর বসে পড়ে। দুর্ঘটনায় আঘাত এড়াতে তাই চুলগুলোকে বেশির ভাগ সময় খোঁপা করেই রাখেন। আর ঘুমানোর সময় এগুলোকে বেণি করেন। স্বাস্থ্য ধরে রাখতে ব্যবহার করেন তেল।
অনলাইনে কেউ কেউ চুলগুলো নিয়ে বাজে মন্তব্য করেন। এমনকি কুৎসিত বলতেও ছাড়েননি দু-একজন। তবে এমন চুলের জন্য ক্যারোলিন প্রশংসাই পান বেশি। চুলের বৈশিষ্ট্যের কারণে ইনস্টাগ্রামে তার ফলোয়ারও বাড়ছে ধীরে ধীরে।
চুলের দৈর্ঘ্য নিয়ে তিনি বলেন, ‘আমার চুল সব সময় যে দীর্ঘ ছিল এমন নয়। শিশুকালে এই চুলগুলো আমার কাঁধ অবধি ছিল। কৈশোরে এগুলো আমার কোমর ছুঁয়ে ফেলে। তখন থেকেই এগুলোকে আরও বাড়তে দিতে শুরু করি।’
তিনি জানান, হাইস্কুল শেষে চুলগুলো যখন ঊরু ছুঁতো, সেময়ই কিছুটা ছেঁটে ফেলেছিলেন। এরপরই চুল কাটায় বাগড়া দেন মা আর নানি।
ক্যারোলিনা আরও জানান, তার পরিবারের অন্য নারীদের চুলও স্বাভাবিকের চেয়ে একটু বেশি লম্বা। তাই নিজের দীর্ঘ চুলের জন্য উত্তরাধিকার সূত্রে পাওয়া জিনকেও কিছুটা কৃতিত্ব দেন তিনি।
আজকাল যারা চুল লম্বা করতে চান তাদের প্রায়ই নানা পরামর্শ ও উপদেশ দেন ক্যারোলিনা। তিনি বলেন, ‘আমার চুলগুলো অনেক সুন্দর, সিল্কি এবং স্বাস্থ্যবান।’
চুল ধোয়ার পর কন্ডিশনার ব্যবহার করেন জানিয়ে তিনি আরও বলেন, ‘সম্ভব হলে এগুলোকে আমি নিজে নিজেই শুকোতে দেই। আর যদি বেশি তাড়া থাকে তাহলে শীতল কিংবা হালকা উষ্ণ বাতাসে শুকাই।’
যারা চুল লম্বা করতে চান তাদের প্রতি সর্বশেষ পরামর্শ হিসেবে তিনি বলেন, ‘আপনাদের চুলগুলোকে আলতো করে আঁচড়াবেন মাঝে মাঝে, কখনোই টানাটানি করবেন না।’

নারী ও পুরুষের প্রেমের প্রাথমিক পর্যায়গুলো আনন্দদায়ক হলেও, একটি সুস্থ দাম্পত্যজীবন বজায় রাখার জন্য ক্রমাগত পরিশ্রম এবং নিষ্ঠার প্রয়োজন হয়। ব্যস্ত সময়সূচি ও নানাবিধ দায়িত্বের মধ্যে দম্পতিরা নিজস্ব সময় কাটানো যেমন চ্যালেঞ্জিং বলে মনে করেন, তেমনি এই সম্পর্ককে দীর্ঘমেয়াদি রূপ দেওয়াকেও জটিল বলে...
১৩ ঘণ্টা আগে
হাতের আঙুলের ডগায় নিখুঁত রঙের ছোঁয়া কিংবা নখের সূক্ষ্ম কারুকাজ কেবল সাজগোজ নয়। বরং তা একজন নারীর আত্মবিশ্বাস এবং ব্যক্তিত্বের এক শৈল্পিক বহিঃপ্রকাশ। নখের এই ক্ষুদ্র ক্যানভাসে যাঁরা জাদুর ছোঁয়া দেন, তাঁদেরই একজন বেকি হলিস। মাত্র ২৯ বছর বয়সে তিনি প্রমাণ করেছেন, সদিচ্ছা আর কঠোর পরিশ্রম থাকলে সাধারণ...
১৫ ঘণ্টা আগে
বয়স বেড়ে যাওয়া প্রকৃতির এক অপরিবর্তনীয় নিয়ম। কিন্তু সেই বার্ধক্য যেন অকালে আমাদের লাবণ্য কেড়ে নিতে না পারে, তার চাবিকাঠি লুকিয়ে আছে প্রতিদিনের খাদ্যতালিকায়। বিভিন্ন গবেষণা জানাচ্ছে, সঠিক পুষ্টি শুধু আমাদের ফিটনেস বা শারীরিক সক্ষমতাই বাড়ায় না, বরং ত্বক সতেজ রেখে দীর্ঘকাল তারুণ্য...
২১ ঘণ্টা আগে
আজ আপনার শরীরে এনার্জি থাকবে অলিম্পিক অ্যাথলেটের মতো। অফিসে আপনার কঠোর পরিশ্রম দেখে বস এতটাই খুশি হবেন যে আপনাকে ‘পুরস্কার’ হিসেবে আরও তিনটি প্রজেক্টের দায়িত্ব গছিয়ে দিতে পারেন। মনে রাখবেন, গাধার খাটুনি আর ঘোড়ার চালের মধ্যে পার্থক্য বজায় রাখাটাই আসল চ্যালেঞ্জ।
২১ ঘণ্টা আগে